Moulvibazar plus

Moulvibazar plus News and media website, gaming entertainment etc
(3)

04/06/2024
রাজনগর উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল......বেসরকারিভাবে শাহ্জাহান খান ১৯২৪২ ভোট পেয়ে নির্বাচ...
21/05/2024

রাজনগর উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল......
বেসরকারিভাবে শাহ্জাহান খান ১৯২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

**** সন্ধান দিন ****মেয়েটিকে অদ্য ১০/৫/২৪ ইং তারিখ মৌলভীবাজার শাহ মোস্তফা রোডে পাওয়া যায়।তার নাম জান্নাত, বয়স অনুমান ১০ ...
11/05/2024

**** সন্ধান দিন ****
মেয়েটিকে অদ্য ১০/৫/২৪ ইং তারিখ মৌলভীবাজার শাহ মোস্তফা রোডে পাওয়া যায়।
তার নাম জান্নাত, বয়স অনুমান ১০ বছর, পিতা- মজনু মিয়া, মাতা- সাজনা বেগম বলে জানায়, ঠিকানা বলতে পারে না।
মেয়েটি এখন মৌলভীবাজার সদর মডেল থানায় আছে।
মেয়েটির নিকট আত্মীয়-স্বজনের সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
অফিসার ইনচার্জ - 01320119775
ডিউটি অফিসার - 01320119780

শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
02/04/2024

শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

07/01/2024

চুনারুঘাট মাদবপুর

বাল্লা ঈগল ৯৮২
নৌকা ১৭৭
কালিকা পুর ঈগল ৯৪৩
নৌকা ৪৭৩
চুনারুঘাট সদর ঈগল ৭০০
নৌকা ১২০
চন্ডি সরকারি স্কুল ঈগল ১২৮০
নৌকা ৭৪০
ছিচির কুট
ঈগল ৮৫৫
নৌকা ৯৯
সতং ঈগল ১১১৫
নৌকা ১১৫
গোগাউড়া ঈগল ১৮০০
নৌকা ২০০
গাজীপুর হাই স্কুল ঈগল ১৪৭২
নৌকা ৩৪০.
বহরা ঈগল ১০৫০
নৌকা২৫৩
মনতলা বিজিবি ঈগল ১৩৫০
নৌকা ১৫০.
রুপোসপুর ঈগল ১৪০০
নৌকা ২৭২
মিরাশি ঈগল ২১০৮
নৌকা ১৯৭
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭৩৬
নৌকা ১০৮

ভোট দিলেন নৌকার প্রার্থী জিল্লুরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহম...
07/01/2024

ভোট দিলেন নৌকার প্রার্থী জিল্লুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে মৌলভীবাজার-৩ আসনে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

ভোট দিয়ে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজারের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, প্রার্থীরা ভোটে জয়লাভের আশা নিয়েই মাঠে নামেন। আমিও আশাবাদী মৌলভীবাজার-৩ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন।

এ আসনে অন্য প্রার্থীরা হলেন— জাসদের আব্দুল মোসাব্বির, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান ও এনপিপির মো. আবু বকর, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম ও ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ।

মৌলভীবাজার পৌরসভার  ৯ নং ওয়ার্ড বড়কাপন সেন্টারে আনন্দমুখর পরিবেশে ভোটাররা  ভোট দিতে এসেছেন।
07/01/2024

মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড বড়কাপন সেন্টারে আনন্দমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে এসেছেন।

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য"!
19/08/2023

বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায়
পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য"!

কুলাউড়ায় শেখ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ডেউটিন বিতরণ। মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ ফাউন্ডেশনের ব্যবস্হাপনা...
10/05/2023

কুলাউড়ায় শেখ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ডেউটিন বিতরণ।

মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় প্রবাসীদের অর্থায়নে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘর মেরামতের জন্য ডেউটিন বিতরণ করা হয়েছে।

গত (৫ মে) শুক্রবার বিকেলে কুলাউড়া মনরাজ, শেখ তাজু মিয়ার বাড়ীতে ফাউন্ডশনের উপদেষ্টা শাহ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ কাদের আল- হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং রাউৎ গাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলি সোহাগ, বিষেশ অতিথি রাউৎ গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি আব্দুল মতি, সোহেল আহমদ, শেখ আব্দুল মুতলিব ও শেখ আব্দুস সালাম এর উপস্থিতিতে প্রায় ২০বান ডেউটিন ক্ষতিগ্রস্ত অসহায় ১০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন" শেখ ফাউন্ডেশনের এ সহযোগিতায় এলাকার অনেক অসহায় লোক উপক্রিত হবে এবং আশা রাখি এলাকার অসহায়দের বিপদাপদে ফাউন্ডশন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ৬:৩০মিনিট২য় জামাত সকাল ৭:৩০...
19/04/2023

মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

১ম জামাত সকাল ৬:৩০মিনিট
২য় জামাত সকাল ৭:৩০মিনিট
৩য় জামাত সকাল ৮:৩০মিনিট

১ম জামাতে ইমামতি করবেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।

২য় জামাতে ইমামতি করবেন,পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান সাহেব। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ আহমদ চৌধুরী।

৩য় জামাতে ইমামতি করবেন দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, গত ১৩ এপ্রিল ঈদগাহ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে পবিত্র ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

সূত্র: মৌলভীবাজার পৌরসভার।

05/12/2022

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এক সুদূরপ্রসারী ষঢ়যন্ত্র চলছে। মাদরাসা ....

18/11/2022

প্রয়োজনে যোগাযোগ করুন
শেখ ট্রাভেলস এন্ড ট্যুরস
০১৭১০৭১০৭৬২

18/11/2022

জুম্মা মোবারক!
আস্থা আর ভালোবাসা নিয়ে আমরা আছি আপনাদের পাশে।
শেখ ট্রাভেলস এন্ড টয়ুরস
০১৭১০৭১০৭৬২

দাদীর শিরণীতে অংশ নিতে সিলেট শহরের বাসা থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। সড়ক...
03/11/2022

দাদীর শিরণীতে অংশ নিতে সিলেট শহরের বাসা থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। সড়কেই ঝরে গেছে রেদোয়ানের প্রাণ। গুরুতর আহতাবস্থায় মা পান্না বেগমকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ‘সড়কের বাজার পশ্চিম শাহী ঈদগাহ মাদ্রাসা’র সামনে অটোটেম্পু ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রেদোয়ান সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় রেদোয়ানের মাসহ অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রেদোয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মাওলানা আহমদ আল কবীর চৌধুরীর ছেলে। সে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহর থেকে মাকে নিয়ে জকিগঞ্জের গ্রামের বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। সড়কের বাজার এলাকায় অটোটেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রেদোয়ান নিহত হন। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেদোয়ানের লাশ উদ্ধার করেছে। আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গরিবের ডাক্তার চলে গেলেন!! গরীবের ডাক্তার ডা: বাবু সত্যরঞ্জ দাশ চলে গেলেন না ফেরার  দেশে। গভীর শ্রদ্ধাঞ্জলি, গভীর শোক প্...
30/10/2022

গরিবের ডাক্তার চলে গেলেন!!

গরীবের ডাক্তার ডা: বাবু সত্যরঞ্জ দাশ চলে গেলেন না ফেরার দেশে।
গভীর শ্রদ্ধাঞ্জলি, গভীর শোক প্রকাশ জানাচ্ছি ।
ডাক্তার আছেন ডাক্তার থাকবেন জানি না ডা: সত্যরঞ্জন দাশ আর এই সৃষ্টিকোলে আসবেন কি না। রোগী দেখার পর কত দিল ফি দেখার কোন ইচ্ছা ছিল না হাসি মুখে রোগী বরণ এবং হাসি মুখে প্রেসক্রিপশন দিয় বিদায়।
একজন মানবিক ডাক্তার, মানবতার কল্যাণে যিনি ছিলেন আজীবন নিবেদিত প্রাণ, আমাদের গৌরব, মানবতার মূর্তপ্রতীক, মৌলভীবাজার শহরের সৈয়ারপুর স্কুল রোড নিবাসী সর্বজন শ্রদ্ধেয় ডা: সত্য রঞ্জন দাস(৭৫), ভোর ৫টা ১৫ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। Moulvibazar plus এর পক্ষ থেকে শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

🚫⚠️জরুরি 🚫⚠️ব্ল্যাক-আউটের কারণে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং অন্যান্য  পিজিসিবির ট্রান্সমিশন-১ লাইন বি...
04/10/2022

🚫⚠️জরুরি 🚫⚠️

ব্ল্যাক-আউটের কারণে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং অন্যান্য পিজিসিবির ট্রান্সমিশন-১ লাইন বিদ্যুৎ বিহীন। এতে করে দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ব্ল্যাক আউটের কারণে অনেকগুলো জেনারেশন প্লান্ট বন্ধ হয়ে গেছে। যেটা চালু করা সময় সাপেক্ষ। তাই বিদ্যুৎ সরবরাহ আসতে অনেক বেশি সময় লাগতে পারে। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে জাতীয় গ্রিড ও পাওয়ার প্লান্টের কর্মীরা।

শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ সড়কের উত্তরসূর এলাকার মুড়ির মিলের সামনে আজ শনিবার  সকাল ১১টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষ,আহত- ৫
01/10/2022

শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ সড়কের উত্তরসূর এলাকার মুড়ির মিলের সামনে আজ শনিবার সকাল ১১টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষ,আহত- ৫

17/09/2022

সেনজেন ভুক্ত দেশ স্লোভেনিয়ার

*সেনজেন ভুক্ত দেশ স্লোভেনিয়ার* বিখ্যাত কোম্পানীতে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে

*পদের নাম:*
১. *স্টীল ফিক্সার*
২. *শাটারিং কার্পেটার*
৩. *প্লাস্টার মেসন*
৪. *ব্লক মেসন*
৫. *স্কিড মাস্টার*
৬. *পেইন্টার*
৭. *হ্যান্ডসম্যান*

*বেতন*
EURO- ৬৫০

🔸৮ ঘণ্টার ডিউটি
🔸বয়স: ১৯-৪৫ বছর
🔸চুক্তির মেয়াদ ২ বছর (নবায়নযোগ্য)

শেখ ট্রাভেলস এন্ড ট্যুরস
চৌমুহনী, মৌলভীবাজার
০১৭১০৭১০৭৬২

ব্রেকিং নিউজ সিলেট ফেঞ্চুগঞ্জ মহাসড়কে শ্রমিক লিগের অবরোধ ছলছে।
13/09/2022

ব্রেকিং নিউজ
সিলেট ফেঞ্চুগঞ্জ মহাসড়কে শ্রমিক লিগের অবরোধ ছলছে।

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন রানি এলিজাবেথ 😥.
08/09/2022

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন রানি এলিজাবেথ 😥.

28/08/2022

প্রয়োজনেঃ শেখ ট্রাভেলস & ট্যুরস
০১৭১০৭১০৭৬২

দেখতে খুবই পরহেজগার মনে হচ্ছে... এসব ডাকাতদের কারণে শেয়ার মার্কেটে আমার মত ক্ষুদ্র বিনিয়োগকারী ৫ লক্ষ টাকা হারিয়েছিলা...
25/08/2022

দেখতে খুবই পরহেজগার মনে হচ্ছে...
এসব ডাকাতদের কারণে শেয়ার মার্কেটে আমার মত ক্ষুদ্র বিনিয়োগকারী ৫ লক্ষ টাকা হারিয়েছিলাম 2010 সালে

োটি_টাকা_আত্মসাৎ

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কানাডা থেকে দেশে এসে ধরা খেয়েছে দুই বোন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক খবির উদ্দিন নিজে ও তার পরিবারের সদস্যদের মাধ্যমে প্রায় দুইশ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এরমধ্যে তার দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদের নামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন ৬৪ কোটি।

গত ২৮ জুলাই পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসেন শারমিন ও তানিয়া।
আজ বুধবার (২৪ আগস্ট) ভোরে দুজনকে রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি ও নগর টিভি মেীলভী বাজার জেলা প্রতিনিধি  সাংবাদিক আব্দুল বাছিদ খাঁন ভাইয়ের উপর স...
22/08/2022

দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি ও নগর টিভি মেীলভী বাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিদ খাঁন ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তার অবস্হা খুব বেশি ভাল না তার জন্য সবাই বেশি বেশি করে দুয়া করবেন। তিনি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।

বন্ধুত্বের কোন শ্রেণীভেদাভেদ হয় না!"মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে দ...
20/08/2022

বন্ধুত্বের কোন শ্রেণীভেদাভেদ হয় না!

"মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে দিচ্ছিলো না।অনেকটা জোর করেই চেম্বারে ঢুকে বলে ফেললো-'তর চেম্বারে ঢুকতে কি সিরিয়াল লাগেরে?'
তুই তুকারী! চেম্বারের ভিতরের প্রায় সবাই হতবম্ব !!

ডাঃ- দোস্ত, আমার চেম্বারে ঢুকতে তর কোন প্রকার সিরিয়ালের দরকার নাই।' এ্যাটেন্ড্যান্ট এর দিকে তাকিয়ে সে এবার বললো-'হুনছস, তর স্যারে কি কইছে ??

মধু হলো আমার বাল্যকালের স্কুলবন্ধু। একসাথে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। অতঃপর.....

ভালো থাকুক সব বন্ধুরা..…
যারা বন্ধুত্বের মর্যাদা দিতে জানে.….!!

(সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তোষ রবিদাস তার চা শ্রমিক 'মা' কে নিয়ে আবেগঘন এই লেখাটি লিখেছেন ... পড়তে পড়তে নিজের ...
17/08/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তোষ রবিদাস তার চা শ্রমিক 'মা' কে নিয়ে আবেগঘন এই লেখাটি লিখেছেন ... পড়তে পড়তে নিজের অজান্তেই চোখে জল চলে এলো!
--------------------------------------------------

মৌলভীবাজার জেলার শমসেরনগরে ফাঁড়ি কানিহাটি চা-বাগানের এক চা শ্রমিক পরিবারের ছেলে আমি। জন্মের ছয় মাসের মাথায় বাবাকে হারিয়েছি। মা চা-বাগানের শ্রমিক। তখন মজুরি পেতেন দৈনিক ১৮ টাকা।

সেই সময় আমাকে পটের দুধ খাইয়ে, অন্যের বাসায় রেখে মা যেতেন বাগানে কাজ করতে।

২০০৭ সালে আমি ক্লাস ফাইভে পড়ি। মায়ের মজুরি তখন ৮৮ টাকা। এক দিন বললেন, ‘বাজারে গিয়ে পাঁচ কেজি চাল নিয়ে আয়।’ সেই চাল দিয়ে এক মাস চলেছে আমাদের। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে দেখি মা চাল ভাজলেন। পলিথিনে সেই ভাজা চাল, আটার রুটি আর লাল চা একটা বোতলে ভরে গামছায় প্যাঁচালেন। আর আমাকে আটার রুটি ও লাল চা দিলেন। দুপুরে খেতে গিয়ে দেখি শুধু পেঁয়াজ, শুকনা ভাত, তেল আর লবণ আছে। তা দিয়ে মেখে খেলাম। রাতেও কোনো তরকারি ছিল না। তখন পাশের বাসার কাকু আমাকে ডেকে কুমড়া আর আলু দিয়েছিলেন, যা দিয়ে আমরা দুইটা দিন পার করেছিলাম। তখন কুপি বাতির আলোয় পড়তাম। মা আগেই রেডি করে দিতেন বাতি। তেল শেষ হয়ে গেলে আর পড়া হতো না। দোকানদার বাকিতে তেল দিতেন না।

পঞ্চম শ্রেণির পর ভর্তি পরীক্ষায় পাস করে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলে পাঁচ বছরের জন্য ফ্রি পড়ালেখার সুযোগ পাই। মা অনেক খুশি হয়েছিলেন। তখন তাঁর সামান্য আয়ের একটা অংশ থেকে আমাকে টিফিন খাওয়ার জন্য প্রতি সপ্তাহে ৭০-৮০ টাকা দিতেন।

২০১৩ সালে বিএএফ শাহীন কলেজে ভর্তি হই। তখন মা ১০২ টাকা করে পেতেন। এই সময়ে তিনি গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলে আমার ভর্তির টাকা, ইউনিফর্ম আর বই-খাতা কিনে দিয়েছিলেন।

২০১৪ ডিসেম্বর। মায়ের হাতে টাকা নেই। তখন এইচএসসির রেজিস্ট্রেশন চলছিল। মা ৫০ টাকার একটা নোট দিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেছিলেন, ‘কেউ ধার দেয়নি রে বাপ।’ কলেজের এক শিক্ষকের কাছ থেকে ধার নিয়ে সেবার রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম।

এইচএসসির পর ভর্তি পরীক্ষার কোচিং। মা তখন আবার লোন নিলেন গ্রামীণ ব্যাংক থেকে। লোনের কিস্তির জন্য এই সময় মা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন। বিনিময়ে পেতেন ৩০০ টাকা। আমি জানতাম ঘরে চাল নেই। শুধু আলু খেয়েই অনেক বেলা কাটিয়েছিলেন মা।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলাম। মা তখন কী যে খুশি হয়েছিলেন! কিন্তু ভর্তির সময় যত ঘনিয়ে আসছিল, মায়ের মুখটা তত মলিন দেখাচ্ছিল। কারণ চা-বাগানে কাজ করে যা পান তা দিয়ে তো সংসারই চলে না। ভর্তির টাকা দেবেন কোথা থেকে। পরে এলাকার লোকজন চাঁদা তুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করল। বিশ্ববিদ্যালয়ে টিউশনি করেই চলতাম। হলের ক্যান্টিনে ২০ টাকার সবজি-ভাত খেয়েই দিন পার করেছি। অনেক দিন সকালে টাকার অভাবে নাশতাও করতে পারিনি। দুর্গাপূজায় কখনো একটা নতুন জামা কিনতে পারিনি।

২০১৮ সালে শ্রেষ্ঠ মা হিসেবে উপজেলায় মাকে সম্মাননা দেওয়া হবে বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়। পরে মায়ের নামটা কেটে দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জেনেছি, মা আমার চা শ্রমিক। স্টেজে উঠে নাকি কিছু বলতে পারবেন না। তাই নাম কেটে দিয়েছে! মা এখনো প্রতিদিন সকালে একটা বোতলে লবণ, চা-পাতা ভর্তা, আটার রুটি, সামান্য ভাত পলিথিনে ভরে নিজের পাতি তোলার গামছায় মুড়িয়ে নিয়ে দৌড়ান চা-বাগানে। আট ঘণ্টা পরিশ্রম করে মাত্র ১২০ টাকা মজুরি পান! এই মজুরিতে কিভাবে চলে একজন শ্রমিকের সংসার? আজকাল মায়ের শরীর আর আগের মতো সায় দেয় না। বলেন, ‘তোর চাকরি হইলে বাগানের কাজ ছেড়ে দেব।’

আমি এখন সেই দিনের প্রতীক্ষায় আছি....!

- সন্তোষ রবিদাস অঞ্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়

এটাকেও কি তাহলে এক্সিডেন্ট বলবেন আপনারা?দেশের যে কোন ছোট বড় ঠিকাদারি কাজে দূর্নীতি হওয়া ত একটা ওপেন সিক্রেট । তাই বলে এখ...
15/08/2022

এটাকেও কি তাহলে এক্সিডেন্ট বলবেন আপনারা?

দেশের যে কোন ছোট বড় ঠিকাদারি কাজে দূর্নীতি হওয়া ত একটা ওপেন সিক্রেট । তাই বলে এখন এভাবে মরতে হবে ?

আর কত ভাবে মরতে হবে আমাদের?

একটা লাইন লেখার আগে ত একশ বার চিন্তা লাগে যে কে কোথা থেকে আবার শত্রুর কাতারে ফেলে দেবেন আমায়, আমাদের!

ঘুমায় যাই? ঘুমের মাঝে মরে গেলে হয়ত কষ্ট কম হবে!

হয় দ্রুততম সময়ে সঠিক বিচার করেন, নাহয় বলেন চোখ,কান,মুখ বুজে মরে যাই সবাই মিলে।

02/08/2022

বিনোদনঃ

প্রেমের টানে মালোশিয়া থেকে বাংলাদেশ,
প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশ,
প্রেমের টানে ব্রাজিল থেকে বাংলাদেশ,
প্রেমের টানে কোরিয়া থেকে বাংলাদেশ,
প্রেমের টানে লন্ডন থেকে বাংলাদেশ,
প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশ,
প্রেমের টানে কাতার থেকে বাংলাদেশ,
প্রেমের টানে আজেন্টিনা থেকে বাংলাদেশ,
প্রেমের টানে ইতালি থেকে বাংলাদেশ,
প্রেমের টানে উগান্ডা থেকে বাংলাদেশ,

আর তুমি পাশের গ্রাম থেকে আসতে পারো না!🙂

মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়ায় হবিগঞ্জ এক্সপ্রেস বাস লাইনচ্যুত্য হয় । এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।।
31/07/2022

মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়ায় হবিগঞ্জ এক্সপ্রেস বাস লাইনচ্যুত্য হয় । এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।।

মৌলভীবাজারের জুড়ীতে কুয়োর পানিতে ডুবে পারুল বেগম (২২) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ...
30/07/2022

মৌলভীবাজারের জুড়ীতে কুয়োর পানিতে ডুবে পারুল বেগম (২২) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।

শনিবার (৩০ জুলাই) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় বাসিন্দা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা জানান, ছোট ধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে পারুল বেগম মানসিক রোগে ভুগছিল। শনিবার দুপুরে সে সবার অজান্তে বাড়ীর পাশে কুয়োর মধ্যে পড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সন্ধ্যায় কুয়ো থেকে তার লাশ উদ্ধার করে।

কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Telephone

+8801731001272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moulvibazar plus:

Share