Trust your abilities and stop your mind from getting disabled. Keep going!
❤❤A friend in need is a Friend indeed… ❤❤
Family is not solely by blood - It's the:
What’s your version of ‘this’ in your professional life/career? What thing do you do better than most?
At the end of the day ,
All we have is who we Are 🌹
ডয়েরিতে লিখে রাখুন, কে আপনাকে সাপোর্ট করলো আর কে অপমান করলো
আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ইংরেজি গ্রামার আমরা কেন শিখি? তাহলে হয়তোবা এরকম অনেকগুলো উত্তর আসবে - 'পরীক্ষায় পাসের জন্য' কিংবা 'ভালো নম্বর পাবার জন্য' অথবা 'শিক্ষকের বকুনির হাত হাত থেকে বাঁচার জন্য'। কিন্তু অনেক সময় আমরা ভুলেই যাই, ইংরেজি একটি ভাষা এবং প্রধানত আমাদের উচিত এর ব্যবহার শেখা।
আর তাই শুধু নিয়ম মুখস্ত না করে, ইংরেজিকে বুঝে বুঝে আনন্দের সাথে শিখতে রবি টেন মিনিট স্কুল নিয়ে এলো ‘English Grammar Crash Course’। 💥
https://10minuteschool.com/skills/courses/29?aff=fbg10531
English Grammar কোর্সটি আপনাকে যেভাবে সাহায্য করবে:
⚡ Rule মুখস্থের প্রতি নির্ভরতা কমিয়ে বুঝে বুঝে Grammar শেখাবে
⚡ Real Life উদাহরণের মাধ্যমে Grammar শেখা হবে আরও মজার
⚡ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার English এর জন্য প্রস্তুত করবে।
⚡ চাকরির পরীক্ষার English Grammar এর সমস্যা সমাধান করবে।
⚡ যেসব টপিকে ভুল বেশি হয় সেগুলোতে করে তুলবে দক্ষ
আপনার ছোট্ট সোনামণির মনে ইংরেজির প্রতি আগ্রহ তৈরির জন্য চলে এলো ‘Kids English’ কোর্স 👉 https://10minuteschool.com/skills/courses/39/kids-english?aff=fbg10531
কেমন হতো যদি ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি ভয় নয় বরং আরও বেশি আগ্রহ জন্মাতো বাচ্চাদের? তাই টেন মিনিট স্কুল এই ছোট্ট মানুষগুলোর জন্য নিয়ে এসেছে একটি স্পেশাল কোর্স। বিভিন্ন পরিস্থিতিতে হাসি আর গল্পে আপনার ছোট্ট সোনামণিও এখন শুরু করে দিতে পারে ইংরেজিতে কথা বলা।