Noakhali City-The Royal city of Bangladesh

Noakhali City-The Royal city of Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noakhali City-The Royal city of Bangladesh, Video Creator, Maijdee, Maijdee Court, Maijdee Court.
(7)

এটি একটি সামাজিক ফেইসবুক পেইজ। এই পেইজে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য,ঐতিহাসিক ও ভ্রমন এলাকা,রেষ্টুরেন্ট রিভিউ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন প্রচার করে থাকি 🥰
যোগাযোগ - +880-016-77343060

(っ◔◡◔)っ♥ বিনোদনতো আছেই 🤣 নোয়াখালীর শহর........................................
নোয়াখালী সদর মাইজদি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। শহরের মোট জনসংখ্যা ৭৪,৫৮৫; এর মধ্যে ৫১.৫০% পুরুষ এবং ৪৮.৫০% মহিলা; জনসংখ্যার ঘনত্ব

প্রতি বর্গকিলোমিটারে ৫৯১৫। শহুরে লোকদের মধ্যে শিক্ষিতের হার প্রায় ৬০.৭০%। নোয়াখালী সদরের আদি নাম সুধারাম। ১৯৪৮ সালে যখন উপজেলা সদর দফতর মেঘনা গর্ভে বিলীন হয়ে যায়, তখন তা ৮ কিলোমিটার উত্তরে সরিয়ে বর্তমান মাইজদিতে স্থানান্তর করে হয়।চৌমুহনী নোয়াখালীর আরেকটি ব্যস্ত শহর ও বাণিজ্য কেন্দ্র, যা একসময়ে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার জন্য বিখ্যাত ছিল।বসুরহাট শহরটি দ্রুত বেড়ে উঠছে এবং ব্যস্ত শহরের রুপ নিচ্ছে । এই শহরের অধিবাসীদের একটি বড় অংশ কাজের জন্য আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্ভবত এই জন্যেই এখানে বাড়ী এবং জমির দাম খুবই বেশি, প্রায় রাজধানী ঢাকার সমপরিমাণ।
নামকরণের ইতিহাস...................................
নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরা-র পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়া-র উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় "নোয়া (নতুন) খাল" বলা হত, এর ফলে "ভুলুয়া" নামটি একসময়ে পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে হয়ে যায় "নোয়াখালী"।
প্রাথমিক ইতিহাস..........................................
নোয়াখালী জেলার মর্যাদা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক এদেশে জেলা প্রশাসন প্রতিষ্ঠার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সময় থেকেই। ১৭৭২ সালে কোম্পানীর গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা নেন। তিনি সমগ্র বাংলাদেশকে ১৯টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করেন। এ ১৯টি জেলার একটি ছিল কলিন্দা। এ জেলাটি গঠিত হয়েছিল মূলতঃ নোয়াখালী অঞ্চল নিয়ে। কিন্ত ১৭৭৩ সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। ১৭৮৭ সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এবার সমগ্র বাংলাদেশকে ১৪টি জেলায় ভাগ করা হয়। এ ১৪ টির মধ্যেও ভুলুয়া নামে নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল। পরে ১৭৯২ সালে ত্রিপুরা নামে একটি নতুন জেলা সৃষ্টি করে ভুলুয়াকে এর অন্তর্ভূক্ত করা হয়। ১৮২১ সালে ভুলুয়া নামে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এ অঞ্চল ত্রিপুরা জেলার অন্তর্ভূক্ত ছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা গঠিত হয়। এটি চট্টগ্রাম বিভাগের অর্ন্তভূক্ত একটি বিশাল জেলা হিসেবে পরিচালনা হয়ে আসছিল। ১৯৮৩ সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত হয়। তখন এ জেলায় উপজেলা ছিল ছয়টি। পরবর্তীতে আরো তিনটি উপজেলার সৃষ্টি করা হয়। এবং বর্তমানে জেলায় মোট উপজেলার সংখ্যা নয়টি। জেলার একটি বিশেষত্ব হলো আটটি উপজেলা মূল ভূখন্ডের সাথে রয়েছে। আর হাতিয়া নামক উপজেলাটির কিছু অংশ জেলার মূল ভূখন্ডের সাথে সংযুক্ত থাকলে ও বৃহত্তর অংশ (মূল হাতিয়া) এর চর্তুদিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা।নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের জিহাদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ১৯২০ সালের খিলাফত আন্দোলন। জাতিগত সংঘাত ও রায়টের পর ১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন। বর্তমান বেগমগঞ্জ উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা "গান্ধী আশ্রম" নামে পরিচিত।১৭৯০ সালের পর হতে নোয়াখালী জেলা বহুবার ঘুর্ণিঝড়, বন্যা, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লক্ষ লোকের প্রাণহানি ঘটে, যার মধ্যে নোয়াখালী জেলার অনেকে ছিলেন। ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর সাথে বহু রক্তক্ষয়ী যুদ্ধে নোয়াখালীর মাটি রঞ্জিত হয়ে আছে। ১৫ই জুন, ১৯৭১ সালে সোনাপুর আহমদীয়া স্কুলের সম্মুখ যুদ্ধে প্রায় ৭০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়। ১৯৭১ সালের ১৯ আগস্ট পাকবাহিনী বেগমগঞ্জ থানার গোপালপুরে গণহত্যা চালায়। নিহত হন প্রায় ৫০ জন নিরস্ত্র মানুষ। নোয়াখালী জেলা স্বাধীন হয় ১৯৭১ সালের ৭ ডিসেম্বর।
অর্থনীতি........................................
নোয়াখালী জেলার মোট আয় ৩৭৮ কোটি টাকা (১৯৯৯-২০০০)। জেলার মোট আয়ের ৪৮% আসে চাকরি বা সেবামূলক খাত থেকে। অপরদিকে আয়ের মাত্র ১৭% আসে শিল্পখাত থেকে। নোয়াখালী জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ হারে হচ্ছে। নোয়াখালী জেলার মানুষের মাথা পিছু আয় ১৩,৯৩৮ টাকা (১৯৯৯-২০০০)।নোয়াখালী বাসী ও তাঁদের মালিকানাধিন প্রতিষ্ঠানের রাজস্ব বাদ দিলে দেশের অর্থনীতি অচল প্রায়???

17/01/2025

আসসালামু আলাইকুম ❤️
সবাইকে জুম্মা মোবারক।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন,চৌমুহনী
17/01/2025

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন,চৌমুহনী

16/01/2025

"ইসলামগঞ্জ বাজার"বাজার-দর জানতে চলে এলাম 🥰

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 🥰
16/01/2025

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 🥰

16/01/2025

কেউ কি রিলস আপলোডে সমস্যার সম্মুখীন হচ্ছেন?

I've just reached 41K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
15/01/2025

I've just reached 41K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

নবাব শেরওয়ানী হাউজ 🫂
15/01/2025

নবাব শেরওয়ানী হাউজ 🫂

15/01/2025

আছি গরিবের ৩০০ ফিট সবাই জয়েন্ট হয়ে যান

ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেলের কার্যালয় 🥰
15/01/2025

ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেলের কার্যালয় 🥰

যিনি দুধ চা আবিষ্কার করেছেন উনাকে শান্তিতে নোবেল দেওয়া হোক ☕😋
15/01/2025

যিনি দুধ চা আবিষ্কার করেছেন উনাকে শান্তিতে নোবেল দেওয়া হোক ☕😋

বর্তমান চিত্র | বলেনতো কোথায়?
14/01/2025

বর্তমান চিত্র | বলেনতো কোথায়?

ফ্রাইDay আসতেছে Fryday তে চোখ রাখুন আমাদের পেইজে...
14/01/2025

ফ্রাইDay আসতেছে Fryday তে
চোখ রাখুন আমাদের পেইজে...

Comfort Food Zone 💚🥰
14/01/2025

Comfort Food Zone 💚🥰

হাজী আবদুল গনি সুপার মার্কেট 🥰
14/01/2025

হাজী আবদুল গনি সুপার মার্কেট 🥰

আলহামদুলিল্লাহ আজকে 🥰 Done
13/01/2025

আলহামদুলিল্লাহ আজকে 🥰 Done

13/01/2025

লক্ষিপুরে #নোয়াখালীবিভাগচাই আন্দোলনে কথা বলছেন সাংবাদিক Md Saifur Rahman Rasel ভাই 🥰

দুপুরের খাবারের পর...☕
13/01/2025

দুপুরের খাবারের পর...☕

Address

Maijdee, Maijdee Court
Maijdee Court
00-3800

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali City-The Royal city of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali City-The Royal city of Bangladesh:

Videos

Share

Category