আমাদের মাটিরাংগা

আমাদের মাটিরাংগা মাটিরাঙ্গার সকল খবর সবার আগে পেতে আমাদের পেইজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।ধন্যবাদ

19/12/2024

খাগড়াছড়িতে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস, ২০ পর্যটক আহ*ত

বিস্তারিত কমেন্টে...

18/12/2024

‘সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে’

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস...বিজয় মানেই সম্ভাবনা, বিজয় মানেই মুক্তি, বিজয় মানে দৃপ্ত পায়ে এগিয়ে চলার শক্তিসবাইকে মহান বি...
16/12/2024

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস...
বিজয় মানেই সম্ভাবনা, বিজয় মানেই মুক্তি, বিজয় মানে দৃপ্ত পায়ে এগিয়ে চলার শক্তি
সবাইকে মহান বিজয় দিবসের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা!

15/12/2024

নিকাব পড়া ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করার দাবিতে মাটিংগাতে চলছে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল ।।

15/12/2024

মাটিরাংগা ডিগ্রি কলেজের প্রিন্সিপ্যাল মুসলমানদের কলিজায় আঘাত করেছে।

03/12/2024

শীতকাল মানেই ভাপা পিঠার উৎসব ।

 #গাড়ির নাম্বার প্লেটের বর্ণমালা ও তাদের ক্যাটাগরি:প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একইরকম দেখতে হলেও সেগুলোর নাম্বার ...
03/12/2024

#গাড়ির নাম্বার প্লেটের বর্ণমালা ও তাদের ক্যাটাগরি:

প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একইরকম দেখতে হলেও সেগুলোর নাম্বার আলাদা। সাদা এবং সবুজ এই দুই রঙের নাম্বার প্লেট আছে। সাদা রঙের নাম্বার প্লেট ব্যক্তিগত গাড়িতে এবং সবুজ রঙ ভাড়ায় চালিত যানবাহনে ব্যবহার হয়। যেমন- ঢাকা মেট্রো- গ ৪৫-৭৬৫৯, ঢাকা মেট্রো- খ ৩১-২৫০২ ইত্যাদি। এখানে "ঢাকা মেট্রো" বলতে বোঝানো হয়েছে, গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন। পরবর্তী ‘৪৫’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘৭৬৫৯’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।

#নাম্বার প্লেট লেখার ফরম্যাট:
ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি) কর্তৃক একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটি হল:
- শহরের নাম
- গাড়ির ক্যাটাগরি
- গাড়ির নাম্বার

এই ফরম্যাটের মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বুঝাতেই বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে।

#গাড়ির ২১টি ক্যাটাগরি:
1. ক: প্রাইভেটকার, ৮০০ সিসি
2. খ: প্রাইভেটকার, ১০০০-১৩০০ সিসি
3. গ: প্রাইভেটকার, ১৫০০-২০০০ সিসি
4. ঘ: এসইউভি, ক্রসওভার
5. চ: ব্যক্তিগত এমপিভি, ভ্যান (মাইক্রোবাস)
6. ছ: ভাড়ায় চালিত ভ্যান বা মাইক্রোবাস (সবুজ রঙের নাম্বার প্লেট)
7. জ: ছোট বাস বা মিনিবাস
8. ঝ: বড় বাস বা কোস্টার বাস
9. ট: ট্রাক
10. ঠ: কমার্সিয়াল ডাবল কেবিন পিকআপ ট্রাক
11. ড: মাঝারি সাইজের ট্রাক
12. ন: ছোট পিকআপ
13. প: ট্যাক্সি ক্যাব
14. ভ: ২০০০ সিসির অধিক ব্যক্তিগত গাড়ি
15. ম: পণ্য পরিবহন ও ডেলিভারি পিকআপ
16. দ: প্রাইভেট বা নিজস্ব সিএনজি
17. থ: ভাড়ায় চলিত সিএনজি
18. হ: মোটরবাইক (৮০-১২৫ সিসি)
19. ল: ১৩৫ সিসির অধিক মোটরবাইক
20. ই: ভটভটি টাইপের ছোট ট্রাক
21. য: প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি
এমন আরও তথ্য ও নতুন নতুন গাড়ির আপডেট পেতে
Budget Rides এই পেইজ টি ফলো করে রাখুন 😄

02/12/2024

শুভ সকাল মাটিরাংগা মাছ বাজারে আপনাকে স্বাগতম ।

২রা ডিসেম্বর ২০২৪

10/11/2024

হাফেজ মাওলানা হোসাইন আল মাহমুদ ।
সিনিয়র শিক্ষক, পটিয়া- চট্টগ্রাম ।।

10/11/2024

চলছে সরাসরি নতুনপাড়া মাদরাসার ২৯ তম বাষিক ওয়াজ মাহফিল।।

10/11/2024

হাফেজ মাওলানা মুফতি শামীম হোসেন ফারুকী ।
ইমাম ও খতিব, গোমতী বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ।।

10/11/2024

হাফেজ মাওলানা ক্বারী হারুনুর রশিদ আজিজী ।
পেশ ইমাম ও খতিব, মাটিরাংগা কেন্দ্রীয় জামে মসজিদ ।

08/11/2024

কুড়িল বিশ্বরোডে বাসে আ*গুন

বিস্তারিত 👇

05/11/2024

খাগড়াছড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু বিস্তারিত কমেন্টে....

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রান...
04/11/2024

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।
দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রানির অনেকগুলো ক্ষেত্রের মধ্যে পাসপোর্ট অফিস অন্যতম। একসময় দালা ছাড়া পাসপোর্ট ভাবাই যেতো না। কিন্তু বর্তমানে সেটার পরিবর্তন এসেছে।
এখন দালাল ছাড়াই নির্বিঘ্নে নিজে ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর পাসপোর্ট অফিসে দুর্নীতি ছাড়াই কাগজপত্র জমা দিয়ে আসতে পারবেন। যদিও বর্তমানে পাসপোর্টের সকল আঞ্চলিক অফিস এবং প্রধান কার্যালয় আগারগাঁও এ মানুষের ভিড় আগের চেয়ে বেশি। কারণ এখন মানুষ অতিরিক্ত টাকা ছাড়াই নির্ধারিত ফি এর মাধ্যমে পাসপোর্ট সহজে পাচ্ছে। এরপরও যারা দালাল দিয়ে পাসপোর্ট করবেন সেটা তাদের ব্যর্থতা।

** পাসপোর্ট আবেদনের পদ্ধতি:-
প্রথমেই (Bangladesh e‑Passport Online Portal) এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজের NID অনুসারে একটি একাউন্ট করে নিতে হবে। তারপর ৫ টি STEP অনুসরণ করে যেসব তথ্য চাইবে সেগুলো পূরণ করতে হবে। সাবমিটের পূর্বে অবশ্যই কোনো তথ্য ভুল হয়েছে কিনা সেটা বার বার চেক করে নেওয়া উচিত। কারণ সাবমিট করার পর কোনোভাবেই তা Edit করা যায় না।

** 10 বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৫৭৫০/- এবং ৫ বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৪০২৫/-।

সাবমিট করার সময় ফি জমা দেওয়ার অপশনে offline সিলেক্ট করা উত্তম। Offline হলে দুইভাবেই টাকা জমা দেওয়া যায়। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং সিস্টেম উভয়ই।
এপ্লাই করার পর- ৩ পৃষ্ঠার এপ্লিকেশন কপি ও ১ পৃষ্ঠার সামারি কপি প্রিন্ট করে নিতে হবে।

** পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে যেসব কাগজপত্র/ Documents নিয়ে যেতে হবে-
১)এপ্লিকেশন প্রিন্ট কপি
২) সামারি কপি
৩/চালান ফরম (ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধিত টাকার স্লিপ)
৪/ নিজের NID/Birth Certificate কপি
৫) NID Verification copy
৬) মা ও বাবার NID কপি
৭) পেশা Student দেওয়া হলে আইডি এবং শিক্ষাজীবনের যেকোনো একটি সার্টিফিকেট, Business দেওয়া হলে ট্রেড লাইসেন্স,Private Service হলে ID card এর কপি, Unemployment দেওয়া হলে কোনো ডকুমেন্ট লাগবে না।
৮) নাগরিকত্ব সনদ/জাতীয়তা সনদ

** পুলিশ ভেরিফিকেশনে যেসব কাগজপত্র লাগবে-
১) NID/Birth Certificate copy
২)বিদ্যুৎ বিল(যেকোনো বিলের কপি)
৩/ জায়গার খতিয়ান
৪/ জাতীয়তা সনদ

নিয়মিত ডেলিভারিতে ২১-৩৫ দিনের মধ্যে পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন।
Note: পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর Status Check করে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারবেন আপনার পাসপোর্ট কোন পর্যায়ে আছে।

02/11/2024

কুয়াশা ঘেরা সকালের শুভেচ্ছা 🇧🇩

31/10/2024

কোন এলাকায় কি নামে পরিচিত এই কচু..?

মান কচু । যার মূল্য রাখা হয়েছে ১৪০০ টাকা।।
31/10/2024

মান কচু ।
যার মূল্য রাখা হয়েছে ১৪০০ টাকা।।

Address

Matiranga Bazar, Matiranga Khagrachhari
Matiranga
4450

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মাটিরাংগা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share