ভালো লাগার কিছু মুহূর্ত গুলো

ভালো লাগার কিছু মুহূর্ত গুলো অনেক ভালো লাগার জিনিস দেখবেন এবং পাবেন
(1)

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ এক...
06/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

©

পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার বিষয়ে আলোচনা চলছে 🧅🧅
12/12/2023

পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার বিষয়ে আলোচনা চলছে 🧅🧅

01/12/2023

পুরুষের সৌন্দর্য তার ভুঁড়ি'তে! 😐

30/11/2023

এই খামার গুলোতে সব পাওয়া যায়-গরু ছাগল,হাস মুরগি

কেউ লাল দালানের কোঠায় আর কেউ খেলার মাঠ থেকে সরাসরি সংসদে । কারণ শুধু মতের পার্থক্য। আজকের দিনের খেলোয়াড়দের দেখি বয়সে ব...
30/11/2023

কেউ লাল দালানের কোঠায় আর কেউ খেলার মাঠ থেকে সরাসরি সংসদে । কারণ শুধু মতের পার্থক্য।

আজকের দিনের খেলোয়াড়দের দেখি বয়সে বৃদ্ধ হয়ে গেলে কিংবা পারফরমেন্স শেষ হয়ে গেলেও অবসর নিতে চায় না, কারণ মোটা অঙ্কের বেতনের লোভ। সে ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশে ফুটবলের সাবেক এই তারকা। ২০১১ সালে তিনি যখন অবসরের ঘোষণা দেন তখনও তার পারফরমেন্স ছিল বেশ ভালো। ফলে ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে অবসর পুনর্বিবেচনার অনুরোধ করেছিল। কিন্তু তিনি তার সিদ্ধান্তেই বহাল থাকেন। হ্যাঁ, এটাই সত্য, তিনি বাংলাদেশ ফুটবল দলের তারকা গোলকিপার, নাম আমিনুল হক।

তাকে এখনো বাংলাদেশের সেরা গোলকিপার হিসেবে মানা হয়।

তিনি ১৯৯৯ সালের ২২শে এপ্রিল, মাত্র ১৮ বছর ৬ মাস ১৮ দিন বয়সে, ভারতের বিরুদ্ধে ১৯৯৯ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১১৬ মিনিট পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন।

২০১০ সালের ২০শে ফেব্রুয়ারি তারিখে আমিনুল ২৯ বছর বয়সে বাংলাদেশের তার ৫০তম ম্যাচ ও সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। শ্রীলঙ্কার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে উক্ত ম্যাচে বাংলাদেশ ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, ম্যাচটিতে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছেন।

আন্তর্জাতিক ফুটবলে, তার প্রায় ১১ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ৫০ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও ২০০৩ সাফ ফুটবল শিরোপা জয়লাভ করেছিলেন।

সেই মহা তারকা আজ জেলের ঘানি টানছে। ২০১৭ সালের শেষের দিকে শাহবাগে একটি নাশকতার মামলায় তাকে প্রথম গ্রেফতার করা হয়। দেড়মাস পর জামিন হলেও পরবর্তীতে বিভিন্ন মেয়াদে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ গত ২ নভেম্বর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তার জামিন শুনানি ছিল কিন্তু জামিন না দিয়ে তাকে জেলে পাঠানো হয়।

23/11/2023

যত ভ্রমন তত জ্ঞান

দু'টো টাকারই ৭ বছর বয়স!তবে একটি খোলা-মেলা দুনিয়ায় ঘুরেছে। আরেকটি খুবযত্নে কোনো এক সিন্দুকে আবদ্ধ ছিলো।এখন বোন আপনার স...
23/11/2023

দু'টো টাকারই ৭ বছর বয়স!

তবে একটি খোলা-মেলা দুনিয়ায় ঘুরেছে। আরেকটি খুব
যত্নে কোনো এক সিন্দুকে আবদ্ধ ছিলো।

এখন বোন আপনার সিদ্ধান্ত! এভাবে নিজেকে সবার
সামনে উন্মুক্ত করবেন? নাকি ঝিনুকের ভেতরে (পর্দা)
করে এমন সংরক্ষণ আর সুন্দর রাখবেন?

তা না হলে দিন শেষে আপনারও এমন অবস্থা হবে
১০০%

16/11/2023

বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেনসিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারন এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবেনা....

13/11/2023

আওয়ামীলীগ একটা সন্ত্রাসী সংগঠন পুলিশকে কারা মারছে শুনুন তাদের নেতার নিজের মুখে কি বলেছে। আলী সাজ্জাদ খাঁন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগ, সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক

09/11/2023

কারাবন্ধী "বাংলাদেশ"
মো:-আজগর আলী
------------------
দ্রব্য মূল্যর নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ ?

রিজার্ভের নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ ?

মানুষের মৌলিক অধিকারে নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

ক্ষমতার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

সৈরাচারীর নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

শিক্ষা ব্যবস্থার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

প্রশাসনের নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

দেশের অর্থনীতির নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

শ্রমিকের নূন্যতম মুজুরীর দেওয়ার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

মামলা হামলার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

বিরোধী দলের উপর অন্যায় অত্যাচারীদের নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

হুজুরদের উপর মামলা হামলার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

দূর্নীতির নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

ঈমাম-মোয়াজ্জীনদের বেতন দেওয়ার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

জীবনমান উন্নয়নের নাই কোন হুশ..
কারা'বন্দী বাংলাদেশ?

সুষ্ঠ নির্বাচন এর নাই কোন হুশ..
কারা'বন্দী বাংলাদেশ?

জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নাই কোন হুশ..
কারা'বন্ধী বাংলাদেশ?

29/10/2023

তামিমের অভিশাপ লাগছে।
বিশ্বকাপের অভিশাপ তো আগেই লাগছে, এখন সাকিবের উপর ভর করছে। এই টিম নিয়া বিশ্বকাপে চান্স পায় কেম্নে??

শিক্ষা: অহংকার পতনের মূল। (সাকিব)

কিছু  পুরুষ ফিলিস্তিনিতেও জন্ম হয় যাদের সাহসিকতার পরিচয় মহাবীর ...... 🤞 #ফিলিস্তিন   #সাহসী  #যোদ্ধা  #আল  #আকসা  #আমা...
15/10/2023

কিছু পুরুষ ফিলিস্তিনিতেও জন্ম হয় যাদের সাহসিকতার পরিচয় মহাবীর ...... 🤞

#ফিলিস্তিন #সাহসী #যোদ্ধা #আল #আকসা #আমাদের

 াহজালাল_ইন্টারন্যাশনাল  #এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল  #উদ্ভোধন করেও কোন লাভ হবেনা! কেননা সবার আগে এয়ারপ...
11/10/2023

াহজালাল_ইন্টারন্যাশনাল #এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল #উদ্ভোধন করেও কোন লাভ হবেনা!
কেননা সবার আগে এয়ারপোর্টে #কর্মরতদের আচরনবিধি শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রতিটা কর্মকর্তা এবং কর্মচারীদের ভদ্র আচরণ এবং #সহযোগীতা মূলক মনোভাব শিখতে হবে।

এয়ারপোর্টের প্রতিটা #কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগনের সেবক। তাদের বেতনের টাকা আসে দেশের জনগনের ট্যাক্সের টাকায়। তাই নিজেকে রাজা না ভেবে #জনগনের সেবক ভাবেন।
#বিমানবন্দর দিয়ে যারাই যাতায়াত করবে সবাইকেই একই চোখে দেখুন।

Al-Aqsa Mosque❤️❤️❤️❤️❤️মসজিদটিকে ভালোবাসলে শেয়ার করুন👇
09/10/2023

Al-Aqsa Mosque❤️❤️❤️❤️❤️

মসজিদটিকে ভালোবাসলে শেয়ার করুন👇

বিসিবি থেকে নাজমুল হোসেন পাপন, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, হাবিবুল বাসার সুমন হটিয়ে নতুনদের ...
29/09/2023

বিসিবি থেকে নাজমুল হোসেন পাপন, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, হাবিবুল বাসার সুমন হটিয়ে নতুনদের নিয়ে বিসিবি কমিটি তৈরি করা দরকার।

বিসিবি সভাপতি: মাশরাফি বিন মুর্তজা
মেন্টার : নাজমুল আবেদিন ফাহিম স্যার
প্রধান নির্বাচক: রফিক
হেড কোচ মো: সালাউদ্দিন

বুদ্ধির পরীক্ষায় অংশ নিন।লাল ভাই নাস্তা দিচ্ছে নাকি সবুজ ভাই।
08/09/2023

বুদ্ধির পরীক্ষায় অংশ নিন।
লাল ভাই নাস্তা দিচ্ছে নাকি সবুজ ভাই।

কন্যার স্বামীকে বাবা বলেছিলেন:প্রথম যে পুরুষটি ওকে ছুঁয়েছিলো- সে, তুমি নও, আমি।প্রথম যে পুরুষটি ওকে চুমু দিয়েছিলো-সে, তু...
25/08/2023

কন্যার স্বামীকে বাবা বলেছিলেন:

প্রথম যে পুরুষটি ওকে ছুঁয়েছিলো- সে, তুমি নও, আমি।
প্রথম যে পুরুষটি ওকে চুমু দিয়েছিলো-সে, তুমি নও,আমি।
প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসেছিলো-সে, তুমি নও, আমি।

যাইহোক, যে-পুরুষটি ওকে সারাটি জীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে, আমি নই, তুমি।

কিন্তু, যদি কোনদিন ওকে আর ভালোবাসতে না পারো, ওকে জানিয়ো না, আমাকে জানিয়ো; আবার নিয়ে আসবো আমার কাছে।

বাবার ভালোবাসা 💙
(ভালো থাক পৃথিবীর সব বাবার মেয়েরা)

লেখা ও ছবি সংগৃহীত

ভারতকে অভিনন্দন চাঁদে পদার্পণের জন্য। আমাদের কিছু হবেনা ঠিক এই কারনে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান পড়েছে রিলে...
23/08/2023

ভারতকে অভিনন্দন চাঁদে পদার্পণের জন্য। আমাদের কিছু হবেনা ঠিক এই কারনে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান পড়েছে রিলেটেড ফিল্ডে। আর আমাদের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান কৃষিতে স্নাতক!

আমাদের লক্ষ্য আরও গভীরে। আমাদের চেয়ারম্যান কৃষি থেকে নেয়া হয়েছে কারন আমাদের টার্গেট মঙ্গল গ্রহে আমরা ধান চাষ করবো!

আহ ! কি নিষ্ঠুর - এই ছবি দেখলে বুঝতে পারবেন।
23/08/2023

আহ ! কি নিষ্ঠুর - এই ছবি দেখলে বুঝতে পারবেন।

কারা কারা এই ভাবে ডিম কুড়িয়েছেন এবং দেখেছেন ।
18/08/2023

কারা কারা এই ভাবে ডিম কুড়িয়েছেন এবং দেখেছেন ।

😃 হা হা দিলেই লাল ডিমটা পড়ে যাবে 🙂
17/08/2023

😃 হা হা দিলেই লাল ডিমটা পড়ে যাবে 🙂

মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, কম ঘুমিয়ে, পরিবারের আবদার রক্ষা করে, মানষিক চাপ সহ্য করে, সব চিন্তা মাথায় নিয়ে ঘাম ঝরি...
15/08/2023

মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, কম ঘুমিয়ে, পরিবারের আবদার রক্ষা করে, মানষিক চাপ সহ্য করে, সব চিন্তা মাথায় নিয়ে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করা ব্যক্তিটিই প্রবাসী !

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন বিশ্ব বরেণ্য আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আর নেই 🥲🥲আল্লাহ উনাকে জান্...
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন বিশ্ব বরেণ্য আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আর নেই 🥲🥲
আল্লাহ উনাকে জান্নাত দান করুন। আমিন

বাঙালী কোথাও ঠেকেনা😐😎 কি বুদ্ধি  রে
13/08/2023

বাঙালী কোথাও ঠেকেনা😐😎 কি বুদ্ধি রে

10/08/2023

সবাই পোস্ট করতেছে "নারী কীসে আটকায়"।
কেনো ভাই ফেসবুকে পোস্ট না করে আপনার ঘরেই তো মা, চাচী, দাদী, বড় বোন আছেন তাদের আগে জিজ্ঞেস করেন।

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥কখনো জেনেছেন যে !  হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল আর আহসান হাবীব ৩ জন ভাই ?❣️
10/08/2023

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥
কখনো জেনেছেন যে ! হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল আর আহসান হাবীব ৩ জন ভাই ?❣️

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ ...
08/08/2023

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)😔বিষয় টি প্রচার করা সবার ঈমানী দায়িত্ব।

আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন.. মর তুই! ফেরেশতারা তখন বললো.. আমিন।আপনার সন্তানকে বললেন.. তোর ভবিষ্যত অন্ধকার। ফে...
02/08/2023

আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন.. মর তুই! ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনার সন্তানকে বললেন.. তোর ভবিষ্যত অন্ধকার। ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন.. তোর মুখ আমি দেখতে চাই না। ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনি রাগের মাথায় মেয়েকে বললেন.. জীবনেও স্বামীর ভাত খেতে পারবি না। ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনি রাগের সময় সন্তানকে বললেন.. মরার সময় পানি পাবি না। ফেরেশতারা তখনও বললো.. আমিন।

আচ্ছা আপনি তো সেই মানুষ তাই না— যে নিজের সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন?

আপনি তো সেই মানুষ তাই না— যার থেকে কেউ বেশি আন্তরিক দোয়া করতে পারবে না!

আপনি কি জানেন.. ফেরেশতারা প্রতিটা কথার পরে আমিন আমিন বলেন!

আপনি কি জানেন— মা-বাবার রাগের মাথায় বলা প্রতিটা কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তো আপনার কলিজার টুকরা সন্তানের ক্ষতি আপনি নিজেই করছেন না তো?

আপনার সন্তান অন্যায় করছে.. মা-বাবা হিসেবে আপনি এই ভাষা ব্যবহার না করে এগুলো বলুন..
আল্লাহ তোকে হেদায়েত দিন। আমার জন্য চক্ষু শীতলকারী বানান। অথবা বলতে পারেন—
আল্লাহ তোকে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মত বানান। আল্লাহ তোকে আয়েশা রা. এর মত বানান।

সবার সন্তান সবার কলিজার টুকরা। অতএব সন্তানকে বদদোয়া দেওয়া মানে নিজের চোখে নিজে বালি দিয়ে নষ্ট করে ফেলা!

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তাওফিক দান করুন (আমিন)।

ভালো লাগলে শেয়ার করুন ❤️

একজন পাগল হইছে, 🙃আরেকজন পাগল হওয়ার পথে !😰
01/08/2023

একজন পাগল হইছে, 🙃
আরেকজন পাগল হওয়ার পথে !😰

মা হলেন এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্যনিজের সব সুখ স্বাচ্ছন্দ্যে বিসর্জন দিতে পারেন।
01/08/2023

মা হলেন এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য
নিজের সব সুখ স্বাচ্ছন্দ্যে বিসর্জন দিতে পারেন।

এই ছবি দেখে ভূল টা কারা কারা ধরতে পারেন 🫣🫣
31/07/2023

এই ছবি দেখে ভূল টা কারা কারা ধরতে পারেন 🫣🫣

সব অহংকার এখানেই শেষ
30/07/2023

সব অহংকার এখানেই শেষ

যারা দুনিয়ার সাময়িক ক্ষমতা পেয়ে মানুষের সাথে খেয়াল খুশি মতো আচরণ করেন তারা এই ছবিটি লক্ষ্য করুনতিনি ১৯৯৫ সালে সুদানের...
26/07/2023

যারা দুনিয়ার সাময়িক ক্ষমতা পেয়ে মানুষের সাথে খেয়াল খুশি মতো আচরণ করেন তারা এই ছবিটি লক্ষ্য করুন

তিনি ১৯৯৫ সালে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। সময় পরিবর্তনে বেশি সময় নেয় না।
আল্লাহ যেমন মানুষকে উপরে উঠাতে পারেন তেমনি আল্লাহ মানুষকে নিচে নামাতেও পারেন। আকদ্ ইব্রাহিম এক জন অত্যাচারী। সে অত্যাচারী ফেরাউন হিসাবে পরিচিত ছিল কিন্তু আজ তাঁর অবস্থা আপনার সামনে।

আল্লাহ জুলুম কারি কে পছন্দ করেন না।
যারা মানুষের সাথে জুলুম করে তাদের ধ্বংস অনিবার্য। যারা ক্ষমতার আসনে বসে ক্ষমতার অপব্যবহার করবে। ভুলে যাবেন না এই দিন আপনার আগামিতে নাও থাকতে পারে।
যদি না থাকে সে দিন আপনি কি করবেন?
তাই ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভাল আচরণ করুন।

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য"!🥲🥲
26/07/2023

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায়
পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য"!🥲🥲

প্রাচীন চীনে পুরুষদের খোজাকরণের নির্মম এবং কষ্ট দায়ক ইতিহাস!ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রা...
21/07/2023

প্রাচীন চীনে পুরুষদের খোজাকরণের নির্মম এবং কষ্ট দায়ক ইতিহাস!

ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রাখতো। এরা ছিল শুধুই উপভোগের জন্য। এই ধরনের নারীদেরকে বলে ‘রক্ষিতা’। প্রাচীন চীনে হারেমে প্রায় ২০ হাজার নারী ছিল। রক্ষিতা রাখার প্রধান কারণ জৈবিক চাহিদা পূরণ করা। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অধিক পরিমাণ সন্তান উৎপাদন করা। রাজকীয় রক্তে অধিক পরিমাণ উত্তরাধিকার রেখে যাওয়া। রাজ পরিবার যেন বিলুপ্ত হয়ে না যায় তা নিশ্চিত করা।
এই নারীগুলোকে জোর করে ধরে আনা হতো কিংবা পরিবার থেকে ছিনিয়ে আনা হতো। তাই এরা যেন পালিয়ে না যায় বা ভেতরে কোনো ঝামেলা না করে তার জন্য পাহারাদার রাখা হতো। নারী দিয়ে পাহারার কাজ চলে না, পাহারাদার হতে হবে কোনো পুরুষ। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, পাহারাদার হিসেবে যে যে পুরুষ থাকবে তারা আবার রক্ষিতাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে নাতো?

রক্ষিতাদের ঔরসে শুধুই রাজ রক্তের উত্তরাধিকার তৈরি হবার পাশাপাশি বাইরের রক্ত মিশ্রিত হয়ে যাবার একটা ভয় থেকেই যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রাজারা একটা পথ বেছে নেয়। পাহারাদারদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া। যৌন ক্ষমতা নষ্ট করে দেবার প্রক্রিয়াকেই বলে খোজাকরণ। যাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া হয় তাদের বলে ‘খোজা’। ইংরেজি Eu**ch শব্দের প্রতিশব্দ হচ্ছে খোজা। ইউনাক শব্দটি এসেছে গ্রিক শব্দ Eunoukhos থেকে, যার অর্থ শয়নকক্ষের পাহারাদার।
খোজাকরণ মূলত তিন ধরনের হতে পারে। ১. শুধু পুরুষাঙ্গ কর্তন করে ফেলা; ২. শুধু শুক্রথলী কর্তন করা ও ৩. পুরুষাঙ্গ ও শুক্রথলী উভয়ই কর্তন করা। প্রাচীন চীনে তৃতীয় প্রকার খোজাকরণ প্রচলিত ছিল। এই প্রক্রিয়ায় খুব ধারালো ছুরির সাহায্যে পুরুষাঙ্গ ও অণ্ডকোষ উভয়ই কেটে ফেলা হতো। চীনে খ্রিষ্টপূর্ব ১৬০০ অব্দ থেকে শুরু করে পরবর্তী কয়েক হাজার বছর পর্যন্ত এই প্রক্রিয়া প্রচলিত ছিল। কিন্তু এই প্রক্রিয়ায় ঝুঁকি বেশি। এই প্রক্রিয়ায় প্রচুর মানুষের মৃত্যু হতো। মৃত্যুহার কমানোর জন্য ধীরে ধীরে পুরুষাঙ্গ রেখে শুধুমাত্র শুক্রথলী কেটে খোজা বানানোর প্রক্রিয়া শুরু হয়।
প্রাচীন চৈনিক সাম্রাজ্যে খোজাকরণের কাজটি করা হতো মূল প্রাসাদের বাইরে বিচ্ছিন্ন কোনো স্থানে। রাজ প্রাসাদের চারদিকে দেয়ালঘেরা সীমানা থাকে। এই সীমানার কোনো একটি স্থানে ব্যবহার করা হয় না এমন একটি পাহারা কক্ষ থাকে, যা দরকার পড়ে না বলে ব্যবহার করা হয় না। এই ধরনের পরিত্যক্ত ঘরকে ব্যবহার করা হতো খোজাকরণের অপারেশন কক্ষ হিসেবে।
প্রথমে ব্যক্তিটিকে ঐ কক্ষে নিয়ে একটি কাঠের পাটাতনে শুইয়ে দেয়া হতো। তারপর হালকা গরম পানি দিয়ে যৌনাঙ্গ ও যৌনাঙ্গের আশেপাশের স্থান ধুয়ে নেয়া হতো। এরপর অবশ করতে পারে এমন উপাদানের প্রলেপ দিয়ে যৌনাঙ্গকে অবশ করে ফেলা হতো। তখনকার সময়ে অবশকারী হিসেবে প্রচণ্ড ঝালযুক্ত মরিচ বাটা ব্যবহার করা হতো। অবশ করার পর সহযোগীরা মিলে দেহটিকে কাঠের পাটাতনের সাথে শক্ত করে বেঁধে ফেলতো। তারপর দুইজন সহকারী দুই পা ফাঁকা করে ধরে রাখতো যেন যৌনাঙ্গ কাটার সময় পায়ের দ্বারা কোনো অসুবিধা না হয়। দুইজন তো দুই পায়ে শক্ত করে ধরে রাখতোই, তার উপর আরো দুইজন কিংবা ক্ষেত্রবিশেষে একজন হাত দুটি বেঁধে চেপে ধরে রাখতো।
কর্তক ব্যক্তি সুবিধা করে দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে শুক্রথলী ও পুরুষাঙ্গ হাতের মুষ্টির ভেতর ধরতো। যৌনাঙ্গ মুষ্টির ভেতরে রেখে শায়িত ব্যক্তির কাছ থেকে সম্মতি নেয়া হতো যে তিনি স্বেচ্ছায় খোজাকরণ করতে দিচ্ছেন। সম্মতি পাবার সাথে সাথে চোখের পলকেই ধারালো ছুরি দিয়ে একসাথে কেটে ফেলা হতো মুষ্টির ভেতরে থাকা অণ্ডকোষ ও পুরুষাঙ্গ।

এই অবস্থায় প্রচুর রক্তপাত হতো। এই ধাপ শেষ করার পর থাকে বড় চ্যালেঞ্জটি। রোগীটিকে এই ধাক্কা কাটিয়ে তুলে বাঁচানো যাবে কিনা। কর্তন প্রক্রিয়া শেষ করার পর পরই একটি মূত্রনালিতে একটি নল প্রবেশ করিয়ে দেয়া হতো। প্রস্রাব বের হবার রাস্তা যেন বন্ধ হয়ে না যায় সেজন্য এই নল প্রবেশ করানো হতো। নল ছিল অনেকটা আজকের যুগের স্যালাইনের পাইপের মতো, এর ভেতর দিয়ে প্রস্রাব বের হতো।

এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রোগীকে ঐ কক্ষে তিন দিন রেখে দেয়া হতো। ঐ সময়ে রোগীকে কোনো প্রকার খাবার দেয়া হতো না। এই ধাপ পার হতে পারলে চতুর্থ দিনে রোগীকে প্রস্রাব করতে বলা হতো। যদি প্রস্রাব করতে পারতো তাহলে অপারেশন সফল হয়েছে বলে ধরে নেয়া হতো, আর যদি প্রস্রাব করতে না পারতো তাহলে ধরা হতো এই অপারেশন সফল হয়নি। এক্ষেত্রে রোগী ব্যথা ও ইনফেকশনে মারা যেত। তবে প্রাচীন চীনারা ধীরে ধীরে এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে অপারেশনে মৃত্যুহার নেমে এসেছিল প্রতি হাজারে ১ জন।

সূত্র: State Watch

20/07/2023

দুবাই বাসট্যান্ড কত সুন্দর এবং পরিকল্পিত ।

ছবিটা দেখে কি বুঝলেন ?
20/07/2023

ছবিটা দেখে কি বুঝলেন ?

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শতাধিক বাড়ির সামনে এমনভাবে রিক্সাওয়ালাদের জন্য জল এবং টোস্ট বিস্কুট রাখা হয়..বাড়ির মালিকগনে...
19/07/2023

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শতাধিক বাড়ির সামনে এমনভাবে রিক্সাওয়ালাদের জন্য জল এবং টোস্ট বিস্কুট রাখা হয়..
বাড়ির মালিকগনের এই মহৎকাজ সত্যিই প্রশংসনীয়🤍

মায়ের হাতে কোন টা বেসি খাইছেন? 🫣জানি এখন মিথ্যা বলবেন তাই না...😁
18/07/2023

মায়ের হাতে কোন টা বেসি খাইছেন? 🫣

জানি এখন মিথ্যা বলবেন তাই না...😁

দুনিয়ায় মধ্যে সবচেয়ে বড় সিসি ক্যামেরা...🫣
18/07/2023

দুনিয়ায় মধ্যে সবচেয়ে বড় সিসি ক্যামেরা...🫣

Address

Maulvi Bazar
3200

Telephone

+8801714868020

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালো লাগার কিছু মুহূর্ত গুলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালো লাগার কিছু মুহূর্ত গুলো:

Videos

Share