15/05/2024
আজ ১৪ মে ৩১শে বৈশাখ পবিত্র চেহলাম শরীফ ❣️
আওলাদে রাসূল (সাঃ) গাউছুল আযম,শাহে দো আলম, রুহুল আশেকীন, ছেরাজুল সালেকীন, হাযত রাওয়া, মুশকিল কোশা, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, জামালে মোস্তফা, ইউছুফে সানী আল সৈয়দ গোলামুর রহমান আল্ হাচানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী মাইজভাণ্ডারীর (প্রকাশ- গাউছুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা) পবিত্র চেহলাম শরীফ উপলক্ষে মানিকনগর, মান্ডা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে অত্র এলাকার কবর বাসিদের রুহের মাগফেরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন
জনাব,মোঃ বিল্লাল হোসেন-সভাপতি ৭১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগ।
সঞ্চালনা করেন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ কানন হোসাইন আল মাইজভাণ্ডারী।