Aalo chaya-আলো ছায়া

Aalo chaya-আলো ছায়া 😍❤️জীবনে একজন ফিটফাট পারফেক্ট মানুষ থাকার চেয়ে বরং শান্তিপ্রিয় একজন মানুষ থাকাটাই বেশি জরুরি❤️😍
(2)

01/10/2024
আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ...
02/06/2024

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে।

একদিন তাঁর অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তাঁর এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবি ব্যক্তি, তাঁকে সাহায্য করার জন্য।

আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'

সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।

এক বিশাল ব্যবসায়ি, তাঁর সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তাঁর অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।

সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই ?

পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তাদিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালই চলে যায়। আল্লাহর রহমতে কোন অভাব নেই।

ব্যবসাইতো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?

ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাঁকে ১০লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।

ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা,আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখনতো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।

প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় সকুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলওচেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।

যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টাকরে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাঁকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।

এদিকে অফিসের সবাই ফলটা/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলে মেয়র ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।

ব্যবসায়ি লক্ষ করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকাদিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?

সে বলল স্যার , কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তাঁর সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যে দিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।

ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ। এক টাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না।
সংগ্রহকৃত

25/05/2024

কি ভাবে হারাম রিলেশান থেকে বেঁচে থাকবো একটু যদি উপাই বলে দিতেন__শায়েখ আহামাদুল্লাহ

  #নিখোঁজওনার নাম রোকেয়া রুমি (বয়স-৪৮), যিনি ১২ই এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন, তাকে খুঁজে পেতে সাহায্য করুনআপনার যদি কোন...
08/05/2024


#নিখোঁজ

ওনার নাম রোকেয়া রুমি (বয়স-৪৮), যিনি ১২ই এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন, তাকে খুঁজে পেতে সাহায্য করুন

আপনার যদি কোন তথ্য থাকে, অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭০৭৩২৬১৬৮, ০১৯০৬০৪২৪৪৯, ০১৩০৫৭৩৩০৪৫



আসুন আমরা সবাই [রোকেয়া রুমিকে] নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে চেষ্টা করি।

Rokeya Rumi(Age-48), who has been missing since Apr 12th.

If you have any information, please contact ০১৭০৭৩২৬১৬৮, ০১৯০৬০৪২৪৪৯, ০১৩০৫৭৩৩০৪৫ immediately


05/05/2024
02/05/2024

On the way

30/04/2024
27/04/2024

তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে ?

10/04/2024
22/03/2024

কাপনের কাপড় নাকি দরদাম করে কিনা যায় না ? __ অনেক দরকারী প্রশ্নের উত্তর দিচ্ছেন শায়েখ আহমাদুল্লাহ।
🍁Aalo chaya 🌷আলো ছায়া 🍁

21/03/2024

রমাজান মাসে মারা গেলে কি কবরের আজাব মাফ হবে ? দরকারী আলোচনা করছেন শায়েখ আহমাদুল্লাহ।
🍁Aalo chaya 🌷আলো ছায়া 🍁

20/03/2024

তারাবির নামাজ কতো রাকাত ? তারাবির নামাজ ২০ রাকাত নাকি ৮ রাকাত ? __ গুরুত্বপূণ প্রশ্নের উত্তর দিচ্ছেন শায়েখ আহমাদুল্লাহ।
🍁Aalo chaya 🌷আলো ছায়া 🍁

19/03/2024

ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যুক্তিকতা কতোটুকু ? রোজা নিয়ে দরকারী প্রশ্নের উত্তর দিচ্ছেন শায়েখ আহমাদুল্লাহ।
🍁Aalo chaya 🌷আলো ছায়া🍁

16/03/2024

ইফতারের দোয়া কি ? অনেক দরকারী প্রশ্নের উত্তর দিচ্ছেন শায়েখ আহমাদুল্লাহ।
🍁Aalo chaya🌷আলো ছায়া🍁

Address

Noakhali, Sadar, Maijdee Court
Maijdee Court
3802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aalo chaya-আলো ছায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aalo chaya-আলো ছায়া:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Maijdee Court

Show All