Taslima Orin

Taslima Orin •- 𝗬𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵! 𝗜 𝗮𝗺 𝗹𝗼𝘀𝘁 𝗶𝗻 𝗱𝗮𝗿𝗸𝗻𝗲𝘀𝘀..😓- 𝗚𝘂𝗶𝗱𝗲 𝗺𝗲 𝗼𝗻𝗰𝗲 𝗺𝗼𝗿𝗲-!!

06/08/2024

সংখ্যালঘুদের উপর অত্যাচার, অবিচার কখনোই কাম্য নয়। যেখানে ন্যায়বিচার নেই সেখানে কখনো বিজয় নেই। নিজ নিজ অবস্থান থেকে সংখ্যালঘুদের পাশে দাড়ান, তাদেরকে দমন-পীড়ন এর হাত থেকে বাঁচান।

13/12/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কুরআনের একটি আয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ধর্মহীন দেশ নয়। ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’— বাক্যটি খুবই ইনক্লুসিভ। কারো ধর্ম বিশ্বাসের সাথেই কথাটি সাংঘর্ষিক নয়।

এ বাক্যটি শুধু কুরআনের আয়াতকে প্রতিনিধিত্ব করে না, বরং এটা প্রতিনিধিত্ব করে গোটা দেশের সকল ধর্মের মানুষের মৌলিক ধর্ম বিশ্বাসের। জ্ঞান তো প্রভুর কাছেই চাইতে হবে।

কেবল সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নয়; হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ নির্বিশেষে যেকোন ধর্মের শিক্ষার্থীরা একই সুরে একই সাথে নির্দ্বিধায় বলতে পারে— ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’। হোক না ধর্ম বিশ্বাস ভিন্ন ভিন্ন। কিন্তু এ বাক্যটিতে কারো আপত্তি থাকার কথা নয়। তবুও সুকৌশলে ইসলামের চমৎকার এ নিদর্শনগুলো মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। চাইলে মদীনা সনদেই চলতে পারে যে দেশ; সেখানে এমনটা কেন হচ্ছে?
🗣️মিজানুর রাহমান আজহারি

মদিনায় বিবাহ 💫🤍
24/11/2023

মদিনায় বিবাহ 💫🤍

17/11/2023

একটা লোক 😊
সূরা পাঠ করছিলো 🥰🦋
সেটাতে লিখা ছিলো.............. 🤗
আউজুবিল্লাহি'মিনাশ শাইতনির রজিম...
বিসমিল্লাহির রহমানির রহিম!
🌸কুলহু আল্লাহু আহাদ আল্লা-হুচ্ছামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ!
🌸কুলহু আল্লাহু আহাদ আল্লা-হুচ্ছামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ!
🌸কুলহু আল্লাহু আহাদ আল্লা-হুচ্ছামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ!
এই ভাবে সে তিন বার পাঠ করে...........
সম্পূর্ণ একটা কোরআন শরিফ তিলাওয়াত করার সোয়াব লাভ করলো 🥰 আলহামদুলিল্লাহ!
আপনি কি জানেন সেই ব্যক্তিটা কে..?
সেই ব্যক্তিটি আর কেউ নয়.... আপনি নিজে 🖤
Alhamdulillah 🖤

আল্লাহুম্মাগফিরলি, একটা কনসার্টই এদের এভাবে নাচাচ্ছে। না জানি দা-জ্জা-লের ফিতনা এদের কিভাবে নাচায়। 🙂এরা আবার নিজেদের মুস...
14/11/2023

আল্লাহুম্মাগফিরলি, একটা কনসার্টই এদের এভাবে নাচাচ্ছে।
না জানি দা-জ্জা-লের ফিতনা এদের কিভাবে নাচায়। 🙂
এরা আবার নিজেদের মুসলিম দাবী করে, হায় আফসোস।

মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা হারাম।💥💫Sheikh Ahmadullah ✅ শায়খ আহমাদুল্লাহ
13/11/2023

মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা হারাম।💥💫
Sheikh Ahmadullah ✅ শায়খ আহমাদুল্লাহ

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করুন, যা  আপনার মৃ*ত্যুর পরও আপনার জন্যে সাদাকাহে জারিয়াহ হিসেবে ক...
06/11/2023

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করুন, যা আপনার মৃ*ত্যুর পরও আপনার জন্যে সাদাকাহে জারিয়াহ হিসেবে কাজ করবে। মনে রাখবেন আপনার কোনো পোস্ট-কন্টেন্ট আপনার জাহান্নামের কারণও হতে পারে।

সীরাহ্🌺

🙏সাবধান হন ,সচেতন করুন,মানুষ মানুষের জন্য ❌ ❌ ❌ ❌ ❌মিথ্যা রূপচাঁদা মাছ থেকে সাবধান❌❌❌আজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্...
01/11/2023

🙏সাবধান হন ,সচেতন করুন,মানুষ মানুষের জন্য
❌ ❌ ❌ ❌ ❌

মিথ্যা রূপচাঁদা মাছ থেকে সাবধান❌❌❌

আজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্জের বাজারে একধরনের মাছ বিক্রি হতে দেখা যাচ্ছে, যাকে মৎস ব্যবসায়ীরা রূপচাঁদা মাছ বা চান্দা মাছ অথবা চাঁদা মাছ বলছেন। এই মাছ কোথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে তাঁরা বলছেন, এই মাছ পুকুরে চাষ করা হয়। দামেও অন্যান্য মাছের তুলনায় বেশ সস্তা।

তাই গ্রামগঞ্জে মানুষের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে এখন এই মাছ। কিন্তু এই মাছের সম্পর্কে শুনলে আপনি চমকে উঠবেন। এই মাছ মূলত মাংসাশী শ্রেণির। এখন অনেক মৎস ব্যবসায়ীও এই মাছ চাষ করছেন। এই মাছগুলি ধরতে ও মারতে পুকুরে তীব্রমাত্রায় বিষ প্রয়োগ করতে হয়। এরা নাকি মানুষখেকো সেই পিরানহা মাছের জাত। যে জলে এই পিরানহা মাছ হয়, সেখানে নামলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে একজন আস্ত মানুষকে হজম করতে।

এই মাছ চেনার উপায় হল, এর সামনের দাঁত অবিকল মানুষের মতো। এই মাছ খেলে ফুসফুস ক্যানসার, ব্রেন ক্যানসার, স্ট্রোক ইত্যাদি রোগ শরীরে দানা বাঁধে। যদি কোনো মৎস ব্যবসায়ী এই মাছ বিক্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক জেল- জরিমানা হওয়ারও বিধান রয়েছে। অথচ সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রশাসনের নাকের ডগায় বসে ব্যবসায়ীরা এই মাছকে রূপচাঁদা বা চাঁদা অথবা চান্দা বলে বিক্রি করে চলেছেন। কাজেই সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই মাছ এলাকায় বিক্রি হতে দেখলে অবিলম্বে ওই মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। তাঁদেরও সাবধান করুন।
©️

26/10/2023

পছন্দের তিনটি লাইনঃ-

১. "ফা ইন্না মা'আল উসরি ইউসরা" - নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে...!😔😔🥺🙂

২. "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল" - আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট..! 🙂

৩."ইন্নালাহা মা'আস সবিরিন..! - নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!🙂

আলহামদুলিল্লাহ।🤲🤲🤲

"ধর্ম যার যার- উৎসব সবার ""এই" বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছাড়া আর কিছুই নয়। কারণ, আল্লাহতায়ালা বলেন     ➡️لَ...
22/10/2023

"ধর্ম যার যার- উৎসব সবার "

"এই" বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছাড়া আর কিছুই নয়।
কারণ, আল্লাহতায়ালা বলেন

➡️لَكُمْ دِیْنُكُمْ وَ لِیَ دِیْنِ
লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন
( অর্থ- যার যার ধর্ম তাঁর তাঁর কাছে )
- সূরা আল-কাফিরুনঃ০৬

➡অনেক মুসলিম ভাই-বোনদের দেখা যায় হিন্দুদের বিভিন্ন পূজা এবং অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে! কিন্তু এটা কি মুসলিমদের জন্য বৈধ? অনেকেই বলে, আমরা তো সেখানে পূজা করতে যাচ্ছি না, শুধুমাত্র দেখতে যাচ্ছি।’ আচ্ছা, কোনো হিন্দু কি আপনার সাথে মসজিদে যায় আপনার নামায দেখতে? আপনার কুরবানিতে সে সম্মতি প্রকাশ করে???
মহান আল্লাহ বলেন,

لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

‘নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়।’ [সুরা লুকমান, ৩১ : ১৩]

শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। মহান আল্লাহ বলেন,

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا

‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার পাপ ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে কেউ আল্লাহর সাথে শিরক করল, সে তো মহাপাপে লিপ্ত হলো।’ [সুরা নিসা, ৪ : ৪৮]

যেখানে আপনার উচিত ছিল তাদের মূর্তিপূজার কলুষতা থেকে তাওহিদের দিকে আহ্বান করার, সেখানে আপনিই কিনা লিপ্ত হয়ে গেলেন মূর্তিপূজায়? তাওবা করুন। ফিরে আসুন। আল্লাহর তাওহিদকে পূর্ণরূপে আঁকড়ে ধরুন। সমস্ত শিরক ও জাহিলিয়াতকে পরিত্যাগ করুন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানের পরিবর্তে ‘ধর্ম যার, উৎসবও তার’ স্লোগান ধরুন।

✍️আব্দুল্লাহ আল মাহমুদ🖤

তুমি নামাজ পড়োনি কেন?অসুস্থ তাই।তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়েও বেশি অসুস্থ?তুমি নামাজ পড়োনি কেন?দায়িত্ব ও কর্মভ...
21/10/2023

তুমি নামাজ পড়োনি কেন?
অসুস্থ তাই।
তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়েও বেশি অসুস্থ?

তুমি নামাজ পড়োনি কেন?
দায়িত্ব ও কর্মভার থাকার কারনে।
তোমার কি হযরত সুলাইমান (আঃ) এর চেয়েও বড় রাজত্ব ছিলে নাকি, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারোনি?

তুমি নামাজ পড়োনি কেন?
স্বামীর অত্যাচারের জন্য।
তোমার স্বামী কি বিবি আছিয়ার স্বামী ফেরাউন এর চেয়েও অত্যাচারী ছিল?

তুমি নামাজ পড়োনি কেন?
সংসারী কাজ কর্মের জন্য।
তুমি কি ফাতিমা (রা) এর চেয়েও বেশি সংসারী?

দৈনিক ৫ওয়াক্ত নামাজ পড়লে
৫০ ওয়াক্ত নামাজের সাওয়াব পাওয়া যায়
হযরত মুহাম্মাদ(সঃ)
সহীহ মুসলিম-৬১৩!

আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন!
---আমিন----🤲🏻❤️

যাক্কুম গাছ। দেখতে মারাত্মক ভয়াবহ ও বীভৎস!  এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে।  মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহ...
19/10/2023

যাক্কুম গাছ। দেখতে মারাত্মক ভয়াবহ ও বীভৎস!
এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে।
মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহর। শহরটি চারদিকে শীতল পাহাড় দ্বারা বেষ্টিত। এখন এই অঞ্চলে যাক্কুম গাছও সমৃদ্ধ হচ্ছে। এটি প্রচুর বড় বড় তীক্ষ্ণ কাঁটযুক্ত একটি গাছ।
পবিত্র কুরআনে সুরা আল-ওয়াকিয়াহ এর ৫২ নং আয়াতে বলা হয়েছে, এই গাছের ফল হবে জাহান্নাম বাসীদের জন্য খাদ্য স্বরূপ।
"লায়া'কিলুনা মিন সাজারীম মিন যাক্কুম' অর্থাৎ-"তোমরা অবশ্যই যাক্কুম গাছ থেকে খাবে"
তাফসীরে এসেছে, এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দূর্রগন্ধযুক্ত খাবার, গলিত পিতলের মতো স্বাদ আসবে, বরং আরও খারাপ। ফলগুলি তাদের শরীরে ও মুখে জ্বলন্ত অঙ্গার স্বরূপ হবে।
যাক্কুম শব্দটি পবিত্র কুরআনে-
* সূরা আশ-শাফায়াত এর ৬২, ৬৩, ৬৬ ও ৬৭, ৬৮ নং আয়াতে,
* সূরা আল-ইসরা এর ৬০ নং আয়াতে,
* সূরা আদ-দুখান এর ৪৩ নং আয়াতে
* এবং সূরা আল-ওয়াকিয়াহ এর ৫২ নং আয়াতে সহ মোট ৮ বার ব্যবহৃত হয়েছে।
এই খাবার মূলত জেনাকারী বা ব্যভিচারী স্ত্রী-পুরুষদের খাওয়ানো হবে। আল্লাহপাক আমাদের সকলকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করুন-আমীন🤲

আহ মুসলিম উম্মাহ🙂
16/10/2023

আহ মুসলিম উম্মাহ🙂

এক ফি‌]লি‌[স্তি‌নি মু]জা‌[হিদ] ‌বিদায়কা‌লে স্ত্রী‌কে জিজ্ঞাস ক‌রে‌ছিল, তু‌মি কি কিছু বল‌বে? স্ত্রী তার হা‌তে জোর দি‌য়ে ...
15/10/2023

এক ফি‌]লি‌[স্তি‌নি মু]জা‌[হিদ] ‌বিদায়কা‌লে স্ত্রী‌কে জিজ্ঞাস ক‌রে‌ছিল, তু‌মি কি কিছু বল‌বে?

স্ত্রী তার হা‌তে জোর দি‌য়ে বলল : তু‌মি ও‌দের ভিত কাঁ‌পি‌য়ে দি‌বে- এটাই আমার প্রত‌্যাশা!

নারীরাই পুরু‌ষ তৈ‌রির কা‌রিগর!

12/10/2023

সবাই একটি নবীজির
সুন্নত কথা বলে যান,❤️

আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে ফিলিস্তিনের আল-আকসার প্রতি মহাব্বত প্রকাশ করে পোষ্ট শেয়ার করছি...!!অথচ খোঁজ নি...
11/10/2023

আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে ফিলিস্তিনের আল-আকসার প্রতি মহাব্বত প্রকাশ করে পোষ্ট শেয়ার করছি...!!
অথচ খোঁজ নিলে দেখবেন আমরা অনেকে জানিই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এতোটা গুরুত্বপূর্ণ?

যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এতো অত্যাচার, এতো নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে?
আপনাদের মনে কি সেই প্রশ্ন জাগে না❓

তাহলে জানুন আর শুনুন এর উত্তর,,,

১. এই সেই ভূখণ্ড_ যেখানে রয়েছে হযরত ইব্রাহিম এবং হযরত মূসা (আ:) সহ অসংখ্য নবী রাসূলদের কবর..!!

২. এখানেই আল্লাহর হাবীব মহানবী হযরত মুহাম্মদ (সা:) সকল নবী রাসুল এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন...!!
এবং সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..!!
এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসূল উপস্থিত ছিলেন..!!

৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ (সা:) বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন..!!

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান (আঃ) এর নাম..!!

৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা:) এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা..!!

৬. এই ভূখণ্ডের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট
সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি..!!

৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে
পরিপূর্ণ সূরা ইয়াসিন..!!

৮. এই মসজিদ নির্মাণের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছিলো সেই গহীন সাগরের তলদেশ থেকে....যা কিনা কোনো মানুষের পক্ষে অসম্ভব...!!

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করলে, আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হয়...!!

১০. পবিত্র কুরআন মাজিদের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ তায়ালা এই মসজিদ নিয়ে আলোচনা করছেন..!!

তাই শুধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না..!!
আমাদের উচিৎ ওই দূর প্রান্তে লড়ে যাওয়া মুসলিম মুজাহিদ'দের আমাদের মোনাজাতের একটি অংশে রাখা... আল্লাহ যেনো তাদের এই লড়াইয়ে কামিয়াবী দান করেন! আমিন 🤲

11/10/2023

ইসলামিক প্রশ্ন= কোন মহিলার ছেলে নবী ছিল! স্বামী নবী ছিল! ভাই নবী ছিল!
বাবা নবী ছিল!দাদা নবী ছিল! পরদাদাও নবী ছিল!

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Taslima Orin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category