যোগাযোগ - Jogajog

যোগাযোগ - Jogajog আমাদের পরম্পরা

...আমার গল্পটার কোনো শুরু নেই। কারণ গল্পের শুরু আমার জানা নেই। আমি জানি না এটা ঠিক কোথা থেকে এবং কখন থেকে শুরু হয়েছে। আম...
22/11/2023

...আমার গল্পটার কোনো শুরু নেই। কারণ গল্পের শুরু আমার জানা নেই। আমি জানি না এটা ঠিক কোথা থেকে এবং কখন থেকে শুরু হয়েছে। আমি এতটাই দুর্বল যে, জানি না আমার বুঝশক্তি কখন থেকে কাজ করা শুরু করেছে। তাই একেবারে আমার জন্ম থেকে এই কাহিনি শুরু করার কোনো মানে হয় না...

[পড়ুন সালমান সাদিক এর গল্প। লিংক থাকছে কমেন্টে...]

...কেন কুরআন শরীফকে বিশুদ্ধ ও সাহিত্যপূর্ণ ভাষায় অবতীর্ণ করা হলো? এ প্রশ্নের জবাব অনুসন্ধান করলে দেখা যাবে, ভাষার এমন এ...
22/11/2023

...কেন কুরআন শরীফকে বিশুদ্ধ ও সাহিত্যপূর্ণ ভাষায় অবতীর্ণ করা হলো? এ প্রশ্নের জবাব অনুসন্ধান করলে দেখা যাবে, ভাষার এমন একটি প্রভাব ও কার্যকারিতা রয়েছে, যার গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ যখন কোন কিছু শোনে এবং পড়ে, তখন তার দ্বারা তার মস্তিষ্ক ও হৃদয় প্রভাবিত হয়। তাই যে সাহিত্য মানুষের হৃদয় ও মগজে শুভপ্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তাকে বিশুদ্ধ জীবন ও সংস্কারবাদী পথের দিকে ধাবিত করে, সেটাকেই আমি যথার্থ সাহিত্য মনে করি...

[মাওলানা নজরুল হাফিজ নদভীর মুখোমুখি শরীফ মুহাম্মদ। সাক্ষাৎকারটির লিংক থাকছে কমেন্টে...]

...অল্পদিন হইল মুসলমান শিক্ষিতদের দৃষ্টি বাঙলা সাহিত্যের দিকে আকৃষ্ট হইয়াছে। তাঁহারা বুঝিতে পারিয়াছেন, বাঙলা আমাদের মা...
21/11/2023

...অল্পদিন হইল মুসলমান শিক্ষিতদের দৃষ্টি বাঙলা সাহিত্যের দিকে আকৃষ্ট হইয়াছে। তাঁহারা বুঝিতে পারিয়াছেন, বাঙলা আমাদের মাতৃভাষা এবং এই মাতৃভাষা ও সাহিত্যের সেবা ব্যতীত আমাদের সামাজিক ও জাতীয় উন্নতি একেবারে অসম্ভব। কিন্তু বাঙলা সাহিত্যের সেবা ক্ষেত্রে বর্তমান সময় নূতন করিয়া পদার্পণ করিয়াই মুসলমানেরা নিজেদের জন্য স্বতন্ত্র সাহিত্য সমিতি গড়িয়া তুলিতে ব্ৰতী হইয়াছেন...

[পড়ুন মোহামম্মেদ ওয়াজেদ আলীর প্রবন্ধ। লিংক থাকছে কমেন্টে...]

...আল্লামা ইকবালের এই দাবির সত্যতা দেখি, তাঁর বিখ্যাত খুদী-তত্ত্বের মধ্য দিয়ে। খুদী-তত্ত্বের সারকথা হলো— ব্যক্তিত্বের বি...
21/11/2023

...আল্লামা ইকবালের এই দাবির সত্যতা দেখি, তাঁর বিখ্যাত খুদী-তত্ত্বের মধ্য দিয়ে। খুদী-তত্ত্বের সারকথা হলো— ব্যক্তিত্বের বিকাশ, মানুষের মহিমা, জমিনে আল্লাহর প্রতিনিধিরূপে মানুষের ক্ষমতায়ন, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথানত না করা, যেহেতু আসমান-জমিনের সবকিছু মানুষের উপকারার্থে সৃষ্ট। এই তত্ত্ব তিনি গ্রহণ করেছেন কুরআন থেকে...

[পড়ুন আবুল কাসেম আদিল এর প্রবন্ধ। লিংক থাকছে কমেন্টে...]

...এই শব্দ-বদলের বিশেষ তাৎপর্য আছে; এর ফলে আমরা বেশকিছু বাস্তব সত্যের মুখোমুখি হবো— প্রথমত, বাকস্বাধীনতা এবং ভিন্নচিন্তা...
20/11/2023

...এই শব্দ-বদলের বিশেষ তাৎপর্য আছে; এর ফলে আমরা বেশকিছু বাস্তব সত্যের মুখোমুখি হবো— প্রথমত, বাকস্বাধীনতা এবং ভিন্নচিন্তার সৃশৃঙ্খল-বিন্যাসে আখলাকের প্রতিফলন ঘটবে। আখলাকের বৈশিষ্ট্যেই মানুষ প্রকৃত-মানুষ হয়ে ওঠে। ব্যক্তি যখন নৈতিক/আখলাকি মুল্যবোধের চর্চা করবে না, তখন সে মনুষ্যত্ব প্রশ্নবিদ্ধ হবে...

[পড়ুন খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহর অনুবাদে ত্বোহা আবদুর রহমান এর প্রবন্ধ। লিংক থাকছে কমেন্টে...]

...একজন মুসলিম হিসেবে, আমাদের বিশ্বাস হলো শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর ব্যক্তিত্বই আমাদের জন্য...
20/11/2023

...একজন মুসলিম হিসেবে, আমাদের বিশ্বাস হলো শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর ব্যক্তিত্বই আমাদের জন্য নিখুঁত ও আদর্শ উদাহরণ। আমাদের এই দাবি শুধু ভক্তি ও ভালোবাসাজাত নয়, বরং যুক্তি-বুদ্ধির সিদ্ধান্তও এটাই এবং ইতিহাসের সাক্ষ্যও এটাই যে, প্রতিটি মানুষের সফলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত শিক্ষাধারা ও জীবনদর্শন অনুসরণের মধ্যেই নিহিত...

[পড়ুন কাজী একরাম এর প্রবন্ধ। লিংক থাকছে কমেন্টে...]

...মুক্তচিন্তক বলে যারা নিজেকে তুলে ধরেছেন, মুক্তবুদ্ধির বুলি আওড়েছেন, তাদের কর্মপন্থা দেখলেও এ বিষয়টি স্পষ্ট হয়। জ্ঞানে...
19/11/2023

...মুক্তচিন্তক বলে যারা নিজেকে তুলে ধরেছেন, মুক্তবুদ্ধির বুলি আওড়েছেন, তাদের কর্মপন্থা দেখলেও এ বিষয়টি স্পষ্ট হয়। জ্ঞানের উৎস হিসেবে ধর্মবিশ্বাসকে বাদ দিলেও পুরোপুরি নির্মোহ হতে পারেনি কেউই, ধর্মবিশ্বাসের মতোই অন্য কোনো মানদণ্ডে ইমান এনেছেন তারা। কেউ বুদ্ধি, কেউ অভিজ্ঞতা, কেউ বিজ্ঞানের সামনে মাথা নত করেছেন। বিশ্বাসীদের কাছে ধর্মগ্রন্থগুলো যেমন, তাদের কাছে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এসব মানদণ্ড। ফলে মুক্তচিন্তা বা মুক্তবুদ্ধির ধারণাটা নিছক প্রতারণা হিসেবেই রয়ে গেছে, এর বাস্তব প্রয়োগ আর ঘটেনি...

[পড়ুন মুজাজ্জাজ নাঈম এর প্রবন্ধ। লিংক থাকছে কমেন্টে...]

...‘রব্বা.. তুমি ইনসাফকারী। এই দাসেরে নিয়া তোমার সাচ্চা পরোয়া আছে,’ মজিদ ক্ষীণ কণ্ঠে বলে। আবেগে বন্ধ হইয়া আসে তার চোখ। এ...
18/11/2023

...‘রব্বা.. তুমি ইনসাফকারী। এই দাসেরে নিয়া তোমার সাচ্চা পরোয়া আছে,’ মজিদ ক্ষীণ কণ্ঠে বলে। আবেগে বন্ধ হইয়া আসে তার চোখ। এক গাঢ় আন্ধারে নিমজ্জিত হয় সে, যেখানে খোদার জালওয়া আছে, যা খালি সে-ই অনুভব করতে পারে...

[পড়ুন আরমান এর অনুবাদে মুস্তফা করিম এর মরমি উপন্যাস৷ এ সংখ্যায় থাকছে দ্বিতীয় কিস্তি৷ লিংক পাবেন কমেন্টে...]

...আপনার মায়ের আঁচল আপনার জন্য হয়ে উঠবে হাশরের মধ্যাহ্নআপনার প্রিয়তমার ঠোঁটে লেপ্টে থাকবে দলা দলা ঋতুস্রাবআপনার কন্যার চ...
17/11/2023

...আপনার মায়ের আঁচল আপনার জন্য হয়ে উঠবে হাশরের মধ্যাহ্ন
আপনার প্রিয়তমার ঠোঁটে লেপ্টে থাকবে দলা দলা ঋতুস্রাব
আপনার কন্যার চাহনিতে ঠিকরে পড়বে ঘৃণা আর তিরস্কার
আপনার এই দাম্ভিক সময় ফুরিয়ে যাবে...

[পড়ুন সুলাইমান সাদী’র কবিতা৷ লিংক থাকছে কমেন্টে...]

...বশির মেসবাহ শিল্পী। গ্রামীণফোন বা রবির কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নয় যে, গ্রাহককে সন্তুষ্ট করতে বাধ্য। তবে, গ্রাহকে...
16/11/2023

...বশির মেসবাহ শিল্পী। গ্রামীণফোন বা রবির কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নয় যে, গ্রাহককে সন্তুষ্ট করতে বাধ্য। তবে, গ্রাহকের সন্তুষ্টি-অসন্তুষ্টির প্রসঙ্গ আপনি তখনই আনতে পারবেন, যখন আপনি তাকে পল্টনের ডিজাইন ও প্রিন্টিং ব্যবসায়ী হিসেবে বিবেচনা করবেন। শিল্পীর বেলায় গ্রাহকসন্তুষ্টি খুঁজতে যাওয়া স্রেফ বোকামি ও মূর্খতা। পৃথিবীর কোনো মহৎ শিল্পী গ্রাহকের দাসত্ব করেছেন বলে আমি শুনি নাই...

[পড়ুন কাজী যুবাইর মাহমুদ এর গদ্য৷ লিংক থাকছে কমেন্টে...]

আদীবা বিনতে আমীর এর শিল্পকর্মের সাথে পরিচিত হতে পারেন৷ লিংক থাকছে কমেন্টে...
15/11/2023

আদীবা বিনতে আমীর এর শিল্পকর্মের সাথে পরিচিত হতে পারেন৷ লিংক থাকছে কমেন্টে...

...করোনার মাঝে জিন! বিপদের উপর আপদ। সকালেই আসে কবিরাজ। মুখে মুখে মুখোশ পরে লোকেরা দেখে, নিপার উপর ভর করা জিনটা কবিরাজের ...
14/11/2023

...করোনার মাঝে জিন! বিপদের উপর আপদ। সকালেই আসে কবিরাজ। মুখে মুখে মুখোশ পরে লোকেরা দেখে, নিপার উপর ভর করা জিনটা কবিরাজের কেরামতিতে মরিচ পোড়া ঝাঁঝে উড়ে গিয়ে নারিকেল গাছে বসে। খানিক পর নারিকেল গাছের মাথায় ঝড় তুলে জিনটা উড়েও যায় গ্রাম ছেড়ে ...

[পড়ুন সাঈদ আজাদ এর গল্প৷ লিংক থাকছে কমেন্টে...]

...সহজেই অনুমান করা যায়, রবীন্দ্রনাথের আফ্রিকা বিষয়ক ইতিহাসজ্ঞানের একমাত্র সোর্স ছিলো ইংরেজি, ইউরোপীয় ইতিহাস। আরবি জানা ...
13/11/2023

...সহজেই অনুমান করা যায়, রবীন্দ্রনাথের আফ্রিকা বিষয়ক ইতিহাসজ্ঞানের একমাত্র সোর্স ছিলো ইংরেজি, ইউরোপীয় ইতিহাস। আরবি জানা থাকলে এবং আরবি মাধ্যম থেকে আফ্রিকার ইতিহাস পাঠের সুযোগ থাকলে হয়তো রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার বয়ান ও বক্তব্য ভিন্ন বা বিপরীত হতো। কেন?...

[পড়ুন মুহিম মাহফুজ এর প্রবন্ধ৷ লিংক থাকছে কমেন্টে...]

বিজ্ঞাপন...
12/11/2023

বিজ্ঞাপন...

...বিবি মিরণ কে ছিলেন সেটা বলার আগে আমরা একটু আগে দেখে আসা দেউড়ির কাছে ফিরে যাই। আপনারা কী জানেন দেউড়ি মানে কী? দেউড়ি হচ...
11/11/2023

...বিবি মিরণ কে ছিলেন সেটা বলার আগে আমরা একটু আগে দেখে আসা দেউড়ির কাছে ফিরে যাই। আপনারা কী জানেন দেউড়ি মানে কী? দেউড়ি হচ্ছে প্রধান প্রবেশদ্বার। নবাববাড়ির মানে আহসান মঞ্জিলের একটি দেউড়ি ছিল, এখনও আছে। ইসলামপুরের পাঞ্জাবির দোকানগুলো মাঝখানে চাপা পড়ে আছে। এশিয়াটিক সোসাইটির পেছনে আছে নিমতলী দেউড়ি। কেবল দেউড়িই টিকে আছে, নিমতলি প্রাসাদ আর নেই। আর এই দেউড়িটা? নাম কী এই দেউড়ির? কোন প্রাসাদের প্রধান তোরণ ছিল?...

[পড়ুন হাসান ইনামের ধারাবাহিক ফিচার এর দ্বিতীয় কিস্তি৷ লিংক থাকছে কমেন্টে...]

...সে এক বিরাট কর্মযজ্ঞ! রাজধানী স্থানান্তরের এই গল্প দাদাজানের মুখে শুনেছে আদনান। কখনো দেখার ভাগ্য হয়নি। আদনান ভাবে, কো...
10/11/2023

...সে এক বিরাট কর্মযজ্ঞ! রাজধানী স্থানান্তরের এই গল্প দাদাজানের মুখে শুনেছে আদনান। কখনো দেখার ভাগ্য হয়নি। আদনান ভাবে, কোনো একবার রাজধানী বদলের ওই দিনে বানিহাল টানেলের সামনে গিয়ে দাঁড়াবে। তারপর বিস্ময়ভরা চোখে গুণবে কনভয়ের লরিগুলো...

[পড়ুন সাব্বির জাদিদ এর উপন্যাস আজাদির সন্তান (দ্বিতীয় কিস্তি)৷ লিংক থাকছে কমেন্টে...]

...শাহিনে হিন্দুস্তা মুহাম্মদ ইকবাল শরির নিয়ে বসে থাকতেন ভারতবর্ষের পর্বতাবৃত গ্রামে, মনের সফর তার প্রবল স্পৃহায় ঘুরে বে...
09/11/2023

...শাহিনে হিন্দুস্তা মুহাম্মদ ইকবাল শরির নিয়ে বসে থাকতেন ভারতবর্ষের পর্বতাবৃত গ্রামে, মনের সফর তার প্রবল স্পৃহায় ঘুরে বেড়াতো মদিনাতুর রাসুলের গলি গলি, তায়েফের প্রান্তর, আরদে মক্কার মুয়াজ্জম ধূলিকণায়...

[ইকবালপ্রকল্প নিয়া আলাপ করেছেন আহমাদ হাবীব শাকির৷ লিংক থাকছে কমেন্টে...]

...কিন্তু এখন যে সিজন—শীত আসি আসি করছে, রাতের শেষ দিকে পাতায় পাতায় ছন্দ তোলে শিশিরের ফোঁটা, টিনের চালে হয় টুপটাপ শব্দ—এম...
08/11/2023

...কিন্তু এখন যে সিজন—শীত আসি আসি করছে, রাতের শেষ দিকে পাতায় পাতায় ছন্দ তোলে শিশিরের ফোঁটা, টিনের চালে হয় টুপটাপ শব্দ—এমন সময়টায় ঝরনায় পানি থাকে না। ঝিরিগুলো শুকিয়ে শক্ত হয়ে যায়। তবু বের হয়ে পড়লাম...

[পড়ুন ওমর আলী আশরাফ এর ভ্রমণগদ্য৷ লিংক থাকছে কমেন্টে...]

...তিনি ১৬ অক্টোবর, ১৯৭৭ সাল হতে ২৩ জুলাই, ১৯৭৯ সাল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক ছিলেন। তাঁরই আমলে ফ...
07/11/2023

...তিনি ১৬ অক্টোবর, ১৯৭৭ সাল হতে ২৩ জুলাই, ১৯৭৯ সাল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক ছিলেন। তাঁরই আমলে ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ কোর্স চালু হয়। তাঁর সময়ে তাঁর ব্যক্তিগত উদ্যোগে বাংলায় ইসলামী বিশ্বকোষ প্রকাশের পরিকল্পনাটি ইসলামিক ফাউন্ডেশন গ্রহণ করে। ১৯৭৬ খ্রিস্টাব্দে বাংলা একাডেমী সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ নামে একটি পাণ্ডুলিপি ইসলামিক ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করে। জনাব ফরিদী প্রথমে সেটা প্রকাশে আগ্রহী হন এবং তার পরীক্ষা-নিরীক্ষা ও সম্পাদনার জন্য পাঁচ সদস্য-বিশিষ্ট একটি সম্পাদনা পরিষদ গঠন করেন। তিনি নিজে ছিলেন উক্ত পরিষদের সভাপতি। বৃহত্তর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের পরিকল্পনাটি তাঁরই উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গৃহীত হয়...

[কে এম হাবিবুল্লাহর বয়ানে জানুন এক কর্মবীর সম্বন্ধে৷ লিংক থাকছে কমেন্টে...]

...ইবনে খালদুন আন্দালুস ও মাগরিবে থাকাকালে শুধু রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু তাঁর বন্ধু ইবনুল খতিব কারাগারে নিহত ...
06/11/2023

...ইবনে খালদুন আন্দালুস ও মাগরিবে থাকাকালে শুধু রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু তাঁর বন্ধু ইবনুল খতিব কারাগারে নিহত হলে নিজ থেকেই তিনি রাজনীতিবিচ্ছিন্ন হয়ে পড়েন, এবং চার বছর পশ্চিম আলজেরিয়ার উইলায়াহ ও হাররান প্রদেশে অতিবাহিত করেন। এই সময়ের মধ্যেই তিনি তাঁর বিখ্যাত রচনা আল-মুকাদ্দিমা পাঁচ মাসে শেষ করেন। এই কিতাবে তিনি ইতিহাসশাস্ত্র, এর গুরুত্ব, এর মতবাদসমূহ এবং ঐতিহাসিকদের গুরুতর ভুলত্রুটি নিয়ে কথা বলেছেন...

[ইবনে খালদুনের ইতিহাস-দর্শন সম্বন্ধে জানতে পড়ুন ইয়াসিন আল-হুনায়দার প্রবন্ধ৷ লিংক থাকছে কমেন্টে...]

...গণতান্ত্রিক রাষ্ট্রে এইযে সুশীল সমাজের এতো ব্যাপক কাজ সেই সুশীল সমাজ আসলে কারা? কোনো ব্যক্তি, সংগঠন, দল, সংস্থা নাকি ...
05/11/2023

...গণতান্ত্রিক রাষ্ট্রে এইযে সুশীল সমাজের এতো ব্যাপক কাজ সেই সুশীল সমাজ আসলে কারা? কোনো ব্যক্তি, সংগঠন, দল, সংস্থা নাকি সাধারণের মধ্যে অসাধারণ হয়ে উঠা কিছু মানুষ? তাহলে আরও বিস্তারিত বলার আগে চেষ্টা করি তাঁদেরকে একটু চিনে নিতে...

[পড়ুন সাইফ সিরাজ এর ক্রিটিক৷ লিংক থাকছে কমেন্টে...]

যোগাযোগ-এর সূচনাকালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে, মাঝেমধ্যে যোগাযোগ বিশেষ ছাপা সংখ্যা প্রকাশ হবে। আলহামদুলিল্লাহ, সেই ধারাবা...
03/11/2023

যোগাযোগ-এর সূচনাকালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে, মাঝেমধ্যে যোগাযোগ বিশেষ ছাপা সংখ্যা প্রকাশ হবে। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় আমাদের প্রথম উদ্যোগ 'ফি/লি/স্তি/ন : ইতিহাস, সংগ্রাম, সাহিত্য। শীঘ্রই বাজারে আসছে, ইনশাআল্লাহ...

প্রচ্ছদ করেছেন যোগাযোগ-এর শিল্প নির্দেশক খন্দকার যুবাইর।

যোগাযোগ এর সাথেই থাকুন।

নভেম্বর '২৩ সংখ্যা (নিয়মিত সংখ্যা) পড়ুন। লিংক থাকছে কমেন্টে...বিশেষ ক্রোড়পত্রটি (বিপ্লব, সাহিত্য এবং ফি/লি/স্তি/ন) আমরা ...
01/11/2023

নভেম্বর '২৩ সংখ্যা (নিয়মিত সংখ্যা) পড়ুন। লিংক থাকছে কমেন্টে...

বিশেষ ক্রোড়পত্রটি (বিপ্লব, সাহিত্য এবং ফি/লি/স্তি/ন) আমরা ছাপার চিন্তা-ভাবনা করছি। এ মাসের মধ্যেই সংখ্যাটি পাঠকের হাতে আমরা তুলে দিতে পারব, ইনশাআল্লাহ। কোনো কারণে ছাপা সম্ভব না হলে ক্রোড়পত্রটি এ মাসের দশ তারিখে ওয়েবজিনে পাবলিশ করা হবে।

ধন্যবাদ সবাইকে।

যোগাযোগ
পড়ুন, লিখুন, বিজ্ঞাপন দিন।

27/10/2023

আমাদের উদ্বোধনী সংখ্যাটি পড়েছেন? কেমন লাগলো?

আসছে ১ নভেম্বর...
25/10/2023

আসছে ১ নভেম্বর...

সময় আর তিনদিন...
22/10/2023

সময় আর তিনদিন...

...পিচঢালা রাস্তায় কর্কশ শব্দ তুলে থেমে যায় বাস। যাত্রীদের মনে হয়, শব্দের ওই উৎস গাড়ির চাকা নয়, মেশিনগান। ভয়ে তাদের মুখগ...
22/10/2023

...পিচঢালা রাস্তায় কর্কশ শব্দ তুলে থেমে যায় বাস। যাত্রীদের মনে হয়, শব্দের ওই উৎস গাড়ির চাকা নয়, মেশিনগান। ভয়ে তাদের মুখগুলো চুপসানো। মারিয়াম হিজাব ঠিক করে ভয়ার্ত চোখে তাকায় আদনানের দিকে। দূরে বরফের টুপি পরা পর্বত এবং তার গায়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারি সন্ধ্যার এই ঝাপসা আঁধারেও দৃশ্যমান। শুভ্র পর্বত ও পাইনের বন আজ আর আকৃষ্ট করে না আদনানকে। ও কম্পিত হাতে মারিয়ামের আঙুল স্পর্শ করে ভরসা দেয়—ভয় পেয়ো না...

[পড়ুন সাব্বির জাদিদ এর উপন্যাস৷ লিংক থাকছে কমেন্টে...]

...ফলে আমরা নিয়ন্ত্রিত শব্দের বদলে অভিন্ন-অর্থের আরেকটি শব্দ বেছে নিতে চাচ্ছি, যাতে এর মন্দভাব দূর করা যায়। শব্দটি হচ্ছ...
22/10/2023

...ফলে আমরা নিয়ন্ত্রিত শব্দের বদলে অভিন্ন-অর্থের আরেকটি শব্দ বেছে নিতে চাচ্ছি, যাতে এর মন্দভাব দূর করা যায়। শব্দটি হচ্ছে সুশৃঙ্খল-বিন্যাস (তাহজিব); বাকস্বাধীনতার নিয়ন্ত্রণের পরিবর্তে আমরা বলব ‘বাকস্বাধীনতার সুশৃঙ্খল-বিন্যাস’। ভিন্নচিন্তা-নিয়ন্ত্রণ-এর বদলে বলা হবে ‘ভিন্নচিন্তার সুশৃঙ্খল-বিন্যাস’...

[পড়ুন ত্বাহা আবদুর রহমান এর প্রবন্ধ৷ লিংক থাকছে কমেন্টে...]

...আমিও তো এখানকার ফাজিল কিন্তু কখনোই এতোটা দৃঢ়তা আর গর্ব নিয়ে ‘আমাদের মাদরাসা’ বাক্যটা বলতে পারিনি। তাকে প্রশ্ন করলাম,...
21/10/2023

...আমিও তো এখানকার ফাজিল কিন্তু কখনোই এতোটা দৃঢ়তা আর গর্ব নিয়ে ‘আমাদের মাদরাসা’ বাক্যটা বলতে পারিনি। তাকে প্রশ্ন করলাম, আপনি কি এই মাদরাসায় পড়েছেন। তিনি বললেন, পড়েননি...

[পড়ুন বাশিরুল আমিন এর ফিচার৷ লিংক থাকছে কমেন্টে...]

21/10/2023

হে হাকিকতের অনুসন্ধানী
যদি তুমি পেয়ে যাও সত্যের দিশা
তবে ‘অধিকতর সত্যের’ অনুসন্ধান যেন
তোমাকে উদ্বুদ্ধ না করে মতবিরোধে
এমন যদি হয় তবে—
অধিকতর সত্যের তুলনায় সত্যই ঠিক
এবং অধিকতর উত্তমের তুলনায়
সাধারণ উত্তমই অনুসরণীয়...

[পড়ুন সাঈদ নুরসির কবিতা; মওলবি আশরাফ এর অনুবাদে লিংক থাকছে কমেন্টে...]

...এই গল্প কিছু মানুষের সাথে আমার পরিচয় আর তাদের মাঝে আমার জায়গা করে নেওয়ার চেষ্টার কথা বলবে। যেসব মানুষকে আমি ভেবেছি আম...
20/10/2023

...এই গল্প কিছু মানুষের সাথে আমার পরিচয় আর তাদের মাঝে আমার জায়গা করে নেওয়ার চেষ্টার কথা বলবে। যেসব মানুষকে আমি ভেবেছি আমার নিজের আর আমি নিজেকে তেমন একজন হিসেবে দেখতে চেয়েছি। কিন্তু অতীত আমাকে আমার ভবিষ্যত মনে করিয়ে দেয়, সে এখনো আমার সাথেই আছে, আমি তার থেকে পালাতে পারিনি...

[সালমান সাদিক এর গল্প পড়ুন৷ লিংক থাকছে কমেন্টে...]

...লক্ষ্যহীন সাহিত্য যতই শক্তিধর ও শাণিত হয়ে থাকুক, তা শুধু শাব্দিক কারুকার্যেই সীমাবদ্ধ থাকে এবং তার প্রতিক্রিয়া হয়ে...
20/10/2023

...লক্ষ্যহীন সাহিত্য যতই শক্তিধর ও শাণিত হয়ে থাকুক, তা শুধু শাব্দিক কারুকার্যেই সীমাবদ্ধ থাকে এবং তার প্রতিক্রিয়া হয়ে থাকে খুবই স্বল্পমেয়াদী ও অতি সাময়িক। তাই যে সাহিত্যে কোন পবিত্র লক্ষ্যের দিকনির্দেশনা নেই, আমাদের কাছে তা নিরর্থক। তার কোন কার্যকর গুরুত্ব নেই জীবন ও সাহিত্যে...

[পড়ুন ‘মুখোমুখি : নজরুল হাফিজ নদভি’৷ লিংক থাকছে কমেন্টে...]

...‘বই’ শব্দটি এসেছে ‘ওহি’ থেকে। ওহি মানে তো আলো। সুতরাং বই যারা প্রকাশ করেন (ব্যাখ্যাসাপেক্ষে) তারা মূলত আলোই ছড়িয়ে দেন...
19/10/2023

...‘বই’ শব্দটি এসেছে ‘ওহি’ থেকে। ওহি মানে তো আলো। সুতরাং বই যারা প্রকাশ করেন (ব্যাখ্যাসাপেক্ষে) তারা মূলত আলোই ছড়িয়ে দেন। ফলে ‘প্রকাশক’ খুব সহজ এবং সাধারণ কিছু নয়। এই গুরুত্বপূর্ণ এবং গুরুগম্ভীর পেশা বা ব্যবসার উপযুক্ত তাই যে–কেউ হতে পারেন না। যিনি আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বটি কাঁধে নেবেন, সংগত কারণে তাকেও হতে হয় কিছু শর্তে আলোকিত; উত্তীর্ণ। আমাদের প্রকাশকরা সেই শর্তে কতটা উত্তীর্ণ—আজকের আলাপে আমরা তা–ই দেখানোর চেষ্টা করব...

[পড়ুন মুতিউল মুরসালিন-এর আলাপ৷ লিংক থাকছে কমেন্টে...]

...বাহারিস্তান-ই গায়বীতে জাহাঙ্গীরের রাজত্বকালে এবং ইসলাম খানের বাংলায় সুবাদারী লাভের পর থেকে নিয়ে শাহযাদা শাহজাহানের ...
19/10/2023

...বাহারিস্তান-ই গায়বীতে জাহাঙ্গীরের রাজত্বকালে এবং ইসলাম খানের বাংলায় সুবাদারী লাভের পর থেকে নিয়ে শাহযাদা শাহজাহানের বাংলায় অবস্থিতিকাল পর্যন্ত সময়ে সংঘটিত সমস্ত যুদ্ধ, সমস্ত ঘটনা, মুগল সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের কার্যকলাপ ও মানসিকতার যে বিবরণ পেশ করা হয়েছে, বাস্তবিকই তা এক বিস্ময়কর ব্যাপার...

[কে এম হাবিবুল্লাহ’র বয়ানে পড়ুন বাহারিস্তান-ই গায়বী’র আলচনা৷ লিংক থাকছে কমেন্টে...]

18/10/2023

আধো আলোয় টলতে থাকা একটা ছবি, আমার ভেতর এখনও কেমন করে মাতম তোলে আম্মাজান, আমি আপনাকে বোঝাতে পারবো না ঠিক। দৌর্মনস্য ....

18/10/2023

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক নিখুঁত ও পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব যে, তাঁর সামগ্রিকতা, পরিপূর্ণতা .....

17/10/2023

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা উপন্যাস'আবদুল্লাহ'। এই উপন্যাসটি উরদু ভাষায় তর্জমা করেছিলেন একজন। তাকে জানেন নাকি!
তার আরও কিছু জরুরী কাজ আছে। যেমন, তিনি নসীম হিজাজীর বেশ কিছু উপন্যাসের বাংলায়ন করেছেন। ইসলামী ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ কাজ যে ইসলামী বিশ্বকোষ তার অস্তিত্বের পেছনে এই মানুষটির 'প্রধান' ভূমিকা ছিলো বলেন অনেকে।
মানুষটি সম্বন্ধে আলাপ থাকছে যোগাযোগ-এর নভেম্বর সংখ্যায়। জানতে হলে সাথেই থাকুন।

...সাহিত্য–সেবার উদ্দেশ্য কি? ‘নির্জলা‘ আর্ট ভক্তদের মতামত যাহাই হোক না কেন, যাঁহারা আর্টের উদ্দেশ্যহীনতা মানিয়া লইতে অ...
16/10/2023

...সাহিত্য–সেবার উদ্দেশ্য কি? ‘নির্জলা‘ আর্ট ভক্তদের মতামত যাহাই হোক না কেন, যাঁহারা আর্টের উদ্দেশ্যহীনতা মানিয়া লইতে অনিচ্ছুক ও অসমর্থ, তাঁহারা বলিবেন যে, সমাজকে বর্তমান অপেক্ষা একটা বিরাটতর, উচ্চতর, মহত্তর, সুন্দরতর ভবিষ্যতের দিকে গতিশীল করিয়া দেওয়াই প্রকৃত সাহিত্য সাধনার লক্ষ্য। কিন্তু সে ভবিষ্যতের স্বরূপ কি? সাহিত্যশিল্পীদের নির্মিতব্য সে ভবিষ্যৎ সৌধের ভিত্তি কি?

[পড়ুন মোহাম্মদ ওয়াজেদ আলীর প্রবন্ধ৷ লিংক থাকছে কমেন্টে...]

...আদিব হুজুরের গদ্যের একটা বৈশিষ্ট হলো, তিনি মুসলিম ঐতিহ্যকে গদ্যে তুলে আনেন। উপমায় মুসলিম সংস্কৃতিকে জাগিয়ে তুলতে চান।...
16/10/2023

...আদিব হুজুরের গদ্যের একটা বৈশিষ্ট হলো, তিনি মুসলিম ঐতিহ্যকে গদ্যে তুলে আনেন। উপমায় মুসলিম সংস্কৃতিকে জাগিয়ে তুলতে চান। ইসলামের শ্বাস্বত চেতনাকে গদ্যের ভাঁজে ভাঁজে ঢুকিয়ে দেন। তার গদ্য পড়ে পাঠক তাই সহজেই ইসলামি চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে, আল্লাহ ও তার রাসুলের প্রেমে ডুবে যায়...

[আবু নাঈম ফয়জুল্লাহ’র গদ্য পড়ুন৷ লিংক থাকছে কমেন্টে...]

15/10/2023

যোগাযোগ-এর বয়স পনর দিন হলো আজ। এ পর্যন্ত যোগাযোগ-এর টোটাল ভিজিট ৩১, ১৩৭। আলহামদুলিল্লাহ। আর সব চাইতে আনন্দের কথা হলো, যোগাযোগ-এর এভারেজ এইংগেজমেন্ট টাইম ২ মিনিট ৪২ সেকেন্ড। মানে, প্রতিটি ভিজিটর গড়ে ২ মিনিট ৪২ সেকেন্ড একেকটি লেখাতে অবস্থান করেছেন। আমরা ধরে নিচ্ছি যে, তারা পড়েছেন।

এই পরিসংখ্যানটা আমাদের জন্য আনন্দের। সকালের সূর্যোদয় বলছে দিনটা ভালো যাবে। যোগাযোগ নিয়ে স্বপ্নটা তাই দীর্ঘ করতে ভয় নেই। আশা করছি, পাঠকরা এভাবেই যোগাযোগ-এর সাথে থাকবে, সব সময়।

পাঠকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।
যোগাযোগ
পড়ুন, লিখুন, বিজ্ঞাপন দিন।

Address

Magura

Alerts

Be the first to know and let us send you an email when যোগাযোগ - Jogajog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যোগাযোগ - Jogajog:

Share

Category



You may also like