17/11/2023
Confession No: 02
TO: Mohib
Location : Govt H.S.C. College Magura
আসসালামু আলাইকুম
কেমন আছেন?
আপনি আমাকে চিনবেন কিনা আমি জানিনা তবে চিনতেও পারেন।কারণ রাস্তায় আপনার সাথে আমার অনেকবার দেখা হয়ছে।
আমি আপনাকে ফার্স্ট দেখছিলাম সাইদ নগরে শুক্রবারের দিনে।আপনি একটা সাদা পাঞ্জাবি পড়ছিলেন। আপনাকে দেখে তখন থেকে একটু ভালো লাগা শুরু হয় বা ভালো লাগে। পরে কয়েকদিন ক্যাম্পাসে যেয়েও আপনাকে দেখলাম, এবং জানতে পারলাম আপনি ইকোনোমিক্স ডিপার্টমেন্টের একজন সিনিয়র। আপনার সাথে আমার সেভাবে কোনোদিন কথা বলা হয়নাই, তবে হাল্ট প্রাইজের বুথে আমি একদিন গেছিলাম এবং আপনার সাথে কথা কইছিলাম।আপনার কাছে নাম এবং নাম্বার দিয়ে এসেছিলাম রেজিস্ট্রেশনের জন্য। অবশ্য রেজিস্ট্রেশন করি নাই শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য ঐখানে গেছিলাম। এখানে কনফেকশন দেওয়ার কোন ইচ্ছা আমার ছিল না কারণ এইটা নিয়ে সবাই একটু হাসাহাসি করবে,তবু দিলাম যদি আপনি আমাকে চিনতে পারেন এটা ভেবে। আপনার কথাগুলো অনেক সুন্দর আপনার হাসিটাও অনেক সুন্দর। দোয়া রাখি ভাল থাকেন,কখনো সুযোগ হইলে আপনার সামনে যাবো আপনার সাথে কথা বলব।
আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে আমি আপনাকে দেখি। আপনাকে দেখে মনে হয় আপনি হয়তো অনেক কম কথা বলেন অনেক নরম প্রকৃতির,এই জিনিসটাও অনেক ভালো লাগে।আপনার সাথে কারো কোন সম্পর্ক আছে কিবা নেই এইটা জানার কোন ইচ্ছা আমার নাই,যদি সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি তারে নিয়ে ভালো থাকুন এই দোয়া করি,আপনাকে আমার ভালো লাগে আপনার জন্য একটা সফট কর্নার আছে সেটারওআমার মধ্যে এইটা বলার ছিলো। ক্লাস শেষ হইলে মাঝেমধ্যে গ্যালারিতে আইসেন দেখব আপনাকে।
টাটা।