30/08/2024
কোড অব কমান্ডে থাকলে, উপরের পদের সবাইকে ইয়েস স্যার জি স্যার বলে তেলের ড্রাম নিয়ে চাকরি করা লাগে। কোড অব কমান্ড মানতে কোনো আপত্তি নেই। আপত্তি তখনই যখন উপরের পদে লোকের শালা সুমন্দী, ভাতিজা নাতি ঘুরাতে হয়, খাওয়াতে হয়, দেখলাভ করতে হয় তখন চাকরি না করে মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করে। এগুলো তো কোড অব কমান্ড নয়। তেল আর তেল। তেল দিবা প্রোমোশন পাবা। সোজা হিসাব।
নতুন বই নিয়ে জরুরি বার্তাঃ
শতশত ব্যবসার আইডিয়া নিয়ে রচিত বিশ্ব বিখ্যাত বিদেশি বই। বইটির বাংলা অনুবাদ পাওয়া যাচ্ছে। অল্প পুঁজিতে ব্যবসার করার অনেক আইডিয়া এই বইতে আছে। মনের আনন্দে ও ভালোবেসে কোনো ব্যবসা যদি শুরু করা যায় তাহলে সেখানে সফলতা নিশ্চিত। কিন্তু ব্যবসার আইডিয়া পাবেন কোথায়? এই আইডিয়ার অভাবে ভুগেন প্রায় সবাই। পৃথিবীতে এই বইটিই একমাত্র বই, যা আপনাকে ব্যবসার আইডিয়া দিবে। বইটি ছেলে, মেয়ে, তরুণ, তরুণী, মা বোন, চাকরিজীবী, বেকার, অবসরপ্রাপ্ত সকলের জন্যই রচিত।
আবার, আপনি জানেন, চাকরির বাজারের অবস্থা ভয়াবহ। তাই শুধুই চাকরির জন্য ছুটবেন নাকি ব্যাকআপ পরিকল্পনা আছে? হতাশ হয়ে সময় নষ্ট না করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলবেন কি? অথবা অল্প পুঁজিতে পছন্দের কোনো ব্যবসা বা উদ্যোগ হাতে নিয়ে উদ্যোক্তা হতে চান কি? যদি ব্যবসার আইডিয়ার অভাবে হতাশ হয়ে থাকেন তাহলে মেসেঞ্জারে বা ইনবক্সে মেসেজ করুন "২০০ আইডিয়া" লিখে।
শতশত ব্যবসার আইডিয়া নিয়ে রচিত বিশ্ব বিখ্যাত বিদেশি বইটি কেন প্রয়োজন, বইয়ের নাম, বইয়ের ছবি, বইয়ের দাম এবং হোম ডেলিভারিতে বইটি পাওয়ার উপায় আপনাকে মেসেঞ্জারে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে।