Free mowtion for love

Free mowtion for love Biker Robi

28/12/2024

মিশরের ফাওমী মুরগির ফার্ম।

তাবলীগ জামাতের গোমরাহীতার সঠিক তথ্য পাওয়ার জন্য মাগুরা দরবার শরীফ থেকে প্রকাশিত এই বইটি সকলের সংগ্রহে রাখার প্রয়োজন ও ...
19/12/2024

তাবলীগ জামাতের গোমরাহীতার সঠিক তথ্য পাওয়ার জন্য মাগুরা দরবার শরীফ থেকে প্রকাশিত এই বইটি সকলের সংগ্রহে রাখার প্রয়োজন ও অত্যন্ত জরুরি মনে করছি। যা তাবলীগ জামাত সম্পর্কে আপনাকে সঠিক বুঝ ও নিরপেক্ষ দিকনির্দেশনা দেবে ইনশাআল্লাহ। বহুকাল আগ থেকে সিলসিলা ফুরফুরা শরীফের অনুসারীরা তাবলীগ জামাতের বিরোধিতা করে। কেন করে!? আজ তা প্রতিফলিত হচ্ছে অক্ষরে অক্ষরে। তারপরেও কি বাংলার সাধারণ সরলমনা মানুষের চোখ কান খুলবে না? আজ হেদায়েতের কথা বলে মানুষের ঈমান ধ্বংস করছে!জাহান্নামে যাওয়ার একটা পন্থা উমোচিত হচ্ছে!!। আহ্ তাবলীগ জামাত! আহ!!

17/12/2024

"রুহুর রুহ" আবু জিয়া খালেদ নাবহান রহিমাহুল্লাহ শহিদ।

কে তাকে না চিনে? নিজ নাতনীকে বিদায় দেয়ার হৃদয়বিদারক সেই দৃশ্য আজও বিশ্ববাসীর চোখের সামনে ভাসমান। আজ তিনি তার নাতনীর সাথে মিলিত হলেন। অন্যায়ের এই পৃথিবীকে বিদায় জানালেন। হাসিমুখে আমদের মতো কাপুরুষদের বলে গেলেন-
"ভালো থেকো তোমরা। আমি আমার রবের সান্নিধ্যকেই প্রাধান্য দিলাম।"

16/12/2024

তাকবির দিয়ে শুরু হলো মাগুরা দরবার শরীফের ইসালে সওয়াব মাহফিলের আজকের কাজ।

কাজের ফাঁকে ফাঁকে একটু নাস্তা
15/12/2024

কাজের ফাঁকে ফাঁকে একটু নাস্তা

04/11/2024
04/11/2024

চট্রগ্রামের বোস্ততামি পাহাড়ে( চন্দ্রনাথ ) মুসলিম পর্যটকদের সাথে কি রকম দুর্ব্যবহার উগ্র ইসকন সদস‍্যদের!

বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ চন্দ্রনাথ যেতে পারবে, এখন ভাবার বিষয় হচ্ছে , তারা সেখানে গোপনে কি করছে যে, সেখানে গেলে তাদের সমস্যা হচ্ছে😡😡😡

02/11/2024

ইন্না-লিল্লাহ..😪😭

ইন্দোনেশিয়ার বেকাসি শহরে একটি কুকিং অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছে।

শুক্রবার সকালে আগুন লাগার পর থেকে দমকল বাহিনী প্রায় ২০টি ফায়ার ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

আগুনের উৎপত্তি স্থল নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আল্লাহ সবাইকে হেফাজত করুন..আমীন🤲🕌🕋

তুরস্কের এরদোগানের ওস্তাদ পুরা দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম ও আল্লাহর অলি। উনার সাথে ইস্তাম্বুলে আমি দেখা করেছিলাম। ...
02/11/2024

তুরস্কের এরদোগানের ওস্তাদ পুরা দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম ও আল্লাহর অলি। উনার সাথে ইস্তাম্বুলে আমি দেখা করেছিলাম। উনার চমৎকার একটা কথা আছে-
উনি বলেছিলেন গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন।
আর বান্দার আদবের মাধ্যমে বান্দা আল্লাহতালাকে পেয়ে যায়। অর্থাৎ আদবের মাধ্যমে বান্দা আল্লাহর অলি হয়ে যায়।
এজন্য আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের অবশ্যই আদবের ব্যাপারটা সব সময় বিশেষভাবে খেয়াল রাখা জরুরী।
ছোটবেলা থেকেই আদবের বিষয়ে যত্নশীল হলে ইনশাল্লাহ বড় হতে হতে আল্লাহ তাআলা আদব এর নিয়ামত দান করে দেন।
প্রিয় উস্তাদ হযরত হাফেজ মাওলানা মুফতী মুনীরুল ইসলাম হাফিজাহুল্লাহ - এর একটা লেখার কপি।

01/11/2024

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ আহমেদ ছাদ খোলা বাসে সংবর্ধনা 🥰🌹🚍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

30/10/2024

উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ায় এক তরুণ ফিলিস্তিনি মরিয়া হয়ে তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে তার পরিবারকে খুঁজছেন।

হৃদয়বিদারী ফুটেজে দেখা যাচ্ছে যে, তিনি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা তার প্রিয়জনদের কাছ থেকে সাড়া পাওয়ার আশায় ডাকছেন😭😭😪

28/10/2024

আহ আমার ফিলিস্তিন আহ আমার গাজা..😭😪

এক ফোঁটা পানির জন্য হাহাকার 😪😭

যেকোন সিমের অফারের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন (01766626035)
28/10/2024

যেকোন সিমের অফারের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন (01766626035)

26/10/2024

কী অদ্ভুত চিত্র!

একদিকে মুসলমানদের একটি অংশ বেঁচে থাকার লাড়াই করে যাচ্ছে, গোলা-বারুদের নিচে বসবাস করছে, আরেক দিকে একদল মুসলিম নামের কলঙ্ক আমোদপ্রমোদে ব্যস্ত।

Address

Magura
Magura
7600

Telephone

+8801766626035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free mowtion for love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Free mowtion for love:

Videos

Share