BelieversTune

BelieversTune The Tune Of Believers (বিশ্বাসীদের সুর)
(1)

01/01/2025

কী লাভ হল এতো দাওয়াহ, এতো কাজ করে? গতো বছরের চেয়ে এবার তো থার্টি ফার্স্টকে ঘিরে আতশবাজি ফুটানোসহ জাহেলি কাজকর্ম আরও বেশি হলো?
দেখুন, আপনি মানুষের সাথে এ বিষয়গুলো নিয়ে কথা বলতে যান বছরে হাতে গোণা কয়েকদিন। আর সংস্কৃতি, মিডিয়া আর পারিপার্শ্বিকতার মাধ্যমে জাহেলিয়াতের মগজধোলাই চলে বছরে ৩৬৫ দিন। ২৪/৭।
আমাদের সমাজে গভীর নৈতিক সংকট চলছে। সেক্যুলারিসম এবং সেক্যুলার রাষ্ট্রের অনিবার্য ফলাফল এই সংকট। সেক্যুলার কাঠামো সমাজকে ধরে রাখার নৈতিক কেন্দ্র ধরে রাখতে পারে না, বরং এ ব্যবস্থায় নৈতিকতা ক্ষয়ে যেতে থাকে ক্রমশ। দেখা দেয় ভাঙ্গন। সেক্যুলার অনেক দার্শনিকও এ সত্যকে চিহ্নিত করতে পেরেছেন।
নৈতিকতার এই প্রগাঢ় সংকট, ১৪৪ ধারা কিংবা থানাপুলিশ দিয়ে এর সমাধান হবে না। সমাধান আসতে হবে ঈমান, আকীদাহ এবং দ্বীনের জায়গা থেকে। মানুষের নৈতিকতার কেন্দ্র মেরামত না করলে জোর করে সমাধান করা যাবে না।
কাজেই কী লাভ হবে কাজ করে - এই চিন্তা ছুড়ে ফেলুন। কারণ বাস্তবতা হল, কাজ আরও বাড়াতে হবে। আরও ধারাবাহিক, আরও নিয়মিত করতে হবে। এটা ১০০ মিটার স্প্রিন্ট না, এটা ম্যারাথন রেস।
বছরে সর্ব সাকুল্যে ৭/১০ দিন গণমানুষের কাছে গেলে হবে না। তাদের কাছে দাওয়াহ নিয়ে যেতে হবে পুরো বছর জুড়ে। আর এই দাওয়াহর কেন্দ্রে থাকতে হবে ইসলাম আর সেক্যুলারিসমের সংঘাত, শরীয়াহ আর সেক্যুলার রাষ্ট্রের সংঘাত, আল্লাহর আইন আর গায়রুল্লাহর আইনের দ্বন্দ্বের প্রশ্ন। মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, সমাজ যা হচ্ছে তা ভুল, তা জাহেলিয়াত। আর সমাধান হল পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করা।

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

তোমরাই সর্বোত্তম উম্মাত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে… [সূরা আলে ইমরান, ১১০]

দিল্লির সাদ সাহেবের মৌলিক দ্বীনি বিষয়ে বিভ্রান্তি, বিচ্যুতি এবং তাবলীগের উসুল ও নীতির সঙ্গে সংঘর্ষের ব্যাপার প্রায় সবা...
18/12/2024

দিল্লির সাদ সাহেবের মৌলিক দ্বীনি বিষয়ে বিভ্রান্তি, বিচ্যুতি এবং তাবলীগের উসুল ও নীতির সঙ্গে সংঘর্ষের ব্যাপার প্রায় সবার জানা। নতুন একটা কথা বলি।

ধরুন, সাদ সাহেবের কোনো সমস্যা নাই, তিনি আসলে ভালো মানুষ, কিন্তু একশ্রেণীর লোক তাকে উল্টো বুঝতেছে। এ কারণে দুনিয়ার বহু জায়গায় তাবলীগ জামাত বিভক্ত হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, তর্কবিবাদ হচ্ছে এবং দাওয়াতের কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো এই 'আল্লাহওয়ালা নির্দোষ' লোকটির তখন করণীয় কী? আমীরগিরির দাবি বজায় রাখা? যত সমস্যা, খুনাখুনিই হোক নিজের রাজত্ব বহাল রাখা? ভালো মানুষ হলে শুধু এ কারণেই তো তিনি সমস্ত পদ দায়িত্ব ও দাবি থেকে সরে দাঁড়াতেন।

এই লোকের বিচ্যুত হওয়ার জন্য অন্য কোনো দলিল প্রমাণের দরকার তো নাই, এটুকুই তো যথেষ্ট। যারা দ্বীন মানেন অথচ তাকে অনুসরণ করেন, তারা অন্য যুক্তি তর্ক প্রমাণ না বুঝলেও অন্তত এই জিনিসটা বোঝার চেষ্টা কইরেন। একজন ভালো মানুষ তার গদ্দির কারণে
বিশ্বজনীন দাওয়াতী একটি কাজ ধ্বংস করতে পারে না। যে পারে সে ভালো লোক না। সে যত 'ভালো'ই হোক তাকে মানা উচিত না, তার লাইন থেকে সরে আসা উচিত।

দ্বীনের জন্য জীবন নিচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন, যুদ্ধ করছেন, হামলা করছেন, আমিরের খাসলতটা কেমন, খায়েশটা কেমন এটা একটু খেয়াল করবেন না?

আল্লাহ তায়ালা একটু ঠান্ডা মাথায় চিন্তা করার তাওফিক দান করুন, হেদায়েত দান করুন, ইসলাহ দান করুন।

কাপড়ে লেখা বাক্যটি যদি মুখে  উচ্চারিত হওয়া জীবনের শেষ কথা হয়, তাহলেই সফলতা
10/12/2024

কাপড়ে লেখা বাক্যটি যদি মুখে উচ্চারিত হওয়া জীবনের শেষ কথা হয়, তাহলেই সফলতা

13/11/2024

হাদীসে নবী করীম (সাঃ) বলেছেন, "যখন মহান আল্লাহ সৃষ্টদের সৃষ্টি করলেন, তখন আরশে লিখে দিলেন, إِنَّ رَحْمَتِيْ تَغْلِبُ غَضَبِيْ "আমার দয়া আমার ক্রোধের উপরে বিজয়ী।" (বুখারীঃ তাওহীদ অধ্যায়, মুসলিমঃ তাওবা অধ্যায়) তবে এ দয়া ও রহমত কিয়ামতের দিন কেবল ঈমানদারদের জন্য হবে। আর কাফেরদের প্রতি প্রতিপালক চরম ক্রোধান্বিত হবেন। অর্থাৎ, দুনিয়াতে তো তাঁর রহমত অবশ্যই ব্যাপক; যার দ্বারা মু'মিন ও কাফের, সৎ ও অসৎ এবং বাধ্যজন ও অবাধ্যজন সকলেই উপকৃত হচ্ছে। মহান আল্লাহ কোন ব্যক্তিরই রুযী অবাধ্যতার কারণে বন্ধ করেন না। তবে তাঁর রহমতের এই ব্যাপকতা দুনিয়াতেই সীমাবদ্ধ। প্রতিফল ও প্রতিদানের স্থান আখেরাতে আল্লাহর সুবিচারক হওয়ার গুণের পূর্ণ বিকাশ ঘটবে, যার ফলে সেখানে ঈমানদাররা তাঁর রহমতের ছায়ায় আশ্রয় লাভ করবে এবং কাফের ও ফাসেকরা জাহান্নামের চিরন্তন শাস্তির যোগ্য বিবেচিত হবে। এই জন্য কুরআনে বলা হয়েছে, {وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآياتِنَا يُؤْمِنُونَ} "আমার দয়া প্রতিটি জিনিসের উপর পরিব্যাপ্ত। সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে।" (সূরা আ'রাফ ৭:১৫৬)

তোমাদের জন্য ধিক্কার,লা'নত ও অভিশাপ! তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস! পুরো মানবজাতীর হত্যাপরাধ তোমাদের ডানকাঁধে! তোমরা আ...
19/09/2024

তোমাদের জন্য ধিক্কার,লা'নত ও অভিশাপ! তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস! পুরো মানবজাতীর হত্যাপরাধ তোমাদের ডানকাঁধে! তোমরা আমাদের জাতীয় কলংক! ইনশাআল্লাহ একদিন উমারের শাসনে তোমাদের পবিত্র করা হবে! কারণ তোমরা সমাজের ক্যান্সার!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

কিয়ামাতের অন্যতম নিদর্শন হচ্ছে (মাক্বতুল) নিহত ব্যক্তি জানবেনা কেন তাকে হত্যা করা হচ্ছে! আর কাতেল (খুনি) জানবে না কেনই বা সে হত্যা করছে!

আজ যদি শারিয়া আইন ও কিসাস প্রতিষ্ঠিত থাকতো তবে ওয়াল্লাহি এই প্যারালাইজড সোসাইটি আবারও প্রাণ ফিরে পেত। অপেক্ষার অবসান ঘটুক! আমিন।

Abu Taw Haa Muhammad Adnan
১৬ রবিউল আওয়াল, ১৪৪৬ হিজরি।

05/09/2024

বাংলাদেশের🇧🇩 ইতিহাসে সেরা আযান🕌। কারী উবাইদুল্লাহ (র:), যার কন্ঠ নকল করে সবাই আযান দেয়ার চেষ্টা করত।
#ইসলামিক

21/08/2024

জামাতে নামাজ কত গুরত্বপূর্ণ! ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ
#নামাজ

19/08/2024

গত বছর রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঢাবি শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করে। এই শিক্ষার্থীদের পরিচয় জানতে চেয়ে আমাদের আরবী বিভাগের চেয়ারম্যান ড. যুবায়ের স্যারকে শোকজ করেন কলাভবনের ডিন আবদুল বাছির।

আজ শিক্ষার্থীরা তার রুমে তাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে মোনাজাত করলো। আব্দুল বাছির সাহেব নিজ কক্ষে সুরা তীনের তেলাওয়াত শুনলেন, মোনাজাত করলেন। এই মাহফিলেই তিনি পদত্যাগ করলেন এবং বুঝতে পারলেন সর্বশক্তির মালিক মহান আল্লাহ তায়ালা।💜

একটি জরুরী বার্তা, শেয়ার করে ছড়িয়ে দিন
17/08/2024

একটি জরুরী বার্তা, শেয়ার করে ছড়িয়ে দিন

...আমি চললাম, আমি ছুটলাম আমার রবের পথে, যিনি আমাকে পথ দেখাবেন।🤍✨
16/08/2024

...আমি চললাম, আমি ছুটলাম আমার রবের পথে, যিনি আমাকে পথ দেখাবেন।🤍✨

আমরা চাই, ৯২% মুসলমানের এ দেশে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক🇧🇩✔️
16/08/2024

আমরা চাই, ৯২% মুসলমানের এ দেশে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক🇧🇩✔️

15/08/2024

ফিলিস্তিন থেকে এক বাবার আর্তনাদ:

আমি তাদের কে বললাম আমার আলির ৬ বছর; তারা আমাকে ১৮ কেজির পরিমাণে আলীর শরীরের অংশ আর মাংস দিয়ে দিলো"💔😓

14/08/2024

*দ্রুত অংশগ্রহণ করুন*🌟 *BelieversTune presents: গজল ও তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৪* 🌟

আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ,

আমাদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে একটি বিশেষ প্রতিযোগিতায়, যেখানে তুলে ধরা হবে গজল ও তিলাওয়াতের সৌন্দর্য ও গভীরতা।

🔹 **প্রতিযোগিতার বিভাগসমূহ:**
1. গজল
2. তিলাওয়াত

🔹 **সব বয়সের ছেলেরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।
- **শেষ তারিখ**: [২২ আগস্ট, রাত ৯ টা]
- **ভিডিও সাবমিশন**: [পেজের ইনবক্স/WhatsApp: 01600-106010 ]

🔹

🔹 **: সেরা ১ জন প্রতিযোগীর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়াও বাছাইকৃত সুন্দর ভিডিও গুলো আমাদের পেজে আপলোড দেওয়া হবে

আপনার গজল বা তিলাওয়াতের মাধ্যমে যোগদান করুন এবং আমাদের সাথে ভাগ করুন আপনার কাব্যিক প্রতিভা। আসুন, মিলিত হই এবং একসাথে উপভোগ করি সুরের এই যাত্রা। ম্যানশন / শেয়ার করে জানিয়ে দিন আপনার আশেপাশের বন্ধুদের।

আরো বিস্তারিত জানতে আমাদের পেজে নিয়মিত নজর রাখুন।

ইনশাআল্লাহ, আমরা আপনার অংশগ্রহণের অপেক্ষায় রইলাম।
আপনার প্রতিভা ছড়িয়ে দিতে প্রস্তুত [BelieversTune]
ছড়িয়ে যাক বিশ্বাসীদের সুর

14/08/2024

``নেতারা কিন্তু আসলেই ত্যাগী—কেউ দেশত্যাগী, কেউ পদত্যাগী`` __😄__

কিছু ইসলামিক ক্যালিগ্রাফি/গ্রাফিতি।💙🇧🇩🌹শেয়ার করে রেখে দিবেন, এ যেন এক নতুন বাংলাদেশ 🇧🇩
14/08/2024

কিছু ইসলামিক ক্যালিগ্রাফি/গ্রাফিতি।💙🇧🇩🌹
শেয়ার করে রেখে দিবেন, এ যেন এক নতুন বাংলাদেশ 🇧🇩

08/08/2024
26/07/2024

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞(ﷺ)

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
অর্থ : হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন!"🤲🖤

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when BelieversTune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share