Ismail Hossain Ruman

Ismail Hossain Ruman Hi, I am Md. Ismail Hossain Ruman. I am a Student, Part time job holder, and a video creator from Bangladesh. Here I do share my real life experience. Cheers!

I like traveling & I try to learn something new everyday. I'm hopeful that someone will be benefit by this and I seek happiness in the midst of it. Be happy and spread happiness because the world needs more happy people like you and me.

05/04/2023

............... bird is red.

A. An

B. The

C. A

28/03/2023

চায়ের দোকানে ব্যবহৃত কিছু শব্দ..........

heat =তাপ
jars=জার
delicious=সুস্বাদু
snacks=স্ন্যাকস
biscuits =বিস্কুট
cart =কার্ট
Once=একবার
pour=ঢালা
over=ওভার
some =কিছু
voila! =ভয়েলা!
even=এমনকি
drink=পান
add=যোগ করুন
Cooker=কুকার
concoction =উপসর্গ
as well=পাশাপাশি
Tea kettle=চায়ের কেটলি
Sometimes=কখনও কখনও
Strainer=ছাঁকনি

বিঃদ্রঃ টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তিতে সহজে পাওয়ার জন্য....

28/03/2023

চায়ের দোকানে ব্যবহৃত কিছু শব্দ..........

warm tea=উষ্ণ চা
Homemade=ঘরে তৈরি
Fresh=তাজা
beside=পাশে
used to =অভ্যস্ত
sit =বসুন
stool =মল
Friendly=বন্ধুত্বপূর্ণ
Muffin=মাফিন
Zero waste=শূন্য বর্জ্য
Plastic-free=প্লাস্টিক-মুক্ত
Paper-free=কাগজ-মুক্ত
Reusable=পুনর্ব্যবহারযোগ্য
Eco-friendly=পরিবেশ বান্ধব
Warm and cozy=উষ্ণ এবং আরামদায়ক

বিঃদ্রঃ টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তিতে সহজে পাওয়ার জন্য....

28/03/2023

চায়ের দোকানে ব্যবহৃত কিছু শব্দ..........

Natural=প্রাকৃতিক
Organic=জৈব
Fair trade=ন্যায্য বাণিজ্য
Chocolate=চকলেট
Almond=বাদাম
Coconut=নারকেল
Soy milk=সয়া দুধ
Almond milk=বাদাম দুধ
Oat milk=ওট দুধ
Evaporated milk=বাষ্পীভূত দুধ

বিঃদ্রঃ টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তিতে সহজে পাওয়ার জন্য....

28/03/2023

চায়ের দোকানে ব্যবহৃত কিছু শব্দ..........

Mug=মগ
Spoon=চামচ
Cream=ক্রিম
Ice=বরফ
Hot=গরম
Iced=বরফযুক্ত
Cold=ঠান্ডা
Warm=উষ্ণ
Boiling= ফুটন্ত
Lukewarm= উষ্ণ

বিঃদ্রঃ টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তিতে সহজে পাওয়ার জন্য....

21/03/2023

চায়ের দোকানে ব্যবহৃত কিছু শব্দ......

Coffee=কফি
Milk= দুধ
Sugar=চিনি
Honey=মধু
Lemon= লেবু
Ginger=আদা
Mint=পুদিনা
Strainer=ছাঁকনি
Cinnamon=দারুচিনি
Cardamom=এলাচ
Tea bag=টি ব্যাগ
Green tea=সবুজ চা
White tea=সাদা চা
Herbal tea=ভেষজ চা
Loose leaf tea=আলগা পাতা চা
Teapot= চা তৈরী করার পাত্র

20/03/2023

চায়ের দোকানে ব্যবহৃত কিছু শব্দ..........

Tea = চা
Tea Cart = চা বহন করার ছোট গাড়ি
Cup = কাপ
Teacup = চায়ের কাপ
Condensed milk = মিষ্টি দুধ
Stove= চুলা
Kettle=কেটলি
Filter= ছাঁকনি
Buns = বনরুটি
Black tea = রঙ চা

19/03/2023

ARTICLES - পদাশ্রিত নির্দেশক

Article কাকে বলে ? Article কত প্রকার ও কি কি ?

Articles :- যেসকল Adjective বা বিশেষণ বাচক শব্দ বা অক্ষর Noun - এর পূর্বে বসিয়ে তার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাকে Articles বলে।
যেমন - The boy.
An apple.
A man.

Articles গুলি Noun - এর সাথে সংযুক্ত থাকে, ফলে এগুলি Adjective.

Articles এর প্রকারভেদ :- Article দুই প্রকার, যথা -
(1) Indefinite Article (অনির্দিষ্ট),
(2) Definite Article (নির্দিষ্ট)।

(1) Indefinite Article :- যে Article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, তাকে Indefinite Article বলে। যেমন - A, An
=> A book.
=> An egg.

(2) Definite Article :- যে Article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে Definite Article বলে। যেমন - The
=> The bird is red.

16/03/2023

কিছু Wh Question Word Collection.....

1. what= কি
2. whose=যার
3. When=কখন
4. Whence=কোথা থেকে
5. which=যা
6. whose=যার
7. Why=কেন
8. whom=কাকে
9. which=যা
10. how=কিভাবে
11. who=কে
12. where=কোথায়
13. whose=যার
14. whom=কাকে
15. which=যা
16. who=কে
17. whose=যার
18. who=কে
19. Why=কেন
20. Whereup=কোথায়.......

15/03/2023

কিছুি pronominal word যা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন...
Part # 02

Both=উভয়
Each=প্রতিটি
All =সব
Any=যেকোনো
Few=অতি অল্পসংখ্যক
Many=অনেক
Most=অধিকাংশ
Another=অন্য
Others=অন্যান্য
Several=বেশ কিছু
Some=কিছু
Anybody=যে কেউ
Anyone=যে কেউ
Anything=যাহা-কিছু
Every=প্রত্যেক
Everybody=সবাই

আপনার জানা শব্দগুলো কমেন্টে লিখতে পারেন.....

15/03/2023

কিছুি pronominal word যা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন...
Part # 01

You=আপনি
He=তিনি
She=সে
Her=তার
Him=তাকে
It=এটা
They=তারা
Them=তাদের
Me=আমাকে
Mine=আমার
We=আমরা
Us=আমাদের
Ours=আমাদের
Your=তোমার
Yours=তোমাদের
Such=যেমন
That=যে
This=এই
These=এইগুলো
Those=সেগুলো
What=কি
Which=যা
Whose=যার

আপনার জানা শব্দগুলো কমেন্টে লিখতে পারেন.....

15/03/2023

Honest(সৎ)= Dishonest(অসৎ)

কমেন্টে একটা ইংরেজী শব্দ এবং তার বিপরীত ইংরেজী শব্দ লিখুন

14/03/2023

Rule-50
Ul+ consonant+I কিংবা consonant + L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই হয়।
উদাহরণ:
Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।
Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল অবস্থা ।

14/03/2023

Rule- 49
LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ”ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।
উদাহরণ:
Film (ফিল্ম) - চলচ্চিত্র।
Elm (এল্ম) - দেবদারু জাতীয় গাছ ।
Filmy (ফিল্মি) - মেঘাচ্ছন্ন।

14/03/2023

Rule- 48
U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable (শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা
স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়।
উদাহরণ:
Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক ।
Number (নাম্বার) - সংখ্যা।
Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
Nudge (কনুয়ের মৃদু ঠেলা দেওয়া।

14/03/2023

Rule-47
কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ উ/খ থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়। উদাহরণ:
N**e (ন্যুড) - নগ্ন, ন্যাংটা।
Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
Lutanist (লুটানিস্ট) – বীণা-বাদক।

14/03/2023

Rule- 46 কোন শব্দে U+E এর পূর্বে
consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ”এর মত হয়।
উদাহরণ:
Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
Hue (হিউ) - রং।
Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা ।

14/03/2023

I am used to swimming.............. this river.
a) at
b) in
c) into

14/03/2023

Rule-42
KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়। উদাহরণ:
Agnostic (এ্যাগনষ্টিক) - অজ্ঞেয়
Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি ।

13/03/2023

Rule- 45
কোন শব্দে U এর পূর্বে consonant + R / L+......থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
Blue ব্লু) -নীল
Glue (গ্লু) - শিরিসের আঠা।
True (ট্রু) – সত্য।

13/03/2023

Rule- 44
কোন শব্দে U এরপর consonant+ vowel+.....থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।
উদাহরণ:
Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক
Tube (টিউব) – নল ।
Duteous (ডিউটিয়াস) – অনুগত, বাধ্য।

13/03/2023

Rule- 43
কোন শব্দে CC+OU/ Consonant থাকলে
CC এর উচ্চারণ হয় “ ক“ ।
উদাহরণ:
Accuse (এ্যাকিউজ) - অভিযুক্ত করা।
According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।

13/03/2023

Rule-41
LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ
“ক” এবং “L” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
Talk (টক) – আলাপ
Walk (ওয়াক) – হাটা ।
Chalk (চক) - খড়ি।

12/03/2023

Rule-40
শব্দের শেষে que এর উচ্চারণ “ক” ।
উদাহরণ:
Cheque (চেক) – কিস্তি, হুন্ডি
Baroque (ব্যারক) – বলিষ্ঠ ।
Clique (ক্লীক) - ক্ষুদ্ৰদল ।

12/03/2023

Rule-39
Consonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে ।
উদাহরণ:
Doubt (ডাউট) – সন্দেহ।
Debt (ডেট) – ঋণ ৷
Doubtful (ডাউটফুল) - সন্দিহান।

12/03/2023

Rule-38
IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
Night (নাইট) – রাত্র।
Dight (ডাইট) – সাজানো ।
Fight (ফাইট) - লড়াই ।
Tight (টাইট) - টানটান।

12/03/2023

Rule-37
ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ”এর মত থবা কখনও তা অনুচ্চারিত থাকে। কিন্তু T. N অথবা দর শেষে gh থাকলে তার উচ্চার T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না ।
উদাহরণ:
Tough (টাফ) - কঠিন ।
Enough (ইনাফ) – যথেষ্ট।
Mighty (মাইটি) - বলশালী।
High (হাই) - উচ্চ।

12/03/2023

Rule-36
শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে ।
উদাহরণ:
Solemn (সলেম) – গুরুগম্ভীর
Condemn (কনডেম) - দোষারোপ করা ৷
Damn (ড্যাম) - অভিশাপ দেয়া ।

12/03/2023

Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়।
City (সিটি) - শহর।
Funny (ফানি) - আনন্দ করা।
Happy (হ্যাপি) - খুশি।
Policy (পলিসি) - নীতিমালা ।

11/03/2023

Rule- 35
Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই)
হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
Fly (ফ্লাই) - উড়া ।
Shy (শাই) - লজ্জা ।
Buy (বাই) - ক্রয় করা ।
Toy (টই) – খেলনা
Toy (যই) –আনন্দ

Address

Dhaka
Madaripur
7920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Hossain Ruman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies