ইসলামিক পেইজ

ইসলামিক পেইজ "আল্লাহ সর্ব শক্তিমান" [email protected]

03/12/2024

“হে বিশ্বাসীগণ!
তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে
সাহায্য প্রার্থনা কর।
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।”
_(সূরা বাকারাহ ১৫৩ আয়াত)

03/12/2024

”একটা তুচ্ছ পাপও মানুষকে
চিরতরে ধ্বংস করে দিতে পারে,
যেমনটা ইবলিসের বেলায় হয়েছিলো।”
[আল ফাওয়াঈদ, পৃঃ ৯০]📖

03/12/2024

“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”
رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا “
হে আমার প্রতিপালক!
আমার পিতা-মাতার প্রতি দয়া করো।
যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে
শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।’❤️🤲

03/12/2024

যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেবো।
_[সূরা ইব্রাহিম আয়াতঃ-০৭]

30/11/2024
07/11/2024

‘যে সৎকর্ম করে
সে নিজের কল্যাণের জন্যই তা করে
এবং কেউ মন্দকর্ম করলে
তার প্রতিফল সে-ই ভোগ করবে।
তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি
কোনো প্রকার জুলুম করেন না। ’
__সূরা হামিম সিজদা: ৪৬

23/10/2024

আর কিয়ামতের দিন তোমাদের
পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে।
তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে
এবং জান্নাতে প্রবেশ করানো হবে,
সেই সফলকাম।
আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।’
_(সুরা আল ইমরান, আয়াত : ১৮৫)

রাসুল (সা.) বলেছেন, ‘বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য দোয়া করে এব...
18/09/2024

রাসুল (সা.) বলেছেন,
‘বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া করে।
__(মুসলিম, হাদিস : ৬৮২৯)

Address

Maulvi Bazar
3130

Telephone

+96871293643

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক পেইজ:

Videos

Share