G.M.Adol

G.M.Adol LLB || Content Creator || Entrepreneur ||আইন-আদালত || G.M.Adol is a Content creator, Writer & Youth Entrepreneur in Bangladesh.

30/12/2024

ঘুরে দাড়াতে শিখুন,
আপনি শ্রেষ্ঠ...আপনার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। আপনি আপনার মতো ইউনিক।

🏷️টাকা
29/12/2024

🏷️টাকা

29/12/2024

এই শহরে প্রচুর অভাব! কারো শিক্ষার, কারো ভালবাসার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের!!

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন...
29/12/2024

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া ,দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে।

নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

28/12/2024

ভালোবাসা চর্চার বিষয় ❤️

24/12/2024

উদ্যোক্তা Show by G.M.Adol 🎙
☑️২য় পর্ব

22/12/2024

রিয়েক্ট দেন।
আপনার সম্পর্কে মন্তব্য করবো।
দেখি আপনাকে কতটা জানি, কতটা চিনি।

সমাজের আমরা যারা মানুষের বাচ্চাআর জঙ্গল কিংবা আমাদের আশেপাশের যে পশুবাজানোয়ারের বাচ্চা আমরা দেখতে পাই  মাঝে মাঝে ভাবি মা...
22/12/2024

সমাজের আমরা যারা মানুষের বাচ্চা
আর
জঙ্গল কিংবা আমাদের আশেপাশের যে পশু

বা

জানোয়ারের বাচ্চা আমরা দেখতে পাই

মাঝে মাঝে ভাবি মানুষের বাচ্চা
আর
জানোয়ারের বাচ্চা
এদের মধ্যে
তফাৎ টা কোথায় ??

তথাকথিত মানুষ আর আর আশপাশের জানোয়ারের মধ্যে স্বভাবগত অনেক মিল।দেখতে পাই,

আবার

অনেক অমিলও খুঁজে পাই!

কখনো কখনো জানোয়ারের বাচ্চা তার স্বভাবে মানুষকে হারিয়ে জিতে যায়,

আবার
কখনো মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চাকে হারিয়ে জিতে যায়।

এই জিত কখনো ভালো স্বভাবের,

কখনো খারাপের!

মাঝে মাঝে মনে হয় জানোয়ারের বাচ্চার সাথে মানুষের বাচ্চার কতো মিল।

এ জন্যই হয়তো আমাদের বাপ মায়েরা

কুত্তার বাচ্চা,শুয়ারের বাচ্চা,জানোয়ারের বাচ্চা বলে গালি দেয়!

১ম পর্ব
মানুষের বাচ্চা Vs জানোয়ারের বাচ্চা.......চলবে

Shout out to my newest followers! Excited to have you onboard! Bellal Hoshen, Manish Saha, Abu Salek, MD Sohel Hawlader
22/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Bellal Hoshen, Manish Saha, Abu Salek, MD Sohel Hawlader

20/12/2024

দানবাক্স মাজারে নয়, হাসপাতালে থাকা দরকার!

18/12/2024

শিল্পী মমতাজ এর বিরুদ্ধে ভারতের কোর্টে মামলার
শুনানি দেখুন!

18/12/2024
বাড়ি আর জমি কখনো ১০০ বছরের বেশি এক মালিক সহ্য করে না...ওরা নিজেরাই মালিক বদল করে।অথবা বলুন,আপনি বাড়ি বদলান না, বরং বাড়ি ...
18/12/2024

বাড়ি আর জমি কখনো ১০০ বছরের বেশি এক মালিক সহ্য করে না...
ওরা নিজেরাই মালিক বদল করে।
অথবা বলুন,
আপনি বাড়ি বদলান না, বরং বাড়ি নিজেই বদলায় মালিক।

এই বাড়িটা দেখুন...
যখন এটা তৈরি হচ্ছিল, তখন এর মালিক আর তার পরিবার কত পরিকল্পনা করেছিল।
"রান্নাঘর এখানে হবে,"
"বাথরুমের আকার এমন হওয়া উচিত,"
"ড্রয়িং রুমে এই সোফাটা দারুণ মানাবে।"
এমন কত পরামর্শ, কত স্বপ্ন আঁকা হয়েছিল এই বাড়ি ঘিরে।

যখন তারা এই বাড়িতে থাকতে এসেছিল, তাদের মুখে আনন্দের দীপ্তি ছিল।
গর্ব করে অতিথিদের দেখিয়েছিল।
অতিথিরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিল।
কিন্তু ক’দিন পরেই হয়তো সেই মালিক বদলে গেল।
অন্য কেউ এসে উঠল।
তারপর আবার কেউ নতুন মালিক হয়ে এল।
এখন এই বাড়িটা পরিত্যক্ত, ভগ্নদশায়,
কাউকে নতুন মালিক বানানোর অপেক্ষায়।

শোনা যায়,
কোনো জমি বা বাড়ি ১০০ বছরের বেশি এক মালিকের হাতে থাকে না।
ওরা নিজেরাই বদলায় মালিক।

তাই ভ্রমে থেকো না যে, তুমি জমি-বাড়ির মালিক।
বাস্তবটা হলো,
জমি আর বাড়ি নিজেরাই বদলায় তাদের মালিক।

16/12/2024

পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ্‌ তায়ালার।

হাসপাতালের খাবার দেখলেই আগে ভয় লাগতো।দীর্ঘ ৩৯ বছর পরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সম্মত ভাবে রুগীদের খাব...
09/12/2024

হাসপাতালের খাবার দেখলেই আগে ভয় লাগতো।

দীর্ঘ ৩৯ বছর পরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সম্মত ভাবে রুগীদের খাবার পরিবেশন শুরু হলো।

চমৎকার 💚

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, স...
07/12/2024

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে !!!

এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়! এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!
সেই সিংহ- যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!
উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু !!!

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই! অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না !!!

তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না !!!

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা!
কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় !!!

মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, মা তুমি নিয়ে নাও।ঝাল হাতে লেগ...
06/12/2024

মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, মা তুমি নিয়ে নাও।

ঝাল হাতে লেগে যাবে জন্য নিজে হাত দিতে ভয় পাচ্ছিলাম।

পরে বললেন চোখে দেখেন না উনি।💔
অনেক আশ্চর্যের ব্যাপার তাইনা? চোখে না দেখা সত্বেও মানুষ কে বিশ্বাস করে ব্যবসা করে যাচ্ছেন। অথচ আমরা বছরের পর বছর পার করেও অনেক কে বিশ্বাস করতে পারিনা।
চাচার জন্য অনেক দোয়া।❤️

Address

Mathbaria
8560

Alerts

Be the first to know and let us send you an email when G.M.Adol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share