03/03/2023
ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে উভয়সংকটে পড়েছে আওয়ামী লীগ। সংগঠনটির নেতাদের কর্মকাণ্ডে একদিকে বিব্রত ক্ষমতাসীন দলটি, অন্যদিকে বিরোধী দলের চলমান আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রলীগের ওপর বড় চাপ দিতেও চাইছে না। এই পরিস্থিতিতে বড় কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সমালোচনা এড়ানোর চেষ্টা করছে।
আওয়ামী লীগের টানা ১৪ বছরের শাসনের সময়টাতে ছাত্রলীগের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড খবরের শিরোনাম হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি যেসব কারণে আলোচনায় এসেছে, এর মধ্যে রয়েছে ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যৌন হয়রানি। এ ধরনের নানা অভিযোগের পরও আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, ছাত্রলীগের নেতিবাচক কিছু ঘটনা বেশি প্রচার পাচ্ছে। তবে দলটির কোনো কোনো নেতা মনে করছেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগকেই সংকটে ফেলছে।
সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির কয়েক দিনের মাথায় ছাত্রলীগের একজন নেত্রী ও তাঁর অনুসারীদের নিষ্ঠুরতার শিকার হন ফুলপরী খাতুন নামের এক সাধারণ শিক্ষার্থী। ঘটনাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। গত মঙ্গলবার হাইকোর্ট ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচ ছাত্রীকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এর বাইরে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক নানা কর্মকাণ্ডের কারণে সংবাদমাধ্যমে শিরোনাম হয় ছাত্রলীগ।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনার পর আওয়ামী লীগ থেকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে খোঁজ নিতে হবে এবং সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অভিযুক্তের পক্ষে অবস্থান নেওয়া যাবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে হবে। এ ছাড়া নতুন কোনো শাখা বা ইউনিটের কমিটি গঠনের ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করতে হবে।
আওয়ামী লীগের টানা ১৪ বছরের শাসনের সময়টাতে ছাত্রলীগের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড খবরের শিরোনাম হয়েছে। সাম্প.....