দিনের পথে এসো

দিনের পথে এসো Support Humanity ���

18/04/2024

আবূ আইয়ূব আল আনসারী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِى يَبْدَأُ بِالسَّلاَمِ

কোন মুসলিমের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। (পথে-ঘাটে) দু’জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন ঐদিকে মুখ ঘুরিয়ে থাকে। তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে।

সহীহ মুসলিম, হাদীস ২৫৬০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৩০০(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?এছাড়াও রয়েছে শাওয়ালের ৬ রোজা"চলছে শাওয়াল মাস। এ মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথ...
17/04/2024

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?

এছাড়াও রয়েছে শাওয়ালের ৬ রোজা

"চলছে শাওয়াল মাস। এ মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ২৩, ২৪ ও ২৫ এপ্রিল ২০২৪, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। অর্থাৎ সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা শুরু করতে হবে। এর ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবার রোজা রাখতে হবে। যে কোনো রোজার জন্য সাহরি খাওয়া উত্তম একটি সুন্নাহ। রোজা রাখার সুবিধার্থে মোবাইলে এখনই রিমাইন্ডার সেট করে রাখতে পারেন।

আইয়ামে বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। নবীজি (সা) নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখতেন এবং সাহাবীগণকে (রা) এ রোজা রাখতে উৎসাহ দিতেন। প্রতি চান্দ্র মাসের ৩দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াবের সমতুল্য।

আইয়ামে বীজের রোজা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে:
https://muslimsday.com/আইয়ামে-বীজ-রোজার-ফজিলত

শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে এ মাসে ৬টি রোজা রাখা। রমাদানের রোজার পর যে শাওয়ালে ৬টি রোজা রাখবে, এর সওয়াব সারা বছর রোজা রাখার সমতুল্য! এ রোজাকে আমাদের সমাজে অনেকে \"সাক্ষী রোজা\" বলে থাকেন। তারা বিশ্বাস করেন এই ৬টি রোজা রমাদানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। উক্ত ধারনাটি ভুল ও ভিত্তিহীন। কুরআন-হাদীসে এরকম কোনো সাক্ষী রোজার ধারনা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না। তাই এই বিশ্বাস থেকে আমরা বিরত থাকব।

নিচের লিংক থেকে শাওয়াল মাসের ৬টি রোজা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
https://muslimsday.com/শাওয়ালের-ছয়-রোজা

আইয়ামে বীজের ৩ দিন ও অপর ৩ দিন রোজা রাখলেও ইনশাআল্লাহ আমরা শাওয়ালের ৬টি রোজা ও আইয়ামে বীজ উভয়ের সওয়াব পেয়ে যাব। এছাড়াও সোম-বৃহস্পতিবার রোজা রাখলে এর জন্যও ইনশাআল্লাহ আলাদা সওয়াব পাওয়ার আশা করতে পারি। কারণ এই ২ দিন রোজা রাখাও সুন্নাহ। তাই সম্ভব হলে শাওয়ালের ৬টি রোজা ও আইয়ামে বীজের ৩টি রোজা আলাদা ভাবে রাখি। তা পারা না গেলে আইয়ামে বীজ ও সোম-বৃহস্পতিবার মিলিয়ে রোজা রেখে একাধিক সুন্নাহ অনুসরণের মাধ্যমে বাড়তি সওয়াব হাসিল করি।

আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।"

This content is copied from Muslims Day Android App
Download Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan

আইয়ামে বীজের রোজা কাকে বলে? আইয়ামে বীজের রোজার তারিখ, আইয়ামে বীযের সিয়ামের ফজিলত, এ মাসের আইয়ামে বীজের রোজা কবে রা.....

11/03/2024

প্রথম রোজা রাখছেন তো ??
😊❤️❤️

10/03/2024

সূত্রঃ
https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime
ওয়েবসাইটঃ
https://muslimbangla.com/masail/53811

বাজি ধরে ক্রিকেট খেলা

প্রশ্নঃ
৫৩৮১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ট্রিকেট খেলতে গেলে অন্যরা বাজি ধরে খেলে, আমি যদি তাদের সাথে বাজি না ধরে সেখানে খেলি আমার গুনাহ হবে কী? দয়া করে উত্তর টি দিবেন।

উত্তরঃ
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

যে খেলায় বাজি ধরা হয় সে খেলায় অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। কেননা আপনি সরাসরি বাজি না ধরলেও বাজির খেলায় সহযোগি হবেন। আর অন্যায় কাজে সহযোগিতা করারও জায়েয নেই। আল্লাহ তাআলা বলেন,

ي وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب
অর্থঃ
তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। [সুরা মায়িদা : ০২]

والله اعلم بالصواب

উত্তর প্রদানে… মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷

09/03/2024

হযরত আবু সায়িদ খুদরি রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন, দুনিয়া হলো মিষ্ট এবং সবুজ শ্যামল।দুনিয়ায় আল্লাহ তোমাদের প্রতিনিধ করবেন।তিনি দেখবেন তোমরা কীভাবে কাজ কর। সুতরাং তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক হও এবং নারীর ব্যাপারে সচেতন থাক। কেননা, বনি ইসরাইলে ফেতনার সূচনা হয়েছিল নারীর মাধ্যমে।

_____মুসলিম,মিশকাত পৃ.২৬৭

09/03/2024

হযরত আবু মুসা আশআরি রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত,রাসুল (সা:) বলেছেন, প্রত্যেক চোখই জিনাকারী।নারী যখন সুগন্ধি ব্যবহার করে জনসমাবেশে যায়,তবে সে এমন এমন (অর্থাৎ ব্যভিচারী)।

____ তিরমিযি,মিশকাত পৃ.৯৬

15/02/2024

মৃত্যুর
চেয়ে ভবিষ্যতের ভয় বেশি
অথচ মৃত্যুই ভবিষ্যৎ....! 🙂

14/02/2024

কারো কাছে থেকে সত্যিকারের ভালোবাসা পেলে -
-তার জন্য জিবনটাও দিতে প্রস্তুত আছি 😌

13/02/2024

মানুষ যতই কাছের হোক না কেন''
সে আগে নিজের কথাই ভাবে, নিজের স্বার্থই খুজে! 🫶🤍

06/02/2024

জিবনে কিছু করতে চাইলে টাকা কামাও
আর কম খাও
জমা করো বেশি একদিন তুমিও কিছু করতে পারবে!! 😊
কারন এই দুনিয়ায় টাকার বিনিময়ে সব পাওয়া যায়! 🌺

30/01/2024

পুরুষ কখনো রূপের জন্য নারীকে ত্যাগ করে না।
ত্যাগ করে তারা আচরণের জন্য!!🗿✅

25/01/2024

হযরত আবু হোরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত 'রাসুল( সা:)বলেছেন, চার কারণে নারীকে বিয়ে করা হয়_১.সম্পদের জন্য ২.বংশ-মর্যাদার জন্য ৩.সৌন্দর্যের জন্য,৪.দীনদারিতার জন্য। সুতরাং তুমি দীনদারিতাকে প্রাধান্য দাও,নতুবা তোমার জন্য ধ্বংস।

_বুখারি ও মুসলিম, মিশকাত পৃষ্ঠা. ২৬৭

12/10/2023

আয়াতুল কুরসি #আয়াতুলকুরসি

02/10/2023

দান করার জন্য সম্পদ লাগে না মন লাগে কলিজা লাগে।
#আবুতহা

30/09/2023
18/09/2023

10/08/2023

ইসলামিক কিছু কথা শুনেন জিবনে কাজে দিবে।

03/08/2023

মানুষকে আবেগ দেখাইয়া কি লাভ ?

02/08/2023

🥰🥰

31/10/2022

রাসুল (সা:) বলেছেন,
আল্লাহ যার ভালো চান
তাকে দু:খ কষ্টে ফেলেন।
[বুখারী - ৫৬৪৫]🥰🥀

11/09/2022

যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।

03/07/2022

,🤣

16/06/2022

হায়রে ছোট্ট বোলা 😒
R কোনো দিন ৮০ বেনা ফিরে 😅😔

07/06/2022
07/06/2022
07/06/2022

#
Eta ki cilo 😅

emotion
06/06/2022

emotion

Address

Madaripur

Telephone

+8801951365128

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিনের পথে এসো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দিনের পথে এসো:

Videos

Share

Category

Nearby media companies



You may also like