ভালো লাগার কিছু মুহূর্ত গুলো

ভালো লাগার কিছু মুহূর্ত গুলো অনেক ভালো লাগার জিনিস দেখবেন এবং পাবেন

সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে।মাওলানা লুৎফুর রহমান সাহেবমিজানুর রহমান...
12/01/2025

সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে।
মাওলানা লুৎফুর রহমান সাহেব
মিজানুর রহমান আজহারী বিজয়ের বেশেই এসেছেন কিন্তু আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেব বেঁ"চে নেই।
আজকের এই দিনে হুজুর অনেক খুশি হতেন।
ইয়া রব আপনি হুজুরকে জান্নাত দান করুন, আমিন।

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!বিস্তারিত নিচে  :-বলিউড বাদশা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে...
07/01/2025

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
বিস্তারিত নিচে :-

বলিউড বাদশা শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন।

এদিকে শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ।
সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।

বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

ধৈর্য্যের ফল মিষ্টি হয়। ১৬ বছর নিয়ে আপনি জিতছেন। আগুন জ্বলুক হিতির বুকে 🔥
04/01/2025

ধৈর্য্যের ফল মিষ্টি হয়। ১৬ বছর নিয়ে আপনি জিতছেন। আগুন জ্বলুক হিতির বুকে 🔥

আলহামদুলিল্লাহ - যশোরের মানুষ কোরআনের মাহফিলে কোরআনের খাদেম হিসেবে উনাকে পেয়ে ধন্য। লক্ষ লক্ষ মানুষ এর সমাগমে মুখরিত মি...
03/01/2025

আলহামদুলিল্লাহ - যশোরের মানুষ কোরআনের মাহফিলে কোরআনের খাদেম হিসেবে উনাকে পেয়ে ধন্য। লক্ষ লক্ষ মানুষ এর সমাগমে মুখরিত মিজানুর রহমানের মাহফিল।

03/01/2025

হামিদ নগর বরুনা মাদ্রাসার ছালানা ইজলাস।
পুরো ভিডিওতে মেলা সহ অনেক দোকান পাটের রমরমা ব্যবসা দেখতে পাবেন।

03/01/2025

ঢাকা সিলেট রোডে আজকে শততা বাসের সাথে কারের সংঘর্ষ হয়। সুতাংব্রীজ - হবিগন্জ।

03/01/2025

রুপলীবাংলা বাসের সাথে কারের সংঘর্ষ - আজকে সকালে মৌলভীবাজার শাহমোস্তফা সড়কে এই দূর্ঘঠনা সংঘটিত হয়।

31/12/2024

কিছুক্ষণ আগে মিরপুর পল্লবীতে আতশবাজির বিকট শব্দে একজন নারী স্ট্রোক করে মা*রা গিয়েছেন!

দেশটা আর সভ্য হলো নাহ 😭

31/12/2024

খাটের নিচ থেকে আটক মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা আখাইদ আহমদ রাজন - পুলিশের বিশেষ অভিযান ।

আমি প্রত্যক্ষদর্শী হয়ে বলছিপ্রথমেই বলছি আমি একজন জেনারেল শিক্ষিত। আলেমদের মহব্বত করি। আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং ম...
30/12/2024

আমি প্রত্যক্ষদর্শী হয়ে বলছি

প্রথমেই বলছি আমি একজন জেনারেল শিক্ষিত। আলেমদের মহব্বত করি। আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং মা%মু%নু-ল হক সাহেব উভয়কেই শায়েখ পর্যায়ের মানুষ হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করি।

সম্প্রতি আলোচিত ঘটনাটি আমি সরাসরি প্রত্যক্ষ করেছি। ঘটনাটি মোটেই এমন ছিল না, যেভাবে অনেকে চড়-থাপ্পড় বা অপমানের রঙ লাগিয়ে উপস্থাপন করছেন।

ঘটনার প্রেক্ষাপট ছিল খুবই সাধারণ। আল্লামা মাহমুদুল হাসান সাহেব ক্যামেরার সামনে আসতে অপছন্দ করেন। তাই ক্যামেরা সামনে থাকা নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেব মা%মু&নু-ল হক সাহেবকে মৃদু ধমক দেন এবং বলেন তুমি বললেই তো এরা সরে যেত।

এটি এমন একটি মুহূর্ত ছিল, যা পরস্পরের ঘনিষ্ঠতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। উপস্থিত সবাই এ ঘটনায় আবেগঘন আনন্দ প্রকাশ করেছিল।

ঘটনাটি জনসম্মুখেই ঘটেছিল এবং সেখানে কারও চোখে কোনো বিস্ময় বা সামান্যতম অস্বস্তি ছিল না। বরং এটি শায়েখ শাগরিদের মতো ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালোবাসার একটি স্নেহপূর্ণ দৃশ্য মনে হয়েছে।

যারা ঘটনাটিকে চড়-থাপ্পড় বা অপমান বলে প্রচার করছেন, তারা হয়তো এই সম্পর্কের গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছেন। এটি এমন কিছু নয়, যা বিদ্বেষ বা সমালোচনার যোগ্য।

আমাদের উচিত, এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা এবং শায়েখদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা অবিচল রাখা।

আপনারা কি তাদের সাথে একমত ?
30/12/2024

আপনারা কি তাদের সাথে একমত ?

ডাকাত যখন রাতের আধারে প্রবাসীর গাড়ি মনে করে সেনাবাহিনীর গাড়ি আটকায়!
29/12/2024

ডাকাত যখন রাতের আধারে প্রবাসীর গাড়ি মনে করে সেনাবাহিনীর গাড়ি আটকায়!

একজন বাবা 😭একজন স্বামি তার চোখের সামনে স্ত্রী সন্তানের মৃত্যুর  বর্ণনা দিচ্ছেন 😭😭বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন...
28/12/2024

একজন বাবা 😭একজন স্বামি তার চোখের সামনে স্ত্রী সন্তানের মৃত্যুর বর্ণনা দিচ্ছেন 😭😭
বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

ক্যান ইউ ইমাজিন, যেখানে টোল প্লাজায় এন্ট্রি নেওয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রুপান্তর করা উচিত, সেখানে একটি বাস বেপরোয়া ভাবে ছুটে আসলো!

আসোলে আপনি গতিশীল হোন, স্থির হোন, খালে থাকেন, বিলে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাসায় থাকেন, রাস্তায় থাকেন, কিচ্ছু মেটার করে না। আপনার মৃ ত্যু বিভৎস ভাবে হওয়ার সম্ভবনা ই বেশি। কারণ আপনি বাংলাদেশী!

লন্ডন সিটিতে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের আনুমানিক একটা মাসিক খরচ তুলে ধরলাম। ইউরোপ সেইম খরচ (এক পাউন্ড =১৫৫ টাকা/আনুম...
27/12/2024

লন্ডন সিটিতে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের আনুমানিক একটা মাসিক খরচ তুলে ধরলাম। ইউরোপ সেইম খরচ
(এক পাউন্ড =১৫৫ টাকা/আনুমানিক)
ঘর ভাড়া £১২০০(১ রুমের ও £ ১৭০০ (২ রুমের)
খাওয়া দাওয়ার খরচ-£৪০০(মিনিমাম)
ফোন বিল-£৫০(মিনিমাম)
হেয়ার এন্ড বিয়ার কাট-£২০
ইন্টারনেট বিল £৫০
গাড়ির ইন্স্যুরেন্স-£২৫০(মিনিমাম)
গাড়ির গ্যাস-£২০০(মিনিমাম)
গ্যাস £২০০ বিল,
ইলেক্ট্রিসিটি £২০০ বিল,
কাউন্সিল £১৫০ বিল.
পানির বিল £৫০
টোটাল - £২৮৭০

এইগুলো হলো ফিক্সড খরচ। এরপরে হলো অন্যান্য সব খরচ।তাই যারা আত্মীয়স্বজনের কাছ থেকে iphone এর বদলা চকলেট পান, বিদেশ থেকে আসার পর মন খারাপ করবেন না, appreciate করবেন। কারণ বিদেশও একটা দেশ, এখানেও দেশের মতো ফ্যামিলিকে চালাতে হয়। হ্যাঁ বাংলাদেশ থেকে lifestyle একটু উন্নত মানের কিন্তু স্বর্গরাজ্য নয় ।

©️ Copied

বি,দ্র: এখানে যে খরচের হিসাব দেয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র, ইংল্যান্ডে সদ্য আগত যারা তাদের জীবনযাত্রার উপর নির্ভর করে।
স্থায়ীভাবে অনেক বছর যারা আছেন তাদের খরচ এর চেয়েও ৩-৪ গুণ বেশি।

এই গাড়িটা আমিরাতের একটা আরবির বাসায় পরে রয়েছে।গাড়িটির স্টাইল খুব সুন্দরবাংলাদেশেমএই গাড়ি হলে কি করত ?
25/12/2024

এই গাড়িটা আমিরাতের একটা আরবির বাসায় পরে রয়েছে।
গাড়িটির স্টাইল খুব সুন্দর
বাংলাদেশেমএই গাড়ি হলে কি করত ?

এশিয়ান কাপের বাছাই পর্ব নিয়ে এতবেশি আগ্রহ বোধহয় এরআগে কখনও তৈরি হয়নি। পরবর্তী তিনটি ম্যাচের সময়সূচি।
24/12/2024

এশিয়ান কাপের বাছাই পর্ব নিয়ে এতবেশি আগ্রহ বোধহয় এরআগে কখনও তৈরি হয়নি। পরবর্তী তিনটি ম্যাচের সময়সূচি।

উওর দিন👇
23/12/2024

উওর দিন👇

যখন আপনি প্রথমবার বিমানের জানালার পাশের সীটে ভ্রমন করেন😜
23/12/2024

যখন আপনি প্রথমবার বিমানের জানালার পাশের সীটে ভ্রমন করেন😜

Address

Maulvi Bazar
3200

Telephone

+8801714868020

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালো লাগার কিছু মুহূর্ত গুলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালো লাগার কিছু মুহূর্ত গুলো:

Share