Toushikul Haque

Toushikul Haque wêlçômê tô my prôfîlê.

টিনের হোক বা মাটির, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই‌।😊💚
23/11/2024

টিনের হোক বা মাটির, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই‌।😊💚

গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেযপার্থক্যটা খাবারের নয়.পার্থক্যটা জাত স্বভাব ওআচরণের!
22/11/2024

গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয
পার্থক্যটা খাবারের নয়.পার্থক্যটা জাত স্বভাব ও
আচরণের!

ভার্চুয়াল জগতে যদি কেউ চিঠি পাঠাতে চান, তাহলে ক্লিক করুন নিচের লিংকে।
21/11/2024

ভার্চুয়াল জগতে যদি কেউ চিঠি পাঠাতে চান, তাহলে ক্লিক করুন নিচের লিংকে।

Let's go back a few decades and send @{data.user .username} anonymous messages with handwritten styles!

17/11/2024

যাকাত (الزكاة) (আরবি: زكاة zakāt, "যা পরিশুদ্ধ করে", আরও আরবি: زكاة ألمال, "সম্পদের যাকাত" হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়। সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি ১ বছর ধরে থাকলে মোট সম্পত্তির ২.৫ শতাংশ (২.৫%) বা ১/৪০ অংশ বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ্জ্ব এবং যাকাত শুধুমাত্র শর্তসাপেক্ষ যে, তা সম্পদশালীদের জন্য ফরয বা আবশ্যিক হয়। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে "যাকাত" শব্দের উল্লেখ এসেছে ৩২ বার। নামাজের পরে সবচেয়ে বেশি বার এটি উল্লেখ করা হয়েছে।

আলহামদুলিল্লাহ, Center for Zakat Management (CZM) এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। অসহায় বা পিছিয়ে পরা মানুষদের পাশে এভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে পেরে আমি গর্বিত বোধ করি।

17/11/2024

আমরা স্রষ্টাকে খুঁজি স্বার্থের জন্য,

আবার আমরা মানুষকেই বলি স্বার্থপর।😊

জীবন নিজেই একটি শিল্প, আর আমরা সবাই সেই শিল্পী ।— পাবলো পিকাসো
17/11/2024

জীবন নিজেই একটি শিল্প, আর আমরা সবাই সেই শিল্পী ।

— পাবলো পিকাসো

13/11/2024
যে কোন ঘটনাকে সহজ ভাবে গ্রহন করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
13/11/2024

যে কোন ঘটনাকে সহজ ভাবে গ্রহন করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য
13/11/2024

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥
13/11/2024

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥

যখন মোবাইল ছিল না তখন জগদীশচন্দ্র বসু ছিলেন। যখন ই মেল ছিল না তখন রবীন্দ্রনাথ ছিলেন। যখন ইউ টিউব ছিল না, তখন সত্যজিৎ, মৃ...
04/11/2024

যখন মোবাইল ছিল না তখন জগদীশচন্দ্র বসু ছিলেন।

যখন ই মেল ছিল না তখন রবীন্দ্রনাথ ছিলেন।

যখন ইউ টিউব ছিল না, তখন সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক ছিলেন।

যখন শুধুই রেডিও ছিল তখন হেমন্ত, দেবব্রত, সুচিত্রা, কণিকা ছিলেন।

যখন হলদিরাম ছিল না, তখন নকুড়, দ্বারিক, পুঁটিরাম ছিলেন।

যখন মেট্রো ছিল না, তখন কবিরা ডবল ডেকারে রাত্রিশাসন করতেন।

যখন ওলা, উবর ছিল না, তখন বিদ্যাসাগর হেঁটে পাড়ি দিতেন দূরের পথ।

যখন সেলফি ছিল না, তখন মানবজমিনের ছবি আঁকতেন লালন ফকির।

যখন ডিজে বক্স ছিল না, তখন জবাকুসুম ভোরে মদনমোহন তর্কালঙ্কার গাইতেন, পাখি সব করে রব।

যখন বহুতল ছিল না, তখন বাংলায় ছিল জসীমউদ্দিনের ধু ধু প্রান্তর।

আমরা তা হলে কীসে এগোলাম? এই যে সভ্যতার বিপুল আয়োজন, এই যে দূরকে নিকট করার হাজার ফিকির, এই যে মোবাইল ফোনেই বিশ্বের বিপুল তরঙ্গ, এর নিট ফল কী?

বিভূতিভূষণ লিখেছেন, যে নদীর জলে আমি প্রথম স্নান করলাম, যে গাছের নীচে বসে আমি হাওয়া খেলাম, সেটাই আমার কাছে নতুন।

কিন্তু এখন তো নতুন কিছু নেই। কোনও বিস্ময় নেই। ইঁদুরের গর্ত, শকুনির ডিম, বীরু রায়ের বটতলা, হরিহরের পুঁটুলি সব আমার মুঠোয়। মুখের কথা ফুটল কি ফুটল না, আমি সব আবিষ্কার করে ফেললাম। আমার মধ্যে কোনও বিস্ময় নেই, আমি কান পেতে দূরের রেলগাড়ির আওয়াজ শুনিনি। সব আমি মোবাইলেই দেখে ফেলেছি। চিলের কান্না, কোকিলের বিরহ, নেড়ি কুকুরের ডাক আমি মোবাইলেই শুনে ফেলেছি। আমার কোনও বিস্ময় নেই। আমি বলতে পারছি না, 'বিস্ময়ে তাই জাগে আমার গান।' আকাশভরা সূর্যতারার নীচে আমি পাগলা দাশু, পাগলা বিশু, পাগলা জগাই কেউ নই।

আমি তা হলে কে?
কে জানে!

|Π| ।। উন্নত প্রযুক্তি।। |Π|

Life is short so break your silly egos, forgive quickly, believe slowly, love truly, laugh loudly and never avoid anythi...
03/11/2024

Life is short so break your silly egos, forgive quickly, believe slowly, love truly, laugh loudly and never avoid anything that makes you smile.

03/11/2024

বার্ষিক পরীক্ষার শেষে, ভরপেট ভাত খেয়ে লেপের নিচে ঢুকে গল্পের বই পড়ার সেই সহজ সরল শীতের দুপুরগুলো আর কখনো ফিরে আসবে না, কক্ষনো না।

02/11/2024

Happy 59th birthday Shah Rukh Khan ❤️

The king of romance 💥🌸

Life is not the same for everyone so please be fair to everyone.
02/11/2024

Life is not the same for everyone so please be fair to everyone.

Address

Manikganj
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toushikul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toushikul Haque:

Videos

Share