Voice of Manikganj

Voice of Manikganj Voice of Manikganj is one the most popular, top-rated, and leading entertainment channels in Manikga

01/07/2023
01/07/2023

মানিকগঞ্জে শ্রদ্ধা, ভালবাসায় রবিউলের স্মরণ সভা অনুষ্ঠিত।
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি।
হলি আর্টিজানে জঙ্গিদের ছোড়া গ্রেনেড এর আঘাতে নিহত সিনিয়র সহকারি পুলিশ কমিশনার রবিউল করিমের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র্যালি, স্মরণ সভা ও বিষেস চাহিদা সম্পনো শিশুদের পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় রবিউলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মাঠ থেকে শোক র্যালি বের করে রবিউলের কবরে গিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একই এলাকায় শহীদ রবিউলের গড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্লুমস স্কুল মাঠে আলোচনা সভা শেষে কুরবানির মাংস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল আলীম খান, ব্লুমসের সদস্য সচিব ও শহিদ রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি,আর,শওকত,অনুষ্ঠান সঞ্চালয়ান ছিলেন প্রভাষক জাহাঙ্গীর আলম সহ গ্রামবাসী।

28/06/2023

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো উল্টো রথযাত্রা।

#রথযাত্রা- # রথযাত্রা-২০২৩- কাটিগ্রাম রথযাত্রা

27/06/2023

সাধক ভবা পাগলার বাৎসরিক অনুষ্ঠান-২০২৩
#ভবা

22/06/2023

নানা আয়োজনে কাটিগ্রামে ঐতিহ্যবাহী রথযাত্রা ২০২৩ অনুষ্ঠিত পর্ব-১

01/05/2023

২৯-০৪-২০২৩ টাংগাইল যাওয়ার সময়, অনেক সুন্দর রাস্তা মোটরসাইকেলের গতিবেগ ৮০-৯০ কি.মি।

18/04/2023

কাটিগ্রাম পলাশ স্মৃতি মন্দিরে কাটিগ্রাম দলের শিব গৌরি নাচ

মুক্তি চাই
29/03/2023

মুক্তি চাই

18/03/2023

আলোর পথে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত। স্থানঃ কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়।

23/02/2023

ইষ্ট ওয়েষ্ট এর কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। কাটিগ্রাম, মানিকগঞ্জ।

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ।

উপস্থিত ছিলেন জেড এস.এম গোলাম মোস্তফা, এ.এস.এম গোলাম রব্বানী, আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস.এম দুলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আলি হোসেন, ইউ,পি সদস্য জয়নাল আবেদীন, সুকদেব ভৌমিক, সাইফুল ইসলাম, রহমান, অলিউল ইসলাম বিল্টু, সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ

20/02/2023

আটিগ্রাম ৮৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত।

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর- এ আলম সরকার, ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি এস.এম দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফকির, বিদ্যালযের সভাপতি চান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

18/02/2023

জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে কাটিগ্রাম নজরুল বিদ্যাসিড়ি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু।

বিজ্ঞপ্তি…….......
30/01/2023

বিজ্ঞপ্তি…….......

কাটিগ্রামে নানা আয়োজনে উদযাপিত হলো সরস্বতী পূজা ২০২৩কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্...
27/01/2023

কাটিগ্রামে নানা আয়োজনে উদযাপিত হলো সরস্বতী পূজা ২০২৩
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ও আটিগ্রাম ইউনিয়নের মধ্যে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর গোপাল মদন মোহন বংশী বদন রায় বিগ্রহ মন্দির।
সকালে পূজার অঞ্জুলী শেষ হওয়ার পর দুপুরে প্রসাদ বিতরণ করা হয় এবং রাতে গীতা পাঠ, শঙ্খ ধ্বনি, উলো ধ্বনি, প্রতিযোগীতার আয়োজন করা।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন শ্রী শ্রী ঠাকুর গোপাল মদন মোহন বংশী বদন রায় বিগ্রহ মন্দির কমিটি এবং সার্বিক সহযোগীতায় সনাতনী নব তরুণ যুব সংঘ।
সরস্বতী পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব ডঃ সহদেব সাহা, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার, কাটিগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান, অত্র মন্দিরে সভাপতি কালপদ রাজবংশী, সাধারণ সম্পাদক গবিন্দ সাহা, কোষাদক্ষ সম্পদ সাহা সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

26/01/2023

শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৩
স্থানঃ শ্রী শ্রী ঠাকুর গোপাল মদন মহন বংশী বদন রায় বিগ্রহ এর মন্দির প্রাঙ্গন কাটিগ্রাম, মানিকগঞ্জ।
আয়োজনেঃ শ্রী শ্রী গোপাল মদন মহন বংশী বদন রায় বিগ্রহ।
সার্বিক সহযোগিতায় ঃ সনাতনী নব তরুন যুব সংঙ্গ।

06/01/2023

০৭-০১-২৩ আগামীকাল আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতির চিত্র।

31/12/2022

দেখুন ডিজিটাল পদ্ধতিতে মুড়ি ভাজা।
স্থানঃ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম কুঠি।

23/12/2022

শ্রী মহাপ্রভু সম্প্রদায়, মাদারীপুর
মোবাইলঃ ০১৭১২-৮৮৪৫৮৭
উৎসব অঙ্গনঃ স্বর্গীয় জগদীশ মহাশয়ের বাসভবন, বারবাড়িয়া, ধামরাই, ঢাকা।

19/12/2022

আর্জেন্টিনা টিম বিজয়ী হওয়ায় ভাইদের সাথে একটু রং আনন্দ নিলাম।

শেষ পর্যন্ত পূর্ণ হল, শুভকামনা প্রিয় দল আর্জেন্টিনা।
18/12/2022

শেষ পর্যন্ত পূর্ণ হল, শুভকামনা প্রিয় দল আর্জেন্টিনা।

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতকৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধিমানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় রওশন জাহা...
17/12/2022

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় রওশন জাহান সেন্টু নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ব্যবসার কাজে সেন্টু ঢাকা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সেন্টু নিহত হন। তার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলার মানরা এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে আজ সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ৫১ বছর বয়সী সেন্টু কুষ্টিয়ার কুমারখালীর পাহাড়পুর এলাকার নাসিরউদ্দিনের ছেলে। তিনি ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ব্যবসার কাজে সেন্টু ঢাকা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সেন্টু নিহত হন। তার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মাসুদ খান আরও বলেন, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষা শুরু। অভিভাবক যেন কেউ ছাত্রদের ...
08/12/2022

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষা শুরু। অভিভাবক যেন কেউ ছাত্রদের নিকট না পারে। সে লক্ষে রশি টানিয়ে ব্যবস্থা নিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান।

03/12/2022

একাদশ শ্রেণীতে ভর্তি ও বাংলাদেশ পুলিশ কনস্টাবল পদে নিয়োগের
আবেদন করা হয়। টেকভিশন কম্পিউটার, কাটিগ্রাম বাজার।
মোবাঃ ০১৭২১-৩১৬৮৩৫

16/11/2022

শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের মধ্য দিয়ে শুরু হলো মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম দু্গা ও নাট মন্দিরের ৪১ তম বাৎসরিক হরিসভা।

দামোদর মাস উপলক্ষে  মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের  কাটিগ্রাম দুর্গা ও নাট  মন্দিরে আজ ১৫-১১-২২ গীতার ১৮ অধ্যায়...
15/11/2022

দামোদর মাস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম দুর্গা ও নাট মন্দিরে আজ ১৫-১১-২২ গীতার ১৮ অধ্যায় সম্পূর্ণ হলো। পাঠকঃ দাস নিরঞ্জন সূত্রধর

14/11/2022

মানিকগঞ্জের কাটিগ্রামে ৪১ তম বাৎসরিক হরিসভা।
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ।
মোবাঃ ০১৭২১-৩১৬৮৩৫
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম রাজবংশী পাড়া দূর্গা ও নাট মন্দিরে দেশ ও জাতির শান্তি কল্যাণে প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক শ্রী শ্রী হরিসভার আয়োজন করা হয়েছে।
‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মন্দির প্রতিষ্ঠাতা ও সভাপতি খোকন চন্দ্র রাজবংশী জানান, অনুষ্ঠানটি বুধবার থেকে শুরু হয়ে সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে। তিনি আরো জানান, ১৬ই নভেম্বর বুধবার ঃ শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, পাঠকঃ দাশ নিরঞ্জন সূত্রধর, ১৭ নভেম্বর বৃহস্পতিবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পাঠকঃ, গৈারঙ্গ চন্দ্র আচার্য্য ১৭ই নভেম্বর শুক্রবারঃ শ্রীমদ্ভাগবতপাঠ,পাঠকঃ প্রণব কুমার গোস্বামী, ১৯ই নভেম্বর রোজঃ শনিবার নাম সংকীর্তন পরিবেশনায়ঃ বাবা বিশ্বনাথ সম্প্রদয় সাতক্ষীড়া, সত্য নারায়ন সম্প্রদয় খুলনা, শ্রী চৈতন্য সম্প্রদায় টাংগাইল, বিশ্ববাণী সম্প্রদয়, মানিকগঞ্জ, আদি হরিভুক্তি, মানিকগঞ্জ এবং ২০ই নভেম্বর রবিবার লীলা কীর্তন পরিবেশনায়ঃ সুশীল রাজবংশী, কালিয়াকৈর গাজীপুর, কুমারী তমা মন্ডল, মানিকগঞ্জ, সুরঞ্জন কুমার (শুভ), মানিকগঞ্জ।
উক্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মানিকগঞ্জ আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার ও কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস.এম. দুলাল হোসেন।
আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার জানান, এই অনুষ্ঠানটি বিগত ৩ যুগ পেরিয়ে ৪১ বছরে উপনীত হল। তিনি আরো বলেন, আমরা সবাই নিজ নিজ ধর্মকে শ্রদ্ধা করি ও ভালবাসি। তাই প্রতি বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠানে উপস্থিত থাকব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

07/11/2022

মানিকগঞ্জ সদর উপজেলার আটগ্রাম ইউনিয়ন কাটিগ্রামের ছেলে নাজিমুদ্দিন ভূঁইয়ার মজার কৌতুক

Address

Manikganj Sadar
Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Manikganj:

Share