Muhammad Abul Hasnat

Muhammad Abul Hasnat digital marketing

08/08/2022
কাঁদো বাংলাদেশ-কবি মুজাহিদ বুলবুলকাঁদো বাংলাদেশ---উধাও পাহাড় তাই আন্দোলিত              মাঠ ঘাট যত প্রান্তর;দেখো যদি তারপ...
16/04/2020

কাঁদো বাংলাদেশ
-কবি মুজাহিদ বুলবুল

কাঁদো বাংলাদেশ---
উধাও পাহাড় তাই আন্দোলিত
মাঠ ঘাট যত প্রান্তর;
দেখো যদি তারপরও বুকের পাথর নামে!

কাঁদো আরও কাঁদো---
ভেসে ভেসে একদিন
সোনালি মোহনায়
এক হয়ে মিশে যাক
জলের মিছিল...

২৩-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬৪

আলহামদুলিল্লাহ!!! প্রিয় কবি মুজাহিদ বুলবুল রচিত অনন্য কাব্যগ্রন্থ "পাখি আর হাওরের প্রেম" এর সবগুলো কবিতা ধারাবাহিক ভাবে ...
16/04/2020

আলহামদুলিল্লাহ!!!
প্রিয় কবি মুজাহিদ বুলবুল রচিত অনন্য কাব্যগ্রন্থ "পাখি আর হাওরের প্রেম" এর সবগুলো কবিতা ধারাবাহিক ভাবে পোষ্ট করার ইচ্ছা পোষণ করেছিলাম। আল্লাহর শুকরিয়া, ইতোমধ্যে ৫৫ টি কবিতার মধ্যে ৫৪ টি কবিতা পোষ্ট করা হয়েছে গতকাল পর্যন্ত। সর্বশেষ কবিতাটি আজ সন্ধায় পোষ্ট করবো ইনশাআল্লাহ। ভীষণ ভালো লাগছে এই উদ্যোগ গ্রহণ করে পরিসমাপ্তিতে পৌঁছাতে পেরে।

প্রিয় দুঃখবোধ-কবি মুজাহিদ বুলবুলপ্রিয় দুঃখবোধ তুমি শবযাত্রী হয়োসারিবদ্ধ বেশ যেন হয় রাজকীয়!এক ফাঁকে ঢুকে পড়ে কবরে আমারতার...
15/04/2020

প্রিয় দুঃখবোধ
-কবি মুজাহিদ বুলবুল

প্রিয় দুঃখবোধ তুমি শবযাত্রী হয়ো
সারিবদ্ধ বেশ যেন হয় রাজকীয়!

এক ফাঁকে ঢুকে পড়ে কবরে আমার
তারই এক কোণে জুড়ে দিও সংসার;

আষ্টেপৃষ্ঠে রেখো জড়িয়ে আমায়
সযত্নে ক্ষতগুলো রেখো পাহারায়!

প্রিয় দুঃখবোধ তুমি হও যত কালো
মুরশিদ নাম চুমে আলো হয়ে জ্বলো ।

০৪-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬৩

জানুয়ারি-কবি মুজাহিদ বুলবুলকত জল বুকে ধরেছো জানুয়ারিতুমি আসো আর ভাসাও এ ঘরবাড়িতোমার জন্যে আয়োজন ঘরে ঘরেতুমি আসো আর ফুলগু...
14/04/2020

জানুয়ারি
-কবি মুজাহিদ বুলবুল

কত জল বুকে ধরেছো জানুয়ারি
তুমি আসো আর ভাসাও এ ঘরবাড়ি
তোমার জন্যে আয়োজন ঘরে ঘরে
তুমি আসো আর ফুলগুলো ঝরে পড়ে ।

জানুয়ারি মানে মাহফিল ভরা ব্যথা
জানুয়ারি মানে অবিরাম শোকগাথা
জানুয়ারি মানে মর্সিয়া ভরা মাস
জানুয়ারি মানে লাখো দীর্ঘশ্বাস

জানুয়ারি তুমি বুক ফাটা তাকবীর
জানুয়ানি তুমি হাহাকার ধরনীর
তুমি জানুয়ারি জলের সূত্রপাত---
সারাটা বছর নীরবে অশ্রুপাত

তুমি ফেরো আর হৃদয়ে আগুন জ্বলে
জানুয়ারি তুমি এমনই মলিন হলে... ।

১৪-০১-২০১২

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬২

চল তালামীয যা আছে তোর-কবি মুজাহিদ বুলবুলতোমরা কারা ভাব ধরেছো ধান্দাবাজের দলচিনি তোমাদের মুনাফিকি আর পেট বাঁচানোর ছলআমার ...
13/04/2020

চল তালামীয যা আছে তোর
-কবি মুজাহিদ বুলবুল

তোমরা কারা ভাব ধরেছো ধান্দাবাজের দল
চিনি তোমাদের মুনাফিকি আর পেট বাঁচানোর ছল
আমার ভাইয়ের রক্তে রাজপথ লালে লাল
তোমরা তখন আঁকছো বসে দাওয়াত খাওয়ার চাল?

চাই না হাজার মাত্র কয়েক রাসূলপ্রেমিক হলে
সুন্নীয়তের এই পতাকা উড়বে জলে স্থলে
আউলিয়াদের এই কাফেলার আল্লাহ্ জিম্মাদার
সংখ্যা দিয়ে সন্ত্রস্ত হয় না ঈমানদার ।

তোমরা কারা হাহাকারের করছো অভিনয়
ত্রিশূলসম আসবে জেনো জবাবদিহির ভয় ।
দেখবো না আর কে ফিরেছে কে এসেছে সাথে
চল তালামীয যা আছে তোর সঙ্গে ময়দানেতে ।

হাদিয়ে যামান মুরশিদুনা আপসহীনের দল
কিসের শঙ্কা রাখলে বুকে মরণজয়ীর বল ।

২৩-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬১

শেখ উবাইকবি মুজাহিদ বুলবুলনামখানি তোর পড়বে ঢাকা নতুন করে চিনবে লোকে এই যামানার আব্দুল্লা বিন উবাই বলে ডাকবে তোকে লোক দেখ...
12/04/2020

শেখ উবাই
কবি মুজাহিদ বুলবুল

নামখানি তোর পড়বে ঢাকা নতুন করে চিনবে লোকে
এই যামানার আব্দুল্লা বিন উবাই বলে ডাকবে তোকে
লোক দেখানো ঈমানদারি খুব বেশি দিন রয় না টিকে
মিথ্যা দিয়ে সত্যটাকে জয় করে কোন মুনাফিকে?

চোরের মত লুকাস কেন এতই যদি হিম্মতআলা
ক্ষুব্ধ হাজার জনের হাতে ঐ চেয়ে দেখ জুতার মালা
আয় না দেখি বাপের বেটা সাহস করে সামনে দাঁড়া
আঁধার ছেড়ে একটু দেখি আলোতে তোর এক পা বাড়া।

নোংরামি নয় বিষয় কোন--- এই কবিতায় ঘেন্না ঢেকে
লিখছি শুধু চিনিয়ে দিতে এই যামানার উবাইটা কে
সরলপ্রাণের মানুষগুলোই খাচ্ছে ধোঁকা দিন দুপুরে
ভেলকি ধরে ওই মুনাফিক সাধুর বেশে কেমনে ঘুরে!

বে-নামেতে মারিস উঁকি গাল পারিস তাও ভিন্ন নামে
খাসনি মায়ের দুধ বুঝি তাই স্বনামে তোর কলজে ঘামে?
বিচ্ছিরি ওই মুখের ভাষা ডুবেই থাকিস অসভ্যতায়
বাস তো করিস সভ্য দেশে--- জন্মেছিলি মেথরপাড়ায়?

দে গালি দে আচ্ছা মত মানুষ জানুক তোর পরিচয়
যতই ঢাকার চেষ্টা করিস পঁচলে টিকই গন্ধ বেরয়
জানুক লোকে কেমন করে মুনাফিকের ঘোমটা খুলে
গালির ভয়ে থমকে যাব--- আচ্ছা ভাবিস এই তাহলে?

ভাবুক ওরা যার যা খুশি বলছি আমি দিব্যি করে
সেই উবাইয়ের উত্তরসূরি আসছে নতুন রুপটি ধরে
সংঘবদ্ধ মুনাফিক দল উবাই তাদের মহান নেতা
দেখছে সবাই, বুঝতে দেরি মুনাফিকদের আদিখ্যেতা!

কোন কালেই লুকিয়ে রাখা যায় নি মুনাফিকির খেলা
খসবে রে তোর মুখোশ যখন সময় এলেই বুঝবি ঠেলা
আজ কিবা কাল আড়াল ভেঙে হাজার মানুষ চিরবে তোকে
'শেখ উবাই শেখ উবাই' বলে দেখিস তখন ডাকবে লোকে।

২৬-১০-২০১৬

পাখি আর হাওরের প্রেম ⏹ ৬০

দূরে কাছে-কবি মুজাহিদ বুলবুলসাবাস সাবাস গুলির শব্দে পালাই দিগ্বিদিকচারপাশ ঘিরে বিদঘুটে হাসি ব্যবসায়ী মুনাফিকআমি তো অধম ...
11/04/2020

দূরে কাছে
-কবি মুজাহিদ বুলবুল

সাবাস সাবাস গুলির শব্দে পালাই দিগ্বিদিক
চারপাশ ঘিরে বিদঘুটে হাসি ব্যবসায়ী মুনাফিক
আমি তো অধম নগরে নগরে ভালোবাসা করি ফেরি
নীরবতা যত দগ্ধ এখন দু পায়ে মৌনবেড়ি...

প্রিয়তম 'দূর' আত্মঘাতি তবুও তো ছিলো শান্তি
কাছাকাছি এসে দেখি আজ শুধু অভিশাপ ভুলভ্রান্তি
যদি চাও তবে সব দরোজায় ঝুলাও মস্ত তালা
বন্দিত্বের স্থির মন্ত্রে মিটে যাক যত জ্বালা ।

ভিড়ের মধ্যে খুঁজি নি তোমায় তুমি তো আড়ালে হাসো
মুখোমুখি সাপ আমি থরথর তুমি ধীর পায়ে আসো
সব সাবাসের ত্রাসের ভেতর আমায় করোনা বন্দি
নিন্দিত কোন ব্যবসার সাথে হয় নি আমার সন্ধি ।

প্রিয় রাহবার মুর্শিদ আমার উজ্জ্বলতম মুখ---
আফসোস নেই নীরব প্লাবনে ভেসে যায় যদি বুক ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৯

তোমার জন্যে লিখতে গজল-কবি মুজাহিদ বুলবুলএমনতর সোনার মানুষ পাইনি খুঁজে কোথাও আরধর্ম বর্ণ নির্বিশেষে উঠছে মাতম হে রাহবার ।...
10/04/2020

তোমার জন্যে লিখতে গজল
-কবি মুজাহিদ বুলবুল

এমনতর সোনার মানুষ পাইনি খুঁজে কোথাও আর
ধর্ম বর্ণ নির্বিশেষে উঠছে মাতম হে রাহবার ।

লাগলো যখন তোমার ঝলক উঠলো হেসে অন্ধচোখ
আজ সহজ শুষ্কমরু তোমার জন্যে ভাসায় বুক ।

বিরহে তোমার কেমন যেন ঝিমোচ্ছে ঐ পূর্ণিমা
লক্ষ তারায় মলিন বিষাদ দুখের বুঝি নেই সীমা!

আমার কলম কাঁপে থরথর ভেজা কাগজের আর্তনাদ
মধ্যসাগরে দিকনির্দেশ করো মহাবীর সিন্দবাদ---

হাঁকে মানযিল সবুজ মিনার ছুটে বিপ্লবী বিরামহীন
হে মুজাদ্দিদ রক্তের দানে করেছো আবাদ এই জমিন ।

আমি তো অধম চার দেয়ালে অক্ষমতায় হারাই নিদ
তোমার জন্যে লিখতে গজল চৌচির ফেটে শূন্যহৃদ!

২৭-০৮-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৮

বরাতের সন্ধানে-কবি মুজাহিদ বুলবুলকঙ্কর মারা হৃদয়গুলো বলে যাক বিদ-আ'তআমাদের কাছে মহিমান্বিত লাইলাতুল বরাতহতভাগাদের পাগলপ্...
09/04/2020

বরাতের সন্ধানে
-কবি মুজাহিদ বুলবুল

কঙ্কর মারা হৃদয়গুলো বলে যাক বিদ-আ'ত
আমাদের কাছে মহিমান্বিত লাইলাতুল বরাত
হতভাগাদের পাগলপ্রলাপ কে কবে তুলেছে কানে
সারা রাত জেগে রয় যে মুমিন বরাতের সন্ধানে ।

মানুষ রূপের শয়তানগুলো ইবলিসি কূটচালে
মুমিন হৃদয় আটকাতে চায় মিথ্যার বেড়াজালে
টলাতে পারে না মুমিনের মন অবিচল অক্ষত
সত্যের জয় চিরদিন হয়--- শয়তান পরাজিত ।

রাব্বে কারীম তোমার দয়ায় ভরো এ শূন্য হাত
সহজ করো, সুন্দর করো দুনিয়া ও আখেরাত ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ১৬

দারুল কিরাত ফুলতলী-কবি মুজাহিদ বুলবুলদারুল কিরাত মজিদিয়া ফুলতলী গুলবাগেমধুর তিলাওয়াতের সুরে ভ্রমরগুলো জাগে---বেহেশতি পরি...
08/04/2020

দারুল কিরাত ফুলতলী
-কবি মুজাহিদ বুলবুল

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী গুলবাগে
মধুর তিলাওয়াতের সুরে ভ্রমরগুলো জাগে---
বেহেশতি পরিবেশ যেন পবিত্র রামদ্বানে
আল কোরআনের মধুর বাণী ছড়ায় প্রাণে প্রাণে ।

দুনিয়াজুড়ে দারুল কিরাত প্রতিষ্ঠিত আজ
প্রতিষ্ঠাতা আল্লাহ‌‌‌র ওলী ফুলতলী--- সারতাজ;
লক্ষপ্রাণে দিলেন জ্বেলে আল কোরআনের নূর
তাঁকেই বুঝি খুঁজে বেড়ায় মধুরতম সুর ।

হাজার শাখা উদ্ভাসিত হেজাজী আলোয়
দারুল কিরাত মজিদিয়া এখন বিশ্বময় ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৭

আজ কদরের রাত-কবি মুজাহিদ বুলবুলসহস্র মাইল পার হয়ে যাক উষ্ণ জলপ্রপাতমিনতি তোমার দরবারে খোদা আজ কদরের রাত---খোলো এ হৃদয় ধ...
07/04/2020

আজ কদরের রাত
-কবি মুজাহিদ বুলবুল

সহস্র মাইল পার হয়ে যাক উষ্ণ জলপ্রপাত
মিনতি তোমার দরবারে খোদা আজ কদরের রাত---
খোলো এ হৃদয় ধোঁয়াচ্ছন্ন এই দুই চোখ খোলো
আমার শূন্য হৃদয়ে তোমার প্রেমের তুফান তুলো ।

বহু পাপ বহু অনুতাপ বহু ভুলের এ সংসার
ক্ষমা করে দাও খুলে দাও আজ মহাকরুণার দ্বার
এই যে ক্লান্তি আত্মঘাতি এ বোঝা হালকা করো
তোমার দয়ার শক্তিতে খোদা ন্যুব্জহৃদয় ভরো ।

আঁধার পাহাড় হোক চুরমার হাসুক কাল প্রভাত
ভিক্ষার ঝুলি ভরে দাও খোদা আজ কদরের রাত ।

১৭-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৬

আজকাল মুখগুলো-কবি মুজাহিদ বুলবুলবয়েসের ভুলেছি হিসেবএকেকটা মুখ যেন চলন্ত আলো---ইচ্ছে করে হৃদয়ের যত শ্রদ্ধাছড়িয়ে ছিটিয়ে র...
06/04/2020

আজকাল মুখগুলো
-কবি মুজাহিদ বুলবুল

বয়েসের ভুলেছি হিসেব
একেকটা মুখ যেন চলন্ত আলো---
ইচ্ছে করে হৃদয়ের যত শ্রদ্ধা
ছড়িয়ে ছিটিয়ে রাখি সমস্ত বাড়ি...

অন্যরকম ভালোবাসার সন্ধানী মন
দূরে কিবা কাছে
ভেজা চোখ ভাষাহীন বড়!
কিছু কথা জমে থাকে বুকে
কিছু কথা নিশ্বাসে
ধুলো হয়ে ওড়ে আর
হৃদয়টা তছনছ করে...

মুখগুলো এখনও তো আগের মতই
কেবল আমার চোখে জমেছে ধুলো
এখন ঝড়ের বেগে পালাই পালাই আর
ফিরে ফিরে চেয়ে দেখি মুখগুলো
একেকটা উজ্জ্বল ছবির মত...

২৮-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৫

তাকবীরে তালামীয-কবি মুজাহিদ বুলবুলহুব্বে রাসূল বুকের বলমোরা নির্ভীক সৈন্যদল ।আমরা অজেয় আমরা বীরআমরা সৈন্য ফুলতলীর ।পীর আ...
05/04/2020

তাকবীরে তালামীয
-কবি মুজাহিদ বুলবুল

হুব্বে রাসূল বুকের বল
মোরা নির্ভীক সৈন্যদল ।

আমরা অজেয় আমরা বীর
আমরা সৈন্য ফুলতলীর ।

পীর আউলিয়ার আশীর্বাদ
বীর তালামীয জিন্দাবাদ ।

সবুজ মিনার নিশানা
লক্ষ্য মোদের মদিনা ।

আমরা স্বাধীন মুক্তপ্রাণ
বীর বাঙালি মুসলমান ।

যে পথ গেছে মদিনাতে
যায় যদি প্রাণ যাক সে পথে ।

লড়াই করি এ বাংলাতে
উৎস মোদের মদিনাতে ।

জিহাদ জিহাদ সুর উঠে
বীর তালামীয যায় ছুটে ।

রুখবে মোদের সাধ্য কার
তালামীয পীর আউলিয়ার ।

চলছে লড়াই থামবে না
আমরা পিছু হটবো না ।

আউলিয়াদের স্বপ্নসাধ
বীর তালামীয জিন্দাবাদ ।

রাসূলপ্রেমে জীবন বাজি
হয়ত শহীদ নয়ত গাজী ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৪

তোমার চরণ চুমে-কবি মুজাহিদ বুলবুলঅথৈ সমুদ্র বুঝি সমুখে বিপদজীবন ফেলেছে ঘিরে নীল সংকেতঅসহায় মন খুঁজে তোমার দরদতারপর ডুবে ...
03/04/2020

তোমার চরণ চুমে
-কবি মুজাহিদ বুলবুল

অথৈ সমুদ্র বুঝি সমুখে বিপদ
জীবন ফেলেছে ঘিরে নীল সংকেত
অসহায় মন খুঁজে তোমার দরদ
তারপর ডুবে গেলে স্বপ্নসমেত
টুকরো টুকরো এই হৃদয়পাথর
হয়ত খেয়ালবশে হবে না ঝিনুক
হয়ত শূন্যতায় ভরা বালুচর
নগণ্য প্রাণ শুধু তোমাকে চিনুক

তুমি যদি রাগ করো সব নিষ্ফল
কথা বলো প্রিয়তম গায় মজলুম---
কম্পিত সুর তাল ফেরারি গজল
ভয়ানক শূন্যতায় নেমে এলে ঘুম
চোখ মেলে দেখি যেন পবিত্র ফুল
তোমার চরণ চুমে হাসে বুলবুল ।

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫৩

তুমিহীন অর্থহীন-কবি মুজাহিদ বুলবুলআজকাল বড় সিদ্ধান্তহীনতায় ভোগী---কোথায় ফিরবো জানি না তবু হর হামেশাইনিজেকে প্রস্তুত করি;...
02/04/2020

তুমিহীন অর্থহীন
-কবি মুজাহিদ বুলবুল

আজকাল বড় সিদ্ধান্তহীনতায় ভোগী---
কোথায় ফিরবো জানি না তবু হর হামেশাই
নিজেকে প্রস্তুত করি; ফিরে যাব বলে
ঘরের টিনের ছিদ্রগুলো আরও বড় হতে থাকে...

প্রিয় রাহবার--- আমার এই ক্লান্তির কোন সংজ্ঞা জানি না আমি;
আক্রোশ না অভিমান, লজ্জা না যন্ত্রণা কোনটাই
ঠিক করে বুঝতে পারি না, যেন এক সুদীর্ঘ জ্বলন্ত দ্বন্দ্ব!
ফিরবো কি ফিরবো না কিংবা কতদূর কোথায় ফিরবো
নাকি এইভাবে চলতে চলতে একদিন না ফেরার আলিঙ্গনে
উধাও হয়ে যাবে সব কষ্টার্জিত সঞ্চয়---
কিছুই জানি না আমি!

কত মন্দ দ্বন্দ্ব পেরিয়ে অস্থির রাতগুলো উদাসীন
তোমাকেই ভাবে আর ভাবে--- তুমিহীন রাত মানে অসীম শূন্যতা
তুমিহীন অর্থহীন আমার গান কবিতা...

১১-০৯-২০০৯

পাখি আর হাওরের প্রেম ⏹ ৫২

Address

Kulaura
Maulvi Bazar
3230

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abul Hasnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Abul Hasnat:

Videos

Share