H M Emad uddin Official

H M Emad uddin Official ফলো বেক টু বেক ফলো

16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

15/12/2024

শুভ সন্ধ্যা।

13/12/2024

আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ রাত্রি।

12/12/2024

সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। একটা কমেন্ট করে যান।

10/12/2024

সবার ভালোবসা নিয়ে এগিয়ে যেতে চাই।

10/12/2024

আজকের ঠান্ডা সারা জীবন মনে থাকবে।

যে বেশি কমেন্ট করবে থাকে এই ঘড়িটা গিফট দিবো ইনশাআল্লাহ।
09/12/2024

যে বেশি কমেন্ট করবে থাকে এই ঘড়িটা গিফট দিবো ইনশাআল্লাহ।

09/12/2024

আসসালামু আলাইকুম, যাদের কাছে আমার এই পোস্ট যাবে দয়া করে সালামের জবাব দিবেন।

বি"ধ্ব'স্ত ঘরখানা ছেড়ে প্রিয়তমাকে নিয়ে চলে যাওয়ার সময় দেওয়ালে লিখে গিয়েছিলেন— 'আমরা ফিরব, হে হাওয়া।'তাতে তারিখ লেখা ছ...
08/12/2024

বি"ধ্ব'স্ত ঘরখানা ছেড়ে প্রিয়তমাকে নিয়ে চলে যাওয়ার সময় দেওয়ালে লিখে গিয়েছিলেন— 'আমরা ফিরব, হে হাওয়া।'

তাতে তারিখ লেখা ছিল - ২০১৬ সাল। আট বছর পর আজ সত্যিই তারা ফিরে এসেছেন 💝

ভালোবাসার মানুষটিকে বুকে জড়িয়ে স্মৃতিচারণ করছেন সেই বিভী°ষিকাময় দিনগুলোর 💔
©

ইবরাহিমের সন্তানদের আদর্শ দুনিয়াজুড়ে একই।مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ۚ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ (الحجّ 78:22)...
08/12/2024

ইবরাহিমের সন্তানদের আদর্শ দুনিয়াজুড়ে একই।

مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ۚ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ (الحجّ 78:22)
এটা তোমাদের পিতা ইবরাহিমের দ্বীন, আদর্শ। তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন।

دَخَلَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ مَكَّةَ، وحَوْلَ البَيْتِ سِتُّونَ وثَلَاثُ مِئَةِ نُصُبٍ، فَجَعَلَ يَطْعُنُهَا بعُودٍ في يَدِهِ، ويقولُ: {جَاءَ الحَقُّ وزَهَقَ البَاطِلُ، إنَّ البَاطِلَ كانَ زَهُوقًا}، {جَاءَ الحَقُّ وما يُبْدِئُ البَاطِلُ وما يُعِيدُ}
(صحيح البخاري : 4720)

রাসুলুল্লাহ ﷺ ফাতহে মক্কার দিন মক্কায় যখন প্রবেশ করলেন তখন কাবাঘরের আশেপাশে ৩৬০টি প্রতিমা ছিলো। তখন তিনি ﷺ হাতে একটা লাঠি নিয়ে সেগুলোকে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন,
"সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই।"
"সত্য চলে এসেছে। মিথ্যা হয়ে গেছে শক্তিহীন।"

02/12/2024

ছোট্ট বেলার সেই সোনালি অতিত!কতই ভালো ছিলো ছোট্ট বেলা।আমার মনে আছে আমি তখন ক্লাস ৪/৫ পড়ি আমার পা কেটে যায়।অই কাটা পা নিয়েই খেলতে যাই। খেলার প্রতি অনেক আবেগ ছিলো।মাদ্রাসা থেকে এসে কোনভাবে শুধু অল্প কয়টা খেয়ে মাঠের দিকে দৌড় দেয়া,এটাই প্রতিদিনের রুটিন ছিলো,আজ রাস্তার পাশে বাচ্ছাদের খেলা দেখে অতিত মনে পড়ে গেল।miss you old days 🥲

28/11/2024

আগামিকাল জুমার খুতবা 👉👉👉ইসকন কি??ইসকেন সন্থাসীর ইতিহাস,মুল উদ্দেশ্য। Md Sarjis Alam

চট্টগ্রামের আজকের ঘটনার পরে এদেশে উগ্র হিন্দুত্ববাদ ইসকন কে সরকার বা প্রশাসন কিংবা যে কোন মিডিয়া যদি সংখ্যালঘু হিসেবে উপ...
26/11/2024

চট্টগ্রামের আজকের ঘটনার পরে এদেশে উগ্র হিন্দুত্ববাদ ইসকন কে সরকার বা প্রশাসন কিংবা যে কোন মিডিয়া যদি সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করে বা ঘৃণ্য রাজনৈতিক স্বার্থে কোন প্রকার নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করে তাহলে সেই প্রত্যেক মহলের বিরুদ্ধে আওয়াজ উঠবে! যথেষ্ট হয়েছে।

এটা সুস্পষ্ট যে অখন্ড ভারতের উগ্র স্বপ্নদ্রষ্টারা প্রথমত চট্টগ্রামকেই টার্গেট করেছে, এর সাথে চিকেন নেক ও পার্বত্য অঞ্চলগুলোকে। শত্রু, শত্রুতা ও শত্রুরাষ্ট্রের সমস্ত এজেন্ডা ও দোসরেরা জাতির কাছে সুস্পষ্ট হবার পরেও দেশের সরকার, প্রশাসন ও পলিসি মেকারদের এহেন নতজানু রাজনৈতিক অবস্থান সত্যিই লজ্জার!
শুধু তাই নয় উদ্ভুত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরামের নীরবতা ও অদুরদর্শীতা আমাদের জন্য চরম গায়রতহীনতার পরিচয় বহন করে!

আমাদের অবস্থান স্পষ্ট! আমরা কেউই সাম্প্রদায়িক কোন দাংগা চাই না। কস্মিনকালেও না। সরকারের অভ্যন্তরে যারা রাষ্ট্র পরিচালনাকে কলেজের ক্যান্টিনে বসে কফি খাওয়ার মত বিষয় ভেবে বসে আছেন এবং আমরা যারা তথাকথিত স্বাধীনতার ঢেকুর তুলে ঈদের খুশিতে মত্ত আছি সেই প্রত্যেক উম্মাতে মুহাম্মাদির ঘুম থেকে উঠার সময় হয়েছে!

পাশাপাশি প্রত্যেক জেলা থানা ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে বড় বড় ইসলামি দলগুলোর মাঝে ঐক্যবদ্ধ
মুভমেন্ট বাড়াতে হবে। বাংলাদেশে এটা স্পষ্ট যে সবাই একটি প্ল্যাটফর্মে কস্মিনকালেও আসবে না। ইল্লা মা শা আল্লাহ। সেটাও সমস্যা নয়, সেটার জরুরতও নেই।
প্রত্যেক জেলায় জেলায় প্রতিষ্ঠিত ইসলামি সংগঠন গুলোর বাহিরেও ওলামায়ে কেরামের পরামর্শভিত্তিক বিকল্প শত শত ক্ষুদ্র ক্ষুদ্র জামায়াহ গড়ে তুলুন! দেশের প্রশাসন ও সরকার যদি ব্যর্থ হয়, তবে মুসলিমরাও আর এক মূহুর্তও হাত গুটিয়ে বসে থাকবে না! বাক্যটি দিল ও দেমাগে ভাল করে গেথে নেবেন!

এক একজন মুসলিম ভাই ও বোনকে ঈমান,আমল, শিক্ষা আখলাক ও তাজকিয়ার সাথে যে কোন আক্রমণ মোকাবেলার মত যোগ্য করে গড়ে তুলুন। প্রয়োজনে দেশে সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক প্যারা মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থার দাবি তুলুন!

তাদের পরিকল্পনা অত্যন্ত বিপদজনক ও সুদুরপ্রসারি।
দেশদ্রোহী ও উম্মাহঘাতী! তাই ঘুম, ঈদ আর স্বাধীনতা থেকে জেগে উঠুন! নিশ্চিন্ত থাকুন যে এক আল্লাহ আমাদের সাথে আছেন। কোন মুশরিক কাফেরের সাথে মহাপরাক্রমশালী মাওলা নেই! যদি আসন্ন লড়াই হয় তাদের ইন্ধনে, তবে এটাও সুনিশ্চিত যে আসন্ন বিজয় হবে তাওহীদপন্থীদের তরবারীর ছায়ায়!

লা শাক্কা ফিক! ওয়ালা রইবা!

Abu Taw Haa Muhammad Adnan

24/11/2024

Good morning

23/11/2024

Good night

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when H M Emad uddin Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category