১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিবচর উপজেলা ছাত্র দলের বিশাল র্যালী। যা ছাত্র দলের ঐক্য ও শক্তির প্রতীক হয়ে ইতিহাস রচনা করেছে।
#MadaripurNews #Madaripur #shibchar #followers #BNP #politics
শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
#highlightseveryonefollowers2024 #MadaripurNews #Shibchar #BNPBangladesh #BNPMediaCell #BNP
আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। আমাদের সেই নেতার বক্তব্য আপনারা শুনে থাকেন। তার একটাই বক্তব্য এই মুহূর্তে: দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা অর্জন করুন।
সেই দৃষ্টিকোণ থেকে, আমি আমার শিবচরের প্রাণপ্রিয় মানুষদের ভালোবাসি।
— ব্যারিস্টার মোঃ রোকনউদ্দিন
সহ-সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি।
#BNPBangladesh #BNPMediaCell #highlightseveryonefollowers2024シ゚ #MadaripurNews #followers
মহান বিজয় দিবসে শিবচর উপজেলা প্রশাসনের জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন।
শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর পৌরসভা ৪ নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
#highlightseveryonefollowers2024 #MadaripurNews #followers #highlight #shibchar #BNPBangladesh #BNP
শিবচরে তরুন প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও নির্মানাধীন প্রজেক্ট বাংলাদেশ ইনস্টিটিউটঅব ফ্রন্টিয়ার টেকনোলজি অন্য কোথাও হস্তান্তর হতে দিবে না, ১০ দিনের মধ্যে যদি এটার সমাধান না হয়, তাহলে তুমুল আন্দলন এই শিবচর থেকে ডাক দেয়া হবে
..............হাফেজ মাওলানা হানজালা ৭ম পুরুষ হাজী শরিয়তুল্লাহ্ ও সভাপতি হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যান পরিষদ বাংলাদেশ।
#highlightseveryonefollowers2024 #MadaripurNews #Madaripur #highlight #shibchar #followers
শিবচরে নির্মাণাধীন প্রকল্প সরছে পূর্বাচলে।
#MadaripurNews #highlight #Shibchar #highlightseveryonefollowers2024シ゚
মাদারীপুর জেলার শিবচর পারিবারিক কলহের জেরে পিতার লাঠির আঘাতে আইরিন আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোমস্তা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইরিন ওই এলাকার ফরহাদ গোমস্তার মেয়ে ও সরকারী বরহামগন্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বিস্তারিত কমেন্টে……………
#MadaripurNews #followers #Madaripur #highlight #shibchar
ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক আলোচনা সভা।
স্থান: সিরুয়াইল ইউনিয়ন।
বক্তব্য রাখছেন, ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ), আহবায়ক শিবচর উপজেলা ছাত্রদল।
#highlightseveryonefollowers2024シ゚ #MadaripurNews #Shibchar #followers #politics #BNP #BNPMediaCell #chatrodol #BNPBangladesh
ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক আলোচনা ও ছাত্র সমাবেশ।
স্থান: সিরুয়াইল ইউনিয়ন
বাংলাদেশ শিক্ষক - কর্মচারী ঐক্যজোট এর সমাবেস
বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে ৪ হাতপা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রের