Galib Hossain

Galib Hossain Hello World

21/04/2023

12/04/2023
Reaction Queen
26/03/2023

Reaction Queen

21/03/2023



21/03/2023







27/02/2022

গল্প: ব্ল্যাক স্যাডো(Come Back)

পর্ব-২

সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাহিরে তুমুল বৃষ্টি নামছে। মাঝেমধ্যে বাজ পড়ার আওয়াজ কানে ভেসে আসছে।

রেহান দু'ঘন্টা যাবত চুপচাপ বসা। তাঁর সামনের লোকটা গম্ভীর মনে কিছু একটা ভাবছে। রেহান বিরক্ত অনুভব করলো। এতক্ষণ সময় নিয়ে একজন মানুষ কি ভাবতে পারে?

একপর্যায়ে ধৈর্যহারা হয়ে রেহান বললো "আপনি কি এভাবে বসে থাকবেন?"

লোকটার বোধশক্তি ফিরে এসেছে। সে নড়েচড়ে বসে জবাব দিলো "না। বসে থাকবো কেন? কটা বাজে?"

রেহান ফোনের দিকে এক নজর তাকালো।
"নয়টা ছাব্বিশ।"

"ও আচ্ছা। বাহিরে সম্ভবত বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাসের বৃষ্টি। সহজে থামবে না। আজ রাতটা এখানে কাটাতে হবে। আপনার কাছে সিগারেট আছে? সিগারেট ছাড়া সারা রাত এভাবে কাটানো কঠিন।"

রেহান খেয়াল করলো লোকটা খুব ধীরে কয়েকটা পয়েন্ট ধরে কথা বলে। এনার সাথে আড্ডা দিয়ে মজা পাওয়া যাবে। যদিও লোকটা গম্ভীর প্রকৃতির। কিন্তু কথা বলার সময় একপ্রকার রহস্যময় মায়া মাখিয়ে দেয়। যা যে কাউকে তাঁর প্রতি আকৃষ্ট করবে।

"আমার কাছে এক প্যাকেট গোল্ড লিফ আছে। আপনি গোল্ড লিফ পছন্দ করেন?"

"করি। কিন্তু মাত্র এক প্যাকেটে কিছু হবে না। আপনি কষ্ট করে বাহিরে পড়ে থাকা লাশ গুলোর পকেট একটু চেক করেন। সবার পকেটে দুই চারটা করে সিগারেট পেয়ে যাবেন।"

লোকটার কথা শুনে রেহানের গা ঝাকি দিয়ে উঠলো। সে দূর থেকে অনেক লাশ দেখেছে। মাঝেমধ্যে ছবি তুলার জন্য কাছে যেতে হয়েছে। কিন্তু কখনো স্পর্শ করে দেখেনি।
আর লোকটা কি না বলছে এই অন্ধ্যকারে লাশের পকেট থেকে সিগারেট নিয়ে আসতে।
অসম্ভব!

লোকটাকে কি বলে দিবে সে লাশ স্পর্শ করতে ভয় পায়? কিন্তু বললে যদি ভিতু মনে করে? নাহ্!
ছোট হলে চলবে না। বারংচ বুদ্ধি খাটিয়ে বিষয়টা ইগনোর করতে হবে।

"লাশগুলো সম্ভবত দুই একদিন আগের। এই দুই একদিনে ওদের পকেটে থাকা সিগারেট ড্যাম হয়ে গেছে। টেনে মজা পাবেন না। আপনি বরংচ সবগুলো গোল্ড লিফ রেখে দেন। আমার এমনিতে সিগারেট কম লাগে।"

"এই এক প্যাকেট দু'ঘন্টায় শেষ হয়ে যবে। আপনাকে যেটা বলছি সেটা করেন। সিগারেট ড্যাম হয়ে গেলে তামাক বের করে আগুনের তাপে রাখলে ঠিক হয়ে যায়। পরিপূর্ণ তৃপ্তি না পাওয়া গেলেও একেবারে মন্দ লাগে না।"

রেহান কোন উপায় না পেয়ে উঠে কম্পিউটার রুমে পড়ে থাকা লাশ গুলোর পকেট চেক করে সিগারেট নিয়ে এলো।
বিশ্রী এক অনুভূতি।
হাত-পা অবশ হয়ে গেছে। মনে ভয়ংকর রকমের ভয় জন্ম নিয়েছে। এটা রেহানের জীবনে খারাপ মুহূর্ত গুলোর মধ্যে অন্যতম।

লোকটা রেহানের দিকে অর্ধেক জ্বলন্ত সিগারেট বাড়িয়ে দিয়ে বললো "আমার আরেন নাম রফি। Underworld মাফিয়া। এইযে যে ভেঙে চুরমার হয়ে যাওয়া ক্যাম্প দেখতে পাচ্ছেন। এটা আমার অস্তিত্বের অংশ।"

রফি থামলো।

রেহান জবাবে কি বলবে বুঝতে পারছে না।অবশ্য জবাব খুঁজে না পেলে সহজ একটা উপায় আছে। হ্যা সূচক মাথা নাড়ানো।
রেহান সেটাই করলো।

রফি আবার বলতে লাগলো "মজবুত ঘর বানাতে যেমন শক্ত খুটির প্রয়োজন, মাফিয়া জগতে রাজত্ব করতে গেলে তেমন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। সুমিত, মুরাদ, সিয়াম ও সিফাত। বলতে পারেন ব্ল্যাক স্যাডোর চার স্তম্ভ। ওরা মূলত আমার সব ডিল হ্যান্ডেল করে। যাইহোক, আমি আপনাকে কথার শুরুতে তুই বলে সম্মোধন করেছি। এর জন্য কিছু মনে করবেন না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এর জন্য আমি আপনার কাছে চির কৃতজ্ঞ।"

রেহান কিছুটা লজ্জা অনুভব করলো।
"এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না।"

"হুম। তবে একটা গভীর প্রশ্ন আমার মনে ঘুরাঘুরি করছে। আপনি এখানে আসলেন কিভাবে? আমার এরিয়াতে সচরাচর কেউ প্রবেশ করে না।"

"আমি সাংবাদিক মানুষ। দেশে ঘুরেঘুরে রিপোর্ট বানাই। শুনেছিলাম চট্টগ্রামের এই সাইটে অনেক বড় মাফিয়ার আড্ডা আছে। তাই সাহস করে এক নজর দেখতে আসছিলাম। কিন্তু এখানে এসে যে এরকম পরিস্থিতির সাক্ষী হবো সেটা কল্পনাও করতে পারিনি।"

"ও আচ্ছা।"

"যদি কিছু মনে না করেন আমি আপনাদের সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম।"

"ব্ল্যাক স্যাডোর সম্পর্কে আজ পর্যন্ত যারা জেনেছে তাদের কেউ বেঁচে নেই। তবে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। তাই আপনাকে সুযোগ দিবো। আপনি যেকোনো একটা বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।"

রেহান কোন ভাবনাচিন্তা ছাড়া জানতে চাইলো "সুমিত, মুরাদ আর দুইজন এর কি যেন নাম বললেন। ওরা কারা? আর ওরাই কেন ব্ল্যাক স্যাডোর স্তম্ভ?"

রফি হাসলো।
চিৎকার করে হাসলো। দেয়ালে বারি খেয়ে হাসির আওয়াজ ফিরে আসছে। সাধারণ মানুষ এই হাসি শুনলে নিশ্চিত ঘাবড়ে যাবে।
"আপনি অনেক বুদ্ধিমান। সরাসরি মেইন পয়েন্ট ধরে প্রশ্ন করেছেন।
সুমিত, মুরাদ, সিয়াম ও সিফাত।
সুমিত আমার সার্ভার মেইনটেইন করে। পাশাপাশি ক্যাম্পের যত হিসাবনিকাশ আছে সব ওর হাতে। তাছাড়া আমার অবর্তমানে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুমিতের।
মুরাদ, বুদ্ধিমত্তা সম্পূর্ণ একজন মানুষ। দেশে ও বিদেশে সব ডিল করার দায়িত্ব মুরাদের। ওর একটা বিশেষ গুণ ও অনায়াসে আপনাকে কনভেন্স করে ফেলতে পারবে।
সিয়াম, ক্যাম্পের চিফ। সিয়ামের অর্ডার ছাড়া ব্ল্যাক স্যাডোর কোন সদস্যের পিস্তল থেকে গুলি বের হয় না। সব ধরনের এট্যাক প্লান সিয়াম করে।
বাকি রইলো সিফাত। ব্ল্যাক স্যাডোর কমান্ডার বলতে পারেন। সেই সাথে এট্যাক স্পেশালিষ্ট। ও ওর টিম নিয়ে বড় বড় ক্যাম্প চোখের পলকে ধূলিসাৎ করে দিতে পারে।"

রেহান কথাগুলো শুনে কল্পনার জগতে চলে যাচ্ছে। এ যেন ইংলিশ সিরিজের কোন মুভি। নিজের চোখে না দেখলে বাস্তব বিশ্বাস করা কঠিন।
তবে এই মুহূর্তে রেহানের মাথায় অন্য একটা কমন প্রশ্ন ঘুরাঘুরি করছে। প্রশ্নটা করা ঠিক হবে কি না রেহান বুঝতে পারছে না।
ভাবলে মাথা চক্কর দেয়। গলা শুকিয়ে যায়।
অবশেষে আমতা আমতা করে রেহান বলে ফেললো "ওরা এখন কোথায়?"
মুহূর্তে হাসির ঝড় উঠে গেলো। বিকট ভয়ংকর সে আওয়াজ।
Next: 01.03.2022
© Galib Hossain

24/02/2022

গল্প: #ব্ল্যাক_স্যাডো(Come Back)

পর্ব-১
চারিদিক সব উলটপালট করা।
পুড়নো একটা কাঠের চেয়ার ভেঙে পড়ে আছে। দেয়ালে গুলির আঘাত করা গভীর সব গর্ত।
পঁচা লাশের গন্ধ। সিগারেটের ফিল্টার ছড়িয়ে ছিটিয়ে আছে।
সব মিলিয়ে বিশ্রী একটা অবস্থা।

রেহান আচ করতে পারছে এখানে সাংঘাতিক কিছু ঘটেছে।
কিন্তু কি হতে পারে সেটা?
খবরের কাগজে কোন নিউজ নেই। টিভির চ্যানেলে একটা প্রতিবেদন পর্যন্ত করা হয়নি।
দেশের সাংবাদিকরা কি তাহলে শুধু ঢাকা নিয়ে ব্যস্ত?
ব্যস্ত হলেও এতবড় নিউজ হাতছাড়া করার কথা না।

তবে যাইহোক!
তাঁর জন্য বিশাল একটা প্রফিট অপেক্ষা করছে। পাঁচ বছর যাবত ড্যাম থাকা চ্যানেল এই এক নিউজ দিয়ে সে তুলে ফেলতে পারবে।

তবে এর জন্য পেছনে ঘটা গল্পের প্রয়োজন। স্ট্রং কিছু তথ্যেরও প্রয়োজন।

ভাবতে ভাবতে রহস্য জড়িত কণ্ঠে ভেসে এলো "মৃত্যু আমার খেলার সাথি, দিনে-রাতে মৃত্যুরে ডাকি। মৃত্যু তোমারে জপি সর্বক্ষণ, এসো মৃত্যু আমারে করে নাও বরণ।"

রেহান ঘাবড়ে গেলো। আশেপাশে কেউ নেই। তাহলে এটা কার কণ্ঠ?

সে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চারিদিকে এক নজর চোখ গুলালো।
না! কারো দেখা পাওয়া যাচ্ছে না।

পরক্ষণে আবারও একই আওয়াজ "মৃত্যু আমার খেলার সাথি, দিনে-রাতে মৃত্যুরে ডাকি। মৃত্যু তোমারে জপি সর্বক্ষণ, এসো মৃত্যু আমারে করে নাও বরণ।"

রেহান এবার স্থির থাকতে পারলো না। মৃদু স্বরে বললো "কে?কে এখানে?"

"তুই কে?"

"আমি রেহান। Top-Tv চ্যানেলের CEO. এবার আপনার পরিচয় বলেন। আপনি কে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন?"

"সব পরে বলবো। আপাতত দেখ তোর মাথার ঠিক ওপর বরাবর একটা ফ্যান আছে। ফ্যানটা ওল্টা দিকে ঘুরা।"

রেহান ছাদের দিকে ফ্ল্যাশ ধরলো। পুড়নো দিনের ফ্যান ঝুলানো। তাঁর কাছে এই রুমের সবকিছু কেমন অদ্ভুত মনে হচ্ছে। সারা গোডাউন এসি করা। লেটেস্ট সব টেকনোলজি।
কিন্তু শুধুমাত্র এখানে পুড়নো নকশা করা কাঠের চেয়ার। রঙহীন দেয়াল। নব্বই থেকে একশো বছর আগের মডেলের ফ্যান।
রেহানের হার্ট-বিট ক্রমাগত বেড়ে যাচ্ছে। কিছুটা ভয় অনুভব হচ্ছে। ভূতুড়ে কোনো কান্ড নয়তো?
তবুও সে নিজেকে সামলে বললো "ফ্যান কিভাবে ঘুরাবো? এতো উপরে তো হাত যাবে না।"

"তোর মাথায় ব্রেইন বলতে কিছু আছে? চেয়ারের ওপরে দাঁড়ালে তো হয়ে যাচ্ছে।"

"চেয়ার ভাঙা। আর ফ্যান উল্টা দিকে ঘুরালে কি হবে?"

"কি হবে ঘুরালেই বুঝবি। আপাতত বাইরে থেকে দাঁড়ানোর জন্য কিছু একটা নিয়ে এসে ঘুরা। আবার পালিয়ে যাইস না। তুই পালালে আমি মুশকিলে পড়ে যাবো।"

রেহান বাহির থেকে একটা টেবিল নিয়ে এসে সেটার ওপর দাঁড়িয়ে ফ্যান উল্টো দিকে ঘুরতে লাগলো।
অদ্ভুত ভাবে সামনের একটা দেয়াল ফ্যান ঘুরানোর সাথে সাথে সরে যাচ্ছে।

পরক্ষনে দেয়ালের ওপাশ থেকে বিশাল আকৃতির একজন মানুষ বের হয়ে এলো।
পড়নে কালো কার্ডিগান। গালে রক্তের দাগ। ঠোঁটের কোণে ভয়ংকর হাসি। যে হাসির কোন কারণ বা ব্যখ্যা নেই।

রেহান ভয় পেয়ে টেবিল থেকে লাফ দিয়ে নেমে কাঁপা কণ্ঠে বললো "ক..ক্ক..কে আপনি?"

"আমি ব্ল্যাক স্যাডো।"

Next (25.02.2022)

© Galib Hossain

Address

Manikganj

Telephone

+8801306772887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Galib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Galib Hossain:

Videos

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Manikganj

Show All