Rabiul's Blog's

Rabiul's Blog's 'ফা ইন্না মা আল উসরি ইউসরা'
-নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে!🌻
(96)

04/07/2024

Follow to Follow back guaranty 💯💯💯

03/07/2024

শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরে থেকে মানুষকে মানুষই মনে হবে, কিন্তু ভেতর থেকে তাঁরা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট!"

তাঁদের যুবকেরা হবে ধূর্ত, শিশুরা হবে অস্থির-অশান্ত, বৃদ্ধরা হবে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ থেকে বিরত!

তাঁদের মাঝে পাপিষ্ঠরা হবে সম্মানিত ও প্রভাবশালী! আর মুমিনরা হবে অপমানিত ও অধীনস্থ 😥

-ইবরাহিম ইবনু আদহাম ( রহিমাহুল্লাহ )

04/03/2024

S**x জিনিসটা ভীষণ Common, কিন্তু বুকের মধ্যে মাথাটা চেপে ধরে মাথায় হাত বুলানোটা Common নয়। কিন্তু তার জন্য অনেক ভালোবাসা থাকা প্রয়োজন। শরীর ভোগের মানুষ তো অনেক পেয়ে যাবেন। কিন্তু ভালোবেসে যত্ন নেওয়ার মানুষের আজকাল ভীষণ অভাব!'💔

29/11/2023

রুপের বড়াই চিরদিন থাকেনা, বৃদ্ধ হলে সেটা বুঝা যায়। কারণ যৌবণে কাক পাখিও সুন্দরী।
তাই রুপের বড়াই না করে মানুষকে মুল্যায়ণ করতে শিখুন। প্রিয় মানুষকে ধোঁকা না দিন। মানুষের বিশ্বাস অর্জন করুন।
কতদিন বাঁচবেন তা যখন জানেন না, তাহলে কি দরকার অযথা মানুষের মনে কষ্ট দেওয়ার।
তাই দাঁত থাকতেই সেটার যথার্থ কদর করুন, হারিয়ে গেলে কেঁদে কি লাভ।

✍️ ://www.facebook.com/rabiul.islamsrabon.5

Bragging about looks doesn't last forever, you can understand that when you get old. Because crows are also beautiful in their youth.
So learn to appreciate people without bragging about appearance. Do not deceive loved ones. Gain people's trust.
When you don't know how long you will live, why bother people unnecessarily?
So value your teeth while you still have them, what's the point of crying if you lose them.

✍️ Rabiul's Blog's

25/08/2023

আজ ২৫শে আগষ্ট ২০২৩ ইং,১০ই ভাদ্র ১৪৩০ বাংলা রোজ শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে আমার আব্বু মারা গেছেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেনো তাঁকে জান্নাতের উত্তম মাকাম দান করেন, আমিন 🤲

আমার ছাদ কৃষি 😍
17/08/2023

আমার ছাদ কৃষি 😍

This is the reality.  লাইফে দ্বিতীয় ব্যক্তির কাছে মানুষ সেই ভুল গুলো করে না যা প্রথম ব্যক্তির সাথে অকারনে করে,  অথচ চাইল...
15/08/2023

This is the reality.
লাইফে দ্বিতীয় ব্যক্তির কাছে মানুষ সেই ভুল গুলো করে না যা প্রথম ব্যক্তির সাথে অকারনে করে, অথচ চাইলেই কিন্তু নিজেকে শুধরে প্রথম ব্যক্তির সাথে ভালো থাকতে পারে। কিন্তু না এরা নিজেকে শুধরায় , আর না এরা শুধরাতে চায় । অথচ দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেই কাজ গুলো করে না তখন ঠিকি নিজের কাজকর্ম হোক বা দায়িত্ব হোক সব কিছু ঠিক ভাবে পালন করে।

08/08/2023

EVERYONE SUPPORT ME WITH PROMOTE YOUR PAGE.
⬇️⬇️⬇️⬇️⬇️⬇

07/08/2023

Unbliveable wood working.

06/08/2023

FOLLOW TO FOLLOW

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

REVIEW TO REVIEW

03/08/2023

Everyone promote your page

👍👍👍👍👍👍

FOLLOW TO FOLLOW

I highly recommend this page, it has amazing content, supportive and friendly, deserve to gain massive followers and sup...
02/08/2023

I highly recommend this page, it has amazing content, supportive and friendly, deserve to gain massive followers and support.

31/07/2023

My all friends support this page
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Dream Entertainment
ন্যাচারাল ব্লগ

মা একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে।একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন ...
30/07/2023

মা

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-

"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"

mother

A mother gives birth to her son from the pulse,
A wife gives birth to that son from the heart.

A mother feels her unseen son with her hand on his belly for ten months,
A wife feels that unknown boy with her hand on her chest all her life.

A mother gives birth to a baby son,
A woman gives birth to a mature man.

A mother teaches her child to walk by the hand,
A wife walks all the way through life holding the child's hand.

A mother teaches her child to speak,
A wife becomes a dear friend and becomes his talking companion for life.

A mother forgets her whole world when the responsibility of the child comes on her shoulders,
And because his wife will take responsibility for that child, he leaves his whole world one day.

If the child cannot eat, both the mother and the wife eat the leftover food, and both the mother and the wife fast for the well-being of the child and the husband.

Every mother has to be hurt by the child even after raising the child.
Again every wife has to be abused one day or the other even after marrying her husband.

The mother begins to take responsibility for the child's life around twenty years.
The last remaining sixty years (sometimes it can go to eighty years if the life expectancy is a hundred years) before the wife takes responsibility for the life of the husband.

The child's stool and urine are cleaned by the mother in childhood.
When the child grows up, this same responsibility falls on the wife's shoulders.

The mother's lap is the lap where the child is born i.e. the first bed.
The wife's lap is the lap where death takes place i.e. the last bed.

If being born from the womb is the biggest difference between a mother and a wife, then I will say one last thing-

"One conceived you,
Someone else will conceive for you."
"One who gave birth to you became a mother,
The other will be your mother by giving birth to another."

Picture Collected.

I highly recommend this page as the contents and presentations of this page are very impressive 🥰 Have successful life a...
29/07/2023

I highly recommend this page as the contents and presentations of this page are very impressive 🥰 Have successful life and career 👏

Address

Khulna
Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabiul's Blog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabiul's Blog's:

Videos

Share