Md Ahsan Habib

Md Ahsan Habib اللهم ارزقنا شهادة في سبيلك،
وجعل موتنا في بلد رسولك،
(1)

25/12/2024

Quran Recitation 🖤

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🖤
25/12/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🖤

24/12/2024
19/12/2024

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (সা:)

19/12/2024

° কবর যত পুরাতন হবে প্রিয়জনরা জিয়ারত ততো কমিয়ে দিবে।

আর তুমি রবকে আপন না করে,মানুষ আর দুনিয়াকে আপন করে নিলে ।
"হায়রে বোকা নফস "

18/12/2024

আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট!☝️
- আলহামদুলিল্লাহ!🖤

◑ রাস্তায় এক অপরিচিত ব্যক্তিকে পেয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করা হলো,কেমন আছেন ভাইয়া?-- জি, আলহামদুলিল্লাহ! আপনার দোয়ায় ভালো আ...
15/12/2024

◑ রাস্তায় এক অপরিচিত ব্যক্তিকে পেয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করা হলো,কেমন আছেন ভাইয়া?

-- জি, আলহামদুলিল্লাহ! আপনার দোয়ায় ভালো আছি, ভাই।

-- আমাকে মাফ করবেন, ভাইয়া।

-- কী ব্যাপার! হঠাৎ আপনি মাফ চাচ্ছেন যে?

-- না মানে, আমি তো আপনাকে আগে চিনতাম না তাই আপনার জন্য দোয়া করি নি।

-- ওহহ, বুঝতে পেরেছি এবার। আসলে আমার ঐ কথার মধ্যে বিশাল এক ফাঁক ছিল। আমি যদি বলতাম, আল্লাহর রহমতে আমি ভালো আছি কিংবা আল্লাহ আমাকে ভালো রেখেছেন তাহলে আপনি নিশ্চয়ই আমাকে ঐ কথা বলতেন না- তাই না!

-- মা শা আল্লাহ! আলহামদুলিল্লাহ! ভাইয়া, আপনি তো দেখছি অনেক বুদ্ধিমান।

-- আপনিও কম কিসে।

-- তাহলে আমরা এখন থেকে 'কেমন আছো' এমন প্রশ্নের জবাবে 'আমি ভালো আছি' না বলে 'আল্লাহ আমাকে ভালো রেখেছেন' এভাবেই বলবো- তাই তো?

-- জি অবশ্যই। এভাবে বলাতে বরং আরও বেশি সুন্দর শুনায়। তাছাড়া, ‘আল্লাহ’ উচ্চারণ করলে মনে অন্যরকম এক শান্তি আসে। আলহামদুলিল্লাহ!

-- আপনি একদম ঠিক বলেছেন, ভাইয়া।

-- তাহলে পরে দেখা হবে, ইন শা আল্লাহ! ভালো থাকবেন।

-- ভাইয়া, 'ভালো থাকবেন' বা 'ভালো থাকুন' এর পরিবর্তে এভাবে বললে সুন্দর হবে যে, আল্লাহ ভালো রাখুন।

-- জি, অনেক সুন্দর বলেছেন আপনি।

#ইসলামেরকথা
#ইসলামেরপথ
#ইসলাম #ধর্মের

"অধিকাংশ নারী পাপে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারে না। বিশেষ করে গীবত, অভিভাবকের কথা না শোনা, মিথ্যা বলা এবং অনুমতি ছা...
15/12/2024

"অধিকাংশ নারী পাপে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারে না। বিশেষ করে গীবত, অভিভাবকের কথা না শোনা, মিথ্যা বলা এবং অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়ার মতো পাপ কাজে প্রায় প্রতিটা নারীই লিপ্ত।"

— ইমাম ইবনুল ওয়াযীর (রহ.)
[আল-আওয়াসেম, ২/২০৪]

15/12/2024

দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোন পথ নেই।

12/12/2024

— দুনিয়া থেকেই সঞ্চয় করো পরকালের পাথেয়, আগামী গোধূলি পাবে কি না, তুমি জানো না তো!

অকারণেই কত সুস্থ মানুষ পরপারে চলে গেছে, অথচ কত অসুস্থ জন যুগ যুগ ধরে বেঁচে আছে।

29/11/2024

আলহামদুলিল্লাহ।
সিরিয়ার সবচেয়ে বড় শহর
আলেপ্পোর বিজয়।

লিংক কমেন্টে👇

26/11/2024

পরাধীনতার শিকলে বন্দি অভ্যস্ত জাতি বারবার প্রাণ দিবে কিন্তু কোনোদিনও স্বাধীন হবে না।

21/11/2024

অধিকাংশ মানুষই জালেম,
শুধু সুযোগের অভাবে সে মাজলুম।
😪

প্রথম কালো যেভাবে প্রোপাগান্ডা চালাত এবং সরকারকে উস্কানি দিত। এখানে হাটহাজারী ও পটিয়া মাদরাসাকে জ*ঙ্গিবাদের সদর দপ্তর বল...
05/11/2024

প্রথম কালো যেভাবে প্রোপাগান্ডা চালাত এবং সরকারকে উস্কানি দিত। এখানে হাটহাজারী ও পটিয়া মাদরাসাকে জ*ঙ্গিবাদের সদর দপ্তর বলা হয়েছে।
-প্রথম আলো ১৮ আগষ্ট ২০০৪

নিখোঁজ সংবাদআহারে! নিখোঁজ এই ছোট্ট মেয়েটিকে বাবা মায়ের কোলে ফিরিয়ে দাও সিলেট কানাইঘাট-বীরদল ভাড়ারীফৌদ নিবাসী শামীম আহমদ ...
05/11/2024

নিখোঁজ সংবাদ
আহারে! নিখোঁজ এই ছোট্ট মেয়েটিকে
বাবা মায়ের কোলে ফিরিয়ে দাও

সিলেট কানাইঘাট-বীরদল ভাড়ারীফৌদ নিবাসী শামীম আহমদ সাহেবের ছোট মেয়ে মুনতাহা।বয়স অনুমানিক ৫ বছর। গত ২ নভেম্বর মেয়েটি খালি গায়ে বাড়ির পাশে দোকানে কেনাকাটা করতে গিয়ে আর ফিরে আসেনি। মেয়েটি হারানোর ২ দিন হয়ে গেলেও কোন খোঁজ পাওয়া যায় নি। আপনারা কেউ মেয়েটিকে দেখে থাকলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য
সবিনয় অনুরোধ রইল। 01725559232।।

সবাই একটু শেয়ার দিয়ে বাচ্চাটিকে খুঁজতে হেল্প করুন।

ওলামা মাশায়েখ আয়োজিত আজকের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের সংক্ষিপ্ত ঘোষণাপত্র:১. ফ্যাসিবাদী দোসরদের পক্ষ ...
05/11/2024

ওলামা মাশায়েখ আয়োজিত আজকের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের সংক্ষিপ্ত ঘোষণাপত্র:

১. ফ্যাসিবাদী দোসরদের পক্ষ থেকে বিভিন্ন কওমি মাদরাসায় হস্তক্ষেপ বন্ধ করা।
২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করা।
৩. আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার।
৪. শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামীদের বিচার।
৫. ১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার।
৬.ভিন্নমতাবলম্বী মাওলানা সাদকে দেশে আসতে না দেয়া।
৭. আলেমদের নেতৃত্বেই বিশ্ব ইজতেমা সরকারঘোষিত দুই পর্বে করতে দিতে হবে।
৮. কাকরাইল ও বিশ্ব ইজতিমার ময়দান আলেমদের নেতৃত্ব পরিচালনা।
৯. অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা।

উক্ত দাবী গুলোর পাশাপাশি উপস্থিত তাওহিদী জনতার প্রাণের প্রস্তাবিত সম্পূরক দাবী হতে পারে ;
সংখ্যাগরিষ্ট জনগণের চেতনাবান্ধব নতুন সংবিধান রচনা,, বিদেশী মদদপুষ্ট চক্রের কতিপয় হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ, ইসলামবিদ্বেষী মিডিয়া বয়কট এবং শাতেমে রাসূলের মিথ্যা হামলায় গ্রেপ্তার ঈমানদার ভিকটিমদের মুক্তি।

◑ পৃথিবীতে আপনার সুখের ভাগিদার অনেকেই হবে।কিন্তু আপনার দুঃখের ভার কেউ নিবে না, তাই হাসুন সবার মাঝে, আর কাঁদুন জায়নামাজে...
02/11/2024

◑ পৃথিবীতে আপনার সুখের ভাগিদার অনেকেই হবে।
কিন্তু আপনার দুঃখের ভার কেউ নিবে না, তাই হাসুন সবার মাঝে, আর কাঁদুন জায়নামাজে।

অহেতুক সবার মাঝে নিজের অসহায়ত্ব প্রকাশ করলে পাশে দাঁরানোর মানুষ থেকে হাসার মানুষ বেশি জুটে। মানুষ সুখের কথায় হিঃসা করে, আর দুঃখের কথায় সুযোগ খুঁজে....

তাই নিজের দুঃখের কথা অন্যদেরকে না জানিয়ে
একজনকে-ই জানান, যিনি সকল দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখেন।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Md Ahsan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share