Magura polytechnic institute CMT

Magura polytechnic institute CMT প্রতিষ্ঠাকাল: ২০০৮ সাল।
বিদ্যমান টেকনোলজি : ৬ টি
সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা : ৩৫২৮ জন।

01/04/2022

Computer engineer students , say Hello in comment box with District name.

01/04/2022
15/03/2022
15/03/2022
25/02/2021

রাতে ঘুম হচ্ছে না?? স্মার্টফোনটা হাতে নিয়েই রাত পার করে দিতে হচ্ছে।

হ্যা, দৈন্দনিক জীবনে অনেকের ই এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই সমস্যার প্রধান কারন আমাদের মোবাইল / ল্যাপটপের স্ক্রিনের আলো। Brightness এর পরিমান বেশি থাকায় যা সরাসরি আপনার চোখ থেকে ঘুমকে কেড়ে নেয়।

সুতরাং, অবশ্যই সন্ধ্যার পর থেকে স্মার্টফোন কিংবা ল্যাপটপের Brightness কে Night mode অথবা কমিয়ে একেবারে সহনীয় করে নিন। এছাড়াও দ্রুত ঘুমানোর উপায় হিসেবে লেখক ডক্টর অ্যান্ড্রু ওয়েইল এর একটি পদ্ধতি ও জানিয়ে দিচ্ছি।

প্রথমে নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন। তারপর সাত সেকেন্ড শ্বাসক্রিয়া আটকে রাখুন। আর আগামী ৮ সেকেন্ড মুখ দিয়ে আস্তে করে নিঃশ্বাস ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে এভাবেই শ্বাসক্রিয়া চালান। বেশিক্ষণ না, মিনিট খানেকের মধ্যেই ঘুমিয়ে পড়বেন।
লেখকের মতে, এর ফলে হৃদপিণ্ডে কেমিক্যালের প্রভাব কমে যায়। আর তাতেই চটজলটি ঘুম এসে যায়।

পুনশ্চঃ বিষয়টি পরীক্ষিত এবং প্রমাণিত।

24/02/2021

ইঞ্জিনিয়ারিং এ দুই ধরনের স্টুডেন্ট আছে।

এর মধ্যে এক শ্রেণী হলো আঁতেল।
এরা খুব বেশি পড়ে, খুব বেশি মানে খুবই বেশি ঘুমাতে ঘুমাতে পড়ে, বাথরুম করতে করতে পড়ে, খাইতে খাইতে পড়ে, প্রেম করার সময় পড়ে, ডেট এ গিয়ে পড়ে.....

এবং এত পড়েও শেষমেষ পরীক্ষায় মারা খায়!

আবার আরেক শ্রেণী আছে যারা একদম পড়েনা।

এরা এদের লাইফ নিয়ে একফোঁটাও সিরিয়াস না এরা সারাদিন চিল মেরে বেড়ায় এবং দিনশেষে মারা খায়!

এই দুইশ্রেণীর মাঝখানে আরেকশ্রেণী আছে যাদের মাইকেল বলে এরা সবকিছু ব্যালেন্স করে চলে। যতটুকু পড়ার দরকার ততটুকু পড়ে, বাকিসময় চিল করে।এরা সবথেকে জোস আর কুল প্রজাতির।

এরাই প্রকৃত স্টুডেন্ট, এরাই সবথেকে বেশি ভালো ইঞ্জিনিয়ার হয়, এদের সবাই পছন্দ করে, এরা অনেক সুন্দর গার্লফ্রেন্ড পায়,😀 এরা সবথেকে সফল।

এবং এরাই দিনশেষে সবথেকে বেশি মারা খায়!😥

Moral of the story :

ইঞ্জিনিয়ারিং এ কোনো ভেদাভেদ নেই!
এখানে সবাই আল্টিমেটলি মারাই খায়!

-ওকে,Bye!

24/02/2021

⛔ প্রনোদনা সংক্রান্ত সংশোধিত নোটিশ ⛔

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের আবেদনের লিংক খুলে দেওয়া হয়েছে। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ওয়েবসাইট এর মাধ্যমে আবেদনের লিংক সমুহ সংগ্রহ করে আগামী ১০/০৩/২০২১ইং তারিখের মাঝে আবেদন করতে পারবেন।

প্রনোদনার জন্য যারা আবেদন করতে পারবেন যারাঃ
(ক) ছাত্র-ছাত্রী
(খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী
(গ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

আবেদন করতে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবেঃ
(ক) ছাত্র-ছাত্রীঃ প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র
(খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীঃ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারী সনদের কপি প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত*
(গ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানঃ ম্যানেজিং কমিটি/গর্ভনিং বডির প্রত্যায়নপত্র

ধন্যবাদ
সূত্রঃ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

ডিপ্লোমা ফাইনাল ইয়ারে ভাইবা শেষ করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে CE, EEE & CSE তে বিএসসি করার কথা ভাবছো! তাদের জন্য প্রথমেই ...
24/02/2021

ডিপ্লোমা ফাইনাল ইয়ারে ভাইবা শেষ করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে CE, EEE & CSE তে বিএসসি করার কথা ভাবছো! তাদের জন্য প্রথমেই বলব, যদি তোমার পরিবারে আর্থিক কোন সমস্যাই না থাকে, তাহলে কোন কিছু চিন্তা না করে IEB ACCREDITED Top Ranked ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। অার পাশাপাশি সরকারি চাকুরি অথবা নিজেকে দক্ষ করে তুলতে পারলে কখনো বেকারত্বের হতাশায় পড়তে হবে না ৷ নিজেকে দক্ষ করে তুলতে পারলে ডুয়েট ছাড়াও ভাল কিছু করা অসম্ভব কিছু নয় ৷

⭕Top Ranked কিছু ইউনির্ভাসিটি যারা ডিপ্লোমাদের ভর্তি নেয়-
▶ Asia pacific
▶Stamford
▶IUBAT
▶Daffodil

🔰 আর যাদের আর্থিক অবস্থা মোটামুটি ভাল, চাকরি না করে বিএসসি টা শেষ করা সম্ভব, তারা কম খরচের মধ্যে যেগুলা IEB Accredited সেগুলাতে ভর্তি হতে পারো৷ এখন কম খরচের মধ্যে ইইই(EEE) অথবা সি এস ই(CSE) তে IEB Accredited ইউনির্ভাসিটি হচ্ছে-
▶Green University
▶Eastern University
▶IIUC (Chittagong)

🔰 আর যাদের চাকরি করতেই হবে, তাদের জন্য Evening Shift-
▶Southeast
▶World University
▶Green
▶Eastern
▶BUBT
▶City
▶Northern এছাড়াও আরও অনেক গুলোতে Evening এ পড়া যাবে, তবে এগুলো তুলনামুলক ভাল হবে ৷

অনেকেই হয়তো বলবে জবের পাশাপাশি অমুক ভার্সিটিতে পড়াটা খুব টাফ,অনেক প্রেশার দেয়। তাদের উদ্দেশ্যে বলি, ভালো ভার্সিটির একটু চাপ থাকবেই। ভার্সিটি গুলোতে এভারেজ পয়েন্ট মেইনটেইন করতে হয়। ভালো ভার্সিটির চাইবেন আবার প্রেসার মুক্ত বিএসসি করবেন তা সমীচীন নয়।

🌿 একটি সুখবর দিয়ে শেষ করতে চাই। আর তা হচ্ছে Corona Pandemic গেলে মোটামুটি সব ভার্সিটি টিউশন ফি অনেক কমিয়ে দিবে। এই সুযোগটা কাজে লাগাতে পারো।
তবে যাদের ডুয়েট স্বপ্ন আছে,তারা আফাততো প্রাইভেট ভার্সিটির কিছু মাথায় না ঢোকানোই ভালো। বিএসসি করার অনেক সময় পাওয়া যাবে।
🌻এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও--“সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, পাল্টে দেবে জীবন ” সবার জন্য আমার পক্ষ থেকে রইল শুভ কামনা।

06/11/2020

Google এর বাৎসরিক ইনকাম 160.74 Billion Dollar.

যা বাংলাদেশি টাকায় প্রায় - ১৩,৬৪০,৬৪৫,৫৪৭,০০০ ৳

17/09/2019

তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও, তাহলে সবকিছু সহজভাবে গ্রহণ করতে শেখ।

-টমাস হুড

22/08/2019

বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমান। পাত্রীর নাম অর্পা তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর...

22/12/2018

বিধাতা সবাইকে এক রকম বুদ্ধি, জ্ঞান, প্রতিভা দিয়ে সৃষ্টি করেনি বললে কথা ভুল হবে অাবার অনেকটা ঠিক ও ! জম্নগত ভাবে কেউই জ্ঞান বুদ্ধি প্রতিভা নিয়ে অাসেনি সে দিক দিয়ে বিবেচোনা করলে প্রোতকটা মানুষের জ্ঞান বুদ্ধি একই ছিল ! কিন্তু কেউ সেটা ডেভলপ করার চেষ্টা করছে অার কেউ করেনি ! অামরা দোষটা দিয়ে দিচ্ছি বিধাতার উপর!

21/12/2018

অনেকেই বলবে, আমার তো অমুক
অমুক প্রশ্ন পড়া শেষ! ব্যাপারটাকে
সহজভাবে নিন৷ আপনার আগে কেউ
কাজ শেষ করলেই যে শেষ হাসিটা
উনিই হাসবেন---এমন তো কোন
কথা নেই৷ আর কেউ আপনার চাইতে
বেশি পড়াশোনা করলে সেটা তো
আর আপনার দোষ না। আমি
পরীক্ষার জন্যে প্রস্তুতি
শুরু করতে গিয়ে দেখলাম, অনেকের
অনেককিছু পড়া শেষ। 3 Idiots তো
দেখেছেন। বন্ধুর খারাপ রেজাল্টে
যতোটা মন খারাপ হয়, বন্ধুর ভালো
রেজাল্টে তার চেয়ে বেশি মেজাজ
খারাপ হয়। যখন দেখলাম, আমি
অন্যদের তুলনায় বলতে গেলে কিছুই
পারি না, তখন আমি ২টা কাজ
করলাম। এক। বোঝার চেষ্টা
করলাম, ওরা যা পারে, সেটা পারাটা
আদৌ দরকার কিনা? দুই। ওদের
সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ
করে গতকালকের আমি’র সাথে
আজকের আমি’কে কম্পেয়ার করা
শুরু করলাম।
মাঝে মাঝে পড়তে ইচ্ছে করবে না,
আমারও করত না৷ সারাক্ষণ পড়তে
ইচ্ছে করাটা মানসিক সুস্থতার
লক্ষণ না৷ Why so serious? Job for
Life, not Life for Job. DUET পেতেই হবে
, এমন তো নয়!
আপনার রিজিক আগে থেকেই ঠিক
করা আছে। কতোকিছুই তো করার
আছে! তাই, ব্রেক নিন, পড়াকে ছুটি
দিন৷ মাঝেমধ্যেই৷ রুমের
দরোজাজানালা বন্ধ করে ফুল
ভলিয়্যুমে মিউজিক ছেড়ে সব ভাবনা
ঝেড়ে ফেলে নাচুন! ইচ্ছেমতো গলা
ফাটান! কী আছে আর জীবনে! দু’দিন
পড়া হ’লো না বলে মন খারাপ করে
আরো দু’দিন নষ্ট করার তো
কোনো মানে হয়না৷ ভুল না করে
শিখেছে কে কোথায় কবে?
অনুশোচনা করার সময় কোথায়?
আপনি তো আর পৃথিবীর শ্রেষ্ঠ
ভুলটি করে বসেননি! আপনি পৃথিবীর
সবচেয়ে দুঃখী মানুষটিও নন!
অনেক সময় আছে মন দিয়ে study করেন
সফলতা পাবেনই।

21/12/2018

আপনি জানেন কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদের মান কিসের সমমান?
গত কয়েক মাস ধরে-আলোচনা সমালোচনার বিষয়-ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদের মান কিসের সমমান? বেশির ভাগ লোকই বলছে এইচএসসি সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরি বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছে না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েব সাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড -14 যেখানে এইচএসসি 'র মান গ্রেড -1২ | এবং অনার্সের মান গ্রেড - 16 | এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |
এবার আসি চাকরি ক্ষেত্রেঃ- একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন, বেতন স্কেল - মূল বেতন 4700 / - সর্বসাকুল্যে 9745 /- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না | আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেতন স্কেল-মূল বেতন 8000 /- সর্বসাকুল্যে 16540 /- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন | যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে মাস্টার্স অথবা বিসিএসধারী হতে হয় | অনেকেই আবার বলছেনঃ- আমরা যদি ডিপ্লোমা পড়ে আবার বিএসসি করি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় | হ্যাঁ কথা সত্য | তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন |
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী.
আর আপনি যদি এতোই লাভ লসের হিসেব খোঁজেন তবে -তার চেয়ে বরং 150 /- দিয়ে ভর্তি ফরম উঠিয়ে যেকোন কলেজে এইচএসসি পড়তে গেলেন না কেন? আরে ভাই-ভালো কিছু পেতে হলে সামান্য কিছু হলেও দিতে হয় | এরপরও কি বলবেন ডিপ্লোমা পড়ানো এবং পড়া উচিত না ? এরপর ও কি বলবেন ডিপ্লোমা অনেক নিম্ন? ডিপ্লোমা নিয়ে তাচ্ছিল্যকর কথা আর ভালো লাগেনা।

Address

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, Https://maps. App. Goo. Gl/CAbYj4oq39MvuEu 19
Magura

Alerts

Be the first to know and let us send you an email when Magura polytechnic institute CMT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Publishers in Magura

Show All