22/08/2023
🤣😂🤣হাসতে হাসতে আমি শেষ 🤣😂🤣
বাসর রাতে বউয়ের ঘোমটা খুলে
চমকে উঠলাম!😯
সুবর্ণা সুবর্ণা বলে এক দৌড়ে রুমের বাহিরে
চলে গেলাম!🏃🏃
এটা কি করে সম্ভব??🤔🤔
সুবর্ণা কি দিন দিন যুবতী হচ্ছে??🤨
সেই ১৬ বছর আগে আমার গার্লফ্রেন্ড
ছিলো সুবর্ণা!💃💃
ওর বিয়ে হয়ে যাওয়ার পর
ডিসিশন নিয়েছিলাম
আর বিয়েই করবো না জীবনে!😒💔
ব্যাস! বাবার ব্যবসা দেখা-শুনা করতে
শুরু করলাম!
অনেক উন্নতি করেছি ব্যবসায়
এই ১৬ বছরে!🚗🏩🏣
বিয়ে করতে চাইছিলাম না!😒
কিন্তু আম্মা অসুস্থ হয়ে যাওয়ায়
আর বাবার চাপে
এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করতে
হয় আমাকে,,,,,,👸🌺👳
বউকে আমি দেখতেও যাইনি!😒
বাবা সব ম্যানেজ করেছেন!
কিন্তু সুবর্ণা এই ১৬ বছর পরেও
এই যৌবন কিভাবে ধরে রাখলো?🤔
ও তো আরও ছোট হয়ে গেছে?😋
এটা কেমনে সম্ভব??😯
আমার চিল্লানি শুনে বাবা
নিচ তলা থেকে হাক জুড়েছেন,,,,📢
""ছোটকালের স্বভাব এখনো
গেলো না তোর!?? যা রুমে যা!☹️
আমি বাবাকে খুব ভয় পাই!
তাই জলদি করে রুমে চলে গেলাম!🏩
রুমে গিয়ে দেখলাম
বউ আমার খুব কান্না করতেছে!😭😭
আমি বললাম কি হয়েছে তোমার?
কান্না শুরু করলে কেন⁉️
--বউ বললো, আপনি আমার মায়ের
নাম জানলেন কি করে??🤔👸
আমি: মানে কি? প্রশ্ন করলাম??
বউ: মানে আমার মায়ের নাম হচ্ছে সুবর্ণা!
আর আমি দেখতে হুবহু আমার
মায়ের মতো হয়েছি!🙈🙈
আমি: ওহহহহ তাই বুঝি!!😋😋
মনে মনে বললাম,
সবুরে মেওয়া ফলে!💯
একটু ধৈর্য ধরলে
গার্লফ্রেন্ড শাশুড়ীও হয়!!😂😂🙈