30/08/2024
বিবাহিত নারী আক্রমণের শিকার হয়েছে, তাই Marriage is scary!
• তাহলে তো নারীরা রাস্তাঘাটেও আক্রমণের শিকার হয়। সুতরাং Outing is also scary.
• ঘুরতে গিয়ে অনেকেই দূর্ঘটনার শিকার হয়। সুতরাং Traveling is scary.
• খাবার খেয়ে অনেকেই অনেক সময় অসুস্থ হয়। সুতরাং Eating is scary.
• বই পড়ে কেউ অনেকেই সন্ত্রাসী হয়। সুতরাং Reading is scary.
• বিজ্ঞানের আবিষ্কার অনেক সময় ধ্বংস নিয়ে আসে। সুতরাং Science is scary.
এইভাবে বলতে গেলে এই লিস্ট শেষ হবে না। ঘটনা একটা পাইছে অমনি ফেমি আপারা বিয়েকে Demoralise করার জন্য উঠে পরে লেগেছে। বিয়ের মতো পবিত্র একটি বিষয়কে সমাজ থেকে তুলে ফেলার পায়তারা করছে। যেন বিয়েটাই সমাজে একটা বিরাট সমস্যা। তাদের ক্ষুদ্র মস্তিষ্কে এটা ধরে না যে "Exception can't be an example"।
যেখানে স্বয়ং আল্লাহ বিয়ে কে নিয়ামত ও দ্বীনের অর্ধেক হিসেবে দিয়েছেন। সেখানে তাঁরই সৃষ্টি হিয়ে তাঁর হুকুম কে নিয়ে উপহাস করেন কোন সাহসে?
সর্বত্রই বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর।
- Muhammad Forhad Hasan.