Åḋňãń ålfi 𝖆𝖑𝖎𝖋

Åḋňãń ålfi 𝖆𝖑𝖎𝖋 নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী
সূরা আনফাল,আয়াত-৩০
হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন আমীন...🌺🥀
11/05/2024

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন আমীন...🌺🥀

08/05/2024
26/04/2024

- সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে;
জালেম শাসকের সামনে সত্য কথা বলা।💞🥀

🔍ইবনে মাজাহ,হাদিস নং ৪০১২✅

25/02/2024

🌸""পাতা ঝরার উত্তম মাস হলো ~বসন্তকাল-!!

-আর,পাপ ঝরার উত্তম মাস হলো রমজান মাস !!❣🌼

23/01/2024

👉রাসূল (ﷺ) বলেন,
"মৃত্যুর পর একজন মুসলিমের জন্য বরকতময় এবং পূণ্যের কাজ হলো,
পৃথিবীতে দ্বীনদার সন্তান রেখে যাওয়া"💞
---------[বুখারি-২৫৫৪]

05/01/2024

আল্লাহকে ১ বার ডাকলে
৭০ বার সারা দেন!
🥰🥀💝

03/01/2024

ট্যাক্সি ছুটে চলছে। পেছন থেকে যাত্রী চালকের কাঁধে হাত দিয়ে বললেন,
-ডানের গলিতে যাবো।
যাত্রীর হাতের স্পর্শ কাঁধে লাগতেই চালক তীব্র আতংকে চিৎকার করে উঠল। ভয়ে থরথর করে কাঁপার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গিয়ে ধাক্কা দিল। ভাগ্যিস পথচারী ছিল না। যাত্রী ও চালক দুজনেই অক্ষত আছেন। গাড়ি থেকে নেমে যাত্রী দুঃখ প্রকাশের ভঙ্গিতে বলল,
-চলন্ত অবস্থায় আমার আসলে আপনার কাঁধে হাত দেয়া উচিত হয়নি। দুঃখিত।
চালক তীব্র আপত্তি জানিয়ে বলল,
-না না, কী বলছেন আপনি। ক্ষমা তো আমার চাওয়া দরকার। আসলে হয়েছে কি, দীর্ঘ বিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আজই প্রথমবারের মতো ট্যাক্সি নিয়ে নেমেছি। আপনিই প্রথম যাত্রী। এতদিন লাশবাহী গাড়ি চালাতাম।😆😀😃😄

01/01/2024

থার্টি ফার্স্ট নাইট এখন এক আতঙ্কের নাম হয়ে গেছে নগরবাসীর জীবনে।

যে আগুন এক মুহূর্তে ছাই করে দিতে পারে আমাদের সম্পদ, জীবন এবং সাজানো সংসার; সেই আগুন হয়ে উঠেছে আমাদের বর্ষবরণের প্রধান উপকরণ।

একটা প্রজন্ম কতটা উন্মাদ, অবিবেচক, উচ্ছৃঙ্খল হলে আগুন আর পটকা নিয়ে উৎসব করতে পারে!

গত দুই বছরে থার্টি ফার্স্ট নাইটের উন্মত্ততা যেন লাগামছাড়া হয়ে গেছে। উল্লাসকারীদের পটকার আওয়াজে একটি নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনা এখনো আমাদের হৃদয় রক্তাক্ত করে। সর্বস্ব দিয়ে গড়ে তোলা সেই দরিদ্র নারী উদ্যোক্তা, ফানুসের আগুনে যার প্লাস্টিক কারখানা সম্পূর্ণ ভস্ম হয়ে গিয়েছিল, তার কথা ভেবে এখনো আমরা বিষণ্ন হই।

একটু ভাবুন, নিহত ওই শিশুটি যদি আপনার সন্তান হতো! নিংস্ব ওই নারীটি যদি হতো আপনার বোন! বিগত দিনের এইসব ভয়াবহ দুর্ঘটনাগুলোর কথা চিন্তা করে হলেও আমাদের ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করা উচিত।

যে শহরে জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার, সেই শহরের যুবকেরা যখন ফানুসের নামে টাকা পোড়ায়, তাদের বুক কি একটুও কেঁপে ওঠে না দুর্ঘটনার শঙ্কায়!

আমরা জীববৈচিত্র্যের কথা বলি। প্রকৃতির শোভা বর্ধনে পাখিদের অবদানের কথা বলি৷ অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে যে আমাদের পরিবেশ ও প্রাণীবৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার বেলায় আমরা কেন চুপ!

নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে?

মানুষকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বিবেকসম্পন্ন মানুষের পাশবিক উন্মাদনায় পাখিরা যদি আতঙ্কে ডানা ঝাপটায়, রাস্তার কুকুর যদি দিগ্বিদিক ছোটাছুটি করে ভয়ে, গরিবের মাথাগোঁজার আশ্রয় যদি ছাই হয় ফানুসের আগুনে, পটকার বিকট শব্দ যদি খালি করে মায়ের কোল, তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়!

শায়েখ আহমদুল্লাহ

17/12/2023

🪽মাওলা গো 🪽ㅤ
মৃত্যুর সময় আমাদের বাকশক্তিতে🛌তুমি
কালেমা নছিব করিও ☺️
আমিন 🤲

সুন্নাহ কত সুন্দর কবরটিতে দেখুন  বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে আজ ...
17/12/2023

সুন্নাহ কত সুন্দর কবরটিতে দেখুন

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে আজ দাফন করা হয়েছে এই কবরে। এত বড় ধনী দেশের প্রধান সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তির কবর দেখুন কী অনাড়ম্বর!

অথচ আমাদের উপমহাদেশের বেদাতী মূর্খ মৌলভী এবং পরনির্ভরশীল পাতি নেতারা মারা গেলে তাদের কবরে কত চাকচিক্য ও আভিজাত্য দেখানো হয়।

ইসলামের আবেগ আছে কিছু, কিন্তু জ্ঞান নেই আমাদের। তাই আমরা বুঝি না, কবরের ওপরের এসবে দাফনকৃত ব্যক্তির কিছু যায় আসে না। তার ওখানকার ভালো-মন্দ নির্ভর করছে শুধুই দুনিয়াতে করে যাওয়া তার কর্মে-আমলে।

উল্লেখ্য, উপসাগরীয় মুসলিম এ দেশটি মরহুমের নেতৃত্বে সবসময় মজলুমের পক্ষে সোচ্চার থেকেছে। আরাকান, কাশ্মির ও ফিলিস্তিন প্রশ্নে সবসময় জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আল্লাহ তাআলা আমির মরহুমকে তাঁর মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে নিন।

#চেতনাহীন_উম্মাহ_আলী_হাসান_তৈয়ব

জীবন যুদ্ধে হেরে না যাওয়া এক মহা বীরের নাম বাবা!
17/12/2023

জীবন যুদ্ধে হেরে না যাওয়া এক মহা বীরের নাম বাবা!

17/12/2023

একাকীত্বে ভুগছেন?
বন্ধুরা আগের মতো আর সময় দেয়না।
অর্থনৈতিক চাপে আছেন?
আত্মীয়-স্বজনরাও এড়িয়ে চলছে।

জানেন কী?
এখন আর আপনার সুন্দর ব্যবহারের কোন মুল্য নেই।
কেননা মানুষ অর্থনৈতিক দুর্বলদের সুন্দর ব্যবহারকেও গুরুত্ব দেয়না।অপারগতা ভাবে।

হতাশ হতে নেই।
একাকীত্বকে নেয়ামত ভাবুন।
প্রিয় রাসুলুল্লাহ (সঃ) একাকী অবস্থায় ওহী লাভ করেছেন।
হযরত হাজেরা (আ;) একাকীত্বের দ্বিধাগ্রস্থ অবস্থায় জমজম কুপ পেয়েছেন।
হযরত মারইয়াম (আ:) একাকীত্ব অবস্থায় আল্লাহর পক্ষ হতে হযরত ঈসা (আ:)কে হাদিয়া পেয়েছেন।
সাবারের উপর থাকুন।
আপনি ও সফলতা খুঁজে পাবেন।

একাত্বের সুযোগে আপনি কানেকানে কথা বলুন।
হৃদয় উজার করে মনের দু:খ ব্যাথা খুলে বলুন।
আপনার সবচেয়ে কাছের স্বত্বার কাছে।
আপনার রবের নিকট।
আর এটাই মুনাজাত।
মুনাজাত মানে কানেকান কথা বলা।

চোখের অশ্রু ফেলে সাজদায় লুটিয়ে পড়ুন।
মনে শান্তি খুজে পাবেন।
বুকে বল পাবেন।
মনে হবে আপনিই পৃথিবীর সেরা সুখী মানুষ।
আপনাকে সফলতা খুজঁতে হবেনা।
সফলতা আপনাকে খুঁজবে।

বেশি করে ইস্তেগফার করুন।
ইস্তেগফার শব্দের মুল অর্থ ঢেকে দেয়া।
আল্লাহ তাঁর রহমত দিয়ে ঢেকে দিবেন।
দুনিয়া ও আখেরাতের কল্যাণ খুজে পাবেন।

মুনাজাতে কেঁদে কেঁদে বলুন,,
হে আল্লাহ!তুমি ভিখারিদের তাড়িয়ে দিতে নিষেধ করেছ।
আমি তোমার এক ভিখারি।
ক্ষমা চাই।
নির্জনে তোমার কাছে এসেছি।
আমাকে তাড়িয়ে দিওনা।
ইহ-পরকালীন সফলতা দান কর।

লিখেছেন, মাওলানা শাহ মমশাদ আহমদ
মুহাদ্দিস, জামেয়া মাদানিয়া কাজির বাজার, সিলেট

13/12/2023

আল্লাহ আমাদের ক্বলবকে তোমার নুরের আলোয় আলোকিত করে দাও

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Åḋňãń ålfi 𝖆𝖑𝖎𝖋 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Manikganj

Show All

You may also like