Ri Tu

Ri Tu জীবন কে সুন্দর করে উপস্থাপন করতে হয় 🥰 আলহামদুলিল্লাহ সাপোর্ট প্লিজ সবাই নতুন পেজ🙏🥰

Amader adda ❤️❤️
24/11/2024

Amader adda ❤️❤️

Done get together ❤️❤️
16/11/2024

Done get together ❤️❤️

সত্যি কিছুই পালন করি না বাবা মায়ের কর্তব্য 😔জানি না কবে আল্লাহ আমাকে তৌফিক দিবে 🥹 তাদের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে।মন উ...
17/10/2024

সত্যি কিছুই পালন করি না বাবা মায়ের কর্তব্য 😔জানি না কবে আল্লাহ আমাকে তৌফিক দিবে 🥹 তাদের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে।মন উজাড় করে সব খুশি আমার আব্বু আম্মুর পায়ের কাছে এনে দিবো

মেয়েদের বিয়ের পরে মেয়েদের বাবারা অদ্ভুত সব আচরণ করে।এই যেমন-----নিয়ম করে তিনবেলায় ফোন দিয়ে শুনতে চাইবে,মা তুই কেমন আছিস?...
16/10/2024

মেয়েদের বিয়ের পরে মেয়েদের বাবারা অদ্ভুত সব আচরণ করে।এই যেমন---

--নিয়ম করে তিনবেলায় ফোন দিয়ে শুনতে চাইবে,
মা তুই কেমন আছিস???
--বিয়ের আগে রান্না না করতে জানা মেয়েটা,
প্রতিদিন কি তরকারি রান্না করেছে বাবা সেটাও শুনবে...
--মাঝে মাঝে হাসির ছলে জিজ্ঞাসা করবে--
"মা,জামাই তোর যত্ন নেয় তো...?"
--কিছুদিন পর পর মেয়েকে প্রশ্ন করবে-
"তুই করে আসবি রে মা???"
--মেয়ের বাড়ি আসার তারিখ ঠিক হলেই,
আদুরে মেয়েটার সব পছন্দের খাবার গুলো বাসায় এনে মজুদ করবে..

--মেয়ের যেদিন আসার কথা থাকবে,তার দুই-তিন দিন আগে থেকেই বাবা ছোটদের মতন প্রফুল্ল থাকে..
--মাঝে মাঝে মেয়ের মাকেই গলা টান করে করে বলে ওঠে--"আমার মেয়ে আসছে অমুক দিন.."
--সেই কাঙ্খিত দিন চলে এলেই,বাবা সকাল থেকে বারান্দায় পেতে রাখা চেয়ার পেতে বসে মেয়ের মুখটা আগে দেখার অপেক্ষা করে...
--মেয়েকে গেটের কোণায় পা রাখতে দেখলেই,
এক ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে খুশিতে চোখে পানি আনবে...
--যেটুকু সময় মেয়ে বাবার বাড়িতে থাকে,মেয়ের উপর পুরো অধিকার যেন বাবা খাটাতে চায়..
--অল্প সময়ের ছুটি শেষে মেয়েটা যখন আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়,পাগল বাবা মন খারাপ করে বসে থাকে দীর্ঘ সময়...
--মেয়ে সেখানে ফিরে যেতে না যেতেই বাবা ফোন করে অবুঝের মতন প্রশ্ন করে,"মা তুই আবার কবে আসবি...?"

এই বিষয় গুলো যে একটা মেয়ের জীবনে কতটা অনুভবের,কতটা দরদের এবং কতটা মূল্যবান সে কেবল একটা মেয়েই জানে....
মেয়ের প্রতি বাবার অদ্ভুত রকমের সুন্দর এই সম্পর্কের টান টা মেয়েরা চিরকাল অনুভব করে...
মেয়ের বিয়ে হয়ে গেলে,মেয়ের ব্যাপারে মায়েরা অনেক কিছুই বুকে পাথর চাপা রেখে সহ্য করতে পারে..কিন্তু বাবা গুলোর ছেলেমানুষী বেড়ে যায়..

একটা মেয়ে যতই আপনার বাড়ির বউ হোক না কেন,আপনার সন্তানের মা হয়ে যাক না কেন....
তাকেও তার বাবা-মায়ের সাথে সময় কাটানোর মাঝে মাঝে সুযোগ করে দিন..অল্প সময়ের জন্য সংসারের দায়িত্ব টা,অন্যরা মিলে ভাগ করে নিয়ে
তাকেও তার বাবা-মায়ের ভালোবাসায় সিক্ত হতে দিন....

রূপের অভাবে মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন? শিক্ষার অভাব মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন? গুনের অভা...
14/10/2024

রূপের অভাবে মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন?
শিক্ষার অভাব মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন?
গুনের অভাবে মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন?
দুশ্চরিত্রের কারনে মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন?
যদি রুপ,গুন,টাকার কথাই বলেন সংসার টেকানোর জন্য তাহলে বিশ্ব সুন্দরীর সংসার টিকলো না কেন?
সংসারের দিকে তাকিয়ে ক্যারিয়ার ভুলে গেছিলো, তারপরেও?

সংসার টিকিয়ে রাখা শুধু মেয়েদের দায়িত্ব⁉️
সংসার টেকানোর জন্য স্বামী স্ত্রীর সমান অবদান থাকে। যদি দুর্ভাগ্যবশতঃ সংসার টা ভেঙ্গে যায় জবাবদিহি করতে হয় নারীকে, পুরুষ কেনো এই হেনস্তার স্বীকার হয়না?
এই সমাজ সবসময় নারীকেই কেনো দোষারোপ করে?

মেইন সমস্যা পুরুষের স্বভাবে, একবার যদি বিড়াল বাইরের চোট্টামিতে আক্রান্ত হয় কখনো সেই বিড়ালের স্বভাব ভালো করা সম্ভব নয়

14/10/2024

আমার দেখা প্রায় মানুষ এর i-phone এর ফোন এর প্রতি এমন একটা ঝোঁক যে ফোন টা পেলেই জীবন চেঞ্জ কিন্তু মাগার আমার কেনো জানি কোনো feelings কাজ করে না 😩আমি এমন কেনো বুঝলাম না
তাইলে কি আমার জন্ম ৭০ কি ৮০ দশকে হওয়া উচিত ছিলো

11/10/2024

আপনি যদি আমার মায়ের ব্যাপারে জ্ঞিগাসা করেন তবে বলবো খুব ভালো মনের এবং পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরতম স্মার্ট মহিলা তিনি ❤️❤️
আর যদি খুব গভীর ভাবে জ্ঞিগাসা করেন তবে বলবো খুব শক্তিশালী, মেধাবী, ধৈর্য সম্পন্ন একজন মহীয়সী নারী আমার মা 🥰
মায়ের প্রথম সন্তানেরা জানে যে তারা কতটা স্ট্রাগলের মাধ্যমে নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়🫡

10/10/2024

🤣🤣🤣🤣

10/10/2024

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।

দেয়ালে যেন না আকে।

সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।

এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।

পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।

যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে ন'ষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।

সোফা থেকে যেন লাফ না দেয়।

না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।

এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।

যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।

আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মা'রতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।

সবাই বাচ্চা পছন্দ করে, অ'সহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।

তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।

আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।

উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।

মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।

চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।

কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।

কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,

কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।

না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।

বেশি আদরে আদরে বাঁদর তৈরি করে ফেলবেন না 🤣

08/10/2024

তোমরা যারা আমার সামনে ভালো সাজার অভিনয় করো 🤣
তাদের অভিনয় হয় না তোমরা ভালো করে প্রাকটিস করে অভিনয় করো😎

মায়ের পর যদি কেউ যত্নকারী হয়, তবে সে হচ্ছে বাচ্চার নানি। এই একটা মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়। 💝        ...
03/10/2024

মায়ের পর যদি কেউ যত্নকারী হয়, তবে সে হচ্ছে বাচ্চার নানি। এই একটা মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়। 💝
আলহামদুলিল্লাহ
Miss you Ammu 😩

30/09/2024

হিংসুক এর জীবনে কখনো শান্তি থাকে না
কারন কি জানেন?
সে অন্যের সুখ শান্তি দেখে জ্বলতে জ্বলতেই শেষ হয়ে যায় 🤣
এমন বহু আত্মীয় রুপী হিংসুক কিন্তু প্রতিটা পরিবারে আছে😏🫡

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না❌বিশ্বাস করুন_সুখে থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই, দরক...
25/09/2024

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না❌
বিশ্বাস করুন_
সুখে থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই, দরকার আপনার ভালোবাসার।
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন! এই কি জীবন?
কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে।
👉কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়।
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না।
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন | কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন।
"উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন"
আপনার সন্তান যখন দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে,
হাত'টা ধরে স্কুলে দিয়ে আসুন এতে সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না | বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে |
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না। এদিকে আপনার স্ত্রীর অলস বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসতে চায় না।
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে, দেখে না শুধু প্রিয় মুখখানা।
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় | এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে।
হলো না আপনাদের "কদম হাতে বৃষ্টিতে ভেজা😞
হলো না পা মিলিয়ে সামনে হাটা,
হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো...💔
'হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়।
যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন, হারিয়ে যাবে সন্তানের শৈশব, হারাবেন মায়ায় পড়ার নিস্পাপ চাহনি, হারাবেন ভালবাসা, হারাবেন 'সময়।
তাই সময় থাকতে সচেতন হোন


24/09/2024

স্নায়ুবিক ডক্টর এর কাছে যদি যায় পাইলস অপারেশন এর জন্য তখন রোগীর পরিস্থিতি টা হবে কি?

বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা ঠিক তেমনি

21/09/2024

I gained 63 followers, created 121 posts and received 325 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ri Tu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share