Abu Bokor

Abu Bokor নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন।

19/12/2023

সুবহানাল্লাহ ❤️🥀

18/12/2023

if ভাইয়ের জন্য গজল গেয়ে শত্রুর সাথে হাত মেলা had a face

16/12/2023

দেশাত্মবোধক সংগীত. প্রিয় বাংলাদেশ।
মাশাল্লাহ অসাধারণ দৃশ্য।
(চরনাচনা মারকাজুল উলুম মাদ্রাসা
Mawlana Ferdous Hasan

14/12/2023

আমরা কেন মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে জন্মগ্রহণ করলাম। ゚viral

13/12/2023
12/12/2023

বর্তমানে টাকার বস্তা আর ময়দার বস্তার বিয়ে হয়। এজন্য এই বিয়ে বেশিদিন টিকে না , টাকা একদিন শেষ হয়ে যেতে পারে বা নাও পারে. কিন্তু ময়দা মাখার মুখ কিন্তু একটা সময় খয় হয়ে যায়।তখন ময়দা মাখার যায়গা আর থাকে না। তখনি শুরু হয় শারীরিক মানুষিক অত্যাচার। এর পর রাস্তা দুই জনের দুই দিকে মঝখানে নিষ্পাপ বাচ্চা গুলোর ভবিষ্যত অন্ধকার।এই ফেতনায় পড়ার আগে দ্বীনদার জীবন সাথী নির্বাচন করা জরুরি।আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন। দ্বীনদার পাত্র-পাত্রীর সন্ধানে।

12/12/2023

ফিলিস্তিনের পক্ষে লেখালেখি করার কারণে আমার পেইজে অনেকগুলো সমস্যা দিয়ে দিয়েছে। কাউকে মেছেজ করা যাচ্ছে না লাইভ সেয়ার কোন কিছুই হচ্ছে না। যাইহোক এক সময় ফেইসবুক আর মুসলিমরা ব্যবহার করবে না। যদি ফেইসবুকে মুসলিমরা নিজের ব্যক্তিগত আইডিতে বা পেইজে লেখা লেখি করতে না পারে তাহলে আর ফেইসবুক দিয়ে কি করবে।

03/12/2023

শিক্ষা ব্যবস্থা শেষ ভিডিও টা সেয়ার করুন।

আমি গত 30 দিনে আমার পোস্টে 30,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉
01/12/2023

আমি গত 30 দিনে আমার পোস্টে 30,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

29/11/2023

তুমি তোমার জন্য বউ খুঁজো না,
তুমি তোমার সন্তানের জন্য একজন মা খুঁজো!

22/11/2023

তোমার কাছ থেকে যা-ই আসে,ফুল হোক বা কাঁটা, হোক তা প্রাণ-আত্মা; কিংবা প্রাণহরণ, আমি তোমার সব কিছুতে'ই পরম আনন্দিত!'💙

ইউনুস এমরে রহঃ

22/11/2023

না হাসলে এমবি ফেরত 🤣

14/11/2023

আল্লাহর সাথে কি অভিমান করা যায়?

06/11/2023

কাকে বিস্বাস করবেন.ভাইরাল সেই মেয়ের বাবা। ধরা পরছে

29/10/2023

পুলিশ আসলে কি?

15/10/2023

আমার নতুন পেইজ সবার ভালোবাসা চাই নতুন নতুন বিনোদন পেতে ফলো দিয়ে রাখুন। Ar.Smile seller

10/10/2023

পানির নিচে ড্রাগন ফল
#ড্রাগনফল #পানিরনিচে

06/10/2023

যদি এই অন্তরটা ক্ষত-বিক্ষত না হতো তাহলে বুঝতাম কিভাবে যে আমার রব আমার কত আপন।

05/10/2023

আপনি কোন না কোন কাজে সফল হয়েছেন সেটা ছোট থেকে বড় কোন কাজ হোক .
আপনার সফল হওয়া টা আপনার কাছের মানুষরাই সহ্য করতে পারবে না, তারা কোনদিনি চাইবে না আপনি তাদের থেকে উপরে উঠেন এটাই বাস্তবতা।
Abu Bokor

04/10/2023

যেই মেয়ের একজন বা একাধিক ছেলে বন্ধু থাকে আর যাই হোক ওই মেয়েকে নিজের সন্তানের জন্য উপযুক্ত মা বানানো যায় না, কি বলেন আপনারা।

মা বোনেরা ফেইসবুক বা অনলাইনে নিজের ছবি বা নিজের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন কারন বর্তমানে আটি অফিসিয়াল ইন্টেলিজেন্ট ...
30/09/2023

মা বোনেরা ফেইসবুক বা অনলাইনে নিজের ছবি বা নিজের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন কারন বর্তমানে আটি অফিসিয়াল ইন্টেলিজেন্ট বা Ai প্রযুক্তি খুবি ভয়াবহ রুপ ধারন করেছে, আপনার একটি ভুল আপনার জীবন কে শেষ করে দিতে পারে।

29/09/2023

ঈদে মিলাদুন নবী সাঃ সম্পুর্ণ বিদায়াত
কারো জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি উপলক্ষে ‘বিশেষ দিবস বা বার্ষিকী’ উদযাপন করা একটি ইয়াহুদী-খ্রীস্টানদের বিজাতীয় সংকৃতি, আর মুসলমানদের জন্য অমুসলিমদের সংস্কৃতির অনুকরণ করা সম্পূর্ণ হারাম।
খ্রীস্টানরা ঈসা আঃ এর জন্ম উপলক্ষে“ক্রিসমাস” বা বড়দিন পালন করে। খ্রীস্টানদের দেখাদেখি রাসুলুল্লাহ সাঃ এর মৃত্যুর প্রায় ৪৫০ বছর পরে ইরাকের শিয়ারা মুসলমানদের মাঝে প্রথম রাসুলুল্লাহ সাঃ এর কথিত জন্মদিন, ১২ই রবিউল আওয়াল উপলক্ষে “ঈদে মিলাদুন্নবী” নামে বিদাতী একটা অনুষ্ঠান চালু করে। ভারত, পাকিস্থান, বাংলাদেশের অল্প শিক্ষিত হুজুরেরা ইরাকের বিভ্রান্ত শিয়াদের দেখাদেখি ঈদে মিলাদুন্নবী নামের এই “বিদাতী ঈদ” পালন করা আমাদের দেশেও আমদানি করেছে।
মুসলমানদের ঈদ হচ্ছে ঈদুল ফিতুল এবং ঈদুল আযাহ। এর বাইরে “ঈদে মিলাদুন্নবী” নামে কোন ঈদের কথা ক্বুরান হাদীসের কোথাও নেই, রাসুল সাঃ এই নামে কোন ঈদ আমাদেরকে পালন করতে বলেন নি, তাঁর সাহাবারাও করেন নি। এমনকি ঈদে মিলাদুন্নবী নামে কোন শব্দ ক্বুরান হাদিসে নাই। আমি সেই সমস্ত লোকদেরকে বলছি, যারা শিয়াদের দেখাদেখি ঈদে মিলাদুন্নবী নামে নতুন“ঈদ” উদযাপন করার পক্ষপাতী, তারা ঈদে মিলাদুন্নবী কথাটা ক্বুরানের কোন একটি আয়াত থেকে অথবা রাসুল সাঃ এর একটি সহীহ হাদীস থেকে বের করে দেখান। আপনারা কেয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নামে কোন কিছু ক্বুরান হাদীস থেকে প্রমান করতে পারবনে না।
দলিল বিহীন, ম্যান মেইড (মানুষের বানানো) মনগড়া কোন ইবাদত আল্লাহ তাআ’লা কস্মিনকালেও কবুল করেন না। সুতরাং, ঈদে মিলাদুন্নবী নামের বিদাতী ঈদ পালন করা থেকে বিরত থাকুন। বিদাতী আমল আল্লাহ্‌ কবুল করেন না এনিয়ে কিছু হাদীসঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে (দ্বীনের মাঝে) নতুন আবিষ্কার করা বিষয়গুলো। আর প্রত্যেক নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় হচ্ছে বিদআ’ত এবং প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম।”
[সহীহ মুসলিমঃ ১৫৩৫, সুনানে আন-নাসায়ীঃ ১৫৬০, হাদীসের বাক্যগুলো নাসায়ী থেকে নেওয়া]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ
“যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করবে যা, এর কোন অংশ নয়, তবে সেটা মারদুদু বা প্রত্যাখ্যাত হবে।”
[সহীহ বুখারী, সহীহ মুসলিম]
উল্লেখ্য, রাসুল সাঃ এর জন্ম ১২ই রবিউল আওয়ালে হয়েছিলো এই কথা ক্বুরান হাদীসের কোথাও উল্লেখ করা নেই এবং ঐতিহাসিকভাবে নিশ্চত জানা যায়না রাসুল সাঃ আসলে কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। রাসুল সাঃ এর জন্ম কোন তারিখে হয়েছিলো, এনিয়ে কয়েকটি তারিখ ও মতামত পাওয়া যায়। এর মাঝে, রাসুল সাঃ এর জন্ম ৯ই রবিউল আওয়াল হয়েছিলো, এই মতটাই ওলামাদের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী বলে গণ্য, বিস্তারিত জানার জন্য আপনারা “আর-রাহিখুল মাখতুম” বইটা দেখতে পারেন।
সর্বশেষ, দলিল বিহীন কোন ইবাদত অর্থাৎ বিদাত করলে তার শাস্তিঃ
বিদআত করা সম্পূর্ণ হারাম। বিদআতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। বিদআত করলে ইবাদাত কবুল হয় না। বিদআতের শেষ পরিণাম জাহান্নাম। বিদআত করলে কিয়ামতের দিন যখন সূর্য মাথা অতি নিকটে থাকবে তখন সকলে তৃষ্ণায় পানি পান করতে চাইবে, আর তখন রাসুলুল্লাহ (সাঃ) তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। কিন্তু আফসোস বিদআতিরা সেই দিন পানি পান করতে পারবে না।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ
“আমি তোমাদের পূর্বেই হাওযে কাওসারের নিকট পৌঁছে যাব । যে ব্যক্তি সেখানে নামবে এবং তার পানি পান করবে সে আর কখনও পিপাসিত হবে না । কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে , আমি তাদেরকে চিনি আর তারাও আমাকে চেনে । অতঃপর আমার ও তাদের মধ্যে পর্দা পড়ে যাবে । রাসূল (সাঃ) বলবেন : তারা তো আমার উম্মাতের অন্তর্ভুক্ত । তাকে বলা হবে আপনি জানেন না আপনার পরে তারা কি আমল করেছে । তখন যে ব্যক্তি আমার পরে (দ্বীনকে) পরিবর্তন করেছে তাকে আমি বলবো : দূর হয়ে যা , দূর হয়ে যা।”
[সহীহ মুসলিমঃ ৪২৪৩]
এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তাই মিলাদ খাওয়া আর মিলাদ পড়া ভাইয়েরা সাবধান। হাউজে কাউসারের মিষ্টি পানি থেকে বঞ্চিত হতে না চাইলে বিদাতী মিলাদের অনুষ্ঠান সহ যাবতীয় বিদাতী আকিদাহ ও আমল বর্জন করুন।

28/09/2023

দুই ঈদ ছারা অন্য সকল ঈদ বিদায়াত, ঈদে মিলাদুন নবী সাঃ সম্পুর্ণ বিদায়াত। বিস্তারিত কমেন্ট বক্সে

👤তারপর 🤚তারপর আর কি😑
25/09/2023

👤তারপর
🤚তারপর আর কি😑

25/09/2023

মাঝে মধ্যে মনে হয় নিজের ছায়ার সাথে নিজেই আলাপ করি সে কেমন আছে জিগ্যেস করি

25/09/2023

কে কোন জেলা থেকে আমি শরিয়তপুর থেকে আর আপনি?🥀

24/09/2023

আজকের প্রশ্ন. বনী ইসরাইলের মধ্যে যত গুলো নবী রাসুল এসেছেন তাদের মধ্যে শেষ নবীর
নাম কি?

23/09/2023

আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি।

23/09/2023

সর্ব কালের মহা মানব হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ❤️

21/09/2023

যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ।

19/09/2023

দ্বীন হীন প্রতিষ্ঠিত মানুষের গলায় ঝুলে যাওয়াটা হচ্ছে খেয়ে পরে বেঁচে থাকার মাধ্যম।

আর দ্বীনদার গরিব অসহায় মানুষের হাত ধরাটাই হচ্ছে ভাগ্যবান হয়ে জন্নাতে যওয়ার মাধ্যম..।🥀

আমি গত 30 দিনে আমার পোস্টে 1,05,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉
19/09/2023

আমি গত 30 দিনে আমার পোস্টে 1,05,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

Address

Malkhanagar

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bokor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Bokor:

Videos

Share


Other Digital creator in Malkhanagar

Show All