চিত্তাকর্ষক - Chittakarshak ツ

চিত্তাকর্ষক - Chittakarshak ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিত্তাকর্ষক - Chittakarshak ツ, Raipur, Lakshmipur, Manikganj.

আসসালামু আলাইকুম! 🦋
This Page ''চিত্তাকর্ষক'' ll still based on still imagination /videography/Photography/ writer's
DM For Promotion .
আমি আটকে আছি সেই নব্বই দশকের মায়ায়!💝🌻
ফুল প্রেমী..!🫶🌸

25/12/2024

থার্টি ফার্স্ট নাইট নিয়ে কোনো রকম আনন্দ নেই..!
উল্টো আফসোস হচ্ছে জীবন থেকে আরো একটা ব্যার্থ বছর চলে গেলো..!

07/12/2024

ইনকাম যত বেশি.!

বউ তত ফর্সা।☺️

06/12/2024

অথচ আজকের দিনে অসংখ্য মেয়েদের বিয়ে হওয়ার কথা ছিল।যদি বেগম রোকেয়া পৃথিবীতে না আসতো।

24/10/2024

ফেসবুক ব্যবহারকারী ভাই ও বোন ফ্রি থাকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি!
আলহামদুলিল্লাহ!

শীতের আগমন -
24/10/2024

শীতের আগমন -

23/10/2024

বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ জিনিসের চাহিদা বেশি.।
খেয়াল করে দেইখেন।

22/10/2024

মিথ্যে ভালোবাসা 🙂💔

©️ Towfiq Rahman

আসসালামু আলাইকুম আমি একজন ছেলে। বর্তমান বয়স ২৮। সরকারি জব করি তিন বছর হলো। এর আগে টিউশনি করাতাম। এই টিউশনির টাকায় আমার প...
22/10/2024

আসসালামু আলাইকুম আমি একজন ছেলে। বর্তমান বয়স ২৮। সরকারি জব করি তিন বছর হলো। এর আগে টিউশনি করাতাম। এই টিউশনির টাকায় আমার প্রেমিকা চলতে পারবেনা বলে যেদিন ব্র্যাকাপ করে দেয় সেদিন ছিলো রবিবার, জানুয়ারি ২০২০।

সবচেয়ে মজার কথা হলো আমি বেকার বলে যেদিন সে ব্র্যাকাপ করে, সেদিনই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই। আরো মজার খবর হলো সেদিন প্রেমিকা তার ছোটো বোনকে সাথে করে নিয়ে এসেছিলো, আমি তাকে আমার নম্বর দিয়ে বলেছিলাম যেভাবেই হোক ম্যানেজ করে আমাকে জানিও । কিন্তু এরপরে কভিড চলে আসলো , তার বিয়েও হয়ে গেছে লকডাউনের মধ্যে ।

সামনের সপ্তাহে প্রাক্তন প্রেমিকার ছোটো বোনকে বিয়ে করতে যাচ্ছি। প্রাক্তনের বোনের সাথে আমার সেই সময়ের কয়েকমাস পর থেকেই প্রেম। সে নিজেই আমাকে তার প্রেমে পড়তে নানান কৌশল করছে।

যাইহোক প্রাক্তনের ছোটো বোন বউ হবে, হাতে পাঁচ লাখ টাকা ধরিয়ে দিয়ে এক্সকে শুনিয়ে বলবো, এটা আমার পক্ষ থেকে সামান্য উপহার, দেনমোহরের টাকা বাসররাতে দিবো। এইবার প্রাক্তন বুঝুক আমাকে হারিয়ে কেমন লাগে...। !

--- নাম প্রকাশে অনিচ্ছুক

22/10/2024

বউকে চাকরি করতে দেবে না, ঠিক আছে! মেনে নিলাম! কিন্তু আমার কতগুলো প্রশ্ন আছে, পারলে উত্তর দিয়ে যাবেন!

যে সব মেয়েদের ভাই নেই, তারা মা-বাবার একমাত্র সন্তান বা ২/৩ বোন থাকে। সেই মেয়েদের মা-বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। স্বপ্ন বৃদ্ধ বয়সে মেয়ে তাদের পাশে দাঁড়াবে। মেয়ে প্রতিষ্ঠিতও হয়, কিন্তু বিয়ের পর স্বামীর মন রাখার জন্য সে কোনো চাকরি করতে পারবে না।
তখন;
১। বৃদ্ধ বয়সে ওই মেয়ের মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কে নিবে?
২। মাস শেষে ঔষধ পএ ও যাবতীয় খরচ কে দিবে? মা-বাবার ছোট ছোট ইচ্ছে কে পূরণ করবে? যেহেতু তাদের ছেলে নেই বা মেয়েটার একটা ভাই নেই!
৩।আল্লাহ না করুক অনেকের বাবা নামের বটগাছ টাও মারা যায় সে অবস্থায় পরিবারের দায়িত্ব কে নিবে?? তখন কি একটা মেয়ের উচিত না তার মা এবং ছোট্ট বোনদের দায়িত্ব নেয়া?
তাহলে মেয়েটার ইনকাম না থাকলে সে কিভাবে নিবে??
৪।যাদের আমার মতো ২ বোন কিংবা পরিবারের একমাএ মেয়ে, তাদেরকে সেই ছোট থেকে শুনতে হয় আল্লাহহ ভাই নেই তোমার??
যখন আপনার মা আপনাকে আফসোস নিয়ে বলে বুড়া হলে কে দেখবে আমাদের! না খেয়েই মরতে হবে। তখন সন্তান হিসেবে কেমন লাগবে আপনার???

অনেক মেয়ে শুধু চেহারা দেখানোর জন্য আর ফস্টিনস্টি করার জন্যই জব করে না। নিজেকে শালিন রেখে মার্জিত রেখে দায়িত্ববোধ থেকেও জব করে!!

21/10/2024

জীবনের সবচেয়ে নড়বড়ে সিচুয়েশন হচ্ছে যখন আপনি ফিল করবেন আপনি আসলে Unwanted piece. ধরেন, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, আপনার বাপ মায়ের ভাষ্যমতে আপনার আরো ভালো জায়গায় থাকার কথা! আপনি নিজেও ফিল করেন যে আপনার বাপ-মা আরো ভালো চাইল্ড ডিজার্ভ করে।

অথবা ধরেন, আপনার ফ্রেন্ড-সার্কেল, আপনিই থাকলে তারা ইনজয় করে ঠিকই অথচ আপনি তাদের মেন্ডেটরি কোন পারর্সন না। আপনাকে ছাড়াও ট্যুর, আড্ডা সবই হয় এবং সেগুলো যথেষ্ট আনন্দদায়ক হয়।

একইভাবে, আপনার লাইফে এমন কেউ নেই যার কাছে আপনি তার ফাস্ট প্রায়োরিটি। "You are just an option". কেমন যেনো না থাকলেও চলে, এমন একটা ব্যাপার থেকে যায় সব সময়! দিনশেষ যখন এগুলো মনে হয় নিজেরে লাইফলেস মনে হয়।

মনে হয়, i am the most unwanted piece of the whole Universe. Yes, i am!! Huh!

21/10/2024

প্রেমিকের কাঁধে মাথা রেখে শক্ত করে হাত ধরে গল্প করা একটা মারাত্মক রোমান্টিক ব্যাপার

21/10/2024

মানুষ বলে একাকিত্ব সুন্দর, অথচ নিজের সুন্দর একটা ছবি তুলতে গেলও একটা মানুষ লাগে।

21/10/2024

আসলেই চেহারাটাই কী সব?'🙂

21/10/2024

একটা যৌথ পরিবারের সকাল সদস্য কোন প্রকার অশান্তি ছাড়া মিলেমিশে সুখে শান্তিতে থাকতে দেখার সুখ > দুনিয়ায় বাকিসব সুখ।

আমার আমিটা আজ বড্ড অসহায়, এক পাহাড় কষ্ট নিয়ে নির্ঘুম রাত কাটায়।😓💔
20/10/2024

আমার আমিটা আজ বড্ড অসহায়, এক পাহাড় কষ্ট নিয়ে নির্ঘুম রাত কাটায়।😓💔

20/10/2024

দিনের শুরুতে আলহামদুলিল্লাহ।💙

চাহিদা যত কম রাতের ঘুম তত শান্তির !😊❤️‍🩹
20/10/2024

চাহিদা যত কম রাতের ঘুম তত শান্তির !😊❤️‍🩹

20/10/2024

একটা কথা সবসময়ই মনে রাখবেন,
যখন আপনার মা আপনার জন্য কিছু খাবার বানায় সেই খাবার টা খাওয়ার সময় একটু প্রসংশা কইরেন, আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় কইরেন, কেননা কিছু লোকের কাছে খাবার আছে কিন্তুু মা নাই,,,

Address

Raipur, Lakshmipur
Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিত্তাকর্ষক - Chittakarshak ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share