জুড়ীর আপডেট

জুড়ীর আপডেট নতুন ধারার লেখনীতে হোক পরিবর্তন.... সংক্ষিপ্ত বাক্যে বিস্তারিত আলোচনা।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সংরক্ষিত বনভূমি লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক একনেক সভায় অনুমোদিত।ছবি: তুহিনুর রশীদ
09/11/2023

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সংরক্ষিত বনভূমি লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক একনেক সভায় অনুমোদিত।

ছবি: তুহিনুর রশীদ

বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে জুড়ীতে অবস্থান কর্মসূচিবাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জ...
07/11/2023

বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে জুড়ীতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আওয়ামীলীগ নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে আছি। গাড়িঘোড়া চলছে, দোকানপাট খুলছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছেন। কিন্তু যারা অবরোধের নামে জ্বালাও পুড়াও করবে, সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ীতে সোমবার (০৬ নভেম্বর) সকালে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় দেখতে চাই। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে আমাদের সংসদীয় আসন। আমরা আবারও প্রধানমন্ত্রীকে এই আসন থেকে বিজয় উপহার দিতে চাই। এখানের মানুষ হরতাল অবরোধ অতীতেও মানে নি, বর্তমানেও মানবে না। আমরা সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় রাজপথে আছি।

অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল করেছেন
শান্তি মিছিল জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ মুমিত আসুক চত্ত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান প্রমুখ। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুড়ী থেকে লাঠিটিলা যাওয়ার পথে ডাকবাংলো বেইলি ব্রিজ বালু বোজাই ট্রাক নিয়ে ভেঙ্গে গেছে।যে কারণে লাঠিটিলা থেকে জুড়ী যাওয়ার ...
31/10/2023

জুড়ী থেকে লাঠিটিলা যাওয়ার পথে ডাকবাংলো বেইলি ব্রিজ বালু বোজাই ট্রাক নিয়ে ভেঙ্গে গেছে।
যে কারণে লাঠিটিলা থেকে জুড়ী যাওয়ার যোগাযোগ বন্ধ।

অত্যান্ত আফসোসের বিষয়, বছর পেরিয়ে গেলেও কাজ শুরু হওয়া ব্রিজটি এখনো ৫০% কাজ শেষ হয়নি।

এইসমস্ত বেইলি ব্রিজ অথবা ডাইবেশন ব্রিজগুলো অধিক ভারি যানবাহন নিয়ে চলাচলের উপযোগী না, সাধারণত এইসকল ব্রিজে ৮/১০ টনের বেশী ভারি মালামাল নিয়ে যাওয়া যায় কিন্তু ২৫/৩০ টনের অধিক ভারি মালামাল নিয়ে কোন বিবেকে যাওয়া আসা করে তা জানা নেই।
এই দেশে নিয়ম আছে, কিন্তু সব নিয়মই অনিয়ম।
এ দেশে আইন থাকলেও কেউ মানেনা, আইনগুলো কেবল খাতায় অথবা সাইনবোর্ডে সীমাবদ্ধ।
অদ্ভুত এই সওয়ারিতে চলে এই দেশ!

@ আশরাফুজ্জামান রিশাদ

‘দইজ্জার’ তল দিয়ে গাড়ি চলে : প্রধানমন্ত্রী
28/10/2023

‘দইজ্জার’ তল দিয়ে গাড়ি চলে : প্রধানমন্ত্রী

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।...
28/10/2023

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।

কিশোরকন্ঠ পাঠক ফোরাম  মৌলভীবাজার  জেলা কর্তৃক আয়োজিত মৌলভীবাজারের  জনপ্রিয় মেধাবৃত্তি 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৩ইং' শিক...
25/10/2023

কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত মৌলভীবাজারের জনপ্রিয় মেধাবৃত্তি 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৩ইং' শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

#জুড়ীর_আপডেট #কিশোরকন্ঠ

২৮ অক্টোবর মতিঝিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।   #জুড়ীর_আপডেট
23/10/2023

২৮ অক্টোবর মতিঝিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

#জুড়ীর_আপডেট

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি...
12/10/2023

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

#জুড়ীর_আপডেট

08/10/2023

জুড়ীতে কবর থেকে পুলিশকে ঢিল ছুড়লেন লোকমান!

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশের দায়ের করা মামলায় মৃত ব্যক্তি ও প্রবাসীদের আসামী করা হয়েছে। পুলিশের করা মামলায় মৃত ব্যক্তিকে আসামী করায় উপজেলা জুড়ে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) জুড়ীতে তত্বাবধায়ক সরকারের দাবীতে মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো। মিছিলের পর পুলিশ ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামী বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর মামলা করে।

মামলার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা জনসাধারণের যান চলাচল বন্ধ ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য উত্তেজিত হইয়া মিছিল রাস্তায় বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা অমান্য করে তারা মিছিল দিতে শুরু করে। পরে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

এই ঘটনায় শুক্রবার (০৬ অক্টোবর) পুলিশ বাদি হয়ে জুড়ী থানায় একটি মামলা (মামলা নং-০৬) করে।

খোঁজ নিয়ে জানা যায়, মামলার এজাহারের ১১ নং আসামী লোকমান হোসেন মারা যান ২০১৭ সালের ৪ আগস্ট। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের হাজী রুমুজ আলীর ছেলে। এমামলায় ৬ নং আসামী করা হয় জায়েদ আহমদকে। তিনি ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। জায়েদ আহমদ উপজেলার হামিদপুর গ্রামের মৃত ফয়জুল্লাহর ছেলে। ফুলতলা ইউনিয়নের রজব উদ্দীনের ছেলে বুরহান উদ্দীন দুই বছর থেকে আরব আমিরাতে অবস্থান করছেন। মামলায় বুরহানকে ২৩ নং আসামী করা হয়েছে। ফুলতলা বাজারের ইব্রাহীম আলীর ছেলে নাঈম উদ্দীন ২ বছর আগে ফ্রান্সে পাড়ি জমান। তাকেও পুলিশের করা এই মামলায় ২৪ নং আসামী করা হয়েছে।

প্রবাসী জায়েদ আহমদের বড় ভাই মো: ফয়ছল আহমদ বলেন, আমার ভাই ২০১৮ সাল থেকে প্রবাসে আছে। সে প্রবাসে থেকেও পুলিশি মামলার আসামী। সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলা দেওয়া হয়েছে। যারা রাজনীতির সাথে জড়িত নয় তাদেরও আসামী করা হয়েছে।

মামলার ১১ নং আসামী মৃত লোকমান হোসেনের ভাতিজা ঢাকা জজ কোর্টের শিক্ষানবীস আইনজীবি কামরুজ্জামান বলেন, আমার চাচা মারা যাবার পর তিনি কিভাবে বৃহস্পতিবার জুড়ীর মিছিলে গেলেন? একজন মৃত ব্যক্তিকে পুলিশের করা মামলায় আসামী করা হল। আসলে এই বিষয়টি অত্যান্ত হতাশাজনক এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।

#জুড়ীর_আপডেট

04/10/2023

কুলাউড়ায় বিএসএফের গু*লিতে প্রা*ণ গেলো মা*দ*ক ব্যবসায়ীর

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে ফেরদাউস (১৪) নামে আহত এক মাদক কারবারির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান। মাদক কারবারি ফেরদাউস শরীফপুরের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় মাদক কারবারি ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা টের পেয়ে গুলি চালালে ফেরদাউসের শরীরে লাগে
পরে তাকে তার পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে সে মারা যায়।
ফেরদাউসের বড়ভাই ওয়াস কুরুনির দাবি, তার ছোটভাই ওইদিন সন্ধ্যায় নিজেদের গৃহপালিত গরু আনতে সেখানে যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়।
এ ব্যাপারে জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, মাদক কারবারি ফেরদাউসের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ক্ষুদে তামিমের ফিফটি..   |   |
29/09/2023

ক্ষুদে তামিমের ফিফটি..
| |

27/09/2023

তামিমকে খেলতে নিষেধ করে বিসিবি কর্মকর্তার ফোন!

বড়লেখায় গাঁজা সেবনের দায়ে একজনকে কারাদণ্ড।
25/09/2023

বড়লেখায় গাঁজা সেবনের দায়ে একজনকে কারাদণ্ড।

24/09/2023

জুড়ীতে নিজ মেয়েকে নি*র্যা*ত*নকারী বাড়িতে হা*ম*লা সর্বশেষ----

জুরী উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হলো।ফায়ার সার্ভিস স্টেশন , জুড়ী। প্রয়োজনে যোগাযোগ করুন।মোবাইল নাম্বারঃ ০১৯০১-...
24/09/2023

জুরী উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হলো।
ফায়ার সার্ভিস স্টেশন , জুড়ী।
প্রয়োজনে যোগাযোগ করুন।
মোবাইল নাম্বারঃ ০১৯০১-০২৩৬৭৪

★মেধাবৃত্তি           ★মেধাবৃত্তি            ★মেধাবৃত্তিমৌলভীবাজার কর্তৃক আয়োজিত মৌলভীবাজার এর ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্র...
23/09/2023

★মেধাবৃত্তি ★মেধাবৃত্তি ★মেধাবৃত্তি

মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মৌলভীবাজার এর ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ''কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার চেয়ারম্যান আব্দুস সামাদ।
মৌলভীবাজারের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম "কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩"
আগামী ২৭-অক্টোবর ২০২৩ এ অনুষ্ঠিত হবে।
এতে মৌলভীবাজারের যেকোনো স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
রেজিষ্ট্রেশন চলবে ২২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
★রেজিষ্ট্রেশন ফি-১৫০/-

রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাবে :
★ডিজিটাল সেন্টার, আলহেরা শপিং সেন্টার, বড়লেখা
★মাদ্রাসা লাইব্রেরি, অফিসবাজার,বড়লেখা।
★মা ড্রাগ হাউস,শাহবাজপুর বাজার, বড়লেখা।
★মাহমুদ কসমেটিক্স,আং সালাম মার্কেট ফকির বাজার, বড়লেখা।
★দি ওয়াহিদ ফার্মেসি, দাসের বাজার, বড়লেখা।
★এস আর এন্টারপ্রাইজ, রতুলি বাজার, বড়লেখা।
★আল ফালাহ এন্টারপ্রাইজ, কলেজ রোড, জুড়ী।
★জুবায়ের কম্পিউটার, নয়াবাজার, জুড়ী।
★শাহ নিমাত্রা লাইব্রেরি, ফুলতলা বাজার, জুড়ী।
★পুতিঘর লাইব্রেরি, মসজিদ মার্কেট, দক্ষিণ বাজার কুলাউড়া।
★মদিনা টেলিকম, উত্তর বাজার কুলাউড়া।
★রাসেল কম্পিউটার, ব্রাহ্মনবাজার,কুলাউড়া।
★শুকরিয়া ভেরাইটিজ ষ্টোর, ভাটেরা স্টেশন বাজার, কুলাউড়া।
★ফাতেমা লাইব্রেরি এন্ড স্টেশনার্স, রবিবাজার, কুলাউড়া।
★রুহিন লাইব্রেরি, লামাবাজার,শমশেরনগর।
★নোসাইবা কম্পিউটার, স্টেশন রোড,ভানুগাছ বাজার।
★আল ইত্তেহাদ এন্টারপ্রাইজ, আদমপুর বাজার, কমলগঞ্জ।
★মিজান কম্পিউটার, কলেজ রোড,শ্রীমঙ্গল।
★আহমেদিয়া ফার্মেসি, বৌলাশীর বাজার, শ্রীমঙ্গল।

প্রয়োজনে যোগাযোগ :
০১৬৩৪-০২৮৪৯৭
০১৮৫৩-৪৮৮৭৯৪
০১৭৬৫-৪৫৫৯৭৮
০১৮৩৩-৭৮৫৪১৫
০১৭৬৮-৭১৫৭১২

22/09/2023

সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিলেন জুড়ী থানার ওসি।

বিস্তারিত কমেন্টে.....

খেলাফত মজলিস জুড়ী উপজেলা শাখা গঠন।   #জুড়ীর_আপডেট
16/09/2023

খেলাফত মজলিস জুড়ী উপজেলা শাখা গঠন।

#জুড়ীর_আপডেট

06/09/2023

জুড়ী-বড়লেখার সাবেক সাংসদ ও সাবেক ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী বিএনপি নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#জুড়ীর_আপডেট

একজন শান্ত, যিনি ছিলেন ১৬ কোটির আস্থা। শান্ত না থাকায় কি ব্যাটিং অর্ডারে ধস নেমেছিল।
06/09/2023

একজন শান্ত, যিনি ছিলেন ১৬ কোটির আস্থা। শান্ত না থাকায় কি ব্যাটিং অর্ডারে ধস নেমেছিল।

05/09/2023

অবশেষে বৈঠকে বসছেন হাসিনা-মোদি
====================================
জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে নয়াদিল্লিতে ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বৈঠকে তিস্তার পানিবণ্টন ইস্যুসহ দুই দেশের যোগাযোগ, জ্বালানি ও খাদ্য নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় অনেক বিষয়ে আলোচনা হবে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর হবে জি-টোয়েন্টি সম্মেলন।

বিশ্বকাপ খেলা হচ্ছে না সিলেট রকেটের।। লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গেলেও,  কখনো গুরুতর ইনজুরিতে পড়েন নি ই...
30/08/2023

বিশ্বকাপ খেলা হচ্ছে না সিলেট রকেটের।।

লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গেলেও, কখনো গুরুতর ইনজুরিতে পড়েন নি ইবাদত। তবে এইবার যেতে হয়েছে অপারেশন থিয়েটার পর্যন্ত। চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে, ৬ মাসও লাগতে পারে।

আর এই সময়ের ভারতে বসতে যাচ্ছে বিশ্বকাপ আসর। ইবাদতের অনুপস্থিতি দলকে যথেষ্টই ভোগাবে।

আপনার পুরনো রিদমে ফিরে আসুন সিলেট রকেট।

জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের জরিমানা।মৌলভীবাজার জেলার জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত...
30/08/2023

জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

মৌলভীবাজার জেলার জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার এমএ মুমীত আসুক চত্বরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।

অভিযানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী আটটি যানবাহনকে ৪ হাজার ৯ শ টাকা জরিমানা ও ৪ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক রিয়াজুল ইসলাম ও জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

#জুড়ীর_আপডেট

সাময়িক ইনজুরিতে লিটন কুমার দাস। রয়েছে এশিয়া কাপ নিয়ে শঙ্কা...  Litton Kumer Das
27/08/2023

সাময়িক ইনজুরিতে লিটন কুমার দাস। রয়েছে এশিয়া কাপ নিয়ে শঙ্কা...

Litton Kumer Das

শুভ জন্মদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৯৯.৯৪ গড়ে ব্যাটিং করা  ব্যাটার। স্যার ডন ব্র্যাডম্যান.
27/08/2023

শুভ জন্মদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৯৯.৯৪ গড়ে ব্যাটিং করা ব্যাটার।
স্যার ডন ব্র্যাডম্যান.



আজকের কুইজ? আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট অধিনায়ক কে?
27/08/2023

আজকের কুইজ?
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট অধিনায়ক কে?

এশিয়া জয়ের মিশনে, যাত্রা করলেন টাইগাররা...
27/08/2023

এশিয়া জয়ের মিশনে, যাত্রা করলেন টাইগাররা...

২৮ তারিখ আসছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড স...
26/08/2023

২৮ তারিখ আসছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

এসএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল স্ব স্ব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


25/08/2023

সহজ কুইজের উত্তর দিয়ে জিতে নিন ২০ টাকা মোবাইল রিচার্জ।
আজকের প্রশ্ন : সর্ব প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী কে?
বিস্তারিত কমেন্ট...

#জুড়ীর_আপডেট

Send a message to learn more

শুভ জন্মদিন প্রত্যাবর্তন- এর রুপকার নাজমুল শান্ত।জুড়ীর আপডেট পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
25/08/2023

শুভ জন্মদিন প্রত্যাবর্তন- এর রুপকার নাজমুল শান্ত।
জুড়ীর আপডেট পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

আসছে....
24/08/2023

আসছে....

মহাবিশ্বকে জানার মিশনে এক ধাপ এগিয়ে গেল ভারত!!মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩  চ...
24/08/2023

মহাবিশ্বকে জানার মিশনে এক ধাপ এগিয়ে গেল ভারত!!

মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ বা ‘সফট ল্যান্ডিং’য়ের প্রথম লক্ষ্য আজ সফলভাবে অর্জন করছে, যা ভারতকে বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দিল। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-থ্রির এই যাত্রা শুরু হয়েছিল। গত বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা মিনিটে নতুন সাফল্যের সূচনা হয়।
লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা ছিল। সম্প্রচার টি সরাসরি দেখে উচ্চসিত ভারতের জনগণ।

সফট ল্যান্ডিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান এবং বলেন “এই মুহুর্তটি হল নতুন ভারতের নতুন উড়ান!”
ভারতের নতুন বিজয় বলেও তিনি আখ্যায়িত করেন ।

16/08/2023

রাজনগেরে মোবাইল আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা করলেন মা।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মোবাইল নিয়ে আসক্ত থাকায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইদানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় বুধবার (১৬ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। এ ঘটনায় পুরো জেলা জুড়ে চঞ্চলের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্র জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইদানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মো. আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১২) বেশ কিছুদিন ধরে মোবাইলে গেমখেলা ও ইউটিউব

দেখায় মত্ত থাকে। ছেলেটির মা সাহনা বেগম (৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না। বুধবার সকালও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির এক পর্যায় সাহনা বেগম নিজর ওড়না দিয়ে ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরাধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভষণ রায় বলেন, মোবাইল আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেচিয় ছেলেক হত্যা করেছেন। নিহতের মৃতদহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গ পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে আটক করা হয়ছে। এ ব্যাপার থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সাহেব মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।     #জুড়ীর_...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সাহেব মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।

#জুড়ীর_আপডেট

14/08/2023

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়

কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জ.ঙ্গি আ.স্তানা থেকে শিশু সহ আটক ১৩ জনের পরিচয়১। শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, মাতা-ছমিরুন, গ্...
12/08/2023

কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জ.ঙ্গি আ.স্তানা থেকে শিশু সহ আটক ১৩ জনের পরিচয়

১। শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, মাতা-ছমিরুন, গ্রাম-দক্ষিন নলতা, থানা ও জেলা-সাতক্ষীরা।

২। হাফিজ উল্লাহ (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-জহুরা খাতুন, সাং-কানলা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ।

৩। খায়রুল ইসলাম (২২), পিতা-নজরুল ইসলাম, মাতা-সানোয়ারা বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।

৪। রাফিউল ইসলাম (২২), পিতা-সাইফুল ইসলাম, মাতা-রেবা সুলতানা, গ্রাম-মাইজবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ।

৫। মেঘনা (১৭), স্বামী-খায়রুল ইসলাম, পিতা-মানিক মিয়া, মাতা-আলেয়া বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।

৬। আবিদা (১২ মাস), পিতা-খায়রুল ইসলাম, মাতা-মেঘনা, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।

৭। শাপলা বেগম (২২), পিতা-মজনু মল্লিক, স্বামী-আঃ ছত্তার, মাতা-আলেয়া বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা।

৮। জুবেদা (১৮ মাস), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা।

৯। হুজাইফা (০৬), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা।

১০। মাইশা ইসলাম (২০), পিতা-সাইদুল ইসলাম, স্বামী-সোহেল তানজীম রানা, গ্রাম-চাদপুর (পিতার বাড়ী), থানা ও জেলা-নাটোর।

১১। মোছাঃ সানজিদা খাতুন (১৮), পিতা-আব্দুল জলিল, স্বামী-সুমন মিয়া, গ্রাম-নিজবলাই, থানা-শরিয়াকান্দি, জেলা-বগুড়া।

১২। আমিনা বেগম(৪০), পিতা-জলমত খা, স্বামী-শফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।

১৩। মোছাঃ হাবিবা বিনতে শফিকুল (২০), পিতা-শফিকুল, মাতা-আমিনা বেগম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।

11/08/2023

মৌলভীবাজার জেলার কুলাউড়া শহরে নি ষি দ্ধ করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা,
______________পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ

#জুড়ীর_আপডেট

অর্ধযুগ বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে জুড়ী পাবলিক লাইব্রেরী।স্থানাভাবে প্রায় ৬ বছর বন্ধ থাকার পর মৌলভীবাজারের জুড়ীতে অবস...
06/08/2023

অর্ধযুগ বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে জুড়ী পাবলিক লাইব্রেরী।

স্থানাভাবে প্রায় ৬ বছর বন্ধ থাকার পর মৌলভীবাজারের জুড়ীতে অবস্থিত “জুড়ী পাবলিক লাইব্রেরী” (গণ পাঠাগার)-এর কার্যক্রম আবার চালু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার রাত ৮ঘটিকায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।

প্রতিষ্টানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টুর সভাপতিত্বে ও মঞ্জুরে আলম লাল-এর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, মাহবুবুল ইসলাম কাজল, মামুনুর রশীদ সাজু, আব্দুল জলিল মাস্টার, জি এম বদরুল ইসলাম মাস্টার, আবুল হোসেন, আব্দুল আহাদ, শাহ আলম, সাংবাদিক সিরাজুল ইসলাম, মনসুরুর রশীদ পলাশ মাস্টার, আব্দুল আজিজ মাস্টার, কবি এম রাজু আহমেদ, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, তাপস দাশ, শাকিল আহমদ, সালমান হোসেন, মেহেদি হাসান ইমন ও ওসমান গণি প্রমুখ।

সভায় বক্তারা লাইব্রেরীর কার্যক্রম চালুর বিষয়ে একমত পোষন করেন এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টুকে সভাপতি, মঞ্জুরে আলম লালকে সাধারণ সম্পাদক ও মনসুরুর রশীদ পলাশকে কোষাধক্ষ্য করে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মাহবুবুল ইসলাম কাজল ও আব্দুল জলিল মাস্টার, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম ও আব্দুল আজিজ মাস্টার, পাঠাগার সম্পাদক তাপস দাশ, সহ-পাঠাগার সম্পাদক মেহেদি হাসান ইমন ও ওসমান গণি, প্রচার সম্পাদক সালমান হোসেন, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাহিত্য সম্পাদক কবি এম রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মৃদুল ঘোষ পাপলু, সদস্য- যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, মামুনুর রশীদ সাজু, জি এম বদরুল ইসলাম মাস্টার, আবুল হোসেন, শাহ আলম ও হাবিবুর রহমান।

উল্লেখ্য- ১৯৯৫ ইংরেজির ১৪ এপ্রিল (১লা বৈশাখ ১৪০২ বাংলা) প্রস্তাবিত জুড়ী থানা এলাকার এক ঝাক শিক্ষিত তরুণের উদ্যোগে ও সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল জুড়ী পাবলিক লাইব্রেরী। শুরু থেকে এ এলাকায় বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করার পাশাপাশি শিক্ষা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, খেলাধূলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সাড়ম্বরে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ উদযাপন, দেয়ালিকা, সাহিত্য সাময়িকী প্রকাশসহ বিভিন্ন কর্ম

05/08/2023

মৌলভীবাজারে ধামাইল নাচ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫০।

মৌলভীবাজারের রাজনগরে বিয়ের আগের রাতে ‘ধামাইল’ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

#জুড়ীর_আপডেট

Address

Juri
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুড়ীর আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জুড়ীর আপডেট:

Videos

Share