Waliullah Noman

Waliullah Noman Nominated for Top Rated Seller
at Fiverr
(3)

আমার ফ্রি ক্লাস এর স্টুডেন্ট (2nd order with big budget)Check on comment
22/04/2024

আমার ফ্রি ক্লাস এর স্টুডেন্ট (2nd order with big budget)
Check on comment

The Crown Prince of Dubai 😳দুবাই এর প্রিন্স আমাকে মেসেজ দিয়েছে ☺️এর থেকে সৌভাগ্যের কি আর হতে পারে 😂😂
15/04/2024

The Crown Prince of Dubai 😳
দুবাই এর প্রিন্স আমাকে মেসেজ দিয়েছে ☺️
এর থেকে সৌভাগ্যের কি আর হতে পারে 😂😂

14/04/2024

ধর্মের সাথে সেক্যুলারিজমের সবজায়গাতে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান—এমনকি উভয়ের প্রেসক্রাইব করা উৎসব-অনুষ্ঠানাদির দিকে তাকালেও তা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়।

আপনি ঈদুল ফিতর আর ঈদুল আযহার দিকে তাকান। দুই ঈদেই যে জিনিসটাতে প্রবলভাবে জোর দেওয়া হয় তা হচ্ছে—মানবতা। কমিউনিটির সকলকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা।

দুই ঈদের কোনোটাই একপাক্ষিকভাবে ‘বড় লোকের’ ঈদ নয়। ঈদুল ফিতরে যাকাত বন্টন, যাকাতুল ফিতর ইত্যাদি বন্টনের মাধ্যমে সামর্থ্যবানেরা সাধ্যমতো অসামর্থ্যবানদের পাশে দাঁড়ায়। এই দুটো নিয়ম সরাসরি আল্লাহর বিধানভুক্ত। তার বাইরেও—সামর্থ্যবান মুসলমানেরা ইফতারি, খাবারদাবার, নতুন কাপড়চোপড় ইত্যাদি তাদের গরীব নিকটাত্মীয়, নিজস্ব বা পরিচিত কমিউনিটিতে পৌঁছে দেয়। ফলে, ঈদটা হয়ে উঠে সর্বোতভাবে সবার।

ঈদুল আযহাতেও কুরবানির পশুর গোশতো তারা একা খায় না৷ আশপাশের সকলকে সাথে নিয়ে ভাগ ভাটোয়ারা করে খায়।

স্পষ্টতই, ইসলামের প্রেসক্রাইব করা এই দুই উৎসব ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠী বিশেষে আবদ্ধ না থেকে, সেটা ছড়িয়ে পড়ে আপামর জনগোষ্ঠীর মধ্যে।

অন্যদিকে সেক্যুলারিজমের প্রেসক্রাইব করা তথাকথিত সার্বজনীন ‘বৈশাখী’ উৎসবের কথা ভাবুন৷ এই উৎসবের প্রধাণ আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, আল্পনা, ইলিশ আর পান্তা—এসবের কোনটাতেই কি আপনি সমাজের গরিব, অসহায় আর দুঃস্থদের উপস্থিতি দেখতে পান? মঙ্গল শোভাযাত্রায় যারা উপস্থিত থাকে, তাদের দেখে আপনার কি মনে হয় এদের কেউ কৃষক, মজুর, কুলি অথবা নিদেনপক্ষে একজন গার্মেন্টস কর্মীর প্রতিনিধিত্ব করে?

ইলিশের এখন যে বাজার দাম, ইলিশ খেয়ে এলিটিপনা করা তো রীতিমতো গরিবকে উপহাস করার শামিল বর্তমানে।

উৎসবের সাথে যদি জনমানসের সংযোগ না থাকে, সেই উৎসব কোনোদিন আবেদনময় হয়ে উঠতে পারে না। এ কারণেই দুনিয়াতে হাজার হাজার বছর ধরে ধর্ম টিকে আছে, বাকি সকল মতবাদ তৈরি আর বিলুপ্ত হয়।

আরিফ আজাদ

10/04/2024

এটা কি ছিলো 🙊😂

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

06/04/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

04/04/2024

আগামী রমজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই !

Happy freelancing 💵
04/04/2024

Happy freelancing 💵

কোডম্যানবিডি স্টুডেন্ট ডায়েরি : ৩৫
----------------------------
- Waliullah Noman
- ফাইভার লেভেল ২ সেলার
- ফ্রিল্যান্স ইনকাম: ২৩ হাজার ডলার
- প্রজেক্ট কমপ্লিট: ৩০০+
- ওয়েব ডেভেলপার ও লিড জেনারেশন এক্সপার্ট
- কোডম্যানবিডি ব্যাচ: ২১৩
--

02/04/2024

হে আমার রব! সেই হৃদয় গুলিকে আপনি প্রাশান্ত করে দিন,যেই হৃদয় গুলোর খবর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না!

02/04/2024

শুক্রবারে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা পড়বো। নামাজের খুতবার আগে দাঁড়াবেন। সোয়া একটায় দাঁড়ালেই চলবে।

বাস যখন চৌদ্দগ্রাম বাজার পার হচ্ছে তখন সোয়া একটা। তিনি উঠে গিয়ে সুপারভাইজারকে বললেন "ভাই সোয়া একটা বাজে। দাঁড়ান না! খুতবা না শুনলে জুমা সম্পূর্ণ হয় না!"
আমার তখন চোখে ঘুম ঘুম ভাব। হালকা করে কানে বাজছে ভদ্রলোকের সাথে সুপারভাইজারের বাতচিত। শুধু সুপারভাইজার না আরো কয়েকজন যাত্রী বলছে নামাজ দেড়টায়। একটা পঁচিশে দাঁড়ালেই হবে।

বাসের সে যাত্রীদের মত আমরা অনেকেই জুমার নামাজ পড়াটাকে দায়সারা গোছের বানিয়ে ফেলেছি। শুক্রবার দুপুরে খুতবার শেষ দিকে মসজিদে ঢুকি ও ইমাম সাহেব সালাম ফেরানোর পর কত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায় সে রাস্তা খুঁজি।

আমি চোখ খুলেই বললাম সুপারভাইজার সাহেব, বাস দাঁড় করান। ওযু করার একটা সময়ও লাগবে তো! ভদ্রলোক বললেন আমার ওযু আছে ভাই।

অন্যদের অব্যাহত একটা পঁচিশ দাবির মুখে আমার কন্ঠ হাওয়ায় মিলিয়ে গেলো। বাস ড্রাইভার একটা পঁচিশে দেখেন রাস্তার পাশে মসজিদ পাচ্ছেন না! আরো মিনিট তিনেক পর ফেনীর ফতেহপুরের দিকে একটা মসজিদের পাশে গিয়ে দাঁড়ান। ততক্ষণে নামাজ প্রায় শেষ! ভদ্রলোক দৌড়ে গিয়ে নামাজ ধরতে ধরতে ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন!
বাসে এতগুলো পুরুষ মানুষ। কারো কোন বিকার নেই শুধু ওই ব্যক্তি ছাড়া। আমি বাসের জানালা দিয়ে কড়া রোদে দাঁড়িয়ে তাকে নামাজ আদায় করতে দেখছি। জুমা মিস করে ফেলায় সম্ভবত জোহরের নামাজ আদায় করছিলেন।

এতক্ষণ বাস একটা পঁচিশে দাঁড়াতে বলা লোকগুলো দ্রুত আশেপাশে চা দোকান খোঁজা শুরু করলো। কেউ কেউ বেনসন সিগারেট না পাওয়ায় বিরক্ত। গ্রামের দোকানে বেনসন না পাওয়া শীর্ষক হতাশা শুনলাম দুজনের গলায়। একজন বিস্কুট কীভাবে পাঁচ টাকা পিস হয় তা নিয়ে দোকানদারের সাথে ঝগড়া করছে। এক মহিলা বাচ্চার জন্য চিপস কিনতে এসেছেন। শুকনা সুপারি দিয়ে পান খাচ্ছেন দু'জন। আর আমি জানালা দিয়ে ওই আল্লাহর বান্দাকে দেখছি।
সুপারভাইজার তখন ইমাম সাহেব কেনো নামাজ তাড়াতাড়ি শুরু করেছেন এটা নিয়ে রাগে গজগজ করছেন!

দশ মিনিট পর বাস ছাড়লো। সুপারভাইজার বারবার লোকটাকে শুনিয়ে বলছিলো : "আইজকা আগে দাঁড়াই গেছে ইমাম সাব।"

আমি ভেবেছিলাম ভদ্রলোক খুব রেগে যাবেন। আমাকে অবাক করে দিয়ে তিনি একটা কথাও বলেননি। শুধু মাথা নিচু করে নিজের আসনে বসে ছিলেন। আমার কোণাকুণি সামনের সিটে বসেছিলেন বলে আমি তাকে দেখছিলাম।

পুরোটা পথ আর মাথা তোলেননি। সুপারভাইজারও আর কিছু বলেননি। শুধু মসজিদ্দা স্কুল পার হওয়ার সময় বলেছিলেন আমাকে রয়েল সিমেন্ট কোম্পানির সামনে নামাই দিয়েন। ভদ্রলোক উঠে সামনে যাচ্ছিলেন। সুপারভাইজার তার ব্যাগটা হাতে নিয়ে বললো ভাই কিছু মনে করিয়েন না!

লোকটা আমাকে সর্বোচ্চ অবাক করে দিয়ে সুপারভাইজারের চোখের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে দুই চোখে পানি ঝরিয়ে দিয়ে বললো -“ভাই জুমার নামাজটা পড়তে পারলাম না!"

একজন বাবা তার দুই দশক ধরে লালিত পালিত একমাত্র কন্যাকে পাত্রস্থ করার সময় "আমার মেয়েটাকে দেখে রেখো" বলতে যেভাবে কাঁদে একজন মানুষ এক ওয়াক্ত জুমার নামাজ পড়তে না পেরে যেনো তেমন আবেগেই কথাটা বললো!

এই ঘটনারটার পর আমি নিজেকে নিয়ে ভাবিঃ
ঐ ভদ্রলোক যে জান্নাতের স্বপ্ন দেখেন, আমিও সে একই জান্নাতের স্বপ্ন দেখি। তাহলে আমাদের মধ্যে এত পার্থক্য কেন! কিভাবে সম্ভব যে আমরা দুইজন একই জান্নাতে অবস্থান করবো ?

© কাজী শরীফ

30/03/2024

হৃদয় জুড়ানো তিলাওয়াত 🥰

যদি মহাবিশ্বে কখনো হারিয়ে যান, রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবেন তো❓ছোটবেলায় যখন মহাজাগতিক বিষয় বই পড়তাম, ভাবতাম সৌরজগতই হয়ত...
25/03/2024

যদি মহাবিশ্বে কখনো হারিয়ে যান, রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবেন তো❓

ছোটবেলায় যখন মহাজাগতিক বিষয় বই পড়তাম, ভাবতাম সৌরজগতই হয়ত সমগ্র মহাবিশ্ব জুড়ে লেপ্টে আছে, আকাশে যত তারা আছে সেগুলো হয়ত সৌরজগতের ভেতরেই। যখন আরেকটু বড় হলাম জানতে পারলাম অসংখ্য গ্যালাক্সির কথা। যখন আরেকটু বড় হলাম তখন আরো গভীরের কথা জানতে পারলাম।

মাফ করবেন, মহাবিশ্বে যত সংখ্যক গ্যালাক্সির কথা ভেবেছিলাম সেই ভাবনা এতই নগন্য যে, বাস্তবতার ধারের কাছেও যায় না! সম্ভবত আজ আপনি মহাবিশ্বের প্রকৃত বিশালতা বুঝতে পারবেন, চলুন শুরু করা যাক।

গ্রহ, উপগ্রহ, এবং নক্ষত্র নিয়ে তৈরি হয় একেকটা সোলার সিস্টেম। তারপর অসংখ্য সোলার সিস্টেম একসাথে জড় হয়ে গঠন করে গ্যালাক্সি, অতঃপর অনেক অনেক গ্যালাক্সি একসাথে মিলে তৈরি হয় ক্লাস্টার, পরবর্তীতে অনেক অনেক ক্লাস্টার জটলা বেধে তৈরি করে সুপার ক্লাস্টার এবং অসংখ্য সুপার ক্লাস্টার একসাথে মিলে মিশে তৈরি করে একেকটা মহাপুঞ্জ। পরিশেষে অগণিত মহাপুঞ্জ মিলে তৈরি হয় আমাদের মহাবিশ্ব।

কি, অবাক? আরেকটু শুনুন..…

👉 আমরা যে গ্রহে থাকি তার নাম হচ্ছে পৃথিবী।
👉আমাদের গ্রহ যেই সোলার সিস্টেমের অন্তর্ভুক্ত, তার নাম সৌরজগত।
👉আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে।
👉আমাদের ক্লাস্টারের নাম হচ্ছে লোকাল গ্রুপ।
👉আমাদের সুপার ক্লাস্টারের নাম হচ্ছে ভার্গো।
👉ভার্গো যে মহাপুঞ্জের আওতায় পরে তার নাম হলো ল্যানিয়াকিয়া।
👉ল্যানিয়াকিয়া হচ্ছে মহাবিশ্বের অসংখ্য সদস্যদের একজন।

শুনলেন তো? এবার চলুন একটু বিস্তারিত জানা যাক।

প্রায় এক কোটি সুপার ক্লাস্টার নিয়ে তৈরি হয়েছে ল্যানিয়াকিয়া। যার মধ্যে আমাদের ভার্গো হচ্ছে বেশ বড়, প্রায় ১০০ টি ক্লাস্টার নিয়ে ১১ কোটি আলোকবর্ষ জায়গা জুড়ে এটি ছড়িয়ে আছে ।

অন্যদিকে আমাদের লোকাল গ্রুপের আওতায় থাকা মিল্কিওয়ে গ্যালাক্সিও অনেক বড়, এতে সূর্যের মতো আরো ৪০ হাজার কোটি নক্ষত্র রয়েছে! যার মধ্যে পৃথিবীতে থেকে খালি চোখে দেখা যায় মাত্র দশ হাজার তারা, আকাশের দিকে তাকালে অবশ্য কোটি কোটি তারা মনে হয়।

যাই হোক, এতক্ষনে নতুন অনেক কিছুই আপনি জেনে ফেলেছেন আশা করি। প্রশ্ন হলো আপনি যদি মহাবিশ্বে কখনো হারিয়ে যান, তবে এখন থেকে রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবেন তো? 🙄🤔😁
Collected

আপনার জানাযা শেষ করে কিছু মানুষ আপনার লাশের সাথে কবরস্থান পর্যন্তও যেতে চাইবেনা, কারণ তাদের ব্যস্ততা আছে। অথচ আপনি এই মা...
23/03/2024

আপনার জানাযা শেষ করে কিছু মানুষ আপনার লাশের সাথে কবরস্থান পর্যন্তও যেতে চাইবেনা,

কারণ তাদের ব্যস্ততা আছে।

অথচ আপনি এই মানুষগুলোর জন্য কত সময় উজাড় করে দিয়েছেন!

©

23/03/2024

তোমাকে খুঁজি 🌹

11/03/2024

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي-

🌙 রমাদান মুবারাক 🌙

05/03/2024

একটু ফেসবুকে লগইন করতে না পেরে কেমন অবস্থা সবার,অথচ কিয়ামতের আগে কোনো একদিন এভাবেই মানুষ কোরআন লগইন করতে চাইবে, কিন্তু লগইন করতে পারবে না। মানুষ নিজের বুকশেলফ থেকে কোরআন হাতে তুলে দেখবে পৃষ্ঠা গুলো সাদা। একে ওকে কল দিবে, দৌড়ে ইমাম সাহেবদের কাছে যাবে সবারই একই অবস্থা হবে। আল্লাহ সকল কিতাব থেকে, হাফেজদের মেমোরি থেকে, সর্বপরি দুনিয়া থেকে কোরআনকে আসমানে তুলে নিবেন।

হে আমার ভাই ও বোন, সময় থাকতে এখুনি কোরআনমুখী হোন। আসন্ন রমাদানে কোরআন শিখুন, কোরআন পড়ুন, জানুন, অনুধাবন করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন।

05/03/2024

📍Debotakhum, Bandarban

05/03/2024

খালিদ বিন ওয়ালিদ (রা.) স্ত্রীকে বললেন- ‘প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচবো বলে মনে হচ্ছে না। তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখ, এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারীর আঘাত নেই’?

দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন- ‘না। আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারাটা শরীরেই শত্রুর আঘাত আছে’।

খালিদ বিন ওয়ালিদ (রা.) তখন দুঃখ নিয়ে বললেন- ‘আল্লাহর কসম, প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই, তাতে যেন শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখ আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায়! আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না’?

স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন। এরপর করলেন সেই বিখ্যাত উক্তি :- ‘আপনার নাম স্বয়ং রাসুল (সা.) রেখেছিলেন সাইফুল্লাহ/আল্লাহর তরবারী (⚔️) এমন কোনো তরবারী কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারীর মোকাবিলা করতে পারে? তাইতো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারী মাটিতে লুটিয়ে যেতে দেননি’।

Natural beauty
03/03/2024

Natural beauty

We are the 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 𝐁𝐏𝐋 𝟐𝟎𝟐𝟒 🏆
01/03/2024

We are the 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 𝐁𝐏𝐋 𝟐𝟎𝟐𝟒 🏆

28/02/2024

When I'll DIE.....

1. Delete everything (Photos, chats, videos ) related to me if you have any.

2. Don’t share my photos/chats anywhere or with anyone.

3. Report my social id's & block me.

4. Don't take pictures of my dead body & don't take any photos of my Janaja.

5. Forgive me if I’ve ever hurt you intentionally or unintentionally.

6.Make a lot of Dua for my departed soul & for my family.

7.My friends if there any issue about money kindly contact with my family members.

Please don't take it otherwise. We can never predict our death. Anytime we will have to face our death without any notice. So these were the requests only. Nothing else. May Allah grant us a long life. Take care & stay blessed, happy & safe.

Assalamualaikum Wa Rahmatullahi Wa Barakatuh......Fi-Amanillah 🖤❤️

রাফসান যখন ভুলে তার আব্বুর পায়জামা পড়ে আসে 😂Rafsan the ChotoBhai
26/02/2024

রাফসান যখন ভুলে তার আব্বুর পায়জামা পড়ে আসে 😂
Rafsan the ChotoBhai

25/02/2024

ওহে রজনী—
আমারে পার কইরা লও
আসমানের তেপান্তরে।

আমি আইজ খোদাবন্দের দিদার চাই!

25/02/2024

Sab E Barat

A night full of forgiveness May Allah forgive all our sins and accept our Dua's

23/02/2024

সবাই নামাজ পরতে পারে না কেন জানেন?

22/02/2024

একবার হযরত আবু বক্কর (রাঃ)নামাজে দাঁড়িয়ে কান্না করছেন।নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন-❤️
“হে আবু বক্কর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন"?❤
হযরত আবু বক্কর (রাঃ)-এর চোখ বেয়ে তখনো পানি ঝরছে।এই কথা শুনে তার অন্তরে যেনো আবার ঢেউ উঠলো। তিঁনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন-
“হে ভাই আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না করেছি”।❤️
তখন সে সাহাবী জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করালো?
তখন আবু বক্কর (রাঃ) বললেন- 'সেই আয়াতটি হলো “হে বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম। বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম”। ( আত-তাওবা, আয়াতঃ১১১)❤️
সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোন আয়াত হবে হয়তো‚ এজন্য আবু বকর এমন কান্না করেছেন। কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাক হলেন এবং আবু বকর (রাঃ) কে জিজ্ঞেস করে বললেন- ‘হে আবু বকর‚ এত খুশির খবর। আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন। এখানে কান্নার কি আছে? তখন হযরত আবু বক্কর (রাঃ) সেই সাহাবী কে বললেন– ‘হে প্রিয় ভাই আমার। আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম। কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে‚ যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়সছি’। তখন সেই সাহাবী (রাঃ) জানতে চেয়ে বললেন – ‘হে আবু বক্কর আমাকেও বলুন কি এমন ঘটনা’! ❤️
তখন আবু বক্কর (রাঃ) বলতে শুরু করলেন– ‘হে ভাই‚ আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম। কিন্তু সকাল বেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন। আজ এসে বললেন– ‘আবু বক্কর‚ আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম। আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম❤️
আমি বল্লাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন। এত দিন পরে আবার ফেরত কেন! মহিলাটি বললেন – ‘আবু বক্কর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি। আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন❤️
এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি‚ যদি হাশরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন– ‘হে আবু বক্কর‚ তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও।কেনোনা তোমার নামাজ‚ তোমার কোরবানি‚তোমার রোজা‚তোমার জিহাদ‚তোমার জিকির আমার পছন্দ হয়নি❤️
তাহলে তখন আমি জবাবে কী বলবো! সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবেনা। বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তা করে আমি কান্না করি”❤️
সুবহানআল্লাহ!🌸🖤

21/02/2024

একদিকে কত আশা, আকাঙ্খা, পরিকল্পনা আর অন্যদিকে 'কুল্লু নাফছিন জাইকাতুল মাউত'।

Colourful Dream 🌺
17/02/2024

Colourful Dream 🌺

15/02/2024

Ahsan Manjil | আহ্সান মঞ্জিল

14/02/2024

Every time we lose someone, we lose a part of ourselves. Everybody leaving us is taking a part of ourselves that we will never get back again. Love may come several times in our life, but it never gets the same person twice. Each time someone breaks our heart, each time they create a new version of us, and each new version is stronger than the last one. It's just each time, we become a little less human than before!

Khadizatul Kobra Sonya

Address

Barishal
Mathbaria
8561

Alerts

Be the first to know and let us send you an email when Waliullah Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waliullah Noman:

Videos

Share