An Nafs

An Nafs সারাদিন ব্যস্ততার পর আমাদের পেইজের ভিডিও দেখে মনকে শান্ত করুন।
(2)

সবাই শুধু ছবি শেয়ার করতেছে মূলত এর পেছনের ঘটনাটা কি?উত্তর- পেটের খুদা 😔
19/09/2024

সবাই শুধু ছবি শেয়ার করতেছে মূলত এর পেছনের ঘটনাটা কি?
উত্তর- পেটের খুদা 😔

26/08/2024

আসসালামু আলাইকুম 🙏
বাংলাদেশের বর্তমান অবস্থা সবকিছুই সংস্কারের দিকে এগোচ্ছে কিন্তু একটা জায়গায় এখনো এগোচ্ছে না সেটা হলো অনেক বেসরকারি কোম্পানি। যারা তাদের কর্মীদেরকে খুব বাজে ভাবে ব্যবহার করে, সেসব কোম্পানিতে অনেক কর্মী আছে যার অনেক বছর ধরে কাজ করে কিন্তু কোম্পানি থেকে কিছুই পাই না ওদেরকে বিনা নোটিশে চাকরি থেকে বাদ দেয়া হয়, নিচে আপনাদের জন্য কিছু পয়েন্ট তুলে ধরলাম যা দ্বারা আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন।
১| কোন কর্মী কোন কোম্পানিতে যদি (১ বছর) বছরের অধিক থাকে তার জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা হোক |
২| অনেক কর্মী অনেকদিন যাবত কোম্পানিতে থাকার পরেও তাদের বেতন বারেনা, সেই ক্ষেত্রে প্রতি ছয় মাস পর পর তাদের ন্যূনতম কিছু অংশ বাড়ানো হোক |
৩| তাদের জীবন নিরাপত্তা ও সুচিকিৎসার জন্য কোম্পানী চুক্তিবদ্ধ হবে।

৪| কর্মীর কাজের সময়সীমা থেকে অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে,বিশেষ করে যারা মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে থাকেন।

আমরা বর্তমানে এই জায়গাতে অনেক অনিরাপত্তার সাথে জীবনের ঝুঁকি নিয়ে অপমান লাঞ্ছনা সহ্য করে চাকরি করে যাই শুধু ফ্যামিলি দেখার জন্য। আমরা সবকিছুই একসাথে সংস্কারের পথে নেমেছি তবে এটা কেন বাদ যাবে।

যারা বেসরকারি কোম্পানিতে আছেন সে কোম্পানিদের উচিত তাদের কর্মীর সাথে ভালো ব্যবহার নিশ্চিতকরণ।
আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার লেখাটা দেখবেন অবশ্যই এই জায়গাতে বাংলাদেশে এখন অনেক অনিয়ম অনেক অনেক অপমান লাঞ্ছনা লুকিয়ে আছে হয়তো কেউ মুখ ফুটে বলতে পারে না।

সবাই শেয়ার করবেন যাতে অন্যরা এই বিষয় দৃষ্টিপাত করতে পারে।
ধন্যবাদ 🖐️

21/08/2024

আল্লাহ আমাদের সাহায্য করুন 🤲

16/08/2024
15/08/2024

টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না, জীবনের আসল ফ্লেক্স হলো “আমার বাবা একজন সৎ মানুষ”❤️

14/08/2024

ছদ্মবেশ ধরে কিছু লোক আসছিলো শোক পালন করতে👀
তাদের সুন্দর ভাবে আপ্যায়ন করে দিলো🥴
,ধানমন্ডি ৩২

13/08/2024

সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন!

12/08/2024

আন্দোলনের সময় খাচ্ছিলেন ফিডার
এখন অনেকেই,ফেসবুকে লিডার !🤣

10/08/2024

মুজিবের টিম ব্যাট করার পর এখন
সেনাবাহিনী ব্যাট করতে নামছে,

মাঠ ঠিক করা হয়েছে গোপালগঞ্জে 🙂

10/08/2024

৪ আগস্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেইফ এক্সিটের জন্য রিকুয়েস্ট করে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজেক্ট করে দেয়

পরদিন সকালে আর্মি নেভি এয়ারফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচন্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ অস্ত্র লোড রাখে

সেই মুহূর্তে চার বাহিনীর চিফ গণভবনে আসলে এসএসএফ তাদের দিকে অস্ত্র তাক করে। কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্সও। দুই বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা।

তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন।

আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান।

এরপর সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়। জয় সেনাপ্রধানকে বলেন “তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে; দেখে নিব”

জবাবে সেনাপ্রধান জয়কে বলেন “জয় শান্ত হও। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে হয় ম্যাডাম (শেখ হাসিনা) রিজাইন দিবেন, নয়ত আমি স্টেপ আউট করব। তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে। আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে হ ত্যা করবে”

পরবর্তীতে শেখ হাসিনা পদত্যাগ করেন।

এবং যাওয়ার পূর্বে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন "আমি চলে যাওয়ার এক মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী ২০-২৫ বছরে দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে"

09/08/2024

গত ১৫ বছর সবচেয়ে Minority কারা ছিলো জানেন?

যারা Islam practice করতো।
মুখে দাড়ি আছে, নামাজ পরে, পরিপূর্ণ পর্দা করে, নিজের Facebook wall এ নিজের ধর্মের কোরান-হাদিস শেয়ার দেয় মানেই তারা শিবির না হয় জ*ঙ্গী।

কোন ইসলামিক বই রাখতেও ছাত্ররা ভয় পেতো।
পাছে সেটাকে জিহাদি বই বলে চালিয়ে জ*ঙ্গী হিসেবে আখ্যায়িত করা যায়। এবং সেক্ষেত্রে তাদের পশুর মতো মারাও জায়েজ হয়ে যায়। ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মের মানুষের দেশে সমান অধিকার থাকবে নিজ ধর্ম পালনের। কিন্তু এটা কতোটুকু ছিলো সবাই দেখেছেন নিত্যদিনকার ছোট-বড় নানান ঘটনায়। ইসলামের বাহ্যিক বৈশিষ্ট্য বহনকারী আমরা সাধারণ মানুষেরও বাঁকা নজর, বাঁকা কথা থেকে বাঁচতে পারিনি।
আমরা আদতে সংখ্যায় লঘু না হলেও, we did indeed feel like that!

(Copied)

08/08/2024

সাউথ কোরিয়ার মতো বাংলাদেশের ইয়াং জেনারেশন এর জন্য তিন মাসের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা হোক।

06/08/2024

আমার অবুঝ মনে একটা প্রশ্ন,, হাসু এখন কোথায়! কি করছে হাসু! মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো🙂

Mirpur 10,2 Student protect Jam🙏
06/08/2024

Mirpur 10,2 Student protect Jam🙏

06/08/2024

সমন্বয়করা ৩ টার ভিতর সংসদ ভাঙতে বলছে! আপনারা আবার ভাঙতে চলে যাইয়েন না! 😳
এই ভাঙা কিন্তু সেই ভাঙা না! 😁

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে-আসিফ মাহমুদকেন্দ্রী...
05/08/2024

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে
-আসিফ মাহমুদ
কেন্দ্রীয় সম্বনয়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

05/08/2024

এটি বাড্ডার রাতের ফুটেজ (একটু আগের) বলা হচ্ছে সিউর হতে পারি নাই!

05/08/2024

Army Task Force control room number:
01769012106
01769014355
01769010000
কারো এলাকায় কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটলে বা কোন সাহায্য এর প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন। Control room থেকে উক্ত এলাকায় দায়িত্বরত সেনা অফিসারদের জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

05/08/2024

কিছু একটা চলছে ভিতরে ভিতরে। জনগণ সবাই চোখ-কান খোলা রাখেন। দাবার গু*টি যেন উল্টে না যায়।

05/08/2024

বাড্ডা ও সাভারের অবস্থা জানাবেন প্লিজ।
রাত ১.৪৬

05/08/2024

☺️☺️

05/08/2024

ইন্টারনেট শাটডাউন থাকাকালীন সময়ে গণভবন থেকে ৫টি গাড়ি বের হয়েছে।

ধারণা করা হচ্ছে কাউকে সরিয়ে ফেলা হয়েছে।

নিশ্চিতভাবে জানা যায়নি এখনো।

04/08/2024

পুরো একটা জেনারেশন রাত জেগে আছে, কারণ 'দেশের চিন্তায় ঘুম আসেনা!'❤️🇧🇩

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when An Nafs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An Nafs:

Videos

Share

Category