26/03/2024
সম্পর্ক এবং বিয়ে বিষয় নিয়ে আমার কাজ। আমি দম্পতিদেরকে বলি সবসময়, যদি সম্পর্ক এবং প্রিয় মানুষ টার সঙ্গ/ গুরুত্ব বেশি প্রিয় হয়।তবে সম্পর্কে প্রাইভেসি / গোপনীয়তা রাখুন।
আপনি a থেকে z ফটোস্যুট করে ব্লক/ভ্লক করে করে ক্লান্ত হয়ে যাবেনই, সম্পর্কে সময় দিতে পারবেন না। মায়া চলে যাবে ভিউ কম বা স্টোরি ভালো না হলে বা খুব সফল হলে তখন আর ভালো লাগবে না মনে সব দেখাই সব দেখাই। তখন সুখ দেখান,পরে অসুখ দেখান।
একটা সময় বন্ধু আছেন সম্পর্ক শেষ হলে কি, আমরা ভালো বন্ধু তাই দেখান ব্লগাররা। নতুন সম্পর্ক বা আগের কি কি থেকে কোন বিষয় গুলো নতুনত্ব আছে তাই দেখান। সম্পর্ক বদলে।
দাম্পত্য কিন্তু সিনেমা না। সিনেমা হলে ১৫ টা রিল বা তিন ঘন্টা বা একটা নিদিষ্ট সময় পর শেষ হয়ে যাবেই। দু দিন আগে বা দুদিন পরে। যদি আপনি দাম্পত্যের সব খুটিনাটি খুড়সুড়ি দেখাতে শুরু করেন।
ভালো থাকলে কেন, পোস্টমর্টেম বা সিটিস্ক্যান করে স্টেপ টু স্টেপ ভালো আছি, দেখাতেই হবে অন্যদেরকে?
রিপোর্ট করতে হবেই, ভাল আছি, এই এই আমার বেস্ট! আমরা পারফেক্ট!
তখনই কম্পিটিশন, তখনই শেষের শুরু....
সম্পর্কের গুরুত্ব আছে যাদের, তারা অবশ্যই যত্ন করে, লুকিয়ে রাখে লোকে যেন নজর না দেয়, হারিয়ে না ফেলে ভালবাসার মানুষটাকে।
Everyone কি বলেন?
প্রথম আলো :‘পারফেক্ট সম্পর্ক’ বলে কি আদতে কিছু হয়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবারও ধাক্কা খেলেন ভক্তরা। আদর্শ দম্পতি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নামডাক আছে সংযুক্ত আরব আমিরাতের কনটেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি ও সালামা মোহাম্মদের। অবশ্য ‘আছে’ না বলে ‘ছিল’ বলাটাই সমীচীন। একটা স্বাস্থ্যকর, সুন্দর দাম্পত্য সম্পর্ক কেমন হয়, সেটা বোঝাতে নেটিজেনরা উদাহরণ হিসেবে মানতে শুরু করেছিল এই দম্পতিকে। দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব—বিচ্ছেদ হয়ে গেছে এই জুটির। খবরটা ভক্তদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। অনেকেই বিষয়টি মানতে পারছেন না। কয়েক মাস আগেই ভেঙে গেল আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলির নাসেইর ইয়াসিন ও এলিনের ছয় বছরের সম্পর্ক। এবার আলাদা হচ্ছেন খালিদ–সালামা জুটি।