20/04/2024
ফ্রিল্যন্সিং(Freelancing)বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা বোঝায়।অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়টি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আপনি অন্যের কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট অথ পাবেন।অনলাইনে কাজ করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে Freelancer,Upwork,Fiverr এর মধ্যে অন্যতম।
ফ্রিল্যান্সিং এর সুবিধা
১। কাজের ক্ষেত্রে স্বাধীনতা
২। সময়ের স্বাধীনতা
৩। ঘরে বসে কাজ করা
৪। নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা
৫। নিজের মূল্য নিজেই নির্ধারনের স্বাধীনতা
৬। একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা
৭।এককভাবে কাজ করার পাশাপাশি দলগত ভাবে কাজ করা।
৮।প্রজেক্টভিত্তিক কাজের মাধ্যমে অল্প সময়ে বেশি প্রজেক্টের কাজ সফলভাবে সম্পন্ন করে আয় বৃদ্ধি করতে পারা।