Trina's Hobbies

Trina's Hobbies আমি ভালোবাসি কাজ করতে,ঘুরতে, রান্না করতে এবং মানুষের ভিতরের রূপ চিনতে...

February 29.. Leapyear I don't know if I will survive this day after four years😊😊
29/02/2024

February 29.. Leapyear
I don't know if I will survive this day after four years😊😊

অনেক নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। ...
29/02/2024

অনেক নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। কিন্তু তারা এটা বোঝেন না, যে এই অ্যাটেনশান-গিভার গ্রুপের অলমোস্ট ৯৯ শতাংশই সিম্প। এরা জাস্ট নারীসঙ্গই চায়। আপনার দায়িত্ব নেয়ার জন্য কেউ আপনার পিছে পিছে ঘুরে না।

আপনি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখেন, বলেন আপনাকে পেতে হলে বাবার সাথে কথা বলে, মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে।
রইল বাকি যারা জানে-জিগার গ্রুপ। এদের বেশিরভাগই জানে না তারা আসলে কী করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এন্জয় করি, পরে বিয়ে করবো।

আবার যারা দায়িত্ব নেবে বলে দাবি করে, তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস,পার্বতী হয়ে অন্য কারো হয়ে যায়।

যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথবা, যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত।
আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানো নিতান্তই ব্যক্তিত্বহীনতা ছাড়া কিছুই নয় 😊😊😊😓😓😓😓

রোজ একটু করে ইংরেজি শিখি🥰🥰
28/02/2024

রোজ একটু করে ইংরেজি শিখি🥰🥰

28/02/2024

প্রতিটা মানুষ ই নানা সমস্যা জর্জরিত থাকে, তবুও এক গুচ্ছ হাসি নিয়ে চলতে হয় 😊😊
এটাই তো জীবন 😓😓

"ঘষেটি বেগম" বাংলার বিশ্বাসঘাতকতার আরেক নাম।তার বিশ্বাসঘাতকতা,চক্রান্তর শেষ পরিনতি হয়েছিলো  ভয়াবহ।নিদারুন কষ্টে বুড়িগঙ্গ...
27/02/2024

"ঘষেটি বেগম"
বাংলার বিশ্বাসঘাতকতার আরেক নাম।তার বিশ্বাসঘাতকতা,চক্রান্তর শেষ পরিনতি হয়েছিলো ভয়াবহ।নিদারুন কষ্টে বুড়িগঙ্গাায় নৌকা ডুবিতে প্রাণ হারান ঘষেটি বেগম।জ্বী,আজকে আপনাদের শোনাবো ঘষেটি বেগমের কাহিনি।
নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে মেহের উন নিসা বেগম, ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন বাংলা, বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বড় খালা। ঢাকার নায়েব নাজিম নওয়াজিস মুহম্মদ শাহমাত জংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা নিঃসন্তান হওয়ায় ঘসেটি বেগমের ছোট বোন আমেনা বেগমের ছোট ছেলে ইকরামউদ্দৌলা (সিরাজউদ্দৌলার ছোট ভাই)-কে দত্তক নেন; কিন্তু ইকরামউদ্দৌলা তরুণ বয়সে গুটিবসন্তে মারা যান।
ছেলের শোকে নওয়াজিস মারা গেলে ঘসেটি বেগম উত্তরাধিকার সূত্রে স্বামীর কাছ থেকে প্রচুর সম্পদ পান।
ঘসেটি বেগম চেয়েছিলেন আলীবর্দী খাঁর মৃত্যুর পর তাঁর দ্বিতীয় বোনের পুত্র শওকত জংকে সিংহাসনে বসাতে; কিন্তু নবাব আলীবর্দী খাঁর ইচ্ছায় সিরাজউদ্দৌলা ক্ষমতায় আরোহণ করেন। ঘসেটি বেগম তা মেনে নিতে পারেননি। তাই তিনি সেনাপতি মীরজাফর, ব্যবসায়ী জগৎ শেঠ ও উমিচাঁদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করেন এবং ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন।
ইংরেজরা মীরজাফরকে নবাব বানান; কিন্তু মীরজাফর ইংরেজদের পুতুল হওয়ায় ক্ষমতায় প্রভাব বিস্তারের স্বপ্ন ঘসেটি বেগমের পূরণ হয় না। সেই সঙ্গে প্রতিশ্রুত টাকা না দেওয়াসহ নানা কারণে মীরজাফর এবং তার পুত্র মিরনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে ভেবে ঘসেটি বেগমকে মিরন বন্দি করেন এবং তাঁর নির্দেশে নৌকাযোগে মুর্শিদাবাদে নেওয়ার সময় নৌকাডুবি ঘটিয়ে ঘসেটি বেগমের সলিল সমাধি ঘটান।
যে যা করবে তাকে সেই ফল ভোগ করতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম 😊😊😊

যে আপনাকে সবচেয়ে বেশী বিশ্বাস করে, তাকে কখনো ঠকাবেন নাহ, তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকা টা আপনিই ঠকে যাবেন!!🖤🖤
26/02/2024

যে আপনাকে সবচেয়ে বেশী বিশ্বাস করে, তাকে কখনো ঠকাবেন নাহ, তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকা টা আপনিই ঠকে যাবেন!!🖤🖤

26/02/2024

We are Fighter😊😊😊

যেখানে গেলে সম্মান পাবে না, মন খুব করে চাইলেও সেখানে যেয়ো না।
25/02/2024

যেখানে গেলে সম্মান পাবে না, মন খুব করে চাইলেও সেখানে যেয়ো না।

আমার আছি আমি শুধু আমি 🥰🥰🥰🥰
24/02/2024

আমার আছি আমি শুধু আমি 🥰🥰🥰🥰

😊😊😊
23/02/2024

😊😊😊

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধনারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়...
23/02/2024

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়

শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়
শরীর তো ধর্ষকও ছোঁয়।
পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়।
দেহদানের পরেই যে নারী ব'লে পুরুষের ভালোবাসা
পেয়েছি সে নির্বোধ
পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়
শরীর তো বেশ্যাও দেয়...

22/02/2024
😓😓😓
22/02/2024

😓😓😓

20/02/2024

মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের পরিবেশ মনোরম,
বিশেষ করে বঙ্গবন্ধু কর্নার টা অনেক সুন্দর ❤️❤️❤️

16/02/2024

২মিনিটের ঝড়ে 😓😓😓

গভীর রাতে এ্যামবুলেন্স এর শব্দ শুনলে    আপনার অনুভূতি কেমন হয়???😓😓
11/02/2024

গভীর রাতে এ্যামবুলেন্স এর শব্দ শুনলে
আপনার অনুভূতি কেমন হয়???😓😓

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না😓😓 মন খারা...
11/02/2024

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না😓😓
মন খারাপ হয়, হবেই। একে বাদ দেওয়াও যাবে না জীবন থেকে। তাই মন খারাপ হলে একটু কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খারাপের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুনভাবে অবিষ্কার করতে পারবেন☺️☺️☺️

আমি আমার মতোই ঠিক আছি। ভাঙার চেষ্টা করে দেখতেই পারো। হয়তো মচকাবো কিন্তু ভাঙবো না। মচকানো জায়গায় নিজেই সারিয়ে নিবো নিজের ...
08/02/2024

আমি আমার মতোই ঠিক আছি। ভাঙার চেষ্টা করে দেখতেই পারো। হয়তো মচকাবো কিন্তু ভাঙবো না। মচকানো জায়গায় নিজেই সারিয়ে নিবো নিজের আদুরে হাতে তবুও তোমাদের সাহায্য আমি অন্তত চাইবো না। এতে যদি তোমরা আমায় অহংকারী বলো। আমি বুক ফুলিয়ে নিজের উপর বিশ্বাস রেখে মুচকি হেসে বলবো, “হ্যাঁ আমি অহংকারীই! তোমাদের মতো মুখোশ আমি পড়তেও পারি না, আর না পছন্দ করি। তোমাদের দেওয়া ব্যবহারের বিনিময়ে আমি যেমনটা ফেরত দিবো, আমি ঠিক তেমনটাই😓😓😓😊😊😊

যদি একদিন..
07/02/2024

যদি একদিন..

ডোরেমন ৮০ বছর ধরে নবিতার সাথে ছিল,মারা যাওয়ার আগে নবিতা ডোরেমন কে বলেছিল : আমি চলে যাওয়ার পরে, তোমার নিজের জায়গায় ফি...
07/02/2024

ডোরেমন ৮০ বছর ধরে নবিতার সাথে ছিল,মারা যাওয়ার আগে নবিতা ডোরেমন কে বলেছিল : আমি চলে যাওয়ার পরে, তোমার নিজের জায়গায় ফিরে যাওয়া উচিত!
ডোরেমন এতে রাজি হয়😊
নবিতার মৃত্যুর পরে ডোরেমন টাইম মেশিন ব্যবহার করে ৮০ বছর আগে ফিরে আসে এবং বাচ্চা নবিতাকে বলে, হ্যালো নবিতা !
আমার নাম ডোরেমন, আমাকে যতই সুযোগ দেওয়া হোক না কেন আমি বার বার তোমাকেই দেখতে চাই।😊
কারণ, তুমি আমার নিজের জায়গা, আর সেখানেই আমার থাকা উচিত।
বন্ধুত্ব, কিংবা ভালোবাসা রাখতে পারলেই জীবন অনেক অনেক সুন্দর!!❤️💙

আমি ২৫ পয়সা দিয়ে কিছু কিনতে পারছিলাম। আপনারা সর্বনিম্ন  কত পয়সা দিয়ে কিছু কিনতে পেরেছেন 🤔🤔
05/02/2024

আমি ২৫ পয়সা দিয়ে কিছু কিনতে পারছিলাম। আপনারা সর্বনিম্ন কত পয়সা দিয়ে কিছু কিনতে পেরেছেন 🤔🤔

সব কিছুতে হেরে যাওয়া লোক যখন হাসির আড়ালে  লুকোয়😌😌😌
04/02/2024

সব কিছুতে হেরে যাওয়া লোক যখন হাসির আড়ালে লুকোয়😌😌😌

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে।যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খো...
01/02/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে।

যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো।
আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খোপা করে রাখতে বেশ ভালো লাগে।

আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই সুতার কাপড়ে শান্তি!

আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন এমন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় কলেজ যেতাম!
এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে পড়া!!

আগে কনকনা শীতে আইসক্রিম খেতে ভালো লাগতো, আর এখন কাচুমাচু হয়ে কম্বলের ভিতরে থাকতে পারলেই ভালো লাগে।

আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।
এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও!💙🤍💙

নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম। শিরোনাম হলো " রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করলেন মিরাজ"। তবে বিষয়টি এই শিরোনামের মত...
31/01/2024

নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম। শিরোনাম হলো " রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করলেন মিরাজ"। তবে বিষয়টি এই শিরোনামের মতো না। এটি অনেক বেশি সুন্দর। শিরোনামে যে পাগলির কথা বলা হয়েছে তার নাম ফাতেমা। লালমাটিয়ায় রাস্তার পাশে পড়ে থাকতো। যার সারা গায়ে ময়লা। আপন বলতে কেউ নেই।

তবে ফাতেমার গায়ে শুধু ময়লা ছিল না। পেটে বাচ্চাও ছিল। জানতো না বাচ্চার বাবা কে। সে আসলেই মানসিক ভারসাম্যহীন। শুধু নামে পাগলি না। তারপর তার জীবনে আসে এক অদ্ভুত মানুষ। নাম মিরাজ। যে তাকে রাস্তা থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায়। ফাতেমার বাচ্চা বয়স এখন এক বছর। নাম আবদুল্লাহ। এদিকে ফাতেমার জীবনে অন্য একটা ঘটনা ঘটেছে। মিরাজ তাকে ভালোবেসে ফেলেছে। মিরাজ জানিয়েছে ফাতেমা আশ্রমের কারো কথা না শুনলেও শুধু একজন মানুষের কথা মন দিয়ে শুনতো। সেই মানুষটি মিরাজ। কারণ ভালোবাসার আলাদা একটা ভাষা আছে। কারো মনে ভালোবাসা জন্মালেই এই ভাষা বোঝা যায়। এই ভাষা শিখতে হয় না। তাই ফাতেমাকেও শিখতে হয়নি।

অবশেষে আশ্রমের মানুষের আয়োজনে ধুমধাম করে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আসরে ফাতেমা লজ্জা লজ্জা মুখে বললো " আমি আগে বলি নাই, আমিই বেশি ভালোবাসি"।

অনেকেই মানবিকতার জন্য মিরাজের প্রশংসা করছে। কিন্তু মিরাজ ফাতেমাকে বিয়ে করেছে ভালোবেসে। ভালোবাসা এমন এক সুন্দর ব্যাপার। যার হৃদয়ে জন্মায় শুধু সে জানে যারে দুনিয়ার কেউ কাছে টানে না। তারে একটু কাছে পাওয়ার জন্য মন কেন এত ছটফট করে। মানুষের মনে কখন কার জন্য ভালোবাসা জন্মে যায় বোঝা মুশকিল। এটা এমন এক অদৃশ্য টান যেখানে দুটো আত্মার মিলন হয়। তখন বাহ্যিক সবকিছু ফিকে মনে হয়।
দোয়া করি তাদের দুজনের দাম্পত্য জীবন সুখের হোক।

- নাহিদ হাসান শুভ

Address

Magura

Alerts

Be the first to know and let us send you an email when Trina's Hobbies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Magura

Show All