Radhar Preme Krishna Ami

Radhar Preme Krishna Ami Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radhar Preme Krishna Ami, Video Creator, Manikganj.

প্রিয় ভক্তবৃন্দ,আপনাদের আশীর্বাদে নিয়ে এই ধর্মীয় পেজের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসা সঞ্চয় করতে চাই। প্রতিনিয়ত এই পেজে ভক্তিমূলক ও আধ্যাত্নিকমূলক ভিডিও প্রকাশিত করে থাকি। এর মাধ্যমে আপনারা সবাই ভগবান শ্রী হরির নাম গান শ্রবন করুন।
🙏হরে কৃষ্ণ 🙏

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️❤️❤️ শুভ সকাল ❤️❤️সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️
27/01/2025

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️
❤️❤️ শুভ সকাল ❤️❤️
সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️

❤️❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️❤️❤️❤️❤️ শুভ সন্ধ্যা ❤️❤️❤️
26/01/2025

❤️❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️❤️
❤️❤️❤️ শুভ সন্ধ্যা ❤️❤️❤️

❤️❤️হরে কৃষ্ণ❤️❤️❤️❤️ শুভ সকাল ❤️❤️
26/01/2025

❤️❤️হরে কৃষ্ণ❤️❤️
❤️❤️ শুভ সকাল ❤️❤️

আগামী ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার  শ্রীশ্রী ষটতিলা একাদশী। সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।
24/01/2025

আগামী ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার শ্রীশ্রী ষটতিলা একাদশী।
সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।

মৃদ্ভক্ষণ_লীলা (৮)    এ প্রেমের প্রতিদান ভগবান দিতে না পেরে মায়ের প্রেমে ঋণী হয়ে অনুগ্রাহ্যের মত সর্বদা বশীভূত হয়ে গোপাল...
21/01/2025

মৃদ্ভক্ষণ_লীলা (৮)

এ প্রেমের প্রতিদান ভগবান দিতে না পেরে মায়ের প্রেমে ঋণী হয়ে অনুগ্রাহ্যের মত সর্বদা বশীভূত হয়ে গোপাল সেইমত আচরণ করেছেন। একটু অনুগ্রহের ভিখারী হয়ে স্তন্যপানের জন্য রোদন করেছেন। মায়ের এ সৌভাগ্যের তুলনা হয় না।

শ্রীযশোমতীর মহাভাগ্যের কথা শ্রীশুকমুখে শ্রবণ ক'রে মহারাজ পরীক্ষিতের মনে প্রশ্ন জেগেছে-প্রশ্নটি তুলেছেন-

নন্দঃ কিমকরোদব্রহ্মন্ শ্রেয় এবং মহোদয়ম্।
যশোদা বা মহাভাগা পপৌ যস্যাঃ স্তনং হরিঃ ॥
-ভাঃ ১০০৮।৩৬

নন্দমহারাজ কি এমন সৌভাগ্য করেছিলেন যে ভগবানকে পুত্ররূপে পেয়েছিলেন আর যশোদারাণীর তো কথাই নেই-তাঁর সৌভাগ্যে স্বয়ং ভগবান তাঁর কাছে পুত্ররূপে ধরা তো দিয়েছেনই-এর ওপরে আবার তাঁর স্তন্যপান করেছেন। নন্দমহারাজ এবং যশোদামায়ের এ সৌভাগ্যে মহারাজ পরীক্ষিতের এ দৃষ্টি পড়েছে কারণ মহারাজ বিচার করে দেখেছেন কৃষ্ণপিতা বসুদেব এবং কৃষ্ণমাতা দেবকীও ভগবানকে পুত্ররূপে এমন ক'রে আস্বাদন করতে পারেন নি। কৃষ্ণের লীলা ভক্ত মহাজনের মুখে মুখে গীত হয়-এ লীলা শ্রবণে কীর্তনে স্মরণে বন্দনে অনাদিকালের দুর্ব্বাসনা মালিন্য দূর হয়।

মহারাজের প্রশ্নে চকিত হয়ে শ্রীশুকদেব আপাতদৃষ্টিতে একটি
প্রসঙ্গ তুলেছেন-'মহারাজ! নন্দমহারাজ ও যশোদারাণীর এ সৌভাগ্যের কারণ বলি শুনুন- পুরাকালে বসুশ্রেষ্ঠ দ্রোণরাজা ও তাঁর স্ত্রী ধরারাণী দীর্ঘকাল ব্রহ্মার তপস্যা করেছিলেন। তপস্যার সিদ্ধিকালে ব্রহ্মা যখন সন্তুষ্ট হয়ে তাঁদের বর দিতে চাইলেন তখন তাঁরা ব্রহ্মাকে বলেছিলেন- "হে ভগবন, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলে আমাদের দুইজনের যেন মহাদেব বিশ্বেশ্বর হরিতে পরমা ভক্তি লাভ হয়, যে ভক্তি লাভ হলে মানুষ অশেষ দুর্গতির হাত থেকে নিস্তার লাভ করে। কৃপা ক'রে আমাদের এই বর দান করুন। "

📖অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় রচিত 'লীলাশ্রী'

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️🔰 যদি নিজের ব্যাথা টের পাও তাহলে তুমি জীবিত,আর যদি অন্যের ব্যাথা টের পাও তাহলে তুমি মানুষ।🙏জয় রাধে 🙏
15/01/2025

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️

🔰 যদি নিজের ব্যাথা টের পাও তাহলে তুমি জীবিত,আর যদি অন্যের ব্যাথা টের পাও তাহলে তুমি মানুষ।🙏জয় রাধে 🙏

আজ ১০ ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার  শ্রীশ্রী পুত্রদা একাদশী ব্রতের উপবাস। সবাই কৃপা করে পালন করবেন।
10/01/2025

আজ ১০ ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার শ্রীশ্রী পুত্রদা একাদশী ব্রতের উপবাস। সবাই কৃপা করে পালন করবেন।

ওঁ নমো ভগবতে বাসুদেবায়“শ্রীমদ্ভগবদগীতা” অষ্টম অধ্যায় “ অক্ষর ব্রহ্ম যোগ ” । শ্লোক -৪, অনুবাদ ও তাৎপর্য । অধিভূতম্ ক্ষরঃ ...
06/01/2025

ওঁ নমো ভগবতে বাসুদেবায়
“শ্রীমদ্ভগবদগীতা”
অষ্টম অধ্যায় “ অক্ষর ব্রহ্ম যোগ ” ।
শ্লোক -৪, অনুবাদ ও তাৎপর্য ।
অধিভূতম্ ক্ষরঃ ভাবঃ পুরুষঃ চ অধিদৈবতম্ ।
অধিযজ্ঞ অহম্ এব অত্র দেহে দেহভূতাম্ বর ।।৪

অনুবাদঃ-হে দেহধারীশ্রেষ্ঠ ! নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রুপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় । আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রুপে আমিই অধিযজ্ঞ।
তাৎপর্যঃ- প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে । জড় শরীর সাধারণত ছয়টি অবস্থা প্রাপ্ত হয়-তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয় । এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত । এক সময় এর সৃষ্টি হয় এবং কোন এক সময় এর বিনাশ হয় । ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেব-দেবীরা ও তাঁদের নিজস্ব লোক সমুহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত । শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামীরুপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযজ্ঞ । এই শ্লোকের এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ন, কারণ এই শ্বব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে, এই পরমাত্মা তার থেকে অভিন্ন । পরমাত্মারুপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাঁদের কার্য্যকলাপ পর্যবেক্ষন করে চলেন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস । পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ করে দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন । ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণভাবনাময় ভগবৎ-সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই সুস্পষ্ঠ হয়ে উঠে । ভগবদ্ভক্তির প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরুপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না । তাই, কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরুপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদদ্বয় হচ্ছে, পাতাললোক। যাঁর চক্ষুদ্বয় হচ্ছে সূর্য ও চন্দ্র এবং যাঁর মস্তক হচ্ছে উর্ধ্বলোক ।
ইতি অষ্টম অধ্যায় “ অক্ষর ব্রহ্ম যোগ ” । শ্লোক -০৪ এর তাৎপর্য সমাপ্ত ।

♦লৌকিকে যেমন বাল্যজীবনের অনেক প্রিয়বন্ধুর কথা কর্মজীবনে স্মৃতিপটে থাকে না; কিন্তু কেহ যদি দৈবাৎ সেই বাল্যবন্ধুর নাম উচ্চ...
05/01/2025

♦লৌকিকে যেমন বাল্যজীবনের অনেক প্রিয়বন্ধুর কথা কর্মজীবনে স্মৃতিপটে থাকে না; কিন্তু কেহ যদি দৈবাৎ সেই বাল্যবন্ধুর নাম উচ্চারণ করে ও তাহার রূপগুণ কার্যাবলীর কথা বর্ণনা করিয়া শোনায়, তাহা হইলে তৎ শ্রবণে প্রাণ আনচান করিয়া উঠে। যতই শোনা যায়, ততই বিস্মৃতির আবরণে কাটে। অবশেষে ভ্রান্তির পর্দাখানি একেবারে সরিয়া গেলে প্রাচীনপ্রীতি পুনঃ নবীনতা লাভ করে।

তেমনি, শ্রীকৃষ্ণ জীবের চির আপনজন। ব্রজের রসতত্ত্বেই জীবের নিত্য বসতি। এই নিত্য সম্বন্ধ তাহার মনে নাই। সম্বন্ধের শাশ্বত সূর্যকে স্মৃতিভ্রংশতা-মেঘ আচ্ছাদন করিয়া ফেলিয়াছে। "মার্জন হয় ভজন।" ভজন দ্বারাই ঐ মেঘের অপসারণ।নিত্যব্রজকথা শ্রবণ-রূপ পবন প্রবাহেই হইবে আবরণকারী মেঘের অপসৃতি।♦

📖 'উপমা মহানামব্রতস্য'

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️❤️❤️শুভ সকাল ❤️❤️তোমরা সবাই কেমন আছে 🙏🙏
05/01/2025

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️
❤️❤️শুভ সকাল ❤️❤️
তোমরা সবাই কেমন আছে 🙏🙏

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে  হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ❤️❤️❤️❤️ শুভ রাত্রি ❤️❤️❤️❤️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️
04/01/2025

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
❤️❤️❤️❤️ শুভ রাত্রি ❤️❤️❤️❤️
🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️

🌿🙏🌺গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈঃ শাস্ত্রবিস্তরৈঃ। যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্ বিনিসৃতা।।৪।। 🌺🌿🙏🌺🙏🌿 যেহেতু ভগবদ্ গীতার...
04/01/2025

🌿🙏🌺গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈঃ শাস্ত্রবিস্তরৈঃ।
যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্ বিনিসৃতা।।৪।। 🌺🌿🙏

🌺🙏🌿 যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোন বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্ গীতা শ্রবণও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ভক্তির স্বাভাবিক বিকাশ হয়।
বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে, তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়।সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রস্থ ভগবদ্ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্দি করতে পারবে, কারণ ভগবদ্ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত উপদেশ বাণী। 🙏🌺🌿

🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️নিয়মিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ করুন এবং সুখী হন 🙏🙏🙏🙏 🙏🙏🌹🌹❤️❤️নিয়মিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ করুন এবং  দুর্লভ মন...
03/01/2025

🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️নিয়মিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ করুন এবং সুখী হন 🙏🙏🙏🙏 🙏🙏🌹🌹❤️❤️নিয়মিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ করুন এবং দুর্লভ মনুষ্য জীবন সার্থক করুন 🙏🙏
শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ
গীতা-মাহাত্ম্য
সারাথ্যমর্জুনস্যাদৌ কুর্বন্ গীতামৃতং দদৌ।
লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ।।৬।।
অনুবাদঃ যে কৃষ্ণ অর্জুনের সারাথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্যে এই গীতামৃত প্রদান করেছেন, আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই।
🙏🙏🌹হরে কৃষ্ণ 🌹🙏🙏
🙏🌹রাধে রাধে 🙏

হরে কৃষ্ণ 👏👏 Happy New Year 2025 অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন  রইলো ❤️❤️❤️
31/12/2024

হরে কৃষ্ণ 👏👏
Happy New Year 2025 অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ❤️❤️❤️

২০২৪ সালের শেষ দিন আজ,,,..একবার কৃষ্ণকে স্বরন করি....হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,হরে রাম,হরে রাম, রাম রাম...
31/12/2024

২০২৪ সালের শেষ দিন আজ,,,..
একবার কৃষ্ণকে স্বরন করি....
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,হরে রাম,হরে রাম, রাম রাম হরে হরে..... 🙏🙏🙏

দৃষ্টি যদি কৃষ্ণের হয়              তবে সমগ্র জগৎ প্রেমময়                  এবংদৃষ্টি যদি রাধার হয়             তবে সমগ্র...
28/12/2024

দৃষ্টি যদি কৃষ্ণের হয়
তবে সমগ্র জগৎ প্রেমময়
এবং
দৃষ্টি যদি রাধার হয়
তবে সমগ্র বিশ্বই কৃষ্ণময়

❣️🙏❣️হরে কৃষ্ণ ❣️🙏❣️
❣️🙏❣️জয় শ্রীকৃষ্ণ ❣️🙏❣️
❣️🙏❣️জয় শ্রীমতি রাধা রাণী❣️🙏❣️
❣️🙏❣️জয় গৌর❣️🙏❣️

সফলা একাদশী মাহাত্ম্য:পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম"সফলা"। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠিরশ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহা...
27/12/2024

সফলা একাদশী মাহাত্ম্য:
পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম"সফলা"। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির
শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে।যুধিষ্ঠির বললেন-হেপ্রভু। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্যদেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন -হে মহারাজ!আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে,বহু দানদক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্নসহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম "সফলা"। নাগদের মধ্যে যেমন শেষ নাগ,পক্ষীদের মধ্যে যেমন গরুড়,মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ;তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ!যারা এই ব্রত পালন করেন,তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এজগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না,একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতি নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল।কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন ,মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল। সে সর্বক্ষন ব্রাহ্মণ,বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন।স্ত্রী-পুত্র,পিতা-মাতা,আত্মীয়স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনও জীবহত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ঐ বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বথ বৃক্ষ ছিল।সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন
অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায়
হয়ে রাত্রিযাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতিকষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে-'হে ভগবান ! আমার কি গতি হবে'বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে ,'হে লক্ষ্মীপতি নারায়ণ! আপনি প্রসন্ন হোন'বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের
রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল-হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য
প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরুপ লাভ করল। স্ত্রীপুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল।
হে মহারাজ!
এভাবে সফলা একাদশী যিনি পালন করেন,তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তাঁরাই ধন্য। তাঁদের জন্ম সার্থক,এতে কোন সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের
রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়.....

হে গোবিন্দ শত ব্যস্ততার মাঝে তোমায় যেন না ভুলি।🙏🙏🙏
27/12/2024

হে গোবিন্দ শত ব্যস্ততার মাঝে তোমায় যেন না ভুলি।🙏🙏🙏

Address

Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when Radhar Preme Krishna Ami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radhar Preme Krishna Ami:

Videos

Share

Category