রকি মোবাইল সার্ভিসিং

রকি মোবাইল সার্ভিসিং Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রকি মোবাইল সার্ভিসিং, Matiranga.

ওয়াল্যটন ৩২ ইঞ্চি এলইডি টিভি প্যানেলটির, প্রথমে এপাসের ckv লাইন শর্ট হয়ে যায়, কাটিং করে ঠিক করার পর।কিছুদিন চালানোর পর...
15/09/2023

ওয়াল্যটন ৩২ ইঞ্চি এলইডি টিভি প্যানেলটির, প্রথমে এপাসের ckv লাইন শর্ট হয়ে যায়, কাটিং করে ঠিক করার পর।কিছুদিন চালানোর পরে অপর পাশে ckv লাইন গুলিও শর্ট হওয়ার পরে প্যানেলটি এক প্রকার বাতিল হয়ে যায়। crt পাওয়ার সাপ্লাই দিয়ে নিজে একটি শর্ট কিলার তৈরি করে । প্যানেলটি ঠিক করলাম।
নতুন কোন কাজ করতে পারলে, অনেক আনন্দ লাগে তাই নিজের আনন্দ ও ভালোলাগা টুকু তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

Redmi note 10 cpu revolving done.....
01/06/2023

Redmi note 10 cpu revolving done.....

নতুন নতুন সকল ব্র‌্যা‌ন্ডের মোবাইল ফো‌নের আকর্ষনীয় লেডিস ও জেন্স কাভার পেতে যোগাযোগ করুন। রকি মোবাইল সার্ভিসিংমা‌টিরাঙ...
06/01/2022

নতুন নতুন সকল ব্র‌্যা‌ন্ডের মোবাইল ফো‌নের আকর্ষনীয় লেডিস ও জেন্স কাভার পেতে যোগাযোগ করুন।

রকি মোবাইল সার্ভিসিং
মা‌টিরাঙ্গা বাজার
খাগড়াছ‌ড়ি জেলা।
01553651616

কাজ কে আরো সহজ ও সুন্দর করতে দোকানে কিছু নতুন Tool,Add করলাম।
06/01/2022

কাজ কে আরো সহজ ও সুন্দর করতে দোকানে কিছু নতুন Tool,Add করলাম।

কাজ কে আরো সহজ ও সুন্দর করতে দোকানে কিছু নতুন Tool, Add করলাম।ধ্যনবাদ জয়নাল ভাই।
06/01/2022

কাজ কে আরো সহজ ও সুন্দর করতে দোকানে কিছু নতুন Tool, Add করলাম।ধ্যনবাদ জয়নাল ভাই।

31/12/2021
কালকে থেকে ঢাকা থেকে বের হতে এবং ঢাকায় ঢুকতে হলে মুভমেন্ট পাশ লাগবে।বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে...
21/05/2020

কালকে থেকে ঢাকা থেকে বের হতে এবং ঢাকায় ঢুকতে হলে মুভমেন্ট পাশ লাগবে।

বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার পারমিশন দিচ্ছে। অনলাইনে আবেদনের ঠিকানা

https://movementpass.police.gov.bd

উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

মুভমেন্ট পাস এর জন্য কি কি লাগবে?

১. যে থানা এলাকা থেকে যাবেন

২. যে থানা এলাকায় যাবেন

৩. আপনার নাম

৪. লিঙ্গ

৫. বয়স

৬. ভ্রমণের কারণ

৭. পাস ব্যবহারের তারিখ ও সময়

৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়

৯. পরিচয় পত্র

১০. নিজস্ব গাড়ি কি

১১. আপনার ছবি

যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:

১. মুদি মালামাল কেনাকাটা

২. কাঁচা বাজার

৩. ঔষধ ক্রয়

৪. চিকিৎসা

৫. চাকরি

৬. কৃষিকাজ

৭. পণ্য পরিবহন

৮. পণ্য সরবরাহ

৯. ত্রাণ বিতরণ

১০. পাইকারি/খুচরা ক্রয়

১১. পর্যটন

১২. মৃতদেহ সৎকার

১৩. ব্যবসা

১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে কি কি ব্যবহার করা যাবে?

১. জাতীয় পরিচয় পত্র

২. ড্রাইভিং লাইসেন্স

৩. পাসপোর্ট

৪. জন্ম নিবন্ধন

৫. স্টুডেন্ট আইডি

আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করুন।

সঠিক ভাবে আবেদন করা হলে নিচের ছবির মত একটি পাস পেয়ে যাবেন। পুলিশ চেকপোস্টে এ উক্ত পাসটি দেখাবেন।

আপনার পরিবার ও আপনজন যেন করোনাভাইরাস এর ভয়াবহতা থেকে মুক্ত থাকে সে কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে আইন মেনে ভ্রমণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

20/07/2019

আজ থেকেই আপনার শিশুকে বাইরের দুধ খাওয়ানো বন্ধ করুন। আপনিও দুধ খাওয়া ছেড়ে দিন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত। হোক সেটা তরল, পাস্তুরিত কিংবা গুড়া দুধ। তবে যাদের নিজের গাভী দুধ দেয় তারা খেতে পারেন, শিশুকেও খাওয়াতে পারেন। কেন? কারণ...

১। বিএসটিআইএর নিবন্ধন পাওয়া ১৪ কোম্পানির ১১টির পাস্তুরিত দুধেই সীসার অস্তিত্ব মিলেছে। এছাড়া, বাজারে পাওয়া তরল দুধের প্রায় সবগুলোতেই ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। আর এ পরীক্ষা চালিয়েছে সরকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে পাস্তুরিত দুধ বাজারজাত করছে মিল্কভিটা, প্রাণ, ফার্মফ্রেশ, আফতাব মিল্ক, ডেইরি ফ্রেশ, ইগলু, আল্ট্রা মিল্ক, আড়ং ডেইরি, আইরান, পিউরা ও সেইফ মিল্ক। সম্প্রতি এসব কোম্পানির পাস্তুরিত দুধ সরকারি- বেসরকারি ছয়টি গবেষণাগারে পরীক্ষা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সো ভুল হওয়ার কোন চান্স নেই।

আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, বিএসটিআইয়ের আইনজীবী আদালতকে জানান, নিবন্ধিত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের মান দেখার দায়িত্ব তাদের। তবে, এসব কোম্পানির পাস্তুরিত দুধের বাইরে বাজারের খোলা তরল দুধের মান দেখার এখতিয়ার বিএসটিআইয়ের নেই। বুঝেন অবস্থা!!

২। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক আ ব ম ফারুক স্যার দুই দফায় পাস্তুরিত তরল দুধ পরীক্ষা করেন। পরীক্ষায় ১০টি নমুনার ১০টিতেই ৪ ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, উচ্চ মাত্রার এসব অ্যান্টিবায়োটিক মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে।

৩। তারো আগে আমদানি করা গুড়া দুধ পরীক্ষা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরীক্ষায় ধরা পরে কোন কোন দুধে ৫০ থেকে ২০০ গুন পর্যন্ত ক্ষতিকর মাত্রার সীসা। এটা নিয়ে তখনো হইচই পড়ে যায়। দেশ বিদেশ থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আক্রমণ করা হয়। নিউজিল্যান্ড থেকে চিঠি পাঠানো হয় দিল্লি দূতাবাসে। চিঠিতে দাবি করা হয়, তাদের দুধ নিরাপদ। কিন্তু আমরা জেনেছি, অনেক ব্যবসায়ী শুধু মুনাফার জন্য মেয়াদ না থাকা দুধ আমদানি করেন। উল্লেখ্য বাংলাদেশে নিউজিল্যান্ডের দূতাবাস নেই। দিল্লি আঞ্চলিক কার্যালয়। বাংলাদেশ যেসব দেশ থেকে গুড়া দুধ আমদানি করে নিউজিল্যান্ড অন্যতম। হইচই শুরু হলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

কেন দুধে এসব ক্ষতিকর উপাদান পাওয়া যাচ্ছে? দুধেতো পাওয়া যাওয়ার কথা চর্বি, পানি, প্রোটিন,ল্যাকটোজ ইত্যাদি। কারণ আমরা নির্বিচারে নিজেরা যেমন ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাই তেমনি গরুকেও খাওয়াই। শুধু তাই নয়, আমরা মাছ মুরগিকেও দ্রুত বড় করার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াই। ট্যানারির বর্জ্যে তৈরি খাবার খাওয়াই।

মনে রাখবেন, এটা দেশে ধংস কিংবা সরকার হটানো কিংবা বহির্বিশ্বের কোন ষড়যন্ত্র নয়। এটা আমাদের অজ্ঞতার ফল, সক্ষমতার অভাবের ফল, আমাদের অধিক মুনাফার লোভের ফল। গত কয়েক দিনে দুধ বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। আরো কমুক। সবার টনক নড়ুক। কার্যকর পদক্ষেপ সবাই নিক। নিরাপদ হোক দুধ। নিরাপদ হোক আগামী। নিরাপদ হোক বাংলাদেশ।

13/04/2019
https://www.facebook.com/358441244946067/posts/403203703803154/
05/04/2019

https://www.facebook.com/358441244946067/posts/403203703803154/

ছবি-টেকজোন টিভি মোবাইলসহ নানা অফারে রাজশাহীতে শুরু ই-কমার্স মেলা Kumar Bishwajit Roy 1 min ago ই-কমার্স, প্রযুক্তি সংবাদ একটি মন্তব....

http://digitalbarta.com
09/07/2018

http://digitalbarta.com

বিকাশের মাধ্যমে সহজেই পরিশোধ করুন পল্লী বিদ্যুতের বিল By নিজস্ব প্রতিবেদক - জুলাই ৯, ২০১৮ বিকাশে সহজেই পল্লী বিদ্য.....

20/03/2018
All Led & lcd motherboard
20/03/2018

All Led & lcd motherboard

Address

Matiranga
4450

Telephone

01553651616

Website

Alerts

Be the first to know and let us send you an email when রকি মোবাইল সার্ভিসিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share