Shinning Shammi

Shinning Shammi Assalamu-Olaykum,This is Shammi. Welcome to my page ★Shinning Shammi★

সম্পর্ক এবং বিয়ে বিষয় নিয়ে আমার কাজ। আমি দম্পতিদেরকে বলি সবসময়,  যদি সম্পর্ক এবং প্রিয় মানুষ টার সঙ্গ/ গুরুত্ব বেশি প্রি...
26/03/2024

সম্পর্ক এবং বিয়ে বিষয় নিয়ে আমার কাজ। আমি দম্পতিদেরকে বলি সবসময়, যদি সম্পর্ক এবং প্রিয় মানুষ টার সঙ্গ/ গুরুত্ব বেশি প্রিয় হয়।তবে সম্পর্কে প্রাইভেসি / গোপনীয়তা রাখুন।

আপনি a থেকে z ফটোস্যুট করে ব্লক/ভ্লক করে করে ক্লান্ত হয়ে যাবেনই, সম্পর্কে সময় দিতে পারবেন না। মায়া চলে যাবে ভিউ কম বা স্টোরি ভালো না হলে বা খুব সফল হলে তখন আর ভালো লাগবে না মনে সব দেখাই সব দেখাই। তখন সুখ দেখান,পরে অসুখ দেখান।

একটা সময় বন্ধু আছেন সম্পর্ক শেষ হলে কি, আমরা ভালো বন্ধু তাই দেখান ব্লগাররা। নতুন সম্পর্ক বা আগের কি কি থেকে কোন বিষয় গুলো নতুনত্ব আছে তাই দেখান। সম্পর্ক বদলে।

দাম্পত্য কিন্তু সিনেমা না। সিনেমা হলে ১৫ টা রিল বা তিন ঘন্টা বা একটা নিদিষ্ট সময় পর শেষ হয়ে যাবেই। দু দিন আগে বা দুদিন পরে। যদি আপনি দাম্পত্যের সব খুটিনাটি খুড়সুড়ি দেখাতে শুরু করেন।

ভালো থাকলে কেন, পোস্টমর্টেম বা সিটিস্ক্যান করে স্টেপ টু স্টেপ ভালো আছি, দেখাতেই হবে অন্যদেরকে?

রিপোর্ট করতে হবেই, ভাল আছি, এই এই আমার বেস্ট! আমরা পারফেক্ট!
তখনই কম্পিটিশন, তখনই শেষের শুরু....

সম্পর্কের গুরুত্ব আছে যাদের, তারা অবশ্যই যত্ন করে, লুকিয়ে রাখে লোকে যেন নজর না দেয়, হারিয়ে না ফেলে ভালবাসার মানুষটাকে।

Everyone কি বলেন?

প্রথম আলো :‘পারফেক্ট সম্পর্ক’ বলে কি আদতে কিছু হয়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবারও ধাক্কা খেলেন ভক্তরা। আদর্শ দম্পতি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নামডাক আছে সংযুক্ত আরব আমিরাতের কনটেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি ও সালামা মোহাম্মদের। অবশ্য ‘আছে’ না বলে ‘ছিল’ বলাটাই সমীচীন। একটা স্বাস্থ্যকর, সুন্দর দাম্পত্য সম্পর্ক কেমন হয়, সেটা বোঝাতে নেটিজেনরা উদাহরণ হিসেবে মানতে শুরু করেছিল এই দম্পতিকে। দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব—বিচ্ছেদ হয়ে গেছে এই জুটির। খবরটা ভক্তদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। অনেকেই বিষয়টি মানতে পারছেন না। কয়েক মাস আগেই ভেঙে গেল আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলির নাসেইর ইয়াসিন ও এলিনের ছয় বছরের সম্পর্ক। এবার আলাদা হচ্ছেন খালিদ–সালামা জুটি।

16/09/2023

🌸গল্পে গল্পে Parts of speech🌸

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

এমন আরো পোস্ট পেতে রিকুয়েস্ট দিয়ে সাথেই থাকুন।।❤️

📢আর মাত্র কিছুক্ষণ বাকি 😍আজকেই শেষ দিন🔥 শুধু আজ রাত ১২টা পর্যন্ত😱 1250 টাকার কোর্স এখন 890 টাকায়!

📌ভর্তি হওয়ার লিংক ঃ https://cutt.ly/mwzkGpIa

😲 "ঘরে বসে Spoken English Course" এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

উপরে লিংকে ডুকে ভর্তি হয়ে যান এবং লিংকে ডুকে নিশ্চিত করুন ডিসকাউন্ট আছে কিনা!! 💕

27/07/2023

মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে এই ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হতে থাকে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, ঠোঁট, খসখসে চামড়া, মুঠে মুঠে চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর।

তুমি প্রশ্ন করতে আসো না যে মেজাজ এত খিটখিটে কেন?
কারণ দীর্ঘদিন তুমি ও নির্ঘুম থাকো, তারপর না হয় প্রশ্ন করো!!

11/07/2023

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়,
অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

05/07/2023

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shinning Shammi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shinning Shammi:

Videos

Share


Other Digital creator in Magura

Show All