Muhammad Abul Hasnat

Muhammad Abul Hasnat digital marketing
(3)

08/08/2022
কাঁদো বাংলাদেশ-কবি মুজাহিদ বুলবুলকাঁদো বাংলাদেশ---উধাও পাহাড় তাই আন্দোলিত              মাঠ ঘাট যত প্রান্তর;দেখো যদি তারপ...
16/04/2020

কাঁদো বাংলাদেশ
-কবি মুজাহিদ বুলবুল

কাঁদো বাংলাদেশ---
উধাও পাহাড় তাই আন্দোলিত
মাঠ ঘাট যত প্রান্তর;
দেখো যদি তারপরও বুকের পাথর নামে!

কাঁদো আরও কাঁদো---
ভেসে ভেসে একদিন
সোনালি মোহনায়
এক হয়ে মিশে যাক
জলের মিছিল...

২৩-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬৪

আলহামদুলিল্লাহ!!! প্রিয় কবি মুজাহিদ বুলবুল রচিত অনন্য কাব্যগ্রন্থ "পাখি আর হাওরের প্রেম" এর সবগুলো কবিতা ধারাবাহিক ভাবে ...
16/04/2020

আলহামদুলিল্লাহ!!!
প্রিয় কবি মুজাহিদ বুলবুল রচিত অনন্য কাব্যগ্রন্থ "পাখি আর হাওরের প্রেম" এর সবগুলো কবিতা ধারাবাহিক ভাবে পোষ্ট করার ইচ্ছা পোষণ করেছিলাম। আল্লাহর শুকরিয়া, ইতোমধ্যে ৫৫ টি কবিতার মধ্যে ৫৪ টি কবিতা পোষ্ট করা হয়েছে গতকাল পর্যন্ত। সর্বশেষ কবিতাটি আজ সন্ধায় পোষ্ট করবো ইনশাআল্লাহ। ভীষণ ভালো লাগছে এই উদ্যোগ গ্রহণ করে পরিসমাপ্তিতে পৌঁছাতে পেরে।

প্রিয় দুঃখবোধ-কবি মুজাহিদ বুলবুলপ্রিয় দুঃখবোধ তুমি শবযাত্রী হয়োসারিবদ্ধ বেশ যেন হয় রাজকীয়!এক ফাঁকে ঢুকে পড়ে কবরে আমারতার...
15/04/2020

প্রিয় দুঃখবোধ
-কবি মুজাহিদ বুলবুল

প্রিয় দুঃখবোধ তুমি শবযাত্রী হয়ো
সারিবদ্ধ বেশ যেন হয় রাজকীয়!

এক ফাঁকে ঢুকে পড়ে কবরে আমার
তারই এক কোণে জুড়ে দিও সংসার;

আষ্টেপৃষ্ঠে রেখো জড়িয়ে আমায়
সযত্নে ক্ষতগুলো রেখো পাহারায়!

প্রিয় দুঃখবোধ তুমি হও যত কালো
মুরশিদ নাম চুমে আলো হয়ে জ্বলো ।

০৪-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬৩

জানুয়ারি-কবি মুজাহিদ বুলবুলকত জল বুকে ধরেছো জানুয়ারিতুমি আসো আর ভাসাও এ ঘরবাড়িতোমার জন্যে আয়োজন ঘরে ঘরেতুমি আসো আর ফুলগু...
14/04/2020

জানুয়ারি
-কবি মুজাহিদ বুলবুল

কত জল বুকে ধরেছো জানুয়ারি
তুমি আসো আর ভাসাও এ ঘরবাড়ি
তোমার জন্যে আয়োজন ঘরে ঘরে
তুমি আসো আর ফুলগুলো ঝরে পড়ে ।

জানুয়ারি মানে মাহফিল ভরা ব্যথা
জানুয়ারি মানে অবিরাম শোকগাথা
জানুয়ারি মানে মর্সিয়া ভরা মাস
জানুয়ারি মানে লাখো দীর্ঘশ্বাস

জানুয়ারি তুমি বুক ফাটা তাকবীর
জানুয়ানি তুমি হাহাকার ধরনীর
তুমি জানুয়ারি জলের সূত্রপাত---
সারাটা বছর নীরবে অশ্রুপাত

তুমি ফেরো আর হৃদয়ে আগুন জ্বলে
জানুয়ারি তুমি এমনই মলিন হলে... ।

১৪-০১-২০১২

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬২

চল তালামীয যা আছে তোর-কবি মুজাহিদ বুলবুলতোমরা কারা ভাব ধরেছো ধান্দাবাজের দলচিনি তোমাদের মুনাফিকি আর পেট বাঁচানোর ছলআমার ...
13/04/2020

চল তালামীয যা আছে তোর
-কবি মুজাহিদ বুলবুল

তোমরা কারা ভাব ধরেছো ধান্দাবাজের দল
চিনি তোমাদের মুনাফিকি আর পেট বাঁচানোর ছল
আমার ভাইয়ের রক্তে রাজপথ লালে লাল
তোমরা তখন আঁকছো বসে দাওয়াত খাওয়ার চাল?

চাই না হাজার মাত্র কয়েক রাসূলপ্রেমিক হলে
সুন্নীয়তের এই পতাকা উড়বে জলে স্থলে
আউলিয়াদের এই কাফেলার আল্লাহ্ জিম্মাদার
সংখ্যা দিয়ে সন্ত্রস্ত হয় না ঈমানদার ।

তোমরা কারা হাহাকারের করছো অভিনয়
ত্রিশূলসম আসবে জেনো জবাবদিহির ভয় ।
দেখবো না আর কে ফিরেছে কে এসেছে সাথে
চল তালামীয যা আছে তোর সঙ্গে ময়দানেতে ।

হাদিয়ে যামান মুরশিদুনা আপসহীনের দল
কিসের শঙ্কা রাখলে বুকে মরণজয়ীর বল ।

২৩-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬১

শেখ উবাইকবি মুজাহিদ বুলবুলনামখানি তোর পড়বে ঢাকা নতুন করে চিনবে লোকে এই যামানার আব্দুল্লা বিন উবাই বলে ডাকবে তোকে লোক দেখ...
12/04/2020

শেখ উবাই
কবি মুজাহিদ বুলবুল

নামখানি তোর পড়বে ঢাকা নতুন করে চিনবে লোকে
এই যামানার আব্দুল্লা বিন উবাই বলে ডাকবে তোকে
লোক দেখানো ঈমানদারি খুব বেশি দিন রয় না টিকে
মিথ্যা দিয়ে সত্যটাকে জয় করে কোন মুনাফিকে?

চোরের মত লুকাস কেন এতই যদি হিম্মতআলা
ক্ষুব্ধ হাজার জনের হাতে ঐ চেয়ে দেখ জুতার মালা
আয় না দেখি বাপের বেটা সাহস করে সামনে দাঁড়া
আঁধার ছেড়ে একটু দেখি আলোতে তোর এক পা বাড়া।

নোংরামি নয় বিষয় কোন--- এই কবিতায় ঘেন্না ঢেকে
লিখছি শুধু চিনিয়ে দিতে এই যামানার উবাইটা কে
সরলপ্রাণের মানুষগুলোই খাচ্ছে ধোঁকা দিন দুপুরে
ভেলকি ধরে ওই মুনাফিক সাধুর বেশে কেমনে ঘুরে!

বে-নামেতে মারিস উঁকি গাল পারিস তাও ভিন্ন নামে
খাসনি মায়ের দুধ বুঝি তাই স্বনামে তোর কলজে ঘামে?
বিচ্ছিরি ওই মুখের ভাষা ডুবেই থাকিস অসভ্যতায়
বাস তো করিস সভ্য দেশে--- জন্মেছিলি মেথরপাড়ায়?

দে গালি দে আচ্ছা মত মানুষ জানুক তোর পরিচয়
যতই ঢাকার চেষ্টা করিস পঁচলে টিকই গন্ধ বেরয়
জানুক লোকে কেমন করে মুনাফিকের ঘোমটা খুলে
গালির ভয়ে থমকে যাব--- আচ্ছা ভাবিস এই তাহলে?

ভাবুক ওরা যার যা খুশি বলছি আমি দিব্যি করে
সেই উবাইয়ের উত্তরসূরি আসছে নতুন রুপটি ধরে
সংঘবদ্ধ মুনাফিক দল উবাই তাদের মহান নেতা
দেখছে সবাই, বুঝতে দেরি মুনাফিকদের আদিখ্যেতা!

কোন কালেই লুকিয়ে রাখা যায় নি মুনাফিকির খেলা
খসবে রে তোর মুখোশ যখন সময় এলেই বুঝবি ঠেলা
আজ কিবা কাল আড়াল ভেঙে হাজার মানুষ চিরবে তোকে
'শেখ উবাই শেখ উবাই' বলে দেখিস তখন ডাকবে লোকে।

২৬-১০-২০১৬

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬০

দূরে কাছে-কবি মুজাহিদ বুলবুলসাবাস সাবাস গুলির শব্দে পালাই দিগ্বিদিকচারপাশ ঘিরে বিদঘুটে হাসি ব্যবসায়ী মুনাফিকআমি তো অধম ...
11/04/2020

দূরে কাছে
-কবি মুজাহিদ বুলবুল

সাবাস সাবাস গুলির শব্দে পালাই দিগ্বিদিক
চারপাশ ঘিরে বিদঘুটে হাসি ব্যবসায়ী মুনাফিক
আমি তো অধম নগরে নগরে ভালোবাসা করি ফেরি
নীরবতা যত দগ্ধ এখন দু পায়ে মৌনবেড়ি...

প্রিয়তম 'দূর' আত্মঘাতি তবুও তো ছিলো শান্তি
কাছাকাছি এসে দেখি আজ শুধু অভিশাপ ভুলভ্রান্তি
যদি চাও তবে সব দরোজায় ঝুলাও মস্ত তালা
বন্দিত্বের স্থির মন্ত্রে মিটে যাক যত জ্বালা ।

ভিড়ের মধ্যে খুঁজি নি তোমায় তুমি তো আড়ালে হাসো
মুখোমুখি সাপ আমি থরথর তুমি ধীর পায়ে আসো
সব সাবাসের ত্রাসের ভেতর আমায় করোনা বন্দি
নিন্দিত কোন ব্যবসার সাথে হয় নি আমার সন্ধি ।

প্রিয় রাহবার মুর্শিদ আমার উজ্জ্বলতম মুখ---
আফসোস নেই নীরব প্লাবনে ভেসে যায় যদি বুক ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৯

তোমার জন্যে লিখতে গজল-কবি মুজাহিদ বুলবুলএমনতর সোনার মানুষ পাইনি খুঁজে কোথাও আরধর্ম বর্ণ নির্বিশেষে উঠছে মাতম হে রাহবার ।...
10/04/2020

তোমার জন্যে লিখতে গজল
-কবি মুজাহিদ বুলবুল

এমনতর সোনার মানুষ পাইনি খুঁজে কোথাও আর
ধর্ম বর্ণ নির্বিশেষে উঠছে মাতম হে রাহবার ।

লাগলো যখন তোমার ঝলক উঠলো হেসে অন্ধচোখ
আজ সহজ শুষ্কমরু তোমার জন্যে ভাসায় বুক ।

বিরহে তোমার কেমন যেন ঝিমোচ্ছে ঐ পূর্ণিমা
লক্ষ তারায় মলিন বিষাদ দুখের বুঝি নেই সীমা!

আমার কলম কাঁপে থরথর ভেজা কাগজের আর্তনাদ
মধ্যসাগরে দিকনির্দেশ করো মহাবীর সিন্দবাদ---

হাঁকে মানযিল সবুজ মিনার ছুটে বিপ্লবী বিরামহীন
হে মুজাদ্দিদ রক্তের দানে করেছো আবাদ এই জমিন ।

আমি তো অধম চার দেয়ালে অক্ষমতায় হারাই নিদ
তোমার জন্যে লিখতে গজল চৌচির ফেটে শূন্যহৃদ!

২৭-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৮

বরাতের সন্ধানে-কবি মুজাহিদ বুলবুলকঙ্কর মারা হৃদয়গুলো বলে যাক বিদ-আ'তআমাদের কাছে মহিমান্বিত লাইলাতুল বরাতহতভাগাদের পাগলপ্...
09/04/2020

বরাতের সন্ধানে
-কবি মুজাহিদ বুলবুল

কঙ্কর মারা হৃদয়গুলো বলে যাক বিদ-আ'ত
আমাদের কাছে মহিমান্বিত লাইলাতুল বরাত
হতভাগাদের পাগলপ্রলাপ কে কবে তুলেছে কানে
সারা রাত জেগে রয় যে মুমিন বরাতের সন্ধানে ।

মানুষ রূপের শয়তানগুলো ইবলিসি কূটচালে
মুমিন হৃদয় আটকাতে চায় মিথ্যার বেড়াজালে
টলাতে পারে না মুমিনের মন অবিচল অক্ষত
সত্যের জয় চিরদিন হয়--- শয়তান পরাজিত ।

রাব্বে কারীম তোমার দয়ায় ভরো এ শূন্য হাত
সহজ করো, সুন্দর করো দুনিয়া ও আখেরাত ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ১৬

08/04/2020

ওগো আল্লাহ আর কতো বলো করবো হাহাকার - জনপ্রিয় ইসলামি সঙ্গীতশীল্পি আব্দুল ওয়াদুদ ময়নুল ভাইয়ের কণ্ঠে.............

দারুল কিরাত ফুলতলী-কবি মুজাহিদ বুলবুলদারুল কিরাত মজিদিয়া ফুলতলী গুলবাগেমধুর তিলাওয়াতের সুরে ভ্রমরগুলো জাগে---বেহেশতি পরি...
08/04/2020

দারুল কিরাত ফুলতলী
-কবি মুজাহিদ বুলবুল

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী গুলবাগে
মধুর তিলাওয়াতের সুরে ভ্রমরগুলো জাগে---
বেহেশতি পরিবেশ যেন পবিত্র রামদ্বানে
আল কোরআনের মধুর বাণী ছড়ায় প্রাণে প্রাণে ।

দুনিয়াজুড়ে দারুল কিরাত প্রতিষ্ঠিত আজ
প্রতিষ্ঠাতা আল্লাহ‌‌‌র ওলী ফুলতলী--- সারতাজ;
লক্ষপ্রাণে দিলেন জ্বেলে আল কোরআনের নূর
তাঁকেই বুঝি খুঁজে বেড়ায় মধুরতম সুর ।

হাজার শাখা উদ্ভাসিত হেজাজী আলোয়
দারুল কিরাত মজিদিয়া এখন বিশ্বময় ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৭

08/04/2020

গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ডক্টর আল্লামা সরকার মুহাম্মদ কাফিল উদ্দিন সালেহী হুজুর

07/04/2020
আজ কদরের রাত-কবি মুজাহিদ বুলবুলসহস্র মাইল পার হয়ে যাক উষ্ণ জলপ্রপাতমিনতি তোমার দরবারে খোদা আজ কদরের রাত---খোলো এ হৃদয় ধ...
07/04/2020

আজ কদরের রাত
-কবি মুজাহিদ বুলবুল

সহস্র মাইল পার হয়ে যাক উষ্ণ জলপ্রপাত
মিনতি তোমার দরবারে খোদা আজ কদরের রাত---
খোলো এ হৃদয় ধোঁয়াচ্ছন্ন এই দুই চোখ খোলো
আমার শূন্য হৃদয়ে তোমার প্রেমের তুফান তুলো ।

বহু পাপ বহু অনুতাপ বহু ভুলের এ সংসার
ক্ষমা করে দাও খুলে দাও আজ মহাকরুণার দ্বার
এই যে ক্লান্তি আত্মঘাতি এ বোঝা হালকা করো
তোমার দয়ার শক্তিতে খোদা ন্যুব্জহৃদয় ভরো ।

আঁধার পাহাড় হোক চুরমার হাসুক কাল প্রভাত
ভিক্ষার ঝুলি ভরে দাও খোদা আজ কদরের রাত ।

১৭-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৬

আজকাল মুখগুলো-কবি মুজাহিদ বুলবুলবয়েসের ভুলেছি হিসেবএকেকটা মুখ যেন চলন্ত আলো---ইচ্ছে করে হৃদয়ের যত শ্রদ্ধাছড়িয়ে ছিটিয়ে র...
06/04/2020

আজকাল মুখগুলো
-কবি মুজাহিদ বুলবুল

বয়েসের ভুলেছি হিসেব
একেকটা মুখ যেন চলন্ত আলো---
ইচ্ছে করে হৃদয়ের যত শ্রদ্ধা
ছড়িয়ে ছিটিয়ে রাখি সমস্ত বাড়ি...

অন্যরকম ভালোবাসার সন্ধানী মন
দূরে কিবা কাছে
ভেজা চোখ ভাষাহীন বড়!
কিছু কথা জমে থাকে বুকে
কিছু কথা নিশ্বাসে
ধুলো হয়ে ওড়ে আর
হৃদয়টা তছনছ করে...

মুখগুলো এখনও তো আগের মতই
কেবল আমার চোখে জমেছে ধুলো
এখন ঝড়ের বেগে পালাই পালাই আর
ফিরে ফিরে চেয়ে দেখি মুখগুলো
একেকটা উজ্জ্বল ছবির মত...

২৮-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৫

তাকবীরে তালামীয-কবি মুজাহিদ বুলবুলহুব্বে রাসূল বুকের বলমোরা নির্ভীক সৈন্যদল ।আমরা অজেয় আমরা বীরআমরা সৈন্য ফুলতলীর ।পীর আ...
05/04/2020

তাকবীরে তালামীয
-কবি মুজাহিদ বুলবুল

হুব্বে রাসূল বুকের বল
মোরা নির্ভীক সৈন্যদল ।

আমরা অজেয় আমরা বীর
আমরা সৈন্য ফুলতলীর ।

পীর আউলিয়ার আশীর্বাদ
বীর তালামীয জিন্দাবাদ ।

সবুজ মিনার নিশানা
লক্ষ্য মোদের মদিনা ।

আমরা স্বাধীন মুক্তপ্রাণ
বীর বাঙালি মুসলমান ।

যে পথ গেছে মদিনাতে
যায় যদি প্রাণ যাক সে পথে ।

লড়াই করি এ বাংলাতে
উৎস মোদের মদিনাতে ।

জিহাদ জিহাদ সুর উঠে
বীর তালামীয যায় ছুটে ।

রুখবে মোদের সাধ্য কার
তালামীয পীর আউলিয়ার ।

চলছে লড়াই থামবে না
আমরা পিছু হটবো না ।

আউলিয়াদের স্বপ্নসাধ
বীর তালামীয জিন্দাবাদ ।

রাসূলপ্রেমে জীবন বাজি
হয়ত শহীদ নয়ত গাজী ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৪

তোমার চরণ চুমে-কবি মুজাহিদ বুলবুলঅথৈ সমুদ্র বুঝি সমুখে বিপদজীবন ফেলেছে ঘিরে নীল সংকেতঅসহায় মন খুঁজে তোমার দরদতারপর ডুবে ...
03/04/2020

তোমার চরণ চুমে
-কবি মুজাহিদ বুলবুল

অথৈ সমুদ্র বুঝি সমুখে বিপদ
জীবন ফেলেছে ঘিরে নীল সংকেত
অসহায় মন খুঁজে তোমার দরদ
তারপর ডুবে গেলে স্বপ্নসমেত
টুকরো টুকরো এই হৃদয়পাথর
হয়ত খেয়ালবশে হবে না ঝিনুক
হয়ত শূন্যতায় ভরা বালুচর
নগণ্য প্রাণ শুধু তোমাকে চিনুক

তুমি যদি রাগ করো সব নিষ্ফল
কথা বলো প্রিয়তম গায় মজলুম---
কম্পিত সুর তাল ফেরারি গজল
ভয়ানক শূন্যতায় নেমে এলে ঘুম
চোখ মেলে দেখি যেন পবিত্র ফুল
তোমার চরণ চুমে হাসে বুলবুল ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৩

তুমিহীন অর্থহীন-কবি মুজাহিদ বুলবুলআজকাল বড় সিদ্ধান্তহীনতায় ভোগী---কোথায় ফিরবো জানি না তবু হর হামেশাইনিজেকে প্রস্তুত করি;...
02/04/2020

তুমিহীন অর্থহীন
-কবি মুজাহিদ বুলবুল

আজকাল বড় সিদ্ধান্তহীনতায় ভোগী---
কোথায় ফিরবো জানি না তবু হর হামেশাই
নিজেকে প্রস্তুত করি; ফিরে যাব বলে
ঘরের টিনের ছিদ্রগুলো আরও বড় হতে থাকে...

প্রিয় রাহবার--- আমার এই ক্লান্তির কোন সংজ্ঞা জানি না আমি;
আক্রোশ না অভিমান, লজ্জা না যন্ত্রণা কোনটাই
ঠিক করে বুঝতে পারি না, যেন এক সুদীর্ঘ জ্বলন্ত দ্বন্দ্ব!
ফিরবো কি ফিরবো না কিংবা কতদূর কোথায় ফিরবো
নাকি এইভাবে চলতে চলতে একদিন না ফেরার আলিঙ্গনে
উধাও হয়ে যাবে সব কষ্টার্জিত সঞ্চয়---
কিছুই জানি না আমি!

কত মন্দ দ্বন্দ্ব পেরিয়ে অস্থির রাতগুলো উদাসীন
তোমাকেই ভাবে আর ভাবে--- তুমিহীন রাত মানে অসীম শূন্যতা
তুমিহীন অর্থহীন আমার গান কবিতা...

১১-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫২

মুনাফিক-কবি মুজাহিদ বুলবুলহুঁশিয়ার হও আমরা জানি নাকে কোথায় আঁটে ফন্দিঘাতক গোপনে করছে যে কোনইয়াজিদের সাথে সন্ধি!কেউ জানি ...
01/04/2020

মুনাফিক
-কবি মুজাহিদ বুলবুল

হুঁশিয়ার হও আমরা জানি না
কে কোথায় আঁটে ফন্দি
ঘাতক গোপনে করছে যে কোন
ইয়াজিদের সাথে সন্ধি!

কেউ জানি না মিশে আছে কারা
আমাদেরই রূপ ধরে
কোন ফাঁকে কারা সুযোগ পেলেই
মিঠা গাদ্দারি করে!

লেবাস, ভঙ্গি, কথা-বার্তায়
এদের কি তুলনা হবে?
কালের খাতায় নামটা যদিও
'মুনাফিক' লেখা রবে!

০৫-১১-২০১৬

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫১

আমার কবিতা তুমি-কবি মুজাহিদ বুলবুলহয়তবা শেষ চিহ্ন বলে কিছু নেই---আখেরি বৃষ্টি এসে ধুয়ে মুছে করে দেবে সাফ!কত মেঘ জমেছে আক...
31/03/2020

আমার কবিতা তুমি
-কবি মুজাহিদ বুলবুল

হয়তবা শেষ চিহ্ন বলে কিছু নেই---
আখেরি বৃষ্টি এসে ধুয়ে মুছে করে দেবে সাফ!
কত মেঘ জমেছে আকাশে
কত তার ভিজায়েছে মাঠ---
এ হিসেব অন্ধকারে থেকে যাবে অনন্তকাল!

তীক্ষ্ণ ভ্রুকুটিগুলো শূন্যতায় বিস্তৃত হলে
আমার কবিতা তুমি রাহবার বলে
সেই দিন দিও চিৎকার... ।

২৬-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫০

গরিবনামা-কবি মুজাহিদ বুলবুলএই গরিবি রইলো না হয় বুকের ভেতর কামড় খেয়েবেসুর কোন কান্নার মত উঠলো না হয় গজল গেয়েনা পাওয়া...
30/03/2020

গরিবনামা
-কবি মুজাহিদ বুলবুল

এই গরিবি রইলো না হয় বুকের ভেতর কামড় খেয়ে
বেসুর কোন কান্নার মত উঠলো না হয় গজল গেয়ে
না পাওয়ার এই চিহ্নগুলো না হয় কিছু জল ঝরালো
আধখানা চাঁদ রসিকতায় হাত বাড়িয়ে ফিরিয়ে নিলো!

অনেক পাওয়ার জলসাঘরে শূন্যতারই উড়ছে হাওয়া
গানের সুরে অনেক দূরে আজ কেবলই পালিয়ে যাওয়া
ব্যস্ত শহর কেউ দেখে না একটা কিছু কেমন যেন
একটা পাখি অমনি করে অবাক সুরে কাঁদছে কেন!

কোন পথে আজ পা বিঁধেছে সবটুকু তার থাক অজানা
আর কটা দিন হয়ত তবেই ঢাকবে সোনার শামিয়ানা!
প্রিয় রাহবার তোমার জন্যে যে ঝড় বুকে আগলে রাখি
সেই তুফানে যাক উড়ে যাক এই অসহায় পাগলপাখি ।

যাক না কেটে তুচ্ছ জীবন গভীর কোন ঘোরের ভেতর
এই গরিবির চিহ্নগুলো ভাসলো না হয় মাটির কবর!

২২-০৫-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৯

ইচ্ছেগুলোর গোরস্থানে-কবি মুজাহিদ বুলবুলইচ্ছে করে পাগলা ঘোড়া সব সীমানা যাক পেরিয়েইচ্ছে করে জমাকৃত বারুদগুলো নিই ফিরিয়েই...
29/03/2020

ইচ্ছেগুলোর গোরস্থানে
-কবি মুজাহিদ বুলবুল

ইচ্ছে করে পাগলা ঘোড়া সব সীমানা যাক পেরিয়ে
ইচ্ছে করে জমাকৃত বারুদগুলো নিই ফিরিয়ে
ইচ্ছে করে ক্রোধের পাহাড় হোক না পুড়ে ছাইভস্ম
ডাকাত গুলো যাক নিয়ে এই অপদার্থের সর্বস্ব...

ইচ্ছে করে অনেক কিছু ইচ্ছেগুলো ঠিকানাহীন
ইচ্ছে দিয়ে ইচ্ছেগুলো ফিরিয়ে নিয়েছে আলাদিন!
ইচ্ছেগুলো অনিচ্ছাতে মুখোশ পড়ে অট্টহাসে
ইচ্ছেগুলো মাঝেমধ্যে ভেংচি কাটে সর্বনাশে!

ইচ্ছেগুলো আহত আজ ছিন্ন ভিন্ন যাচ্ছে উড়ে
জীর্ণ ডানা আর পারে না অষ্টপ্রহর অমনি পুড়ে
ইচ্ছে ছিলো গড়িয়ে যাবো স্বপ্নসুখের বৃষ্টি হয়ে
বেহিসেবি ইচ্ছেগুলো কাঁপছে এখন ভূঁতের ভয়ে?

ইচ্ছেগুলো হে প্রিয়তম তোমার নামে দিলাম ফাঁসি
ইচ্ছে গুলোর গোরস্থানে ঝলসে উঠুক তোমার হাসি ।

১১-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৮

আমৃত্যু আফসোস-কবি মুজাহিদ বুলবুলদেখে দেখে ওই মোবারক মুখ                আমি হবো উদাসীনঅমন সোনার দিনগুলো হায়              ...
28/03/2020

আমৃত্যু আফসোস
-কবি মুজাহিদ বুলবুল

দেখে দেখে ওই মোবারক মুখ
আমি হবো উদাসীন
অমন সোনার দিনগুলো হায়
ফিরবে না কোনদিন!

আমার চোখের সঞ্চিত জল
বাঁধ ভেঙে সীমানার
হে আমার রব পৌঁছে দিও
কোমল কদমে তাঁর ।

২৭-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৭

আউলিয়াদের বীর সেনাদল-কবি মুজাহিদ বুলবুলইসলাম মানে বসে থাকা নয়মসজিদের ওই কোণায় কোণায়মুসলিম সে তো প্রয়োজন হলেতলওয়ার হ...
27/03/2020

আউলিয়াদের বীর সেনাদল
-কবি মুজাহিদ বুলবুল

ইসলাম মানে বসে থাকা নয়
মসজিদের ওই কোণায় কোণায়
মুসলিম সে তো প্রয়োজন হলে
তলওয়ার হাতে মাঠে গর্জায় ।

সেই বালাকোট হাঁকছে আবার
তাসবী নয় আজ তরবারি লও
বিপ্লবী বেরলভীর মন্ত্রে
জিহাদের পথে আগুয়ান হও ।

কলবের জং শহীদি রক্তে
ধুয়ে মুছে সব সাফ হয়ে যাক
আউলিয়াদের বীর সেনাদল
অমরত্বের পথ খুঁজে পাক ।

০৬-১১-২০১৬

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৬

বাংলার সুলতান-কবি মুজাহিদ বুলবুলঘুমাও ও চাঁদ প্রহরায় আছে হাজার সৈন্যদলটগবগ করা রক্তে এখনও অক্ষত সেই বল ।আজও বাংলার পথে প...
26/03/2020

বাংলার সুলতান
-কবি মুজাহিদ বুলবুল

ঘুমাও ও চাঁদ প্রহরায় আছে হাজার সৈন্যদল
টগবগ করা রক্তে এখনও অক্ষত সেই বল ।

আজও বাংলার পথে প্রান্তরে তোমার দীপ্তস্মৃতি
ছড়িয়ে ছিটিয়ে তুলে তাকবীর অনন্ত বিস্তৃতি...

আগুনের পথ নিয়েছি শপথ বন্ধক রেখে প্রাণ
নিত্য বাতাসে অবিশ্রান্ত তোমার শেখানো গান;

যারাই ভেবেছে তুমিহীন সব নশ্বর চোরাবালি
প্রতি মুহূর্তে নিন্দুক মুখে মেখে যাই চুনকালি ।

চিরজাগ্রত মুরশিদ আমার বাংলার সুলতান
তুমিই এনেছ বাংলায় নবজিহাদের ফরমান ।

২৭-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৫

নিষ্ফল বুজুর্গী-কবি মুজাহিদ বুলবুল'অন্যের ভালো দেখলে তোমার মনটারে খোশ রেখোহিংসা নামক মরণব্যধির ছোঁয়া থেকে দূরে থেকো;বড়দে...
25/03/2020

নিষ্ফল বুজুর্গী
-কবি মুজাহিদ বুলবুল

'অন্যের ভালো দেখলে তোমার মনটারে খোশ রেখো
হিংসা নামক মরণব্যধির ছোঁয়া থেকে দূরে থেকো;
বড়দের করো সম্মান আর ছোটদেরে ভালোবেসো
দুখিদের দুখে মনটা কাঁদাও সুখিদের সুখে হেসো'---

এই জীবনের বাস্তবতায় চলছি কি মেনে তা
না-ই যদি হয় তাহলে 'মুরীদ' দাবিদার অযথা
এমন সোনার নসীহত ভুলে হিংসায় জ্বলে যে
লোক দেখানো বুজুর্গী তার আসবে রে কোন কাজে!

০৭-১১-২০১৬

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৪

আকিদা-কবি মুজাহিদ বুলবুলপাহাড়ের মত অটল ছিলে তাইআকিদার ভিত হয় নি আন্দোলিতবাতিলের সাথে চলবে এই লড়াইশুদ্ধ আকিদা রাখবো সমুন্...
24/03/2020

আকিদা
-কবি মুজাহিদ বুলবুল

পাহাড়ের মত অটল ছিলে তাই
আকিদার ভিত হয় নি আন্দোলিত
বাতিলের সাথে চলবে এই লড়াই
শুদ্ধ আকিদা রাখবো সমুন্নত ।

০১-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪৩

তালামীয, সমুখেই তোমার শপথ-কবি মুজাহিদ বুলবুলআমার স্বপ্ন হয়ে হৃদয়ের মূল ছুঁয়ে বারমাস করো বসবাসতোমার জন্যে আমি জীবন রেখ...
23/03/2020

তালামীয, সমুখেই তোমার শপথ
-কবি মুজাহিদ বুলবুল

আমার স্বপ্ন হয়ে হৃদয়ের মূল ছুঁয়ে বারমাস করো বসবাস
তোমার জন্যে আমি জীবন রেখেছি বাজি তালামীয--- মুক্ত আকাশ
তোমার উৎসমূল জানতে করি নি ভুল তুমি ওই মদিনার রাহী
সুন্নতে নববীর উজ্জ্বল ছবি তুমি বিজয়ের পতাকাবাহী ।

কী তীব্র হুংকারে বাতিলের ভিত নড়ে সূর্যটা দিয়ে যায় উঁকি
তোমার আলোর স্রোত আমাকে দেখায় পথ মন তাই উৎসবমুখি
হৃদয়ের দুরবিনে দেখেছি তোমার মানে--- সুবিশাল পৃথিবী আমার
দীপ্ত আঙিনা ছেড়ে যাব আর কত দূরে নতজানু ফিরি বারবার ।

যাও যাও হেঁটে চলো বিপ্লব ধ্বনি তুলো সংগ্রামে হও বেসামাল
ঝঙ্কারে ঝঙ্কারে বিদ্রোহী হুংকারে পৃথিবীর মুছো জঞ্জাল
তারা খাক সুস্বাদু পৃথিবীর যত মধু তোমার ঠিকানা রাজপথ
পেছনের হাঁকডাক পেছনেই পড়ে থাক সমুখেই তোমার শপথ ।

এমন ভাগ্য কার মোনাজাতে রাহবার কবরেও তোমার স্মরণ
যে যাই বলুক শোনো তুমিই শ্রেষ্ঠ জেনো উর্ধ্বে তোমার বিচরণ
তাবত বারুদ এসে পরাজিত জলে ভাসে মজবুত ঈমান তোমার
ঈমানের তরবারি বাতিলের দাদাগিরি আজীবন করে চুরমার ।

সাদা-কালো কত মত কত সহস্র পথ তুমিই শ্রেষ্ঠ সুমহান
তালামীযে ইসলাম দিয়েছি লক্ষ প্রাণ তোমার জন্যে কুরবান
আমাকে সঙ্গে নিও একটু জায়গা দিও মোহনার সন্ধানী দল
তোমার পথের মাঝে নিত্য সকল কাজে মিশে যাক আমার গজল ।

২২-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪২

সংগঠন[বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া]-কবি মুজাহিদ বুলবুলদীর্ঘ পরীক্ষা শেষে এ সত্য করেছি ধারণতোমার মন্ত্র মিশে আমার ...
21/03/2020

সংগঠন
[বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া]
-কবি মুজাহিদ বুলবুল

দীর্ঘ পরীক্ষা শেষে এ সত্য করেছি ধারণ
তোমার মন্ত্র মিশে আমার রক্তকণিকায়
প্রাণের ঊর্ধ্বে উঠে বীরদর্পে করো বিচরণ
সমস্ত ছেড়ে তাই তোমারই বীরত্ব ওড়াই ।

( দীপ্ত আফসোস তুমি যখন গুছাই গাঁঠুরি)
তোমার জন্য আমি কাফনের সাদা কাপড়ে
বানাই পাগড়ি আর মুক্তবিহঙ্গ হয়ে উড়ি
শ্লোগানের ফেরি করি ঘুমন্ত নগরে নগরে ।

তোমার স্পর্শে ভীতু ছেলেটাও দুরন্ত বীর
কামানের মুখোমুখি মৃত্যুকে করে না কেয়ার
উন্মুক্ত পথ তুমি হে কাফেলা চিরমুক্তির
সোনালি বিদ্যাপীঠ উন্নত জীবনী শেখার ।

তোমার স্পর্শ লেগে মৃত্যুও পুলক ছড়ায়
আমার দাফন হোক তোমার দীপ্ত আঙিনায় ।

১৫-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪১

মহাযাত্রী[শাহ্ সুফি আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (র.) স্মরণে]-কবি মুজাহিদ বুলবুলধুলো ওড়া পথগুলো বাড়িয়ে দুহাতঅসীম ...
20/03/2020

মহাযাত্রী
[শাহ্ সুফি আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (র.) স্মরণে]
-কবি মুজাহিদ বুলবুল

ধুলো ওড়া পথগুলো বাড়িয়ে দুহাত
অসীম গভীরে টেনে করেছে বরণ
সেই পথ আজ বুকে চালায় করাত
তোমাদের দ্বারে দ্বারে আধমরা মন...

যেটুকু অযোগ্যতা কতটুকু তার
দায়ভার নিয়ে ঘুরে নীল মুসাফির
আমারও রক্ত লাল এটুকু বুঝার
হয় নি সময় কারও কেবল প্রাচীর

গরিবের ডাল ভাতে দিয়েছে আগুন
দীর্ঘ ক্ষুধার শেষে জীবন্ত লাশ
তোমাদের দরবারে শুধায় উনুন
এবং ভিক্ষা চায় আখেরি নিবাস;

ফিরবে না হয়তবা সেই রাত্রি
আমাকে বানিয়ে দিও মহাযাত্রী... ।

২৬-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৪০

আমার পূর্বপুরুষ-কবি মুজাহিদ বুলবুলমন বলে--- তুমি তাঁদের সবাইকেই চেনোকারও কারও সাথে মাঝেমধ্যে দেখা হয়ে গেলেহয়ত তাঁরা আম...
18/03/2020

আমার পূর্বপুরুষ
-কবি মুজাহিদ বুলবুল

মন বলে--- তুমি তাঁদের সবাইকেই চেনো
কারও কারও সাথে মাঝেমধ্যে দেখা হয়ে গেলে
হয়ত তাঁরা আমার কথা বলে ফেলতেও পারেন
কেন না আওলাদ যতই অপরাধী হোক
করুণার চোখ একবার খুলে যেতে পারে...

জানো--- আজকাল সুরগুলো কেমন যেন
বরফের মত জমে থাকে;
গাইতে গিয়ে যখন চোখ ভিজে ওঠে
তখনই টের পাই খানিকটা গলেছে বুঝি!
ভাঙনের শব্দগুলো যন্ত্রের মত আচানক তাল দেয়
শত আয়োজন করে যতবার গাইতে চেষ্টা করি
রক্তবমির মত সুর ভেসে যায়...

সন্ধ্যার কতটা দেরি ঠিক জানি না আমি---
ঘরে ফিরে যাব বলে আকাশকে বলি শোনো ভাই
তোমার বিশাল বুকের এক কোণে লিখে নাও
বুলবুলের নাম; বহুদূর পড়ে আছে বাড়ি---
ফিরতে হবে; অন্ধকারে হাঁটতে পারি না আর...

০৪-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৩৯

তোমার প্রজা-কবি মুজাহিদ বুলবুলতুমি নেই বলে গানের পাখিটা সুরের বদলে রক্ত ঝরায়সোনার ফসল জ্বলে পুড়ে ছাই দাম্ভিকতার মাতাল ...
17/03/2020

তোমার প্রজা
-কবি মুজাহিদ বুলবুল

তুমি নেই বলে গানের পাখিটা সুরের বদলে রক্ত ঝরায়
সোনার ফসল জ্বলে পুড়ে ছাই দাম্ভিকতার মাতাল খরায়
বহু নির্ঘুম রাত্রির শেষে ভিড় ছেড়ে এই নতুন বসত
এখনও এ প্রাণ মুঠোর ভেতর টগবগে সেই দীপ্ত শপথ!

তুমি নেই বলে ছায়াহীন আমি রোদে পুড়ে প্রাণ ওষ্ঠাগত
তুমিহীন ওই পূর্ণিমাচাঁদ ঝিমোয় কেবল মরার মত!
তুমি নেই বলে পৃথিবী আমার একী ভয়ানক নিঠুর ধূসর
প্রাণের মিছিলে নিথর চরণ নিস্তব্ধতা হয়েছে দোসর!

ক্ষুধার্ত এক শিশুমন বলে কত দূর তুমি গেছো হে রাজা
তুমি নেই তাই ক্ষুধায় কাতর তোমারই পাগল জীর্ণপ্রজা
সেখানে নতুন রাজ্যের জানি হবে একদিন গোড়াপত্তন
তোমার প্রজার হৃদয় ক্ষুধার সে দিন যেন হয় নিবারণ ।

৩১-০৭-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৩৮

'করোনা' মানেই 'মৃত্যু' নয়   বাঁচতে হলে জানতে হবে।দেশি-বিদেশি মিডিয়া হাউজগুলোকে গত মাস দেড়েক ধরে খুব সুক্ষ্মভাবে পর্যবেক্...
09/03/2020

'করোনা' মানেই 'মৃত্যু' নয়
বাঁচতে হলে জানতে হবে।

দেশি-বিদেশি মিডিয়া হাউজগুলোকে গত মাস দেড়েক ধরে খুব সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি। দেশীয় মিডিয়া হাউজের কথা অবশ্য ধর্তব্যের বাইরে, কারণ এদের নিউজগুলোর মাঝে কোন সৃজনশীলতা নেই। নেই নিজস্ব রিসার্চ, ডাটা। এরা যেখানে যা পায় তা-ই অনুবাদ করে ছেড়ে দেয়। তাই, গ্লোবাল সিরিয়াস ইস্যুতে সচেতন ব্যক্তিমাত্রই বিদেশি মিডিয়া হাউজগুলোর ওপর সতর্ক দৃষ্টি রাখবেন, এটাই স্বাভাবিক।

কিন্তু, 'করোনা' ইস্যুতে এই বিদেশি মিডিয়া, বিশেষ করে আমেরিকান মিডিয়াগুলোকে বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তারা সারাদিন 'করোনা' কে তাদের লিড নিউজ হিসেবে দেখাচ্ছে, খবরের পাতা থেকে জিনিসটা সরাচ্ছেই না একদম। বিশ্বের কোন প্রান্ত থেকে যদি করোনাতে কোন একটা মৃত্যুর সংবাদ পাওয়া যায়, সাথে সাথে সেটা তুলে দিচ্ছে লিড নিউজে৷

মিডিয়াগুলো করোনায় মৃতের সংখ্যা হাইলাইট করছে বলে আমি বিরোধিতা করছিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, করোনায় আক্রান্ত হাজার হাজার লোক প্রতিদিন সুস্থ হয়ে ঘরে ফিরছে, আলহামদুলিল্লাহ! এই নিউজটা লিড নিউজ হিসেবে দেখাচ্ছেনা আমেরিকান মিডিয়াগুলো, বিশেষ করে সি এন এন, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুহার ২% এর কাছাকাছি। এই ২% এর পাশে আমি ইচ্ছে করলে 'মাত্র' শব্দ যোগ করতে পারতাম, কিন্তু করিনি। আমার কাছে একটা প্রাণের মূল্যও অনেক। কিন্তু ব্যাপার হলো, এই যে হাজার হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরছে, এটা কেনো মানুষকে জানানো হচ্ছেনা?

আরেকটা ইন্টারেস্টিং ডাটা শেয়ার করি।
করোনা নিয়ে বিশ্বে সবচেয়ে বেশি হইচই করছে আমেরিকান মিডিয়া হাউজগুলোই। মুহুর্তে মুহুর্মুহু সংবাদ ছাপাচ্ছে তারা করোনা নিয়ে৷ এতে করে সারা পৃথিবীতে একটা প্যানিক ছড়িয়ে পড়েছে ভালোভাবে যে, করোনা ধরলে আর বুঝি রক্ষে নেই৷ অথচ, করোনায় মৃতের সংখ্যার পাশাপাশি আমাদের যদি সুস্থ হয়ে উঠার ডাটাও মিডিয়া জানাতো, তাহলে বোধকরি মানুষ এভাবে প্যানিকড হয়ে পড়তো না। মানুষ এখন ভাবছে, করোনা মানেই মৃত্যু।

কিন্তু, এই বছর, খোদ আমেরিকাতেই নরমাল ফ্লু'তে মারা গেছে বিশ হাজারের মতো মানুষ৷ একেবারে টাটকা খবর কিন্তু। নরমাল ফ্লু মানে বুঝেছেন তো? এই যে জ্বর, সর্দি-কাশি ইত্যাদিতে। দেখুন, এই নরমাল ফ্লুয়ের জন্য দুনিয়ায় হাজার রকমের প্রতিষেধক মজুদ আছে, আছে বাহারি রকমের চিকিৎসা৷ এতোকিছু থাকা সত্ত্বেও, আমেরিকার মতো দেশে এই ফ্লুতেই মারা গেছে বিশ হাজারেরও অধিক মানুষ। পুরো বিশ্বের হিসেবে যে কি, তা তো বলার বাইরে। অথচ, যে করোনাকে নিয়ে এতো হইচই মিডিয়া করছে, সেই করোনায় এখন পর্যন্ত মারা গেছে তিন হাজারের কিছু বেশি মানুষ। এই করোনার কিন্তু কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। কোন প্রতিষেধক না থেকেও এতে মারা গেছে তিন হাজার, আর হাজার রকমের প্রতিষেধক মজুদ থাকার পরেও নরমাল ফ্লুতে আমেরিকায় নাই হয়ে গেছে বিশ হাজার। তাহলে, কোনটাকে বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে ডাটানুসারে? কিন্তু দেখুন, আমেরিকার মিডিয়া এটা নিয়ে কোন বাতচিত করছেনা। তারা সারাদিন ওই এক করোনা নিয়েই আছে। এখানে কি তাহলে কোন 'গেম' চলছে? আমি জানিনা।

'করোনা আর মৃত্যু' শব্দ দুটো শুনতে শুনতে আপনি নিশ্চয় ভয়ে কুঁকড়ে আছেন, তাই না? তাহলে আপনাকে কয়েকটা আশার কথা শুনাই৷ হয়তো আপনার ভয়টা চলে যাবে। ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

(১) এখন পর্যন্ত করোনাতে কোন শিশুর মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। শিশু মানে, করোনায় আক্রান্ত হয়ে ০-৯ বছরের কোন শিশুর মৃত্যুর ঘটনা দুনিয়ার কোথাও ঘটেনি। তাই, আপনার বাচ্চার ব্যাপারে বেশি ভয় পাওয়ার দরকার নেই। তবে, সতর্ক থাকতে হবে অবশ্যই।

(২) ১০-১৯ বছরের একজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এখন পর্যন্ত, তবে অনেকের মতে, সেটাও রহস্যজনক। আদৌ করোনায় কিনা, তা পুরোপুরিভাবে নিশ্চিত না।

(৩) করোনা আক্রান্ত ৭০,০০০ মানুষের ওপরে একটা স্ট্যাডি হয়েছে, যেখানে দেখা গেছে ৮১% মানুষের সর্দি-কাশি হচ্ছে করোনার ফলে, আবার সেরেও যাচ্ছে। সুতরাং, বিশ্বাস রাখুন, আপনার-আমার যদি করোনা হয়েও থাকে, সাধারণ জ্বর-সর্দির মতো তা আবার সেরেও যাবে, ইনশাআল্লাহ৷ আশা নিয়ে বাঁচুন, ভালো থাকবেন।

(৪) ডাটা অনুসারে, করোনায় যারা মারা গিয়েছে, তাদের ৫০ ভাগের বয়স ৭০ বছরের উর্ধ্বে। আর ৩০% এর বয়স ৬০-৬৯ এর মধ্যে। মানে, ৮০% লোক যারা মারা গেলো বা যাচ্ছে, তাদের গড় বয়স ৬০-৭০ এর উর্ধ্বে। আরো স্পষ্টভাবে, এই করোনায় বুড়ো ব্যক্তিরাই মারা যাচ্ছে সবচেয়ে বেশি।

না, ভয় পাওয়ার কারণ নেই। বুড়ো হলেই যে করোনায় ধপাস করে মারা পড়ছে, তা কিন্তু নয়। রিসার্চে দেখা গেছে, বুড়োদের মধ্যে করোনায় যারা মারা যাচ্ছে, তারা প্রায় সবাই আগে থেকেই কোন না কোন রোগে আক্রান্ত, যেমন- ডায়াবেটিস, হার্টের রোগ, অ্যাজমা, লিভার ইত্যাদি।

সব ডাটাকে একত্র করলে যা সারমর্ম দাঁড়ায় তা হলো, সুস্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, তাদের ক্ষেত্রে করোনায় মারা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই, আশাহত হবেন না। মনে জোর রাখুন।

গত দু'দিন আমার নিজেরও হালকা হালকা গা গরম ছিলো। মাঝে মাঝে মনে হলো, আমাকে বুঝি করোনাই পেয়ে গেলো। তো, আমি যদি এই ফ্যাক্টরগুলো সম্পর্কে না জানতাম, আমি কি ভাবতাম জানেন? আমি ভাবতাম, আমার যদি সত্যিই সত্যিই করোনা ধরা পড়ে, তাহলে সেদিন আমি আর বাসায় ফিরবো না। কারণ আমার মাধ্যমে আমার মা-বাবা, ভাই-বোন আক্রান্ত হবে, আমি এটা ভাবতেই পারিনা। তো, কি করবো তাহলে? চলে যবো নির্জন পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ির দিকে। বাসায় কোনোভাবে ব্যাংকের কার্ডটা পাঠিয়ে বলবো, 'বেঁচে থাকলে দেখা হবে'।

তো, বাঁচলে তো ফিরবো। যদি না বাঁচি? সম্ভবত আমার লাশটাও খুঁজে পাবেনা আমার পরিবার৷ এই ভাবনাগুলো কোত্থেকে আসতো জানেন? প্যানিক থেকে। প্যানিক এতো ভয়ানক জিনিস। তাই ভাইয়েরা, প্যানিক হবেন না। স্বাভাবিক জীবনযাপন করুন, কিন্তু অবশ্যই অতি সতর্কতার সাথে৷

এই যে বিশাল একটা লেখা পড়লেন, এই লেখার সারমর্ম কি? আমি কি করোনা নিয়ে হাসি তামাশা করছি? পাত্তা না দিতে বলছি?

না, মোটেও তা নয়। করোনাকে অবশ্যই পাত্তা দিতে হবে। সতর্ক হতে হবে৷ বাইরে বেরুলে মাস্ক পড়তে হবে, বারেবারে হাত ধুতে হবে, লোকারণ্য এলাকা এড়িয়ে চলতে হবে। সবই করতে হবে, কিন্তু প্যানিক হওয়া যাবেনা। প্যানিক হলে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হবে ভীষণভাবে। তখন করোনায় আপনার মৃত্যুর সম্ভাবনা না থাকলেও, প্যানিক থেকে তৈরি ডিপ্রেশানে আপনার মৃত্যুর সম্ভাবনা কিন্তু হুড়মুড় করে বেড়ে যাবে।

চলুন, সকাল-সন্ধ্যার যিকিরগুলো নিয়মিত করি। বেশি বেশি ইস্তিগফার করি এবং প্রিয় নবী ﷺ এঁর শানে দরূদ ও সালাম পাঠ করি। ভয় না পেয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করি।

অনেক ঘাটাঘাটি করে তথ্যভিত্তিক এই লেখাটি সংগ্রহ করলাম। এবং পোষ্ট আকারে এটা শেয়ার করলাম আপনাদের অবগতির জন্য।

আল্লাহপাক আমাদেরকে আসমান-জমিনের সকল গজব আজাব থেকে সালামতি নসীব করুন। আ-মী-ন।

ঈদের বসত-কবি মুজাহিদ বুলবুলমনঘরে যা-ই হোক, আজ ঈদ---স্বাদের প্রসঙ্গ ভুলে ফিরনি সেমাই হবেশিশুচোখ ভুলে যাবে কতটুকু বদলেছে র...
07/03/2020

ঈদের বসত
-কবি মুজাহিদ বুলবুল

মনঘরে যা-ই হোক, আজ ঈদ---
স্বাদের প্রসঙ্গ ভুলে ফিরনি সেমাই হবে
শিশুচোখ ভুলে যাবে কতটুকু বদলেছে রঙ!

আজ ঈদ--- আজ সব ভুলে গিয়ে
হেসে উঠতে ইচ্ছা করে খুব; চোখ বুজে
শুনি চঞ্চল পায়ের শব্দ সুখতালে বাজে...

ঈদ আসে ঈদ যায়
তোমার ছবিটা ভাসে সুন্দরতম!
দুয়ারে নাড়ছে কড়া অন্য কোন ভিনদেশি ঈদ
তুমি হাসলেই খুলে যাবে ঘর আর
আমার ঈদ খুঁজে পাবে আসল বসত...

২১-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৩৭

06/03/2020

শেইম ইন্ডিয়া ও কবি মুজাহিদ বুলবুল

বাংলাদেশের ইসলামি সংগীতাঙ্গনে কবি মুজাহিদ বুলবুল মানেই ভিন্ন মাত্রার ভালো লাগার এক গীতিকার, সুরকার ও ইসলামি সংগীত শীল্পি। হ্যাঁ ইসলামি রেনেসাঁর অন্যতম কবি মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেবের কথা-ই বলছি। যিনি সময়ে সময়ে সৃজনশীল ইসলামি সংগীত লেখা ও পরিবেশনার মাধ্যমে শ্রোতামহলে বেশ সুখ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। সময়োপযোগী ইসলামি সংগীত লেখা ও পরিবেশনায় কবি মুজাহিদুল ইসলাম বুলবুল এক অতুলনীয় ব্যক্তি। তার লেখা ও পরিবেশনা জুড়ে থাকে হামদে বারী তা'য়ালা, নাতে মোস্তফা (সাঃ) ও জাগরণী ইসলামি সংগীত। স্টেজ-শো গুলোতে নাতে রাসুল (সাঃ) পরিবেশন করে শ্রোতামনে ইশকে মোস্তফার ঢেউ তুলতে কবি মুজাহিদুল ইসলাম বুলবুল যেনো এক অতুলনীয় উদাহরণ।

কবি মুজাহিদুল ইসলাম বুলবুল এমন একজন অসাধারণ গীতিকার, সুরকার ও ইসলামি সংগীত শিল্পী, যিনি একাধিকবার একই দিনের মধ্যে পূর্ণ একটি ইসলামি সংগীত লিখে তাতে সুরারোপ করে রেকর্ডিং-এর কাজও সম্পন্ন করেছেন। আর পরের দিনই সেই সেই সংগীতগুলো পৌঁছে গেছে শ্রোতামহলের হাতে হাতে। যে সংগীতগুলো "তাৎক্ষণিক সংগীত" নামেও খ্যাত। তন্মধ্যে অন্যতম একটি হলো সদ্য রিলিজ হওয়া- দিল্লিতে মানবতার খুনিদের উদ্দেশ্যে একটি ঘৃণা সঙ্গীত "শেইম ইন্ডিয়া"। যে সংগীতটি লেখা হয়েছে ভারতের দিল্লিতে নরপিশাচদের দ্বারা মুসলমানদের গণহত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে।

কবি মুজাহিদুল ইসলাম বুলবুল "শেইম ইন্ডিয়া" সংগীতটি গত ২৮ ফেব্রুয়ারী ২০'ইং ভোরবেলা লিখেন এবং সাথে সাথেই সংগীতটিতে সুরারোপ করেন। ওই দিন দিল্লিতে মুসলমানদের গণহত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে জুমু'আর নামাজের পর সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিলো। তাই সংগীতটিতে সুরারোপ করার পরপরই কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সিলেটে চলে যান। সেখানে জুমু'আর নামাজ আদায় করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। তারপর অনেক ক্লান্তি ও অবসাদ নিয়েই স্টুডিওতে চলে যান এই তাৎক্ষণিক সংগীতটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করতে। রেকর্ডিং শেষে আবার রওয়ানা হন কুলাউড়ার একটি নাশীদ মাহফিলের উদ্দেশ্যে। এদিকে রাত ০৯ টার দিকে সংগীতটির এডিটিং-এর কাজে লেগে যান কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের প্রতিষ্ঠিত ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ'র পরিচালক, জনপ্রিয় ইসলামি সংগীত শীল্পি- আব্দুল ওয়াদুদ ময়নুল। তিনি ভোর পাঁচটা পর্যন্ত একাধারে কাজ করে সংগীতটির এডিটিং ও মাষ্টারিং-এর কাজ সম্পন্ন করেন। অতঃপর ২৯ ফেব্রুয়ারী সকাল বেলায়ই কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Mujahid Bulbul Official -এ তাৎক্ষণিক এই ঘৃণা সংগীতটি রিলিজ হয়।

এই সংগীতটিতে কবি মুজাহিদুল ইসলাম বুলবুল তুলে ধরেছেন দিল্লির অসহায়, নির্যাতিত-নিপীড়িত, মজলুম মুসলমানদের আর্তনাদ ও হাহাকার। তুলে ধরেছেন মানুষরুপী হায়েনা তথা জানওয়ারদের বর্বরতা। প্রগতিশীল দালালদের প্রতি জানিয়েছেন ধিক্কার। এ সংগীতটিতে ফুটে উঠেছে মুসলমানদের রক্তের বিনিময়ে অর্জন হওয়া ইসলামের বিজয় নিশান। সংগীতটিতে তুলে ধরেছেন মুসলমান নিধনে নেতৃত্ব দেয়া গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদি'র অপকীর্তি। পরিশেষে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী অনুষ্ঠান মুজিববর্ষে মানুষরূপী জানওয়ার মোদি'কে আমন্ত্রণ জানানোর জন্য কবি মুজাহিদুল ইসলাম বুলবুল তীব্র নিন্দা জানিয়েছেন। তার তাৎক্ষণিক এই ঘৃণা সংগীতের প্রতিটি কথা শ্রোতামনে জাগরণের প্রেরণা যুগিয়েছে।

কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের "শেইম ইন্ডিয়া" নামক এই তাৎক্ষণিক সংগীতটি শ্রোতামহলে ব্যাপক সমাদৃত হয়েছে। এখনও ফেসবুকের নিউজফিড জুড়ে রীতিমতো এই সংগীতটি শেয়ারের প্রতিযোগিতা চলছে।

পরিশেষে কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের প্রতি হাজার হাজার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে থাকলো হৃদয় উজাড় করা উষ্ণ ভালোবাসা। আল্লাহপাক আমাদের প্রিয় শীল্পি-কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের নেক হায়াত অনেক অনেকগুণ বাড়িয়ে দিন। এবং তার মাধ্যমে পশ্চিমা অপসংস্কৃতি দূর করে সুস্থ ইসলামি সাংস্কৃতির বিপ্লব ঘটান। সাথে সাথে আব্দুল ওয়াদুদ ময়নুল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের যথাযোগ্য জাযা দান করুন। তাকেও সুদীর্ঘ নেক হায়াত দান করুন। আ-মী-ন।

✍মুহাম্মাদ আবুল হাসনাত
০৪ ফেব্রুয়ারী ২০২০ইং

কাছের বেড়াল হয়ে-কবি মুজাহিদ বুলবুলএ কখনও যাওয়া নয়---ভীতু বেড়ালের মত এক কোণে লুকিয়ে থাকা;ফেরারি জীবন জানে লজ্জার আগুনেপুড়...
01/03/2020

কাছের বেড়াল হয়ে
-কবি মুজাহিদ বুলবুল

এ কখনও যাওয়া নয়---
ভীতু বেড়ালের মত এক কোণে লুকিয়ে থাকা;
ফেরারি জীবন জানে লজ্জার আগুনে
পুড়ে গেছে ঘর বাড়ি সজ্জিত মঞ্চ
ভুল সব অক্ষরে ভরে গেছে রঙিন দেয়াল...

যে মাটির গন্ধ মিশে আমার শরীরে
কোথায় পালাবো আমি এ মাটি বন্ধন ছেড়ে;
পথের ধুলোয় মিশে প্রাণ আজও করে চিক চিক
তোমাকে পাওয়ার জন্যে জাগ্রত পথ
আমি তো দিয়েছি জমা হৃদয়ের সব অভিমান---

দূরের কুকুর নয়, কাছের বেড়াল হয়ে
আমাকে থাকতে দিও সীমান্তে তোমার... ।

১৬-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৩৬

Address

Kulaura
Maulvi Bazar
3230

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abul Hasnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Abul Hasnat:

Share

Nearby media companies



You may also like