15/05/2023
মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে পালিত
আরিফুল ইসলাম, মানিকগঞ্জঃ দৌলতপুর থানা প্রাঙ্গনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, মসজিদের ঈমাম, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দফাদার এবং গ্রাম পুলিশদের উপস্থিতিতে দৌলতপুর থানার মাসিক ওপেন হাউজ ডে ২০২৩ এর আলোচনা সভায় পালন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পি,পি,এম (বার) মহোদয় এবং বিশেষ অথিতি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, জনাব মারুফা নাজনীন এর উপস্থিতিতে এবং দৌলতপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা এর সভাপতিত্ত্বে ওপেন হাউজ ডে ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে ২০২৩ অনুষ্ঠানে দৌলতপুর থানা এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিবারণ করা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতামূলক সভা সমাবেশসহ মাদক বিরোধী অভিযান পরিচলনা অব্যাহত রাখার, বাল্যবিবাহ বন্ধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করিয়া যাতে কোন ব্যক্তি-ব্যক্তিগন গুজব ছড়িয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতে না পারে।সেই লক্ষ্যে দৌলতপুর থানা পুলিশকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
পরিশেষে, মাননীয় পুলিশ সুপার, মানিকগঞ্জ জেলা মহোদয় সর্বসাধারণের বক্তব্য আন্তরিকতার সাথে শ্রবণ করিয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক ওপেন হাউজ ডে ২০২৩ অনুষ্ঠানে উপস্থাপিত বিষয়গুলি বাস্তবায়ন করিয়া জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রদান করেন। সর্ব শেষে সভাপতি মহোদয়ের সমাপনী বক্ত্যের মধ্য দিয়ে অদ্যকার ওপেনহাউজ-ডে এর সমাপ্তি গোষণা করেন।