Ex Assalamualaikum ♥️
Welcome to 𝐄𝐱
Hope everybody is well. Hope to be with you all the time.

01/09/2024

টাকা কামাও (হালাল ভাবে) , সুন্দর কাপড় পরো (শুকরিয়া আদায়সহ) , পা মাটিতে রাখো ( ইবাদত সহ) ,চুপ করে থাকো (পর্যবেক্ষণ সহ).

10/06/2024
09/04/2024

হঠাৎ যদি রাত ৩:০০ টায় মসজিদের মাইকে শুনেন, "উইঠেন না! উইঠেন না! চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। "

বলেন তো তখন কেমন লাগবে?

31/03/2024

*প্রথম ১০ দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের।
*দ্বিতীয় ১০ দিন পোশাক ব্যবসায়ীদের।
* শেষ ১০ দিন পরিবহন মালিক দের।
সিন্ডিকেট এ ভরা বাংলাদেশ।

28/03/2024

মানুষের জীবনের ভালো স্মৃতিগুলো বন্ধুদের সাথেই হয়

14/03/2024

এই দেশে সস্তা বলতে শুধু আমি আছি ,
বাকি সবকিছুর দামই বেশি।🫠

27/02/2024

মে'য়েদের উচিত প্রেমিককে বিয়ে না করা। প্রেম করে বিয়ে করলে মেয়েদেরই লস। কথায় আছে- একজন ভালো প্রেমিক কখনো একজন ভালো স্বামী হয়ে উঠতে পারে না। মেয়েরা এ তিক্ত সত্যটা সহজেই মানতে পারে না। আর ছেলেরা পার্মানেন্ট জিনিসের প্রতি বরাবরের মতই একটু উদাসীন।

বিয়ের পর যদি ছেলেটার মন কোনোভাবেই একবার বদলে যায় তখন সেই সংসারটা ন*রক হয়ে উঠে।বাপের বাড়ি থেকেও তেমন সাপোর্ট পাবেনা। এ কূলও যাবে ও কূলও যাবে। তাই মে'য়েদের উচিত বাপ মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করে নেওয়া! 😊

©collected

19/12/2023

📢 ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি, সময় ও নম্বর জানালো শিক্ষা বোর্ড

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি, সময় বণ্টন ও নম্বর সম্পর্কে জানানো হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

২০২০ সালে এসএসসি পরীক্ষা হলেও করোনা মহমারির কারণে সে বছর এইচএসসি পরীক্ষা হয়নি। সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমানে সব শিক্ষার্থীকে পাস করিয়ে দে্য়ও হয়েছিলো। পরে ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিলো। চলতি বছরে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিলো।

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার কথা আছে। এ পরীক্ষা হবে পূনর্বিন্যাসকৃত সিলেবাসে। এ পরীক্ষা পূর্ণ নম্বরে ও সব বিষয়ে অনুষ্ঠিত হবে। তবে ২০২৫ সালে স্বাভাবিক নিয়মে ফিরছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

-প্রথম আলো

10/12/2023

আচ্ছা আমাদের স্কুলের বইগুলোতে কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে বিজনেসে সাকসেস পেতে হবে, কিভাবে টাকা ইনকাম করতে হবে এটা না পড়িয়ে মুঘল আমল, সুলতান আমল, কবির জন্ম মৃত্যু এগুলো শেখানো হয় কেন? এগুলো আমাদের ভবিষ্যতে কোন কাজে আসবে যদি একটু বলতেন

03/12/2023

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে! তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসে ছিলো। বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে! তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে ভালো থাকুক ভালো মনের মানুষগুলো!🖤

03/11/2023

স্বামী বেচারা খুবই ছ্যাচড়া 🤣

পাপমুক্ত জীবন বেছে নেই সবাই।
31/10/2023

পাপমুক্ত জীবন বেছে নেই সবাই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Ex.

সবার আগে আমাদের পোস্ট পেতে আমাদের অনুসরন করুন।