Mohid di

Mohid di Bangladesh Manikganj District's All News Video & Photos which were published

31/10/2022

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাহমুদা নাহার মিতু (২৫) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার বাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মিতু জামালপুরের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে পুলিশ কনস্টেবল মাহমুদা নাহার মিতু নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু রবিবার দুপুর পযর্ন্ত ঘরের দরজা খুলছিলেন না। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর মিতুর মরদেহ দেখতে পান। তার পাশ থেকে দানাদারজাতীয় একটি বিষের প্যাকেট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিতু আত্মহত্যা করেছেন। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

20/10/2022
20/10/2022

মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

19/10/2022

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী ২৮৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ র‌্যাবের হাতে আটক।

11/10/2022

মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

10/10/2022

মানিকগঞ্জের সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রাম থেকে মাদক বিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ ছোট ভাই ও বোনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের বড় ভাই পালিয়ে গেছেন।

সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের প্রয়াত জরু মিয়ার ছেলে মো. মোখলেস (৩০) ও তার মেয়ে মোছা. বিলকিস (৩৩)। তাদের বড় ভাই মো. আক্কাস (৩৮) পলাতক রয়েছেন।

10/10/2022

মানিকগঞ্জ আদালতের নেজারত, নকল শাখা ও রেকর্ডরুমের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ-দুর্নীতি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

09/10/2022
ঘুড়ি উড়ানোর বয়সে নিজেকে উড়িয়েছে সে। তাদের সাথে দামাদামি না করাই উত্তম।
05/10/2022

ঘুড়ি উড়ানোর বয়সে নিজেকে উড়িয়েছে সে। তাদের সাথে দামাদামি না করাই উত্তম।

শিক্ষণীয় পোস্ট  🌿🥀🌿এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারে...
05/10/2022

শিক্ষণীয় পোস্ট 🌿🥀🌿

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, 'এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়'।

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, 'বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে'। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, 'আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।'

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ।

একদিন ছেলেটির কাকা বলল, 'তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।'

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।

কাকা জিজ্ঞেস করল, 'হারটি এনেছ?' ছেলেটি বলল, 'না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার'।

তখন কাকা বলল, 'তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে'।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছ এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

01/10/2022

বহুদিন পর জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সহরে মশাল মিছিল।

27/09/2022

মানিকগঞ্জে ওয়্যারলেছ গেট এলাকায় বেসরকারি হাসপাতাল শাপলা মেডিকেল সেন্টারের রিসেপশনিষ্ট সাইদুর রহমানকে (৩০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে হাসপাতালটিতে চিকিৎসাধীন এক রোগীর স্বজন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

24/09/2022

রাজধানীর শাহ আলী এলাকার চাঞ্চল্যকর প্রকাশ্য দিবালোকে গুলি করে বাসু হত্যা মামলার প্রধান আসামী দীর্ঘ ১২ বছরের পলা....

22/09/2022

মানিকগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৪০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-.....

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা নারী আটক
18/09/2022

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা নারী আটক

বিস্তারিত:
17/09/2022

বিস্তারিত:

মানিকগঞ্জে যুবদল নেতা কাবুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপ্লব হোসেনকে (৫০) ২৩ বছর পর বৃহস্পতিবার র...

10/05/2022

মানিকগঞ্জে বৃষ্টি

মানিকগঞ্জ জেলা পুলিশ  কর্তৃক ২৪ ঘন্টার মধ্যে ট্রিপল মার্ডার মামলার রহস্য উদঘাটন।মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বালিয়াখোড়া ...
09/05/2022

মানিকগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার মধ্যে ট্রিপল মার্ডার মামলার রহস্য উদঘাটন।

মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বালিয়াখোড়া ইউনিয়নের আসাদুজ্জামান ওরফে রুবেল (৪২), পিতা-আব্দুল বারেক, মাতা- রেজিয়া, সাং-আঙ্গারপাড়া (আঙ্গুরপাড়া), থানা ঘিওর, জেলা- মানিকগঞ্জ গত ইং ০৮/০৫/২০২২ তারিখ রাত্রি অনুমান ৩.৩০ হতে ০৫.৩০ ঘটিকার মধ্যবর্তী সময় ঘুমিয়ে থাকা নিজ স্ত্রী ও দুই কন্যাকে প্রথমে মাথার পিছনে আগে থেকেই বাড়ির ফুল বাগানে লুকিয়ে রাখা দৈনন্দিন কাজে ব্যবহৃত দা দিয়ে আঘাত করেন, এরপর বালিশ চাপা দেয় এবং সেই দা গলায় চালিয়ে তার স্ত্রী মৃত লাভলী আক্তার (৩৯), মেয়ে মৃত লাজলী আক্তার ছোয়া (১৬), মেয়ে মৃত ইহা মনি কথা (১২) দেরকে জবাই করে
হত্যা নিশ্চিত করে।

এই বিষয়ে তাৎক্ষনিক সংবাদ প্রাপ্ত হয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয় এবং শিবালয় সার্কেল অফিসারের প্রত্যক্ষ তদারকী ও দিক নির্দেশনায় ঘটনাস্থল হতে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র (ধারালো দা) সহ রক্তমাখা জামা কাপড় উদ্ধার পূর্বক জব্দ করে। তাৎক্ষনিক ঘিওর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে হত্যার সাথে জড়িত সন্দেহে আসাদুজ্জামান ওরফে রুবেল (৪২)কে গ্রেফতার করা হয়। এরপর হত্যাকাণ্ডের বিষয়ে ঘিওর থানার মামলা নং- ০২, তারিখ ০৮/০৫/২০২২ ইং, ধারা- ৩০২ পিসি রুজু করা হয়।

মামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী আসাদুজ্জামান ওরফে রুবেল (৪২) এর স্বীকারোক্তিমুলক জবানবন্দি বিজ্ঞ আদালত কর্তৃক রেকর্ড করানোর ব্যবস্থা করা হয়। মামলার ঘটনায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি লিপিবদ্ধ করাসহ মানিকগঞ্জ সদর হাসপাতাল হতে মামলার ঘটনায় মৃত লাভলী আক্তার (৩৯), মৃত লাজলী আক্তার ছোয়া (১৬) এবং মৃত ইহা মনি কথা (১২) দের ময়না তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়। তদন্তে জানা যায়, আসামী আসাদুজ্জামান ওরফে রুবেল (৪২) নানান ধরনের ঋনে জর্জরিত ছিলেন। স্ত্রী কন্যাদের নিয়ে সংসার চালানো ও ঋন পরিশোধের চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটান।

মামলা রুজুর পর ঘিওর থানা পুলিশ মামলার সমস্ত তদন্ত কার্যক্রম সু-সম্পন্ন করে কালবিলম্ব না করে ২৪ ঘন্টার মধ্যেই বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের স্বার্থে অভিযোগপত্র নং- ৪৩, তাং- ০৯/০৫/২২ খ্রিঃ দাখিল করেন।

09/05/2022

জনাব মুহাম্মদ আশরাফুল আলম, অফিসার ইনচার্জ, সাটুরিয়া থানা, মানিকগঞ্জ এর পক্ষ থেকে সাটুরিয়া থানা এলাকার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা বার্তা!

28/04/2022

মানিকগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত শত বছরের ঐতিহ্যবাহী খালটির কাজ চলছে

পবিত্র ঈদ-উল-ফিতর/২০২২ উপলক্ষে সর্বসাধারণের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ২৭/০৪/২০২২ খ্রি. মানিকগঞ্জ পুলিশ ...
27/04/2022

পবিত্র ঈদ-উল-ফিতর/২০২২ উপলক্ষে সর্বসাধারণের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ২৭/০৪/২০২২ খ্রি. মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মানিকগঞ্জ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের মাঝে ব্রিফিং প্রদান করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়। এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জসহ ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

26/04/2022

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) জিহাদুল কবির এর পাটুরিয়া ঘাট পরিদর্শন

আসন্ন ঈদ উল ফিতর ২০২২ উপলক্ষে  ঘরমুখো মানুষের স্বাভাবিক ও নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়ার প্রত্যয়ে যানজট নিরসনের লক্ষ্যে  আ...
18/04/2022

আসন্ন ঈদ উল ফিতর ২০২২ উপলক্ষে ঘরমুখো মানুষের স্বাভাবিক ও নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়ার প্রত্যয়ে যানজট নিরসনের লক্ষ্যে আজ ১৮ এপ্রিল ২০২২ খ্রি. মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয় ঢাকা- আরিচা মহাসড়কের বিভিন্ন সংযোগ মোড়সহ পাটুরিয়া ফেরিঘাট,আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

- ১০ টাকা দিয়ে সিগারেট না খেয়ে 🙂- অসহায় মানুষের মুখে আহার তুলে দেন 😍- বিনিময় শ্রেষ্ঠ হাঁসি টি উপহার পাবেন 🥰
19/11/2021

- ১০ টাকা দিয়ে সিগারেট না খেয়ে 🙂
- অসহায় মানুষের মুখে আহার তুলে দেন 😍
- বিনিময় শ্রেষ্ঠ হাঁসি টি উপহার পাবেন 🥰

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১......আগামীকাল সিঙ্গাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানতে ও জানাতে পেশাগত দায়িত্...
10/11/2021

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১......

আগামীকাল সিঙ্গাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানতে ও জানাতে পেশাগত দায়িত্ব পালনে সারাদিন মাঠে থাকবো। সবাই দোয়া করবেন।

21/10/2021
মাশআল্লাহ্ ♥পবিএ কোরআন তৈরির কারখানা♥
26/09/2021

মাশআল্লাহ্ ♥
পবিএ কোরআন তৈরির কারখানা♥

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
08/09/2021

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

22/06/2021

লকডাউনের প্রথমদিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের চিত্র

🕋  প্রিয় কাবা শরীফ আমিও একদিন তোমায়..          চুমু দেব ইনশাল্লাহ্  🕋 ! 😘 ❤️আমিন❤️
11/06/2021

🕋 প্রিয় কাবা শরীফ আমিও একদিন তোমায়..
চুমু দেব ইনশাল্লাহ্ 🕋 ! 😘 ❤️আমিন❤️

Address

Manikganj
1800

Telephone

+8801771881588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohid di posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohid di:

Share

Nearby media companies