কবিতা

কবিতা হোক রাগ অভিমান,
তবুও অপেক্ষা হোক কাছে আসার!
(9)

আমায় যদি কখনো মনে পড়ে,রাতের আকাশটা দেখো।আমায় যখন একা থাকতেশেখালে, তুমিও একটু শিখো।লেখাঃ খাদিজা আক্তার মিমএডিটঃ প্রদীপ মন...
02/01/2025

আমায় যদি কখনো মনে পড়ে,
রাতের আকাশটা দেখো।
আমায় যখন একা থাকতে
শেখালে, তুমিও একটু শিখো।

লেখাঃ খাদিজা আক্তার মিম
এডিটঃ প্রদীপ মন্ডল

আমরা যতই অধ্যায়ন করিততই আমাদের অজ্ঞানতাকে আবিস্কার করি।লেখাঃ শেলীএডিটঃ প্রদীপ মন্ডল
02/01/2025

আমরা যতই অধ্যায়ন করি
ততই আমাদের অজ্ঞানতাকে আবিস্কার করি।

লেখাঃ শেলী
এডিটঃ প্রদীপ মন্ডল

প্রচন্ড ভাবে একা থাকার অভ্যাস করো।যাতে কখনো একা হয়ে গেলেও কষ্ট না হয়!লেখাঃ আদনাম মাহমুদএডিটঃ প্রদীপ মন্ডল
02/01/2025

প্রচন্ড ভাবে একা থাকার অভ্যাস করো।
যাতে কখনো একা হয়ে গেলেও কষ্ট না হয়!

লেখাঃ আদনাম মাহমুদ
এডিটঃ প্রদীপ মন্ডল

ততটা সহজলভ্য হও, যতটা কেউ প্রাপ্য!বেশি সহজলভ্য হলে মানুষ তোমাকে সস্তা মনে করবে।লেখাঃ ইব্রাহীম হোসেন (ইবু)এডিটঃ প্রদীপ মন...
02/01/2025

ততটা সহজলভ্য হও, যতটা কেউ প্রাপ্য!
বেশি সহজলভ্য হলে মানুষ তোমাকে সস্তা মনে করবে।

লেখাঃ ইব্রাহীম হোসেন (ইবু)
এডিটঃ প্রদীপ মন্ডল

যেখানে কারো থাকার ইচ্ছেটা শূন্য!সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বোকামী।লেখাঃ আয়ান হাসানএডিটঃ প্রদীপ মন্ডল
02/01/2025

যেখানে কারো থাকার ইচ্ছেটা শূন্য!
সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বোকামী।

লেখাঃ আয়ান হাসান
এডিটঃ প্রদীপ মন্ডল

হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যের কাছেনিদারুন ভাবে অসহায়,শুধু সেই জানে পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটাও,আসলে কতটা দায়।লেখাঃ র...
02/01/2025

হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যের কাছে
নিদারুন ভাবে অসহায়,
শুধু সেই জানে পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটাও,
আসলে কতটা দায়।

লেখাঃ রুমা রানী ঘোষ
এডিটঃ প্রদীপ মন্ডল

নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে,আর মানুষের কষ্ট হয় আপনজন ভূলে গেলে।...
02/01/2025

নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভূলে গেলে।

লেখাঃ সংগ্রহীত
এডিটঃ প্রদীপ মন্ডল

একটা সময় খুব ভালো করে বুঝবেন,কারো ভালো চাওয়াটাও অনেক সময়একটা ভালো সম্পর্ককে নষ্ট হওয়ার কারণ!লেখাঃ খাদিজা আক্তার মিমএডিটঃ...
02/01/2025

একটা সময় খুব ভালো করে বুঝবেন,
কারো ভালো চাওয়াটাও অনেক সময়
একটা ভালো সম্পর্ককে নষ্ট হওয়ার কারণ!

লেখাঃ খাদিজা আক্তার মিম
এডিটঃ প্রদীপ মন্ডল

খেয়াল করে দেখবেন; যে মানুষগুলোআপনাকে এখন হাসায়, তারাই একদিনআপনার হৃদয়টাকে ভেঙে দেবে!লেখাঃ রানা আহম্মেদ (নীল)এডিটঃ প্রদীপ...
02/01/2025

খেয়াল করে দেখবেন; যে মানুষগুলো
আপনাকে এখন হাসায়, তারাই একদিন
আপনার হৃদয়টাকে ভেঙে দেবে!

লেখাঃ রানা আহম্মেদ (নীল)
এডিটঃ প্রদীপ মন্ডল

আমরা বোকা মানুষেরা, অল্প সুখের দামগোটা হৃদয়ে বিক্রি করি!লেখাঃ কাজী সুমাইয়াএডিটঃ প্রদীপ মন্ডল
02/01/2025

আমরা বোকা মানুষেরা, অল্প সুখের দাম
গোটা হৃদয়ে বিক্রি করি!

লেখাঃ কাজী সুমাইয়া
এডিটঃ প্রদীপ মন্ডল

এই শহরে ভালোবাসা দিয়ে,কুকুর, বিড়ালকে পোষ মানানো যায়।কিন্তু এই শহরে ভালোবাসা দিয়েমানুষকে পোষ মানানো যায় না।লেখাঃ মাহবুব স...
02/01/2025

এই শহরে ভালোবাসা দিয়ে,
কুকুর, বিড়ালকে পোষ মানানো যায়।
কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে
মানুষকে পোষ মানানো যায় না।

লেখাঃ মাহবুব সরদার সবুজ
এডিটঃ প্রদীপ মন্ডল

আসলে কেউ কখনও কাউকে ভুলে যায় না।প্রয়োজন ফুরিয়ে গেলে শুধু যোগাযোগবন্ধ করে দেয়।লেখাঃ আ্যারিষ্টটলএডিটঃ প্রদীপ মন্ডল
02/01/2025

আসলে কেউ কখনও কাউকে ভুলে যায় না।
প্রয়োজন ফুরিয়ে গেলে শুধু যোগাযোগ
বন্ধ করে দেয়।

লেখাঃ আ্যারিষ্টটল
এডিটঃ প্রদীপ মন্ডল

একটা সময়ের পর...আমরা বুঝে যাই জীবনে সবাইকে দরকার হয় না,কিছূ মানুষ ছাড়াও জীবন সুন্দর হয়। ভরসা করতেহলে নিজের উপর কর, মানুষ...
01/01/2025

একটা সময়ের পর...
আমরা বুঝে যাই জীবনে সবাইকে দরকার হয় না,
কিছূ মানুষ ছাড়াও জীবন সুন্দর হয়। ভরসা করতে
হলে নিজের উপর কর, মানুষের উপর ভরসা করে
কোন ভাল নেই, সময়কে বিশ্বাস করো সময় তোমাকে
শক্তিশালী করে তুলবে।

লেখাঃ শহিদুল সুমন
এডিটঃ প্রদীপ মন্ডল

অপমানজিনিসটা পলিথিনের মতো মাটিরনিচে চাপা পড়ে যায়, কিন্তু পঁচে না।লেখাঃ সংগ্রহীতএডিটঃ প্রদীপ মন্ডল
01/01/2025

অপমান
জিনিসটা পলিথিনের মতো মাটির
নিচে চাপা পড়ে যায়, কিন্তু পঁচে না।

লেখাঃ সংগ্রহীত
এডিটঃ প্রদীপ মন্ডল

প্রতিটি রাত আমায় জানান দেয়,কষ্টারা বাড়ি চিনে গেলে আর পিছু ছাড়ে না!লেখাঃ মাহমুদা হাবিবএডিটঃ প্রদীপ মন্ডল
01/01/2025

প্রতিটি রাত আমায় জানান দেয়,
কষ্টারা বাড়ি চিনে গেলে আর পিছু ছাড়ে না!

লেখাঃ মাহমুদা হাবিব
এডিটঃ প্রদীপ মন্ডল

ভুলবে না বলেও- কতজন ভুলে গেল,কোনো কথা দেওয়া ছিল নাএমন কতজন- পেতে দিল হৃদয়!পথ চলতে গিয়ে ছায়ার আশা করিনি,অথচ ছায়াময় মানুষে...
01/01/2025

ভুলবে না বলেও- কতজন ভুলে গেল,
কোনো কথা দেওয়া ছিল না
এমন কতজন- পেতে দিল হৃদয়!
পথ চলতে গিয়ে ছায়ার আশা করিনি,
অথচ ছায়াময় মানুষের সাথে হলো পরিচয়।

লেখাঃ সালমান হাবীব
এডিটঃ প্রদীপ মন্ডল

যে নিজের চোখের জল ফেলে নাঅথচ ভেতরে ভেতরে র’ক্তা’ক্ত হয়তার কষ্ট সবাই বুঝতে পারে না।লেখাঃ সমরেশ মজুমদারএডিটঃ প্রদীপ মন্ডল
01/01/2025

যে নিজের চোখের জল ফেলে না
অথচ ভেতরে ভেতরে র’ক্তা’ক্ত হয়
তার কষ্ট সবাই বুঝতে পারে না।

লেখাঃ সমরেশ মজুমদার
এডিটঃ প্রদীপ মন্ডল

খুব করে বলতে আমায় ছেড়ে যেও না।আমি হেসে বলতাম তখনথেকে যেও না হয় রেখে দিওতাহলে ছেড়ে যাবার প্রশ্নই আসে না!লেখাঃ খাদিজা আক্ত...
01/01/2025

খুব করে বলতে আমায় ছেড়ে যেও না।
আমি হেসে বলতাম তখন
থেকে যেও না হয় রেখে দিও
তাহলে ছেড়ে যাবার প্রশ্নই আসে না!

লেখাঃ খাদিজা আক্তার মিম
এডিটঃ প্রদীপ মন্ডল

Address

Kadambari
Madaripur
7911

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা:

Videos

Share

তবু মনে রেখো দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে ।

তবু মনে রেখো দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে ।