Kobi Nurul

Kobi Nurul তুমি এমন কিছু করার চেষ্টা কর,
যা পরবর্তী প্রজন্ম শ্রদ্ধ্যার সাথে অনুসরণ করবে।
কবি নুরুল
(1)

আপনার কি ধারণা, তার ভালো জামা কাপড় নেই? দেখে দরিদ্র মনে হচ্ছে?একদম ভুলকিছু মেয়ে আছে যতো ভালো জামা কাপড় থাকুক না কেনো, ...
14/01/2025

আপনার কি ধারণা, তার ভালো জামা কাপড় নেই? দেখে দরিদ্র মনে হচ্ছে?

একদম ভুল

কিছু মেয়ে আছে যতো ভালো জামা কাপড় থাকুক না কেনো, বাসায় ছেঁড়া-ফাটা কাপড়ই পরবে...

[স্বভাব]

14/01/2025

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও । কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে। এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।পাশে পড়ে আছে মোবাইল। হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে। কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরির শক্ত কাঠ হয়ে আছে। উমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল। তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা। সারা শরির শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃত।

আফসোস- মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়। থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা বড়লেখা উপজেলার উদ্যোগে সদর  ইউনিয়ন সফর ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ক্যালেন্ডার বিতরণ সম্পন্ন....
13/01/2025

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা বড়লেখা উপজেলার উদ্যোগে সদর ইউনিয়ন সফর ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ক্যালেন্ডার বিতরণ সম্পন্ন......

১৩/০১/২৫ ইং,সোমবার।

আলিফ টিভিতে ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে ইনশা আল্লাহ।
13/01/2025

আলিফ টিভিতে ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে ইনশা আল্লাহ।

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা বড়লেখা উপজেলার উদ্যোগে নিজ বাহাদুরপুর ইউনিয়ন সফর। ১২/০১/২৫ ইং,রবিবার।
13/01/2025

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা বড়লেখা উপজেলার উদ্যোগে নিজ বাহাদুরপুর ইউনিয়ন সফর।

১২/০১/২৫ ইং,রবিবার।

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা বড়লেখা উপজেলার উদ্যোগে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সফর ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ক্যালেন্ডার বি...
13/01/2025

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা বড়লেখা উপজেলার উদ্যোগে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সফর ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ক্যালেন্ডার বিতরণ সম্পন্ন......

১১/০১/২৫ ইং,শনিবার।

12/01/2025
12/01/2025

Big shout out to my newest top fans! Mazharul Islam, Shahin Ahmad

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে আগত মেহমানদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা।
12/01/2025

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে আগত মেহমানদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার উত্তরপাড়া গ্রামের দিনমজুর রুবেল আহমদের জীবনের গল্প যেন মানবতার এক মর্মস্পর্শী অধ্যায়। ভয়াব...
08/01/2025

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার উত্তরপাড়া গ্রামের দিনমজুর রুবেল আহমদের জীবনের গল্প যেন মানবতার এক মর্মস্পর্শী অধ্যায়। ভয়াবহ বন্যার করাল গ্রাসে তার জরাজীর্ণ ঘরটি স্রোতে ভেসে যায়, আর তার পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়ে পড়ে ভাড়া বাসার এক কোণে। তবুও স্বপ্ন দেখা থামেনি রুবেলের; বেঁচে থাকার লড়াই থেকে তিনি পিছিয়ে যাননি।

আলহামদুলিল্লাহ, লতিফি হ্যান্ডসের উদ্যোগে রুবেলের জন্য একটি নতুন ঘর নির্মাণ করতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি । সেই কাদামাটির ভাঙা স্বপ্ন আজ একটি নতুন ঠিকানায় রূপ নিয়েছে।এটি শুধু একটি ঘর নয়; এটি একটি পরিবারের নতুন জীবনের সূচনা।

আমাদের এই উদ্যোগের পেছনে ছিল অসংখ্য উদার হৃদয়ের মানুষের সহায়তা। আমাদের সম্মানিত দাতাগণের মহানুভবতায় এই কাজ সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা যেন তাদের দানকে কবুল করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বরকত দান করেন।

আসুন, আমরা একসাথে আরও এগিয়ে যাই।

মানবতার ডাক শুনে আমাদের চারপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আপনার একটি দান হয়তো কারো জীবনে আলো এনে দিতে পারে।

যোগাযোগ করুন: www.latifihands.org.uk

আসসালামুয়ালাইকুম!বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন "বর্ণি বসুন্ধরা ইসলামী সেবা সংগঠন" এর উদ্যোগে আগামী ৯ই ফেব্রুয়ারি রো...
08/01/2025

আসসালামুয়ালাইকুম!
বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন "বর্ণি বসুন্ধরা ইসলামী সেবা সংগঠন" এর উদ্যোগে আগামী ৯ই ফেব্রুয়ারি রোজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন ইনশাআল্লাহ। রাব্বুল আলামীনের নিকট সম্মেলনের ভরপুর সফলতা কামনা করছি।

আল্লামা মুক্বাদ্দাস আলী ছাহেবের জানাজায় মাওলানা    হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীদেশের প্রখ্যাত আলেমেদ্বীন,শায়খুল হাদীস আল্লা...
08/01/2025

আল্লামা মুক্বাদ্দাস আলী ছাহেবের জানাজায় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

দেশের প্রখ্যাত আলেমেদ্বীন,শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ছাহেবের জানাজায় শরীক হোন বাংলার লাখো-কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

০৮ জানুয়ারি ২০২৫
সোনাসার, জকিগঞ্জ, সিলেট।

08/01/2025

ফিতনার যুগ চলছে। নারী হলো এই উম্মাহর জন্য বড় ফিতনাহ। তাই এই ফিতনাহ থেকে বাঁচতে দ্রুত সম্ভব বিয়ে করুন। সামর্থ্য অনুযায়ী এক, দুই, তিন, চারটা বিয়ে করুন।

অভাবে আছেন তাহলে বিয়ে করুন, আশা করা যায় স্ত্রীর উসিলায় অথবা দুইজনের সম্মিলিত দু'আ, পরামর্শ ও প্রচেষ্টায় আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। পরিবারকে বিয়ের জন্য ব্যাপকভাবে চাপ দিন।

পাপকাজের মধ্যে সাহসী না হয়ে পাপকাজ ছাড়তে বিয়ের জন্য সাহসী ভূমিকা পালন করুন!

© Abdullah Ibn Nurul Islam

08/01/2025

যৌবন নষ্ট হলে আপনি উদ্যম হারিয়ে ফেলবেন। জীবনের স্বাভাবিক উচ্ছলতা ম্লান হয়ে যাবে। হালাল উপায়ে দুনিয়ার যেটুকু জীবন উপভোগের সুযোগ আল্লাহ তা'আলা দিয়েছেন, তা থেকেও আপনি বঞ্চিত হবেন!

যৌবন নষ্ট হওয়ার প্রধান তিনটি কারণ :

১. বিয়ে না করা
২. দেরিতে বিয়ে করা
৩. ভুল মানুষকে বিয়ে করা

© Shah Mohammad Tonmoy

হে প্রিয় চোখ!তোমাকে বিপদজনক বস্তুর দিকে দৃষ্টিপাত থেকে কান্নায় ব্যস্ত রাখাই আমার কাছে শ্রেয় মনে হয়।বই: চোখের হেফাজত
08/01/2025

হে প্রিয় চোখ!
তোমাকে বিপদজনক বস্তুর দিকে দৃষ্টিপাত থেকে কান্নায় ব্যস্ত রাখাই আমার কাছে শ্রেয় মনে হয়।

বই: চোখের হেফাজত

একদিন দরগাহ মাদরাসার দারুস সুন্নাহ ছাত্রাবাস থেকে দরগাহ মসজিদে জুমার উদ্দেশ্যে বের হয়েছি৷ সম্ভবত তখন মুখতাসার কী জালালাই...
08/01/2025

একদিন দরগাহ মাদরাসার দারুস সুন্নাহ ছাত্রাবাস থেকে দরগাহ মসজিদে জুমার উদ্দেশ্যে বের হয়েছি৷ সম্ভবত তখন মুখতাসার কী জালালাইন জামাতে পড়ি৷
আমাদের উস্তাযে মুহতারাম মুফতি আতাউর রহমান পাকিস্তানি হুজুর দা.বা.ও মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন৷ হুজুরের পিছনে পিছনে হেঁটে যাচ্ছি৷ হুজুর ডাক দিলেন৷ কাছে এলাম৷ বললেন এই দরুদ শরিফ পড়ো-

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

তখনও এই দরুদ শিখি নাই৷ হাঁটতে হাঁটতে শেখালেন৷ ফযীলত বললেন৷ এই দরুদ পড়লে নবীজী বলেছেন- “কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব৷”
এরপর থেকে জুমাবার এলে এই দরুদের কথা ভুলি না৷ দিলের গভীর থেকে কোনো কথা বের হলে তার আসর থেকে যায় মৃত্যু পর্যন্ত৷ আল্লাহ উস্তাযে মুহতারামের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন৷

© মুফতি জিয়াউর রহমান দা. বা.

আমরা অনেকেই বুঝিনা কেনো আলেমগণ অমুসলিম দেশে বসতি স্থাপন করতে মানা করেন। তাদের জন্য শিক্ষণীয় এই ছবি। কে না জানে, ক্রিসমাস...
08/01/2025

আমরা অনেকেই বুঝিনা কেনো আলেমগণ অমুসলিম দেশে বসতি স্থাপন করতে মানা করেন। তাদের জন্য শিক্ষণীয় এই ছবি।

কে না জানে, ক্রিসমাস কত বড় শিরকের উৎসব। সেই ক্রিসমাস ট্রি যদি আপনি মুসলিম হয়ে বাসায় এনে সাজান, কতটা দু:খজনক! পরবর্তী জেনারেশন কি আদৌও ইসলামের ছিটেফোঁটা ধরে রাখতে পারবে?

⛔ চাঁপাইনবাবগঞ্জ জেলায়, শিবগঞ্জ থানা বিনোদপুর ইউনিয়ন এবং ভারতে মালদহ বৈষ্ণবনগর থানার আওতাধীন শুকদেবপুর গ্রামে সীমান্ত এ...
08/01/2025

⛔ চাঁপাইনবাবগঞ্জ জেলায়, শিবগঞ্জ থানা বিনোদপুর ইউনিয়ন এবং ভারতে মালদহ বৈষ্ণবনগর থানার আওতাধীন শুকদেবপুর গ্রামে সীমান্ত এরিয়ায়, বিএসএফ কতৃক অবৈধভাবে কাঁটাতার দেয়ার সময় গতকাল বাঁধা দেয় বিজিবি। বৈঠকে সমাধান হলেও আজ আবারো উগ্রবাদীদের সাথে নিয়ে কাঁটাতার দিতে থাকে বিএসএফ।

বিজিবি ও গ্রামবাসী সর্বাত্মক প্রতিরোধের প্রস্তুতি নিলে উত্তেজনা শুরু হয়। অপরপক্ষে, উগ্রবাদীরাও বিএসএফের সাথে উত্তেজনা তৈরি করে।

ফলে বাংকার তৈরি করে সশস্ত্র অবস্থান নেয় বিজিবি যোদ্ধারা।

বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।

কোনো আগ্রাসী আচরণের মাধ্যমে তারা সংঘাত সৃষ্টি করতে চায় কিনা এব্যাপারে সতর্ক থাকতে হবে।

Address

Sylhet
Maulvi Bazar
3250

Alerts

Be the first to know and let us send you an email when Kobi Nurul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kobi Nurul:

Videos

Share