Radhar Preme Krishna Ami

Radhar Preme Krishna Ami Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radhar Preme Krishna Ami, Video Creator, Manikganj.
(1)

প্রিয় ভক্তবৃন্দ,আপনাদের আশীর্বাদে নিয়ে এই ধর্মীয় পেজের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসা সঞ্চয় করতে চাই। প্রতিনিয়ত এই পেজে ভক্তিমূলক ও আধ্যাত্নিকমূলক ভিডিও প্রকাশিত করে থাকি। এর মাধ্যমে আপনারা সবাই ভগবান শ্রী হরির নাম গান শ্রবন করুন।
🙏হরে কৃষ্ণ 🙏

ওহে অর্জুন আমি বিশ্বাসীদের বিশ্বাস,গোপণীয় বিষয়ে মৌন,সকল সস্ত্রধারীর মধ্যে হইয়াছি রাম।গীতা দশম অধ্যায় বিভূতিযোগ
18/04/2024

ওহে অর্জুন আমি বিশ্বাসীদের বিশ্বাস,
গোপণীয় বিষয়ে মৌন,
সকল সস্ত্রধারীর মধ্যে হইয়াছি রাম।
গীতা দশম অধ্যায় বিভূতিযোগ

আগামী ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার কামদা একাদশী। সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।
17/04/2024

আগামী ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার কামদা একাদশী।
সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।

_পাপমোচনী_একাদশীব্রত_মাহাত্ম্য__যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কে বললেন--হে জনার্দন!  চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম...
05/04/2024

_পাপমোচনী_একাদশীব্রত_মাহাত্ম্য__
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কে বললেন--হে জনার্দন! চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন-- হে ধর্মরাজ যুধিষ্ঠির! আপনি ধর্মবিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি 'পাপমোচনী' নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি। আপনি মনযোগ দিয়ে তা শ্রবন করুন।

প্রাচীনকালে অতি মনোরম 'চৈত্ররথ' পুষ্প উদ্যানে মুনিগন বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাঁকে বশীভূত করতে চাইলো। কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সারার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব-ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন-ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহুবছর অতিক্রান্ত হল।

মুনিকে আচার-ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল-- হে প্রভু , এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন-- হে সুন্দরী! তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর (৫৫ বছর ৯ মাস ৭ দিন) অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুঘোষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন--এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো।

মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল-- হে মুনিবর! আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে, তাঁর ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন যে-- রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক! তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনতমস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল।

মেধাবী বললেন-- হে সুন্দরী! চৈত্রমাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিচাশত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন-- হে পিতা! এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি? তা কৃপা করে আমাকে বলুন।
উত্তরে চ্যবন মুনি বললেন-- চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ঐ ব্রত পালনের ফলে পিচাশত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল।
হে মহারাজ! যারা এই পাপমোচনী একাদশী পালন করেন, তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়।

১.আমিষ আহার বর্জন।
২. অবৈধ স্ত্রী-পুরুষ সঙ্গ বর্জন।
৩. তাস পাশা জুয়া ইত্যাদি সকল প্রকার গেম খেলা বর্জন।
৪.সিগারেট মদ ইত্যাদি মাদকদ্রব্য সকল প্রকার নেশা বর্জন।

এই চারটি নিয়ম পালন করুন, দিব্য হরিনাম জপ করুন, ভগবানের সেবা করুন, ভগবদ্ধামে ফিরে চলুন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

হরে কৃষ্ণ 🌷🌷🌷🙏🙏🙏🥰🥰🥰

আগামী ০৫ ই এপ্রিল  ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার  পাপমোচনী একাদশী। সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।
01/04/2024

আগামী ০৫ ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার পাপমোচনী একাদশী।
সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।

আজ ২৫ মার্চ ২০২৪ রোজ সোমবার দোলপূর্ণিমা মহোৎসব.. 🥰রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠোক বিশ্ব ভুবন💗 সবাইকে জানাই দোলপূর্ণিমা অনেক...
25/03/2024

আজ ২৫ মার্চ ২০২৪ রোজ সোমবার দোলপূর্ণিমা মহোৎসব.. 🥰

রঙের উৎসবে মাতোয়ারা
হয়ে উঠোক বিশ্ব ভুবন💗

সবাইকে জানাই দোলপূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা।
শুভ দোলপূর্ণিমা কৃষ্ণপৃথী শুভেচ্ছা রইল সবার জন্য..🥀🙏
,,,,,,,, রাঁধে রাঁধে,,,,,,,,,,, 🙏🙏🙏

আগামীকাল ২৫ মার্চ ২০২৪ সোমবারশ্রীশ্রী গৌরপূর্ণিমা মহোৎসব, চন্দ্রোদয় বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস।সব অবতার, সার-শিরোম...
24/03/2024

আগামীকাল ২৫ মার্চ ২০২৪ সোমবার
শ্রীশ্রী গৌরপূর্ণিমা মহোৎসব, চন্দ্রোদয় বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস।

সব অবতার, সার-শিরোমণি, কেবল আনন্দ-কন্দ।।
ভজ ভজ ভাই, চৈতন্য-নিতাই সুদৃঢ় বিশ্বাস করি।

শ্রীগৌরাঙ্গের বাণী প্রচার করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু গোলোক বৃন্দাবন থেকে অবতীর্ণ হয়েছেন। বাহ্যিক কারণ ছিল যে অদ্বৈত গোসাঁই ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, শালিগ্রাম শিলার কাছে প্রার্থনা করেছিলেন এবং তুলসী মঞ্জরী নিবেদন করেছিলেন এবং তিনি উচ্চস্বরে জপ, কীর্তন ও ক্রন্দন করছিলেন, তিনি কামনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ এসে প্রেমভক্তি প্রদান করবেন। কীর্তনের অধিবাসে আমরা একটি ভজন করি, এবং আমরা বলি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, নিরানন্দ দূরে যায়। ভগবান আমাদের হরিনাম দিয়েছেন এবং আনন্দের কোন সীমা নেই। ভগবান শ্রীকৃষ্ণের নামে কত আনন্দ আছে, তার কোন সীমা নেই! আপনারা ভগবান শ্রীহরির নাম জপ করে কৃষ্ণ ভক্তি অনুভব করতে পারেন, এবং এই আনন্দের কোন সীমা নেই। কিন্তু সাধারণত দিব্যনামের প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকে না, সেই কারণেই সব জায়গায় দুঃখ। শ্রীচৈতন্যদেব এসেছিলেন যাতে সবাই কৃষ্ণপ্রেম পেতে পারে! যাতে সবাই কৃষ্ণের নাম জপ করে! এবং তিনি কেবল বাঙালিদের জন্য বা ভারতীয় জনগণের জন্য আবির্ভূত হননি, তিনি আবির্ভূত হয়েছেন সমগ্র মহাবিশ্বের মুক্তির জন্য! তাই তাঁর নাম বিশ্বম্ভর, তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ভার স্বয়ং স্বীকার করেন।

জয় নিতাই 🙏🙏🙏
জয় গৌরহরি 🙏🙏🙏
জয় রাধে রাধে 🙏🙏🙏

🙏🙏  হরে কৃষ্ণ 🙏🙏🌼🍁🌼এই পৃথিবী তে আপনার কাছে 2জিনিস না থাকলে আপনায় কেউ চাই বে না👉👉 1 যোগ্যতা 2 অর্থ । কিন্তু জিনি এই পৃথিব...
21/03/2024

🙏🙏 হরে কৃষ্ণ 🙏🙏

🌼🍁🌼এই পৃথিবী তে আপনার কাছে 2জিনিস না থাকলে আপনায় কেউ চাই বে না👉👉 1 যোগ্যতা 2 অর্থ । কিন্তু জিনি এই পৃথিবীতে আপনাকে সব কিছু ভোগ করতে পাঠিয়ে ছে । তাকে পেতে আপনার কোনো কিছুর প্রয়োজন লাগবে না । যোগ্যতা,,, না অর্থ , শুধু বিশ্বাস ভালো বাসা তার প্রতি আস্থা ❗

সে কে জানেন ❓❓❓❓ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ । ❤️❤️💙💙 তাই সবাই মিলে 1 বার তার নাম করি ,,,, হরে কৃষ্ণ ।🙏🙏🙏🙏

আজ ২০ শে  মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার আমলকীব্রত একাদশী। কৃপা করে সবাই আমলকীব্রত একাদশী পালন করবেন।
20/03/2024

আজ ২০ শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার আমলকীব্রত একাদশী।

কৃপা করে সবাই আমলকীব্রত একাদশী পালন করবেন।

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️ কৃষ্ণ নাম দেখিয়া যেই জন পালিয়ে বেড়ায় তার মতো পাপিষ্ঠ জীব আমাকে নাহি পায়। 🙏🏼🙏🏼🥹          হরে কৃষ্ণ  ...
11/03/2024

❤️❤️ হরে কৃষ্ণ ❤️❤️

কৃষ্ণ নাম দেখিয়া যেই জন পালিয়ে বেড়ায়
তার মতো পাপিষ্ঠ জীব আমাকে নাহি পায়। 🙏🏼🙏🏼🥹
হরে কৃষ্ণ রাঁধে রাঁধে 🙏🏼🙏🏼❤️❤️

শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ, শিব শক্তি, শিব ভক্তি, শিব চতুর্দশীর মহাতিথিতে আপন...
08/03/2024

শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ, শিব শক্তি, শিব ভক্তি, শিব চতুর্দশীর মহাতিথিতে আপনার পরিবারের সকল সমস্যা দূর করে। আনন্দ ভগবান শিব আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষন করুক।
হর হর মহাদেব 🙏 ❤️ 🔱

ছেড়ে দাও প্রেম পত্র 😅তুলে নাও বেল পত্র ☘️🙂শিবরাত্রি তো এসেই গেলো 🤩কই গেলো মহাদেব ভক্ত 🥰🔱🙏 হর হর মহাদেব 🔱🙏
07/03/2024

ছেড়ে দাও প্রেম পত্র 😅
তুলে নাও বেল পত্র ☘️🙂
শিবরাত্রি তো এসেই গেলো 🤩
কই গেলো মহাদেব ভক্ত 🥰
🔱🙏 হর হর মহাদেব 🔱🙏

আগামীকাল ০৭ ই মার্চ  ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার  বিজয়া একাদশী ।সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।
06/03/2024

আগামীকাল ০৭ ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিজয়া একাদশী ।

সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।

----অপেক্ষা শেষ হতে চলেছে.... ☺️🔱    ----ভক্তরা সবাই রেডি তো....🔱❤️       ---মহা শিব রাত্রির জন্য,,,, 🥀👑---হর হর মহাদেব....
01/03/2024

----অপেক্ষা শেষ হতে চলেছে.... ☺️🔱
----ভক্তরা সবাই রেডি তো....🔱❤️
---মহা শিব রাত্রির জন্য,,,, 🥀👑
---হর হর মহাদেব...🔱🙏🗣️

🙏🙏🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏
28/02/2024

🙏🙏🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন , “ হে অর্জুন , পরমেশ্বর ভগবানরূপে আমি অতীত , বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত ...
26/02/2024

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন , “ হে অর্জুন , পরমেশ্বর ভগবানরূপে আমি অতীত , বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত । আমি সমস্ত জীব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত । আমি সবার সবকিছু সম্বন্ধে জানি , কিন্তু আমাকে কেউ জানে না । ” ( গীতা. ৭ / ২৬ )

ভগবান সবকিছুর অতীত , বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্যকভাবে জ্ঞাত । দেহধারী জীবের কী কথা , অর্জুনের মতাে শুদ্ধ জীবের পক্ষেও অতীতের সব কথা স্মরণ রাখা সম্ভব হয়নি ।

আমরা তাে গতকাল কী ঘটেছিল সে কথাও ঠিকমতাে স্মরণ করতে পারি না । আসলে আমাদের জানার ক্ষমতা ও পরিধি অত্যন্ত সীমিত ; শ্রীকৃষ্ণই জগৎ এবং তার সম্বন্ধে যতটুকু জানান , আমরা ততটুকুই জানতে পারি ।

আমাদের বুদ্ধিও তিনিই দান করেন । এ কারণে শ্রীকৃষ্ণই হলেন আমাদের সবার মূল ও আদি গুরু ।

জয় শ্রী কৃষ্ণ 🙏🙏

🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏সবার হৃদয়ে একটি করে মন্দির আছে। আমরা যদি সব সময় এই মন্দির কে পবিত্র রাখি তাহলে সে মন্দিরে সর্বদা ভগবান থাক...
24/02/2024

🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏

সবার হৃদয়ে একটি করে মন্দির আছে। আমরা যদি সব সময় এই মন্দির কে পবিত্র রাখি তাহলে সে মন্দিরে সর্বদা ভগবান থাকেন।,
আর ভগবান যেখানে থাকে সেখানে কোন দুঃখ কষ্ট থাকে না,সর্বদা নিত্যানন্দ বিরাজ করেন।এই মন্দিরকে পবিত্র রাখতে হলে সবার আগে,আমাদের চঞ্চল মনকে বসে আনতে হবে।তার জন্য সর্বদা হরে কৃষ্ণ মহানাম মন্ত্র জপ করতে হবে এবং তা অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করলে চঞ্চল মন কৃষ্ণ সেবায় নিযুক্ত হবে ।
,,,,,,,,,,,🙏🙏হরেকৃষ্ণ 🙏

🙏🙏 জয় রাধে রাধে  🙏🙏রাধারানীর জয় দিলে থাকে না রে যমের ভয়রাধারানীর যে মহিমা মদনমোহন জানে,রাধা নামে বাজায় বাঁশি যমুনার কূলী...
21/02/2024

🙏🙏 জয় রাধে রাধে 🙏🙏

রাধারানীর জয় দিলে থাকে না রে যমের ভয়
রাধারানীর যে মহিমা মদনমোহন জানে,
রাধা নামে বাজায় বাঁশি যমুনার কূলীনে।

🙏❤️🙏  জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত    গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।🙏❤️🙏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃ...
21/02/2024

🙏❤️🙏 জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।🙏❤️🙏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🤲❤️🤲

20/02/2024

১৬ কোটি মানুষের মাঝে কেউ কি আছে একাদশীর দিনে হরে কৃষ্ণ লেখার জন্য 🙏🙏🙏🙏

_ভৈমী_একাদশীব্রত__মাহাত্ম্য____মাঘী শুক্লপক্ষীয়া `জয়া' একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ-যুধিষ্ঠির সংবা...
20/02/2024

_ভৈমী_একাদশীব্রত__মাহাত্ম্য____
মাঘী শুক্লপক্ষীয়া `জয়া' একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ-যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে।
শ্রীগরুড়পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে `ভৈমী' একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই `পান্ডবা নির্জলা' বা `ভীমসেনী'(ভৈমী) একাদশী।
যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী `জয়া' নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপবিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয়না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়।

একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন।একদিন ৫০ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন।পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল।পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়! তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনী লাভ করে মর্ত্যলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ কর।

ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখভোগ করতে লাগল। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মৃত হল। এইভাবে অতিকষ্টে সেখানে দিনযাপন করতে লাগল। একদিন পিশাচ নিজপত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রনার মত পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করবনা। এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগল। তাদের পূর্ব কোন পুন্যবশতঃ সেইসময় মাঘী শুক্লপক্ষীয়া `জয়া' একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। একাদশীর দিন অনাহার ও রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুন্যফলে তোমাদের পিশাচত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুন্যপ্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান কর। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাঁরা আমাদেরও পুজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস কর।

"হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপ কেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুন্যফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুন্ঠে বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টোম যজ্ঞের ফল লাভ হয়। "

১.আমিষ আহার বর্জন।
২. অবৈধ স্ত্রী-পুরুষ সঙ্গ বর্জন।
৩. তাস পাশা জুয়া ইত্যাদি সকল প্রকার গেম খেলা বর্জন।
৪.সিগারেট মদ ইত্যাদি মাদকদ্রব্য সকল প্রকার নেশা বর্জন।

এই চারটি নিয়ম পালন করুন, দিব্য হরিনাম জপ করুন, ভগবানের সেবা করুন, ভগবদ্ধামে ফিরে চলুন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

হরে কৃষ্ণ 🌷🌷🌷🙏🙏🙏🥰🥰🥰

আসছে -২০ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার,ভৈমি একাদশী।❤️‍🩹😊আপনি নিজে পালন করুন, এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন🙏🌸হরে কৃষ...
19/02/2024

আসছে -২০ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার,
ভৈমি একাদশী।❤️‍🩹😊
আপনি নিজে পালন করুন, এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন🙏

🌸হরে কৃষ্ণ🌸

19/02/2024

আগামীকাল ২০শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার পবিত্র শ্রী ভৈমী একাদশী।

সবাই দয়া করে একাদশী ব্রত পালন করবেন।

আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার  পবিত্র শ্রী ভৈমী একাদশী। সবাই দয়া করে একাদশী ব্রত পালন করবেন।
18/02/2024

আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার পবিত্র শ্রী ভৈমী একাদশী।

সবাই দয়া করে একাদশী ব্রত পালন করবেন।

সহজ সরল মানুষের সাথে প্রতারণা করলে আপনার পতনের সমস্ত ধরনের দরজা নিজে নিজেই খুলে যাবে!  আপনি নিজেকে যতই জ্ঞানী মনে করেন ন...
18/02/2024

সহজ সরল মানুষের সাথে প্রতারণা করলে আপনার পতনের সমস্ত ধরনের দরজা নিজে নিজেই খুলে যাবে! আপনি নিজেকে যতই জ্ঞানী মনে করেন না কেনো! অতি চালাকি ধ্বংসের কারণ!!
জয় শ্রী কৃষ্ণ🌿☘️🍀

শ্রীকৃষ্ণপদে অনুরাগই জীবের শ্রেষ্ঠ সম্পদ। ঐসম্পদ যার নেই, সে প্রকৃতই দরিদ্র। আমার এই দরিদ্র জীবন ব্যর্থ কৃষ্ণ প্রেমধন বি...
17/02/2024

শ্রীকৃষ্ণপদে অনুরাগই জীবের শ্রেষ্ঠ সম্পদ। ঐ
সম্পদ যার নেই, সে প্রকৃতই দরিদ্র। আমার এই দরিদ্র জীবন ব্যর্থ কৃষ্ণ প্রেমধন বিনা। ওহেকৃষ্ণ, তুমি আমাকে কীর্ত্তনের লালসা নয়, প্রেম দান করো। যাতে তোমার নাম গ্রহনে, নয়ন ধারা বয়, কন্ঠ গদগদ হয়,পুলকে অঙ্গ পরিপ্লাবিত হয়।

মানুষকে সর্বস্ব দিলেও আপন হবে না, আর তার মন ভরাতে ও পারবেন কি? কিন্তু ভগবানকে কিছু না দিলেও ভক্তি দিয়ে ডাকুন, ঈশ্বর আপন...
16/02/2024

মানুষকে সর্বস্ব দিলেও আপন হবে না, আর তার মন ভরাতে ও পারবেন কি? কিন্তু ভগবানকে কিছু না দিলেও ভক্তি দিয়ে ডাকুন, ঈশ্বর আপনার হয়ে যাবেন 🙏 হরে কৃষ্ণ 🙏 ঈশ্বর আপনার সহায় হবেন 👏

🥀🌼🍁🥀জয় শ্রী রাধা কৃষ্ণ 🙏         🍁🌼 সুখী হতে চাও🍁🌼তাহলে কখনও কারো ক্ষতি করো না   🍁🌼 খেয়াল রাখবে তোমার দ্বারা   🍁🌼  কারো...
15/02/2024

🥀🌼🍁🥀জয় শ্রী রাধা কৃষ্ণ 🙏
🍁🌼 সুখী হতে চাও
🍁🌼তাহলে কখনও কারো ক্ষতি করো না
🍁🌼 খেয়াল রাখবে তোমার দ্বারা
🍁🌼 কারো উপকার নাই হোক
🍁🌼তবে যেনো কারো ক্ষতি না হয়
🍁🌼🙏🙏🙏জয় রাধে 🙏🙏🙏🙏
🙏🙏🙏হরি বল🙏🙏🙏🙏🙏
🙏🥀🌹🥀🌹🥀🌹🥀

13/02/2024

সরস্বতী_পূজার_এই_আনন্দের_মুহূর্তে_তোমার_জন্য_আমার_আন্তরিক_উষ্ণ_শুভেচ্ছা_রইলো

🙏🙏 হরে কৃষ্ণ 🙏🙏শ্রীকৃষ্ণের ১০৮ নাম পূর্ণ করুন।সবাই একটি করে নাম লিখুন🥰
11/02/2024

🙏🙏 হরে কৃষ্ণ 🙏🙏

শ্রীকৃষ্ণের ১০৮ নাম পূর্ণ করুন।
সবাই একটি করে নাম লিখুন🥰

06/02/2024

আজ ষটতিলা একাদশী আপনারা সবাই কৃপা করে পালন করবেন হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏

Address

Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when Radhar Preme Krishna Ami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radhar Preme Krishna Ami:

Videos

Share

Category


Other Video Creators in Manikganj

Show All

You may also like