NSB TIMES

NSB TIMES Madaripur,Dhaka,Bangladesh

আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মরদেহ কেন সিরাজগঞ্জের খাজা এনায়েতপুরী (র.) দরবার শরীফে দাফন করা হলো?পূর্ব ইচ্ছা অনুযায়ী ও তাঁর...
28/10/2023

আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মরদেহ কেন সিরাজগঞ্জের খাজা এনায়েতপুরী (র.) দরবার শরীফে দাফন করা হলো?

পূর্ব ইচ্ছা অনুযায়ী ও তাঁর স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন এদের সিদ্ধান্তে তাকে দাফন করা হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে পরিবারের ধারণা, বিশিষ্ট পীর ও সাধক হযরত খাজা মোহাম্মদ ইউনুস আলী (খাজা এনায়েতপুরী) ছিলেন একজন বিখ্যাত সুফী সাধক। তাঁর নামানুসারে হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর দরবার শরীফ। এই দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন (সৈয়দ আবুল হোসেনের শ্বশুর) পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ লোকের আগমন। পরিবার মনে করছে ডাসারের চাইতে এখানে দাফন করলে মরহুমের বিদেহী আত্মা শান্তি পাবে। এমন ধারণা ডাসার, কালকিনি, মাদারীপুরবাসীর ছিল না। তাদের আশা ছিল প্রিয় মানুষটিকে নিজ জন্মভূমিতে তাকে দাফন করা হবে। সাধারণ মানুষ মনে করছে সৈয়দ আবুল হোসেনের মত লোক আগামী ১০০ বছরে মাদারীপুরে পাওয়া যাবে না। মাদারীপুর বাসীকে কষ্ট দিয়ে গেলেন পরিবার। মাদারীপুর বাসী পরিবারের এই ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারা দুঃখে কষ্টে ক্ষোভ করছে।
সংগ্রহীত

সাবেক যোগাযোগ  মন্ত্রী, সাবেক সংসদ সদস্য,, আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন,, রাতঃ ২ টা ৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধী...
25/10/2023

সাবেক যোগাযোগ মন্ত্রী, সাবেক সংসদ সদস্য,,
আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন,,
রাতঃ ২ টা ৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়।
ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন,,,,

❤️ ফিলিস্তিন এর জয় হবেই হবে 💪💪 ইনশাআল্লাহ।
21/10/2023

❤️ ফিলিস্তিন এর জয় হবেই হবে 💪💪 ইনশাআল্লাহ।

21/10/2023

মাদারীপুরের সাধারন এস্থানিওরা, বানরকে খাওয়াচ্ছেন কলা ও রুটি।
আজকে সকালে মাদারীপুর সরকারি ইউনাইটেড স্কুল এর সামনে এ দির্স দেখা জায়।
এস্থানিওরা জানায় খাবারের অভাবে এরা মাদারীপুরের অলিতে গলিতে দিন রাত ঘুরে বেড়ায় এরা। বিরক্ত করে সবার বাড়ি। তাই আমরা কলা ও রুটি দিচ্ছি।

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৫০০
18/10/2023

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৫০০

মিয়াপুর ওভার ব্রিজের শেষে (জঙ্গিপুর যেতে) রাস্তার এমন অবস্থা। সাধারণ মানুষ পাশ কাটিয়ে চলে যায় কিন্তু এই পাগল মেয়েটি ...
17/10/2023

মিয়াপুর ওভার ব্রিজের শেষে (জঙ্গিপুর যেতে) রাস্তার এমন অবস্থা। সাধারণ মানুষ পাশ কাটিয়ে চলে যায় কিন্তু এই পাগল মেয়েটি রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত।
সংগ্রহীত

15/10/2023

মাদারীপরে দুই তরুনীর
মৃত্যুর পুর্বে মদ খেয়ে যা করেছিলেন তরুনীরা..!

মাদারীপুর কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার (সাব রেজিস্টার) বাসায় মদ্যপানে দুই তরুণীর মৃত্যু -অসুস্থ তিনজন,
15/10/2023

মাদারীপুর কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার (সাব রেজিস্টার) বাসায় মদ্যপানে দুই তরুণীর মৃত্যু -অসুস্থ তিনজন,

15/10/2023

ফিলিস্তিনের বিজয়ে যারা খুশি তারাই বলি
🇪🇭 🇪🇭
আলহামদুলিল্লাহ।

মাওলানা দেলোয়ার হোসেন সাইদী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
14/08/2023

মাওলানা দেলোয়ার হোসেন সাইদী আর নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

25/07/2023

আমি ২০১০ সালে ৫০০০ টাকা দিয়ে সেমফোনি মোবাইল কিনি, যা এই সময় এয়ারবাস ৩৮০ বিমান কেনার সমান।

23/07/2023

NSB TIMES
পেইজের পুর্ণতার আজ ১ বছর।

১ বছর পুর্তি উপলক্ষে সকল ফ্যানদের উষ্ণ ভালোবাসা ও অভিনন্দন।

আপনাদের ভালোবাসা ও সহানুভুতি আমাদের কাছে অনেক বড় অবদান,
পাশে ছিলেন পাশেই থাকবেন।

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে নিহত হয় ১৫ জন।
22/07/2023

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে নিহত হয় ১৫ জন।

প্রাচীন চীনে পুরুষদের খোজাকরণের নির্মম ইতিহাস!ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রাখতো। এরা ছিল শ...
22/07/2023

প্রাচীন চীনে পুরুষদের খোজাকরণের নির্মম ইতিহাস!

ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রাখতো। এরা ছিল শুধুই উপভোগের জন্য। এই ধরনের নারীদেরকে বলে ‘রক্ষিতা’। প্রাচীন চীনে হারেমে প্রায় ২০ হাজার নারী ছিল। রক্ষিতা রাখার প্রধান কারণ জৈবিক চাহিদা পূরণ করা। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অধিক পরিমাণ সন্তান উৎপাদন করা। রাজকীয় রক্তে অধিক পরিমাণ উত্তরাধিকার রেখে যাওয়া। রাজ পরিবার যেন বিলুপ্ত হয়ে না যায় তা নিশ্চিত করা।
এই নারীগুলোকে জোর করে ধরে আনা হতো কিংবা পরিবার থেকে ছিনিয়ে আনা হতো। তাই এরা যেন পালিয়ে না যায় বা ভেতরে কোনো ঝামেলা না করে তার জন্য পাহারাদার রাখা হতো। নারী দিয়ে পাহারার কাজ চলে না, পাহারাদার হতে হবে কোনো পুরুষ। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, পাহারাদার হিসেবে যে যে পুরুষ থাকবে তারা আবার রক্ষিতাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে নাতো?

রক্ষিতাদের ঔরসে শুধুই রাজ রক্তের উত্তরাধিকার তৈরি হবার পাশাপাশি বাইরের রক্ত মিশ্রিত হয়ে যাবার একটা ভয় থেকেই যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রাজারা একটা পথ বেছে নেয়। পাহারাদারদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া। যৌন ক্ষমতা নষ্ট করে দেবার প্রক্রিয়াকেই বলে খোজাকরণ। যাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া হয় তাদের বলে ‘খোজা’। ইংরেজি Eu**ch শব্দের প্রতিশব্দ হচ্ছে খোজা। ইউনাক শব্দটি এসেছে গ্রিক শব্দ Eunoukhos থেকে, যার অর্থ শয়নকক্ষের পাহারাদার।
খোজাকরণ মূলত তিন ধরনের হতে পারে। ১. শুধু পুরুষাঙ্গ কর্তন করে ফেলা; ২. শুধু শুক্রথলী কর্তন করা ও ৩. পুরুষাঙ্গ ও শুক্রথলী উভয়ই কর্তন করা। প্রাচীন চীনে তৃতীয় প্রকার খোজাকরণ প্রচলিত ছিল। এই প্রক্রিয়ায় খুব ধারালো ছুরির সাহায্যে পুরুষাঙ্গ ও অণ্ডকোষ উভয়ই কেটে ফেলা হতো। চীনে খ্রিষ্টপূর্ব ১৬০০ অব্দ থেকে শুরু করে পরবর্তী কয়েক হাজার বছর পর্যন্ত এই প্রক্রিয়া প্রচলিত ছিল। কিন্তু এই প্রক্রিয়ায় ঝুঁকি বেশি। এই প্রক্রিয়ায় প্রচুর মানুষের মৃত্যু হতো। মৃত্যুহার কমানোর জন্য ধীরে ধীরে পুরুষাঙ্গ রেখে শুধুমাত্র শুক্রথলী কেটে খোজা বানানোর প্রক্রিয়া শুরু হয়।
প্রাচীন চৈনিক সাম্রাজ্যে খোজাকরণের কাজটি করা হতো মূল প্রাসাদের বাইরে বিচ্ছিন্ন কোনো স্থানে। রাজ প্রাসাদের চারদিকে দেয়ালঘেরা সীমানা থাকে। এই সীমানার কোনো একটি স্থানে ব্যবহার করা হয় না এমন একটি পাহারা কক্ষ থাকে, যা দরকার পড়ে না বলে ব্যবহার করা হয় না। এই ধরনের পরিত্যক্ত ঘরকে ব্যবহার করা হতো খোজাকরণের অপারেশন কক্ষ হিসেবে।
প্রথমে ব্যক্তিটিকে ঐ কক্ষে নিয়ে একটি কাঠের পাটাতনে শুইয়ে দেয়া হতো। তারপর হালকা গরম পানি দিয়ে যৌনাঙ্গ ও যৌনাঙ্গের আশেপাশের স্থান ধুয়ে নেয়া হতো। এরপর অবশ করতে পারে এমন উপাদানের প্রলেপ দিয়ে যৌনাঙ্গকে অবশ করে ফেলা হতো। তখনকার সময়ে অবশকারী হিসেবে প্রচণ্ড ঝালযুক্ত মরিচ বাটা ব্যবহার করা হতো। অবশ করার পর সহযোগীরা মিলে দেহটিকে কাঠের পাটাতনের সাথে শক্ত করে বেঁধে ফেলতো। তারপর দুইজন সহকারী দুই পা ফাঁকা করে ধরে রাখতো যেন যৌনাঙ্গ কাটার সময় পায়ের দ্বারা কোনো অসুবিধা না হয়। দুইজন তো দুই পায়ে শক্ত করে ধরে রাখতোই, তার উপর আরো দুইজন কিংবা ক্ষেত্রবিশেষে একজন হাত দুটি বেঁধে চেপে ধরে রাখতো।
কর্তক ব্যক্তি সুবিধা করে দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে শুক্রথলী ও পুরুষাঙ্গ হাতের মুষ্টির ভেতর ধরতো। যৌনাঙ্গ মুষ্টির ভেতরে রেখে শায়িত ব্যক্তির কাছ থেকে সম্মতি নেয়া হতো যে তিনি স্বেচ্ছায় খোজাকরণ করতে দিচ্ছেন। সম্মতি পাবার সাথে সাথে চোখের পলকেই ধারালো ছুরি দিয়ে একসাথে কেটে ফেলা হতো মুষ্টির ভেতরে থাকা অণ্ডকোষ ও পুরুষাঙ্গ।

এই অবস্থায় প্রচুর রক্তপাত হতো। এই ধাপ শেষ করার পর থাকে বড় চ্যালেঞ্জটি। রোগীটিকে এই ধাক্কা কাটিয়ে তুলে বাঁচানো যাবে কিনা। কর্তন প্রক্রিয়া শেষ করার পর পরই একটি মূত্রনালিতে একটি নল প্রবেশ করিয়ে দেয়া হতো। প্রস্রাব বের হবার রাস্তা যেন বন্ধ হয়ে না যায় সেজন্য এই নল প্রবেশ করানো হতো। নল ছিল অনেকটা আজকের যুগের স্যালাইনের পাইপের মতো, এর ভেতর দিয়ে প্রস্রাব বের হতো।

এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রোগীকে ঐ কক্ষে তিন দিন রেখে দেয়া হতো। ঐ সময়ে রোগীকে কোনো প্রকার খাবার দেয়া হতো না। এই ধাপ পার হতে পারলে চতুর্থ দিনে রোগীকে প্রস্রাব করতে বলা হতো। যদি প্রস্রাব করতে পারতো তাহলে অপারেশন সফল হয়েছে বলে ধরে নেয়া হতো, আর যদি প্রস্রাব করতে না পারতো তাহলে ধরা হতো এই অপারেশন সফল হয়নি। এক্ষেত্রে রোগী ব্যথা ও ইনফেকশনে মারা যেত। তবে প্রাচীন চীনারা ধীরে ধীরে এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে অপারেশনে মৃত্যুহার নেমে এসেছিল প্রতি হাজারে ১ জন।

সূত্র: State Watch

কতোটা ভয়াবহো বুঝতে পারছেন।বুঝলে বুঝ পাতানা বুঝলে..
21/07/2023

কতোটা ভয়াবহো বুঝতে পারছেন।
বুঝলে বুঝ পাতা
না বুঝলে..

13/07/2023

গতরাতে আমেরিকার জ্যাকসন হাইটসে যা ঘটলো শামিম ওসমানের সাথে...!!!

শূন্য পকেট, হাতে বাজারের ব্যাগ, কাঁধে নারিকেল,কত ক্ষুদ্র চাহিদা! এ মানুষগুলোর মন যেন কতইনা সুন্দর....
22/06/2023

শূন্য পকেট, হাতে বাজারের ব্যাগ, কাঁধে নারিকেল,
কত ক্ষুদ্র চাহিদা!
এ মানুষগুলোর মন যেন কতইনা সুন্দর....

20/06/2023

-আজ পবিত্র "কুরআন শরীফ" এর
১৪৪৪ বছর পূর্ণ হয়েছে..💝

-আলহামদুলিল্লাহ..🖤🥀

শতভাগ মিথ্যায় ভরা একটা পোষ্টার!!!😄
07/06/2023

শতভাগ মিথ্যায় ভরা একটা পোষ্টার!!!😄

❤️❤️ ১৯৭০ সালের ক্বাবা ❤️❤️
07/06/2023

❤️❤️ ১৯৭০ সালের ক্বাবা ❤️❤️

কৃষক হওয়া অতটা সহজ নয় ।  জমিতে ফুল ফোটানোর জন্য  নিজের ফুল কে মাটিতে শোয়াতে হয়।
01/06/2023

কৃষক হওয়া অতটা সহজ নয় । জমিতে ফুল ফোটানোর জন্য নিজের ফুল কে মাটিতে শোয়াতে হয়।

যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতেসেদেশে দূর্নীতিবাজ থাকবে ৫ তলায় আর গুণীজন থাকবে গাছতলায়__ এটাই স্...
31/05/2023

যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে
আর বই বিক্রি হয় ফুটপাতে
সেদেশে দূর্নীতিবাজ থাকবে ৫ তলায়
আর গুণীজন থাকবে গাছতলায়__ এটাই স্বাভাবিক !!!

কপিরাইট ...

গতকাল (৩০শে মে) কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপ...
31/05/2023

গতকাল (৩০শে মে) কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সরকার দলীয় ক্যাডার আব্দুল আলিম স্বপনের নিজস্ব সন্ত্রাসীবাহিনী ঈগল গ্রুপ এর লোকজন যৌথভাবে হামলা চালিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান ভন্ডুল করে এবং উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়, সাবেক এমপি শহীদুল ইসলামের বাসভবন সহ বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।এসময় পুলিশি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী আহত হয়, ২০/২৫টি মোটর সাইকেলে ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে এবং ভাঙ্গচুর করা ১০টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায়।

সংগ্রোহিতো...!!!

31/05/2023
জিহ্বার রং ও লক্ষণ দেখে শারীরিক সম্ভাব্য সমস্যা জানুন।🫀🫁🧠
28/05/2023

জিহ্বার রং ও লক্ষণ দেখে শারীরিক সম্ভাব্য সমস্যা জানুন।🫀🫁🧠

27/05/2023

৫৬ বছর পর আল আকসা মসজিদের
গেইটের চাবি ফিরিয়ে দিল ইহুদি সেনা।

💚 আলহামদুলিল্লাহ 💚

25/05/2023

মাদারীপুর হর্টিকালচার সেন্টারে
এক গাছে ধরেছে ৮ প্রজাতির আম।

শেষ বারে মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে দৌড়াতে, আসবে আমার কোনো প্রিয়জন !! 😊😊
25/05/2023

শেষ বারে মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে দৌড়াতে, আসবে আমার কোনো প্রিয়জন !! 😊😊

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুলহক নুর ঠান্ডা,কাশি, জ্বর, বুকব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন, দোয়া চেয়েছ...
23/05/2023

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুলহক নুর ঠান্ডা,কাশি, জ্বর, বুকব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন, দোয়া চেয়েছেন দেশবাসীর।

22/05/2023

১০ বছরের ভিতরে দাম বাড়েনি এমন দুইটা জিনিসের নাম বলেন.....

মাদারীপুর পুরান বাজারে (চপল সাহা শান্ত) নামে ছবির এই ব্যাক্তি  সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন,এবং...
15/05/2023

মাদারীপুর পুরান বাজারে (চপল সাহা শান্ত) নামে ছবির এই ব্যাক্তি সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন,
এবং (চপল সাহা) নাম বাদ দিয়ে মুসলিম ধর্মীয় নাম (মাহবুব ইসলাম) পরিবর্তন করেছেন।

বাংলাদেশের পতাকায় কালেমা থাকুক,সহমত হলে নীচে ডানপাশে লাইক দিয়ে মতামত জানান।
15/05/2023

বাংলাদেশের পতাকায় কালেমা থাকুক,সহমত হলে নীচে ডানপাশে লাইক দিয়ে মতামত জানান।

20/04/2023

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

বিস্তারিত কমেন্টে...!!!

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীকিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রা...
11/04/2023

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী
কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।
তেনার রুহের মাগফেরাত কামনা করছি।

Address

Madaripur, Dhaka
Madaripur
7900

Telephone

+8801671285360

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSB TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSB TIMES:

Share



You may also like