28/10/2023
আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মরদেহ কেন সিরাজগঞ্জের খাজা এনায়েতপুরী (র.) দরবার শরীফে দাফন করা হলো?
পূর্ব ইচ্ছা অনুযায়ী ও তাঁর স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন এদের সিদ্ধান্তে তাকে দাফন করা হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে পরিবারের ধারণা, বিশিষ্ট পীর ও সাধক হযরত খাজা মোহাম্মদ ইউনুস আলী (খাজা এনায়েতপুরী) ছিলেন একজন বিখ্যাত সুফী সাধক। তাঁর নামানুসারে হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর দরবার শরীফ। এই দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন (সৈয়দ আবুল হোসেনের শ্বশুর) পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ লোকের আগমন। পরিবার মনে করছে ডাসারের চাইতে এখানে দাফন করলে মরহুমের বিদেহী আত্মা শান্তি পাবে। এমন ধারণা ডাসার, কালকিনি, মাদারীপুরবাসীর ছিল না। তাদের আশা ছিল প্রিয় মানুষটিকে নিজ জন্মভূমিতে তাকে দাফন করা হবে। সাধারণ মানুষ মনে করছে সৈয়দ আবুল হোসেনের মত লোক আগামী ১০০ বছরে মাদারীপুরে পাওয়া যাবে না। মাদারীপুর বাসীকে কষ্ট দিয়ে গেলেন পরিবার। মাদারীপুর বাসী পরিবারের এই ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারা দুঃখে কষ্টে ক্ষোভ করছে।
সংগ্রহীত