06/08/2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ভাই এবং রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঢাবি ছাত্র সেই মহিউদ্দিন রনি ভাইয়ের ৬ রমজান ১৭ মার্চের একটি ভিডিও দেখলাম আজ। ব্লগটি ছিলো রাফি ভাইকে নিয়ে, তিনি ব্লগে বলেন, রাফি ছেলেটি অনেক মেধাবী এবং সমাজকর্মী। রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আমি যখন আন্দোলন করেছিলাম তখন কাঁধে ব্যাগ নিয়ে এই ছোট্ট রাফি আমার কাছে ছুটে এসেছিল, এখন সে অনেক বড় হয়ে গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ক'দিন আগে ট্রেন থেকে রাফির স্মার্টফোন চুরি হয়ে গেছে। তাদের এক ছোটবোন মহিউদ্দিন ভাইকে বলেছে যে, রাফির ফোন চুরি হয়ে যাওয়ায় ঠিকটাক যোগাযোগ করা যাচ্ছে না তার সাথে, বড়লেখায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে অনেকটা। এমতাবস্থায় কি করা যায়, নিজেও শিক্ষার্থী তাই তার পক্ষে রাফিকে ফোন কিনে দেয়ার সামর্থ্য নেই। তাই তিনি Gadget N Gadget এর সাথে মেধাবী শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি'র কথা বলেন। এরপর ৬ রমজান তারা ৩ জন রিক্সায় চড়ে যাচ্ছিলেন Gadget N Gadget শো-রুম এ। সেখানে তারা রাফিকে একটি ফোন উপহার দেয়।
এই গল্প কেন লিখলাম জানেন? ভাবলাম ব্যক্তিত্ব আর কোয়ালিটি মানুষকে কোথায় পৌছাতে পারে আর কোথায় তলিয়ে দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ খান তালাত মাহমুদ রাফি। শ্যামলা রঙের ছেলেটির মোবাইল কিনার টাকা নাই, সম্পদশালী পিতার সন্তানও না সে। তাও আজ তার এক ডাকে লাখো লাখো মানুষ জড়ো হয়ে যায় আন্দোলনে, বুক পাতে গু*লির জন্য। অনলাইনে যার দিকে তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ। অথচ যুগের পর যুগ মানুষের পাশে আছেন বলে যেত যারা, কী পেলো মানুষের থেকে ঘৃণা ছাড়া। কোনো বার্তা দিলে বিপক্ষ দলের কেউ কিছু মন্তব্য করার আগে নিরপেক্ষ সাধারণ জনগণ প্রত্যাখান করে! কি ছিলো তাদের অর্জন?
খান তালাত মাহমুদ রাফিকে মোবাইল উপহার দেয়ার সময়কার ভিডিও লিংক- https://www.facebook.com/share/v/Uyhur8V4LQqgD2is/?mibextid=oFDknk
©Abid Hossain