12/12/2024
📪 Ex's Confession
📮 সখের পুরুষ
📋 ----
প্রিয় সখের পুরুষ
তোমায় মনের কথা মন খুলে বলি না বহুদিন। কতশত খারাপ সময় পার করে দিলাম, 'নিরবে' 'নিভৃতে' 'একা একা' কেউ সঙ্গ দেয়নি এমনকি তুমিও নাহ যে কিনা একটা সময় আমার সাথে কথা না বলে দিনই শুরু করতে পারতো না।
সত্যি বলতে আমার কপালটাই এমন জানো তো! যেখানে যতবেশি এফোর্ট দিয়েছি সেখান থেকে ততবেশি মন খারাপ নিয়ে ফিরতে হয়েছে।হয়তো আমার জায়গায় থাকলে একটু বুঝতে সামান্য একটু যত্ন কি পরিমাণ বাঁচতে অনুপ্রেরণা দেয় আর সামান্য একটি কথা কিভাবে হৃদয়কে ভেঙেচুড়ে দেয়। তোমায় পাবো পাবো বলে আমি যেনো নিজেকেই আর খুঁজে পাইনা।
আজকাল তোমাকে একটু বেশিই ভাবছি। আমার সখের পুরুষ। একান্তই আমার। কিন্তু সে তো আর আমার নয়। অন্য এক নারী তাকে স্পর্শ করছে, অন্য এক নারী তার সাথে ঘুরতে বেরোচ্ছে, অন্য এক নারী তার কাছে ভালোবাসার বায়না করছে, অন্য এক নারী তার বউয়ের পরিচয় বহন করছে। হাহ! ব্যাপারগুলো ভাবতেই বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচরে যাচ্ছে। যে মানুষটার পাশে আমি অন্য কারো ছায়াও সহ্য করতে পারতাম না আজ সে মানুষটা অন্য কারো স্বামীর দায়িত্ব পালন করছে।
কি অসম্ভব রকমের সৌভাগ্যবতী তোমার প্রিয়তমা! এতোগুলো বছর আমি যাকে এতো ভালোবেসেও, মোনাজাতে এতো করে চেয়েও এতো অপেক্ষার পরেও যাকে আমি পাইনি কোন দ্বিধা ছাড়াই তাকে পেয়ে গেলো সে!
এখন রাত্রি দ্বি-প্রহর, তোমার ভাবনাগুলো আমাকে ঘুমাতে দিচ্ছেনা। জানোই তো মন খারাপের সময় যে দুঃখ দেয় তারে জড়িয়ে ধরেই কাদঁতে মন চায়!আপাতত "তুমি নেই" এর চেয়ে বড়ো অসুখ আমার নাই"।তোমায় অভিশাপ দিলাম, দুনিয়ার সব সুখ যেন তোমার হয়। ভালো থেকো !