Brishti Akhter

Brishti Akhter সম্মান জিনিসটা অনেকটা
আয়নার মতো আপনি যতটুকু
দেবেন টিক ততটুকু পাবেন....🥰....বৃষ্টি 🥀

বলতো মা আমি কে.... ?আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান...😔জানো মা ?...
19/02/2024

বলতো মা আমি কে.... ?

আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান...😔

জানো মা ? তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিলো ? তুমি যখন কাপর দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই ! এদিক ওদিক সব দিক তোমায় খুজলাম, চারিদিক অন্ধকার, বুঝে নিলাম তুমি নেই 😢

আমি তো তোমায় 'মা' ডাকতে শিখিনি তখনো, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছিটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম...

জানো 'মা' আমার চিৎকারে তুমি এলেনা ঠিকই,
কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুজে নিলো। আমি ভাবলাম কুকুর গুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে...

কিন্তু না মা! তোমার কাছে নেওয়ার জন্য না। ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা অনেক কুকুর! কি ধাঁরালো দাঁত ওদের...

আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিলো। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজঁর গুলো ছিড়লো। তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল, তখন কি যন্ত্রনাই না মা হচ্ছিলো, তুমি বুঝবেনা মা! বুঝলে কি আর আমায় ফেলে যেতে ? 🥺

জানো 'মা' ওরা যখন আমায় টানাটানি করছিলো, একটা সময় আমার যন্ত্রনাটাও কমে গেল। কমবে না কেন বল ? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে ! 😥

জানিনা কে তোমায় ভালবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা ! তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে ? 😓

যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ঐ পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন.? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে ? 😒

ভালবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ? ভালবাসার অর্থ কি মা আমার মত নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? 😭

তবে শোন মা..🙂

মায়ের ভালবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো! আমি হাশরের দিন তোমার জন্য আল্লাহর নিকঠ সুপারিশ করবো মা। আল্লাহ তায়ালা তোমায় যাতে ক্ষমা করে দেয়...😊

কি করবো বলো ? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি,মা তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মত অবৈধ সন্তানের জন্ম দিওনা মা ..😔😭
©️


Brishti Akhter

অভিনন্দন ❤️🥀
12/01/2024

অভিনন্দন ❤️🥀

15/12/2023

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের,সম্ভ্রম হারানো মা বোনদের,পঙ্গুত্ত বরণকারি মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি,,,🥀♥️

নিজে ভালো তো জগৎ ভালো ডাহা মিথ্যে কথা, আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত বাঁশ দেবে।
04/10/2023

নিজে ভালো তো জগৎ ভালো ডাহা মিথ্যে কথা, আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত বাঁশ দেবে।

07/08/2023

এডিটের মাইরে বাপ,সপন আহমেদ

ঈদ মোবারক ❤️সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
28/06/2023

ঈদ মোবারক ❤️
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

16/06/2023

বাবার নাম আকাশ
মায়ের নাম মেঘলা
মেয়ের নাম বৃষ্টি
জামাইয়ের নাম কি হবে...??

10/06/2023

আসুন সতর্ক হই ...

১। রাতে একা বহুতল ভবনের লিফটে উঠার সময় যদি কোন অচেনা এবং সন্দেহজনক পুরুষের পাল্লায় পরেন তখন কি করনীয়?
বিশেষজ্ঞরা বলেনঃ ধরুন আপনি ১৩ তলায় যাবেন, লিফটে উঠে ১৩ পর্যন্ত সবগুলো বাটন প্রেস করুন। কারো সাহস হবে না প্রতি তলায় থামছে এমন লিফটে আপনার উপর হামলা করবে।

২। আপনি বাসায় একা, এই অবস্থায় কেউ যদি আপনার উপর হামলা করে তাহলে সোজা রান্নাঘরে চলে যান।

বিশেষজ্ঞরা বলেনঃ শুধুমাত্র আপনিই জানেন আপনার রান্নাঘরে কোথায় মরিচ, হলুদের গুড়া আছে। কোথায় ছুড়ি-চামচ বা প্লেট আছে। এইগুলোই ভয়ংকর হাতিয়ার হয়ে উঠতে পারে। কিছু না হলেও অন্তত প্লেট ছুড়ে মারুন তার দিকে। প্লেট ভেঙ্গে যাক বা খুব শব্দ হোক। মনে রাখবেন আওয়াজ হল একজন দুর্বৃত্তের বড় দুশমন। কারন তারা চাইবেই না যে কেউ আওয়াজ শুনে তাকে ধরে ফেলুক।

৩। রাতে ট্যাক্সি বা অটো নেবার সময়ঃ
বিশেষজ্ঞরা বলেনঃ রাতে অটো বা ট্যাক্সিতে উঠার সময় ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে কাউকে কল দিয়ে তার নাম,গাড়ীর নাম্বার আর সব ডিটেইলস বলে দিন। কেউ কল না ধরলেও এমন ভান করুন যে আপনি কথা বলছেন। এরপর আর ড্রাইভারের সাহস হবে না আপনাকে কিছু করার। কারন সে জানে আপনার কিছু হলে তার বিপদ সব থেকে বেশি। সে নিজ দায়িত্ত্বে এখন আপনাকে সেইফলি বাড়ি নিয়ে যাবে।

৪।ড্রাইভার যদি এমন কোন রাস্তায় নিয়ে যায় যেদিকে তার যাবার কথা না, আর আপনার মনে হয় আপনি বিপদে পরতে যাচ্ছেন তখন কি করনীয়?
বিশেষজ্ঞরা বলেনঃ আপনার ব্যাগের হ্যান্ডেল বা ওড়না তার গলাতে পেচিয়ে পিছন থেকে টান দিন। কয়েক সেকেন্ডের মধ্যে সে অসহায় ফিল করবে। আপনার কাছে ব্যাগ বা ওড়না না থাকলে, তার শার্ট এর কলার ধরে টান দিন। শার্ট এর প্রথম দুইটি বোতাম সেই একই কাজ করবে। তার গলায় চেপে বসবে।

৫। রাতের বেলা কেউ পিছু নিলে কি করনীয়?
বিশেষজ্ঞরা বলেনঃ কোন দোকান বা বাসায় চট করে ঢুকে পড়ুন আর আপনার অবস্থা তাদের জানান। রাত বেশি হলে যদি কোন দোকান খোলা না পান তাহলে এটিএম বুথ এ চলে যান। সেখানে সারা রাত ই প্রায় গার্ড থাকে। না থাকলেও অন্তত সিসিটিভি থাকবে। এমন যায়গায় কেউ আপনাকে আক্রমণ করার সুযোগ পাবে না।

৬। কারো থেকে পানি, জুস বা সফট ড্রিঙ্কস খাবেন না। দোকান থেকে কেনার আগে তা ভালো মত সিল করা কিনা দেখে নিন। সিল করা না হলে কিনবেন না।

৭। সবসময় নিজের কাছের কেউ, যেমন ভাই/বাবা/স্বামী/বন্ধু কারো নাম্বার স্পিড ডায়ালে রেখে দেন। যেন আপনি বিপদ ফিল করলে একটা বোতাম চাপার সাথে সাথে তাদের কে খবর দিতে পারেন। পারলে সাথে পিপার স্প্রে রাখুন।
সব সময় আপনার সবথেকে বড় হাতিয়ার হল আপনার মানসিক শক্তি আর সতর্কতা।

Brishti Akhter

03/06/2023

বাবা নামক বট গাছের ছায়া,
এখনো যাদের মাথার ওপর আছে সকলে বলি,👇

😍""আলহামদুলিল্লাহ""😍

19/05/2023

রেব হেফাজতে মৃত্যুর অভিযোগ উটে আশা জেসমিনের সাথে সে দিন কি হয়েছিল...

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক্ব (গাছবাড়ী) হুজুর ইন...
17/05/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক্ব (গাছবাড়ী) হুজুর ইন্তেকাল হইয়াছেন!

হুজুরের জানাযার নামাজ আগামীকাল দুপুর ২-৩০ মিনিটের সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দোয়া করি আল্লাহ তাআ'লা যেনো হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমীন

17/05/2023

কি হলো আমাদের মসজিদ গুলির...??

আজ মাগরিবের আযান এর আগ মুহূর্তে আকাশের দৃশ্য.... 💔
13/05/2023

আজ মাগরিবের আযান এর আগ মুহূর্তে আকাশের দৃশ্য.... 💔

মাত্র ১৬ বছর বয়সী ১০ম শ্রেনীর স্কুলছাত্রী মুক্তা রাণী বর্মন , বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে কাউসার নামে এক বখাটে...
02/05/2023

মাত্র ১৬ বছর বয়সী ১০ম শ্রেনীর স্কুলছাত্রী মুক্তা রাণী বর্মন , বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে কাউসার নামে এক বখাটে রাস্তায় অতর্কিতভাবে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পি*য়ে মেরো ফেলল।

এ নিয়ে কোন প্রতিবাদ নেই। অথচ বুদ্ধি আর বিবেকহীন প্রজন্ম পরে আছে দুই বাচ্চার মা কেনো বিয়ে করল তা নিয়ে।

মুক্তা রাণী বর্মন নেত্রকোনা উপজেলার বাউশী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবার খুবই দরিদ্র। সে শান্ত ও মেধাবী ছিল।

কপি পেস্ট 👉Ripon Dey

20/04/2023

আলহামদুলিল্লাহ
সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে আগামীল পালিত হবে ঈদুল ফিতর।

টাকা তুই বড়ই স্বার্থপর.....😢
18/04/2023

টাকা তুই বড়ই স্বার্থপর.....😢

14/04/2023

এক্টিভ যুব সংগঠন,সম্পুর্ন অলাভজনক ও অরাজনৈতিক সমাজ সেবামুলক একটি সামাজিক সংগঠন।বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জুড়ে তাদের সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে...। প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা ইতিমধ্যে ফ্রী ব্লাড গ্রুপিং কেম্প,বাল্য বিবাহ প্রতিরুদ, বিবিন্য গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসার ব্যাবস্হা,দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা ইত্যাদি। করে চলছে এই সংগঠন, কিছুদিন আগে বিবিন্য স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ও বেকার যুবক ও মহিলা দেরকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর এর তত্ত্বাবধানে ৭ দিন ব্যাপি গবাদিপশু ও হাস মুরগী পালন ও ব্যাক্সিন প্রয়োগ প্রশিক্ষণ শেষে ৯০ জন প্রশিক্ষনার্তিকে ভাতা ও সরকারী সনদ প্রধান করা হয়। এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক তরুন সমাজ সেবক ও সংগঠক, যুবলীগ নেতা ফারুক আহমদ ফাহিম বলেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযুদ্বা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রসিম উদ্দিন এর অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষণতার ফলে এই সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে ইউনিয়ন বাসীকে সেবা দিয়ে যাচ্ছে...। আমরাও... এরকম সংগঠনের সাথে কাজ করতে খুবই উৎসাহ পাচ্ছি।

পরবর্তী আপডেট পেতে লাইক ফলো দিয়ে সাথে থাকুন... ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ. 😍আবারো হাফেজ সালেহ আহমদ তাকরিমের বিশ্বজয়।দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অ...
04/04/2023

আলহামদুলিল্লাহ. 😍
আবারো হাফেজ সালেহ আহমদ তাকরিমের বিশ্বজয়।
দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অধিকার করেছে....💔🥀

মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে...
30/03/2023

মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে এই ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হতে থাকে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, ঠোঁট, খসখসে চামড়া, মুঠে মুঠে চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা,মুখভর্তি দাগ,একনি,রাত জাগা আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর।

30/03/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৩ লিটার = ৬০০/-
৩। বাসা ভাড়া = ৮,০০০/-
৪। সবজি = ২,০০০/-
৫। মাছ = ১,৫০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৮০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০!বাবা মায়ের হাতে নিম্নে৫,০০০
-------------------------------------------------
সর্বমোট = ২৫,৬০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ১০,০০০
যাদের বেতন ১৫,০০০
যাদের বেতন ২০,০০০

কি করবে তারা ???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই,
""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের
দাম কমান""

দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্দাসেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমাতে হবে।

এক মধ্যবিত্ত পরিবারের (নিজ) বাস্তব জীবনের সত্য কথা।
একটু ভাবুন।

23/03/2023

খুশ আমদিদ মাহে
💔রমযান 🥀
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র রমযানের ৩০ টি রুজা রাখার তাওফিক দান করুন।

মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো; বন্ধ হোক এই অত্যাচার❌২০১৯ সালের একটি ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটি বাংলাদেশের সিলেট জেলার।...
22/03/2023

মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো; বন্ধ হোক এই অত্যাচার❌

২০১৯ সালের একটি ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটি বাংলাদেশের সিলেট জেলার। শামীম আহমদের সঙ্গে হেলেনা বেগমের (২০) বিয়ে হয়। বিয়ের পর প্রথম রমজান মাস এবার। সিলেটের ঐতিহ্য হিসেবে সে বছরের ১০ মে হেলেনার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো হয়। কিন্তু সেই ইফতার সামগ্রী শ্বশুরবাড়ির লোকজনের মন মতো হয়নি। আর সেটা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ শুনতে হয় হেলেনাকে। এরই জেরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন হেলেনা।

দেশের বিভিন্ন জনপদে নানা ঐতিহ্য ও প্রথার প্রচলন আছে। যুগ যুগ ধরে স্থানীয়রা এসব প্রথা টিকিয়ে রেখেছেন বংশ পরম্পরায়। এরমধ্যে কিছু আছে ঐতিহ্যের অংশ হয়ে। আবার কিছু প্রথা গলার কাঁটার মতোই বিঁধে আছে। মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো তেমনই একটি প্রথা। আর এ প্রথাটির কারণে নিরবে অনেকের চোখের পানি ঝরে।

প্রতি বছর রমজানের ২-৩ মাস আগে থেকেই অনেক বাবাকে চিন্তা করতে হয় কী করে মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর টাকা জোগাড় করা যাবে। অনেক বাবা ইফতারের এই আয়োজনের জন্য নিজের গরু ছাগল এমনকি হাস মুরগিও বিক্রি করেন। সুদে টাকা এনে তা মেটাতে বছর পার করেছেন অনেকেই।

এইতো গত ক’দিন আগে আমাকে একজন পরিচিত বলে রেখেছেন। ডালিম- মেয়েতো বিয়ে দিয়েছি। রোজাও আসছে কি করবো বুঝতে পারছি না। মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার,ঈদের নতুন কাপড় কি করে দিব কোন উপায়তো খুঁজে পাচ্ছিনা। শেষ মেষ এই মানুষটি হয়তো মানুষের কাছে হাত পাতবে। হাত পেতে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠাবে। সেই ইফতার খাওয়া কি শ্বশুরালয়ের লোকজনের খাওয়া হালাল হবে?

ইফতার শুধু মেয়ের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ছেলের শ্বশুড়বাড়ি থেকে যেদিন ইফতার আসবে সেদিন বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনকে দাওয়াত দেয়া হয়। সেই সাথে একটি নীরব প্রতিযোগিতা চলে- কার শ্বশুরবাড়ি থেকে কত বেশি আইটেমের ইফতার এলো।

যার শ্বশুরবাড়ি থেকে যত বেশি ইফতার আসে তার তত সুনাম। তেমনি যে মেয়ের বাবার সে সক্ষমতা কম, তিনি ইফতারি দিয়ে খুশি করতে না পারলে- অনেক ক্ষেত্রে কথা শুনতে হয়।

যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার অবসান চায় নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম একে জুলুম হিসেবে দেখছে। এই ইফতার নিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বাবার বাড়ি থেকে মনমত ইফতার না আসলে শ্বশুড়বাড়ির মানুষের থেকে নানা কটু কথা শুনতে হয়। হয়তো মেয়ে জানে তার বাবার আর্থিক অবস্থা। হয়তো ইফতার দেয়ার মত সামর্থ্য তার বাবার নেই। কিন্তু নিজের বাবার সম্মানের কথা ভেবে, শ্বশুরবাড়িতে নিজের সম্মানজনক অবস্থান ধরে রাখতে অনেক সময় ভেতরে চাপা কষ্ট নিয়ে মেয়েও বাবাকে অনুরোধ করে। মেয়ের আবদার ফেলতে পারেন না বাবা। যেভাবেই হোক টাকা সংগ্রহ করেন।

এমন অসংখ্য করুণ গাথা আছে এই ইফতার প্রথা নিয়ে। যে কারণে মানবিক বোধসম্পন্ন নতুন প্রজন্ম এ প্রথার বিলুপ্তি চায়। তাদের বক্তব্য যে প্রথা মানুষের অসহায়ত্বকে বাড়িয়ে দেয়, জীবন সংশয়ের কারণ হয়, এমন প্রথা থাকা উচিত নয়।

এমন প্রথা ইসলামে নেই জানিয়েছেন আলেমরা। তারা জানান, ইসলামে এমন কোনো বিধান নেই। সংযমের মাসে কারো ওপর জোর করে ইফতারের আয়োজন চাপিয়ে দেয়া অন্যায়।

12/03/2023

প্রথম বারের মতো ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-২০ সিরিজ জিতেছে...
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে...😍

ব্রেকিং নিউজঃ-নিখোজ জাহেদ আহমদ'কে পাওয়া গেছে..বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের  #ভবানীপুর গ্রামের কলেজ ছাত্র  #জা...
11/03/2023

ব্রেকিং নিউজঃ-নিখোজ জাহেদ আহমদ'কে পাওয়া গেছে..

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের #ভবানীপুর গ্রামের কলেজ ছাত্র #জাহেদ_আহমদ কে নিখুজ হওয়ার প্রায় ৩ মাস পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে, সে এখন তার পরিবারের কাছে আছে..
আমাদের একজন প্রতিনিদি সংবাদ কালেকশন করতে উনার বাড়িতে গেছেন আমরা তার এবং তার পরিবারের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানবো,আমাদের সাথেই থাকবেন।
ধন্যবাদ।

06/03/2023

একটি"হারানো বিজ্ঞপ্তিঃ-
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া গ্রামের প্রবাসী বাবার এক মাত্র ছেলে ১৪ বছরের তাওহিদুল ইসলাম তায়েফ গত ২১/১২/২০২২ ইং রোজ বুধবার দুপুর থেকে নিঁখোজ তাহার সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তাহার পরিবার এবং সন্ধান দিলে এক লক্ষ টাকা পুরস্কার দিবে তাহার পরিবার।

সন্ধান পেলে যোগাযোগ-
📞☎️ +8801616468552 +8801785200030

22/02/2023

মাওঃ আলী আহমদ হুজাই,ভারত
ভিডিওঃ এডমিন

🥀🥀🥀
20/02/2023

🥀🥀🥀

20/02/2023

এই যুগে প্রেম করেনা এমন একটা
নিস্পাপ ছেলে দেখাও..!🙂

20/02/2023

কি আছে ওখানে....😲

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brishti Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share